Nurvai - নূর্ভাই

Nurvai - নূর্ভাই সবাইকে খুশি রাখতে না পারা একজন সাধারণ মানুষ...

শীতের দিনে গরম খাবারের স্বাদ কয়েকগুণ বেশি!গরম ভাতের সাথে বেগুন ভাজা, লালশাক!মূলার সালাদ খেয়েছেন? না খাইলে একবার ট্রাই দি...
15/12/2024

শীতের দিনে গরম খাবারের স্বাদ কয়েকগুণ বেশি!

গরম ভাতের সাথে বেগুন ভাজা, লালশাক!
মূলার সালাদ খেয়েছেন? না খাইলে একবার ট্রাই দিয়েন। 🤓
শীতের স্টার্টার প্যাকেজ হিসেবে কম্বিনেশনটা ভালো।

তোমার আব্বু লীগ করলেও কন্টেস্ট জিতে পেতে পারো হাজার টাকা পুরস্কার! 😁 ভাবছি, জুলাই-আগস্ট না আসলে শিবির কি পারতো এভাবে বড় ...
10/12/2024

তোমার আব্বু লীগ করলেও কন্টেস্ট জিতে পেতে পারো হাজার টাকা পুরস্কার! 😁

ভাবছি, জুলাই-আগস্ট না আসলে শিবির কি পারতো এভাবে বড় পরিসরে আয়োজন করতে? 🙃

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করতে যাচ্ছে
'ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪'

📅 তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৪
🕘 সময় : সকাল ৯টা থেকে বিকাল ৫টা
📍 স্থান : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা

ডেলিগেট : ৫ম শ্রেণি - ১২তম শ্রেণি পর্যন্ত
রেজিস্ট্রেশন ফি : ফ্রি!

এবারের সায়েন্স ফেস্টে থাকছে :
জুনিয়র সায়েন্টিস্ট হান্ট (প্রজেক্ট শো)
পুরস্কার :
🏆 চ্যাম্পিয়ন পুরস্কার : ৬০,০০০ টাকা
🥈 রানার-আপ : ৪০,০০০ টাকা
🥉 তৃতীয় স্থান : ৩০,০০০ টাকা
🎖️ ৪র্থ স্থান : ২০,০০০ ও
🎖️ ৫ম স্থান : ১০,০০০ টাকা

রেজিষ্ট্রেশন লিংক : https://scientisthunt.shibir.org.bd

*প্রতিটি টিমে সর্বোচ্চ তিনজন অংশগ্রহণ করতে পারবে*

🧩 রুবিক্স কিউব প্রতিযোগিতা
🏆 চ্যাম্পিয়ন পুরস্কার : ১৫,০০০ টাকা
🥈 রানার-আপ : ১০,০০০ টাকা
🥉 তৃতীয় স্থান : ৫,০০০ টাকা
রেজিষ্ট্রেশন লিংক : https://rubikscubecontest.shibir.org.bd

📘 অন্যান্য আয়োজন (রেজিষ্ট্রেশনের প্রয়োজন নেই) :
✔️ ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার
✔️ ফিজিক্স, কেমিস্ট্রি, ও অ্যাস্ট্রোনমি বুথ
✔️ সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং
✔️ ক্যারিয়ার বুথ
রেজিস্টেশন এর শেষ সময় : ২৫ ডিসেম্বর, ২০২৪

অতিরিক্ত সুবিধা (শুধুমাত্র জুনিয়র সায়েন্টিস্ট হান্ট ও রুবিক্স কিউবে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য) :
👕 টি-শার্ট, সকালের নাস্তা ও মধ্যাহ্নভোজ।
🌟 সার্টিফিকেট, মেডেল এবং ক্রেস্ট।

প্রতিযোগিতা ও প্রদর্শনী দেশের যেকোন প্রান্ত থেকে আগত সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আপনার সৃজনশীলতা ও প্রতিভাকে উৎসাহিত করার জন্য আমরা সর্বদা প্রস্তুত। এই অনুষ্ঠান সকল বয়সের দর্শকদের জন্য উন্মুক্ত। তাই দেরি না করে এখনই শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং এই অনন্য আয়োজনের অংশ হয়ে যান।

বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে যোগ দিন এই অসাধারণ উৎসবে! 🪐

06/12/2024

শাহরুখ খান। মুসলমান। তবে তার সবচেয়ে বড় পরিচয়—তিনি সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে তিনি আমাদের অনেকের মতোই। দুই ঈদের নামাজ পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু হিন্দু ধর্মের যেকোনো উৎসবে তিনি সবার আগে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। মুসলমানদের উৎসবের চেয়ে হিন্দুদের উৎসবই বেশি পালন করেন। এমনকি তিনি বিয়ে করেছেন এক হিন্দু ধর্মাবলম্বীকে।
এসবই তার ব্যক্তিগত বিষয়।

তবুও, কট্টর হিন্দুত্ববাদীদের কাছে তিনি পাকিস্তানি এজেন্ট, জিহাদিস্ট। তার যেকোনো সিনেমা মুক্তির সাথেই গোদি মিডিয়া থেকে বয়কটের আওয়াজ ওঠে। শুধুমাত্র তার নাম মুসলমানদের মতো বলেই তাকে এসব সহ্য করতে হয়।

আর আমরা যারা ভাবি, ‘আমরা তো ইসলামিস্ট না। এই পরিচয়ের সাথে আমরা নিজেদের যুক্ত করি না। আমরা তো ওদের (কট্টরপন্থিদের) থেকে নিরাপদ।’

এসব কোনো কিছুই ম্যাটার করে না। ওদের কাছে শাপলার রুহুল আমিন যেমন, শাহবাগের মোহাম্মদ সোহেলও তেমন—মুসলিম। জিহাদিস্ট। মাস্ট বি কিল্ড।

It's high time you own your identity.
এটা প্র্যাকটিস করেন কিনা তা গুরুত্বপূর্ণ নয়। আইডেন্টিটিটা ম্যাটার করে।

মোহাম্মদ রোহান ©

১৫ বছরে পাচারকৃত টাকার পরিমাণ দাঁড়াবে 28,625,376,000,000 টাকা। এই টাকা দিয়ে কয়টা পদ্মাসেতু বানানো যাবে, জানেন? কম করে হল...
01/12/2024

১৫ বছরে পাচারকৃত টাকার পরিমাণ দাঁড়াবে 28,625,376,000,000 টাকা। এই টাকা দিয়ে কয়টা পদ্মাসেতু বানানো যাবে, জানেন? কম করে হলেও 92 টা। ইয়াপ, বিরানব্বই টা।
(হিসাব করার সময় পদ্মা সেতুর বাজেট 31,105 কোটি টাকা ধরা হয়েছে। যেটা অফিসিয়াল হিসাব। এর মাঝেও লুটপাটের টাকা আছে।)

শুধু এক বছরের কথাই চিন্তা করেন। ১৬ বিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় যেটা 1,908,358,400,000 টাকার কাছাকাছি। হিসাব করতে গেলে স্থানীয় মান নির্ণয় নতুন করে শিখতে হবে।
মজার[!] ব্যাপার, এটা শুধু এক বছরের হিসাব। এইবার ১৬ বছরের হিসাবটা কতো বড়, কল্পনা করেন।

© হিমেল দাস

আমরা এমনই...
28/11/2024

আমরা এমনই...

এমন এক বিদায় যেন আকাঙ্ক্ষিত কত মুসলিমের! এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক। আমীন।
27/11/2024

এমন এক বিদায় যেন আকাঙ্ক্ষিত কত মুসলিমের! এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আল্লাহ শহীদি মর্যাদা দান করুক। আমীন।

হিন্দু-মুসলিম সৌহার্দ বজায় থাকুক ❤️
27/11/2024

হিন্দু-মুসলিম সৌহার্দ বজায় থাকুক ❤️

ঢাকার বিখ্যাত "জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায়" বিশেষ অতিথি হিসেবে গেলাম।সকল হুজুর সুন্দরভাবে রিসিভ করলেন।আমি একা হিন্দু ছিলাম।তাদের আদব কায়দা দেখে মুগ্ধ হলাম।

এত হুজুর একসাথে কিন্তু তারপরেও আমি একা হিন্দুর কথা চিন্তা করে তারা গরুর মাংস রাখে নাই।আমি পেয়াজ রসুন কম খাই কিনা সেটা চিন্তা করে সেটাও কম ব্যবহার করেছে।

আমি ধর্ম বুঝতে চাই না।বিভিন্ন ধর্মের অনুসারীদের সাথে আমার উঠাবসা।প্রায় কয়েক হাজার হুজুর ও মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে চলাফেরা।

এটাই তো সৌন্দর্য যেখানে হিন্দু-মুসলিম আলাদা আলাদা ধর্ম পালন থাকবে কিন্তু বিদ্বেষ থাকবে না।

"উগ্রতা"-পরিহার করা সকল মানুষ আমার প্রিয়❤️

United we stand, divided we fall 🙂Cartoon Courtesy - Apu's Cartoon
27/11/2024

United we stand, divided we fall 🙂

Cartoon Courtesy - Apu's Cartoon

গরীবের রেড ভ্যাম্পায়ার পারফিউম 🫠4ML - 100 TK 🤔
24/11/2024

গরীবের রেড ভ্যাম্পায়ার পারফিউম 🫠

4ML - 100 TK 🤔

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when Nurvai - নূর্ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share