নবীনকণ্ঠ

নবীনকণ্ঠ নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে...)
✓ ই-ম্যাগাজিন 🇧🇩✍️
(1)

01/02/2025

• বইমেলা জ্ঞান ও সংস্কৃতির মিলনস্থল। এটি পাঠকের বইপ্রেম বাড়ায়, নতুন লেখকদের সুযোগ দেয় এবং প্রকাশকদের বিক্রির সুযোগ তৈরি করে। এছাড়া সাহিত্যচর্চা ও ভাষার বিকাশে ভূমিকা রাখে। বইমেলা মানুষকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে এবং সমাজে পড়ার অভ্যাস গড়ে তোলে।

29/01/2025

• বিগত সংখ্যার ন্যায়, এই সংখ্যায়ও আমরা নবীনকণ্ঠ সেরা লেখক/লেখিকা ঘোষণা করেছি এবং সামর্থ্যানুযায়ী তাঁদের অর্থ হাদিয়া ও সম্মাননা সনদ প্রদান সম্পূর্ণ করেছি। আলহামদুলিল্লাহ।

• নবীনকণ্ঠ ডিসেম্বর ২০২৪-এর শীত ও বিজয় সংখ্যার 'প্রবন্ধ, ছড়া, গল্প ও ইতিহাস' ক্যাটাগরিতে যারা সেরা লেখক/লেখিকা হিসেবে ...
26/01/2025

• নবীনকণ্ঠ ডিসেম্বর ২০২৪-এর শীত ও বিজয় সংখ্যার 'প্রবন্ধ, ছড়া, গল্প ও ইতিহাস' ক্যাটাগরিতে যারা সেরা লেখক/লেখিকা হিসেবে মনোনীত হয়েছেন, তাঁদের জন্য নবীনকণ্ঠ পরিবারের পক্ষ হতে 'সেরা লেখক সম্মাননা সনদ' প্রদান করা হলো। সবার জন্য অনেক অনেক দুআ ও ভালোবাসা।

• নির্বাচিতদের ইনবক্সে আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থ 'হাদিয়া' দেয়া হবে, ইনশাআল্লাহ। তবে তাঁরা চাইলে ওই অর্থ দিয়ে বই কিনে সংরক্ষণ করতে পারেন। আমাদের ইচ্ছে ছিল, সম্মাননা সনদের পাশাপাশি বই পুরস্কার। কিন্তু বই সংগ্রহ ও কুরিয়ার একটা ঝামেলা ও সময়ের বিষয়, তাই...

• আমরা কি তোমাদের ভালোবাসা পাবোনা? আমরা শুধু তোমাদের ভালোবাসা ও দু'আ চাই। অনেক দু'আ। প্রিয় পত্রিকার জন্য দু'আ।

• আমাদের এই মহৎ কাজটি ছড়িয়ে দিতে বা জানান দিতে কমেন্টে পরিচিত লেখকদের মেনশন করো কিংবা তোমার টাইমলাইনে পোস্টটি শেয়ার করো। আপনার ও আপনাদের মাধ্যমে নবীনকণ্ঠ উপকৃত হবে, ইনশাআল্লাহ।

• নির্বাচিত লেখকগণ সনদের জিপিজি বা পিডিএফ ফাইলের জন্য কমেন্টে দেয়া লিংক থেকে সংগ্রহ করুন।

~ নবীনকণ্ঠ
• ডিসেম্বর-২০২৪
• শীত ও বিজয় সংখ্যা
• সম্মাননা সনদ ও হাদিয়া প্রদান
• ১৬-১-২০২৫ খ্রি.
• রোববার

26/01/2025

• আজ রাত সেরা লেখক/লেখিকাদের পূর্বঘোষিত হাদিয়া ও সম্মাননা সনদ প্রদান করা হবে, ইনশাআল্লাহ।

• সেরা লেখক পুরস্কার ঘোষণা • মাসিক নবীনকণ্ঠ ডিসেম্বর ২০২৪ সংখ্যায়_ যে চারজন, 'সেরা লেখক/লেখিকা' নির্বাচিত হয়েছেন:১. নু...
23/01/2025

• সেরা লেখক পুরস্কার ঘোষণা

• মাসিক নবীনকণ্ঠ ডিসেম্বর ২০২৪ সংখ্যায়_ যে চারজন, 'সেরা লেখক/লেখিকা' নির্বাচিত হয়েছেন:

১. নুর আহমেদ সিদ্দিকী (প্রবন্ধ)
২. সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম (ছড়া)
৩. ওমর ইবনে আখতার (ইতিহাস)
৪. ইসমত আরা সুপ্তি (গল্প)

~ নির্বাচিত লেখকবৃন্দকে নবীনকণ্ঠ'র ফেসবুক পেইজের ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইল।

~ সহযোগিতায় : নাজিফ (আভিজাত্যে অনন্য, বিশ্বাসে অটুট)

• নবীনকণ্ঠ
• ডিসেম্বর ২০২৪ খ্রি.
• সেরা লেখক পুরস্কার
• ২৩-১-২০২৫
• বৃহস্পতিবার

23/01/2025

• আজ রাতে নবীনকন্ঠ ডিসেম্বর-২০২৪ সংখ্যার (শীত ও বিজয় সংখ্যা) সেরা লেখক/লেখিকা ঘোষণা আসবে, ইনশাআল্লাহ।

20/01/2025

• লেখালেখি শুধুই শব্দের খেলা নয়, এটি মনের গভীর থেকে উঠে আসা ভাবনার প্রকাশ।

~ নবীনকণ্ঠ
(তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)

• নবীন লেখক-লেখিকাদের জন্য অনুপ্রেরণা~ লেখালেখি শুধুই শব্দের খেলা নয়, এটি মনের গভীর থেকে উঠে আসা ভাবনার প্রকাশ। নবীন লে...
16/01/2025

• নবীন লেখক-লেখিকাদের জন্য অনুপ্রেরণা

~ লেখালেখি শুধুই শব্দের খেলা নয়, এটি মনের গভীর থেকে উঠে আসা ভাবনার প্রকাশ। নবীন লেখক-লেখিকাদের উদ্দেশ্যে কিছু নতুন দিকনির্দেশনা:

১. লেখার আগে ভাবুন: লেখার শুরুতেই কেবল কলম চালানোর বদলে একটি খসড়া চিন্তা করুন। কী লিখতে চান এবং তা কেমন হবে, সেই বিষয়ে একটি স্পষ্ট ধারণা তৈরি করুন।

২. ছোট গল্প দিয়ে শুরু করুন: বড় উপন্যাস বা প্রবন্ধ লেখার চাপে না পড়ে প্রথমে ছোট গল্প বা কবিতা লিখুন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে।

৩. পরিবেশ থেকে অনুপ্রেরণা নিন: চারপাশের প্রকৃতি, মানুষের গল্প, এবং জীবনের অভিজ্ঞতাগুলি লেখার বিষয় হতে পারে। বাস্তবতা থেকে গল্প তৈরি করার ক্ষমতা আপনাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবে।

৪. নিজেকে প্রশ্ন করুন: "আমার লেখা কার জন্য?" এবং "এটি কীভাবে তাদের উপকার করবে?" এমন প্রশ্ন আপনার চিন্তাধারাকে লক্ষ্যস্থির করতে সাহায্য করবে।

৫. ব্যর্থতাকে গ্রহণ করুন: সব লেখা ভালো নাও হতে পারে। ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান। ব্যর্থতা একজন লেখককে আরও উন্নত করে তোলে।

৬. টেকনোলজি ব্যবহার করুন: আজকের যুগে ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যম, বা লেখার অ্যাপ ব্যবহার করে নিজের কাজ প্রকাশ করুন এবং মতামত সংগ্রহ করুন।

৭. নিজেকে সময় দিন: লেখালেখি দ্রুত সফলতার রাস্তা নয়। ধৈর্য ধরে নিজের প্রতিভা বিকশিত হতে দিন।

৮. স্বপ্ন দেখুন: লেখালেখির মধ্যে দিয়ে এমন এক পৃথিবী তৈরি করুন, যা আপনি স্বপ্ন দেখেন। পাঠক আপনার স্বপ্নের সঙ্গী হবে।

• লেখালেখি মানেই নিজেকে প্রকাশ করার এক অসীম শক্তি। তাই ভয় বা দ্বিধা না রেখে কলম চালিয়ে যান। আপনার শব্দ একদিন অনেকের হৃদয়ে জায়গা করে নেবে। আপনার প্রতিটি লেখা হোক অনুপ্রেরণার আলো।

~ নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে...)
~ ১৬-১-২০২৫ খ্রি.
~ বৃহস্পতিবার

• জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির এক গভীর শিক্ষা। ধরো, তোমার নার্সারির একটি গোলাপ ফুল ছিল, যা তুমি পানিতে রেখে পরম যত্নে...
15/01/2025

• জীবনের প্রতিটি মুহূর্ত প্রকৃতির এক গভীর শিক্ষা। ধরো, তোমার নার্সারির একটি গোলাপ ফুল ছিল, যা তুমি পানিতে রেখে পরম যত্নে আগলে রেখেছিলে। তবুও একদিন তা মরে গেল। এই ঘটনায় কি তোমার চেষ্টাকে ব্যর্থ বলা যায়? একেবারেই না। প্রকৃতি বরং তোমাকে শেখাচ্ছে যে, জীবনের কিছু অংশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

সেই গোলাপটি হয়তো তার সৌন্দর্য নিয়ে বেশিদিন টিকে থাকতে পারেনি, কিন্তু তার ক্ষণস্থায়ী উপস্থিতি যে আনন্দ আর প্রশান্তি দিয়ে গেছে, তা কি অমূল্য নয়? প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি জীবনের একটি নির্দিষ্ট সময়কাল আছে। সেই সময় ফুরালে তাকে বিদায় নিতেই হয়। কিন্তু তার স্মৃতি আর রেখে যাওয়া ভালোবাসা থাকে চিরন্তন।

তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, এটাই জীবনের নিয়ম। অনেক কিছু আমরা সযত্নে লালন করি, তবুও তা হারাই। কিন্তু এর মানে এই নয় যে, চেষ্টা বন্ধ করে দিতে হবে। সেই গোলাপের মৃত্যু তোমাকে শিখিয়েছে যত্ন আর ভালোবাসার প্রকৃত অর্থ।

তুমি যদি নতুন করে চেষ্টা করো, শুকিয়ে যাওয়া শাখা থেকেও নতুন কুঁড়ি ফোটে। তেমনই আবার একদিন তোমার নার্সারিতে নতুন গোলাপ ফুটবে, নতুন সৌন্দর্য আর সুগন্ধে ভরিয়ে দেবে তোমার মন।

মনে রেখো, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—ফলাফল নয়, চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকে সার্থকতা। জীবন থেকে কিছু চলে গেলে, তা হয়তো নতুন কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই যায়। তাই নতুন স্বপ্ন দেখো, নতুন করে শুরু করো। কারণ যত্ন আর ভালোবাসার শক্তি কখনো বৃথা যায় না।

~ ফুলগুলো ও.এম. গার্ডেনের
~ ১৫-১-২০২৫ খ্রি.
~ বুধবার

14/01/2025

• প্রেরণামূলক কিছু কথা আছে; যা মানুষকে উদ্যম করে, সাহস যোগায় ও সম্মুখে এগিয়ে যেতে সাহাহ্য করে।
প্রেরণার কিছু গল্প আছে; যার কোনো সীমা নেই, নেই কোনো প্রতিদ্বন্দ্বী। যখন যেখানে যেভাবে খুশি নিজের প্রতিভা প্রকাশ করতে পারে।
প্রেরণার কিছু পথ আছে; যে পথে গেলে মিলে মুক্তি, মিলে শান্তি ও প্রেরণার বাতি।

• সফলতার পথে ধৈর্যের ভূমিকাজীবনের প্রতিটি পদক্ষেপে আমরা লক্ষ্য করি, সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ধৈর্য। কঠিন প...
12/01/2025

• সফলতার পথে ধৈর্যের ভূমিকা

জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা লক্ষ্য করি, সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো ধৈর্য। কঠিন পরিস্থিতি, ব্যর্থতা কিংবা বাধা পেরিয়ে যারা এগিয়ে যান, তাদের সাফল্যের গল্প হয় অনন্য।

কিন্তু আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। ছোটখাটো সমস্যায় ভেঙে পড়ি। মনে রাখা দরকার, বড় কিছু অর্জন করতে চাইলে ধৈর্যের প্রয়োজন। এটা শুধু একটা গুণ নয়, এটা আমাদের মানসিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে তোলে।

তাই জীবনের যে কোনো চ্যালেঞ্জে মনে রাখুন: সময় কখনো একই রকম থাকে না। আজকের কষ্ট, পরিশ্রম ও ধৈর্য একদিন আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে।

ধৈর্য ধরুন, প্রচেষ্টা চালিয়ে যান, সাফল্য আসবেই।

~ নবীনকণ্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
~ ১২-১-২০২৫ খ্রি.

11/01/2025

• নবীনকণ্ঠ ডিসেম্বর সংখ্যার, সেরা লেখক/লেখিকা ঘোষণা আসা প্রয়োজন না?

• একটি মোহমুগ্ধ দিন এবং বিষাদের খেরোখাতা ~ বাইজিদ আফনান
10/01/2025

• একটি মোহমুগ্ধ দিন এবং বিষাদের খেরোখাতা
~ বাইজিদ আফনান

• নাতিশীতোষ্ণ রোদেলা বেলা ~ মাইমুনা মুন্নি
10/01/2025

• নাতিশীতোষ্ণ রোদেলা বেলা
~ মাইমুনা মুন্নি

শীত: মুমিনদের বসন্তকাল ~ আবদুর রশীদ
10/01/2025

শীত: মুমিনদের বসন্তকাল
~ আবদুর রশীদ

• মুক্তিযুদ্ধে ইসলামপন্থীদের ভূমিকা ~ নুর আহমেদ সিদ্দিকী নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা...
09/01/2025

• মুক্তিযুদ্ধে ইসলামপন্থীদের ভূমিকা
~ নুর আহমেদ সিদ্দিকী

নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা
শীত ও বিজয় সংখ্যা

• উষ্ণতা ~ হাবিবুন নাহার মিমি নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)ডিসেম্বর ২০২৪তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা শীত ও বিজয় স...
08/01/2025

• উষ্ণতা
~ হাবিবুন নাহার মিমি

নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
ডিসেম্বর ২০২৪
তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা
শীত ও বিজয় সংখ্যা

• শীতের উপহার ~ মাসুমা সুলতানা হাসনাহেনা নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)ডিসেম্বর ২০২৪তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা শী...
08/01/2025

• শীতের উপহার
~ মাসুমা সুলতানা হাসনাহেনা

নবীনকন্ঠ (তারুণ্য বিনির্মাণের লক্ষ্যে)
ডিসেম্বর ২০২৪
তৃতীয় বর্ষ, সপ্তম সংখ্যা
শীত ও বিজয় সংখ্যা
গল্প

Address

Dhaka
Savar
1704

Alerts

Be the first to know and let us send you an email when নবীনকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবীনকণ্ঠ:

Share

Category