11/01/2025
কনকনে শীতে গরম পানি পাওয়া, ঠান্ডা নিবারণে শীতের কাপড় থাকা, রাতে গায়ে দেয়ার মত কাঁথা বা লেপের ব্যবস্থা থাকা - এগুলো আল্লাহর এমন সব নিয়ামত, যা থেকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত। কিছু খেতে ইচ্ছে করলে খেতে পারা, কোথাও যেতে ইচ্ছে করলে নিজ পায়ে হেঁটে যেতে পারা, দুই চোখে দেখতে পাওয়া - বহু অসুস্থ, অন্ধ বা পঙ্গু মানুষের একমাত্র চাওয়া। যেগুলো পেলে তাদের জীবনের আর কোন চাওয়া পাওয়া থাকতো না।
মাঝে মাঝে বড় বড় নিয়ামতের আশায় আল্লাহর দেয়া এরকম অজস্র নিয়ামতকে আমরা ভুলে যাই, যা তিনি আমাদের বিনা চাওয়াতেই দান করেছেন।
সমস্ত প্রশংসা সেই মহান সত্ত্বার, যিনি তার এই অকৃতজ্ঞ বান্দাকে এখনো রিযিক দিয়ে চলছেন, যদিও সে এর যোগ্য ছিল না। …
©Rizwanul Kabir