21/01/2024
এক কাপ চা না হলে হয়তো বিকেল এত মিষ্টি হতো না এবং কি মেঘ এসে উড়ে যেত বৃষ্টি হতো না।ওজন কমানোর ভাইরাল keto blue tea😍😍😍
🔵কেটো ব্লু টির উপকারিতা:
১. এই চায়ে রয়েছে ক্যাটেচিন, যা শরীরের মেদ কমাতে ও ওজন নিয়ন্ত্রণে কার্যকরী।
২.এই চায়ের অ্যান্টি-গ্লাইকেশন বৈশিষ্ট্য আছে, এ কারণে তা ত্বকের জন্য উপকারী। এটি ত্বকের তারুণ্যকে ধরে রাখে।
৩. এই চায়ের সুবাস মেজাজ ভালো করে। নীল চা পান করলে স্ট্রেস দূর হয়, অ্যাংজাইটি কমায়।
৪. অনেকের শরীরে পানি এসে ফুলে যায়। নীল চা ডাই-ইউরেটিক বলে তা শরীর থেকে এই পানি দূর করতে কাজে আসে।
৫. ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে নীল চা।
৬. নীল চা লিভারের জন্য ভালো, রক্তে কোলেস্টেরল কমাতে পারে।
৭.এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।