15/01/2025
• জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির এক গভীর শিক্ষা। ধরো, তোমার নার্সারির একটি গোলাপ ফুল ছিল, যা তুমি পানিতে রেখে পরম যত্নে আগলে রেখেছিলে। তবুও একদিন তা মরে গেল। এই ঘটনায় কি তোমার চেষ্টাকে ব্যর্থ বলা যায়? একেবারেই না। প্রকৃতি বরং তোমাকে শেখাচ্ছে যে, জীবনের কিছু অংশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
সেই গোলাপটি হয়তো তার সৌন্দর্য নিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি, কিন্তু তার ক্ষণস্থায়ী উপস্থিতি যে আনন্দ আর প্রশান্তি দিয়ে গেছে, তা কি অমূল্য নয়? প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবনের একটি নির্দিষ্ট সময়কাল আছে। সেই সময় ফুরালে তাকে বিদায় নিতেই হয়। কিন্তু তার স্মৃতি আর রেখে যাওয়া ভালোবাসা থাকে চিরন্তন।
তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, এটাই জীবনের নিয়ম। অনেক কিছু আমরা সযত্নে লালন করি, তবুও তা হারাই। কিন্তু এর মানে এই নয় যে, চেষ্টা বন্ধ করে দিতে হবে। সেই গোলাপের মৃত্যু তোমাকে শিখিয়েছে যত্ন আর ভালোবাসার প্রকৃত অর্থ।
তুমি যদি নতুন করে চেষ্টা করো, শুকিয়ে যাওয়া শাখা থেকেও নতুন কুঁড়ি ফোটে। তেমনই আবার একদিন তোমার নার্সারিতে নতুন গোলাপ ফুটবে, নতুন সৌন্দর্য আর সুগন্ধে ভরিয়ে দেবে তোমার মন।
মনে রেখো, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—ফলাফল নয়, চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে সার্থকতা। জীবন থেকে কিছু চলে গেলে, তা হয়তো নতুন কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই যায়। তাই নতুন স্বপ্ন দেখো, নতুন করে শুরু করো। কারণ যত্ন আর ভালোবাসার শক্তি কখনো বৃথা যায় না।
~ ফুলগুলো ও.এম. গার্ডেনের
~ ১৫-১-২০২৫ খ্রি.
~ বুধবার