Kulsum Home made food

Kulsum Home made food Where every bite tells a story!Join us as we celebrate the art of cooking and the joy of eating.✨🍰🍲

আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, লোকাল অর্ডারে 3000 টাকার কাজ ছিল, কাজ শেষ হওয়ার আগেই  500 টাকা অগ্রিম দিয়েছে। কাজটি ...
21/06/2024

আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, লোকাল অর্ডারে 3000 টাকার কাজ ছিল, কাজ শেষ হওয়ার আগেই 500 টাকা অগ্রিম দিয়েছে। কাজটি ছিল ফেসবুক সম্পর্কিত। ক্লায়েন্ট খুব ভাল। প্রকৃতপক্ষে, আপনি যদি ধৈর্য ধরে থাকেন তবে কোন কিছুই অসম্ভব নয় এবং সাফল্য অবশ্যই এক সময় আসবে। চেষ্টা করলে আল্লাহ অবশ্যই রিজিক বাড়িয়ে দিবেন।
আল্লাহ সকলের রিজিক বাড়িয়ে দিক।
゚viralfbreelsfypシ゚viral ゚

কোরবানির গরুর গোসত কাটাকাটির কিছু ছবি🥰
19/06/2024

কোরবানির গরুর গোসত কাটাকাটির কিছু ছবি🥰

13/06/2024

Assalamu alaikum
Good morning

10/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(Collected)

06/06/2024

এই ঝড় বৃষ্টির মধ্যে কোন মা কি তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে? আপনারাই বলেন

゚ #ঝড় #বৃষ্টি #বিপদ #মা #সন্তান

06/06/2024
21/05/2024

এই গরমে সব বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এজন্য সকলের উচিত বাচ্চাদের বাড়তি যত্ন নেওয়া বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার এবং মৌসুমী ফল যেমন আম, লিচু, কচিডাব তরমুজ ইত্যাদি ও যেসব ফল খেলে পানির ঘাটতি পূরণ হয় এমন খাবার খাওয়ানো।

゚ #মোগলাইপরোটা #মৌসুমীফল #আম #তরমুজ #লিচু

19/05/2024

গরমের সময় সিম্পল রেসিপি আজকে দুপুরে তৈরি করলাম লাল চালের ভাত সাথে করলা ভাজি,ঝিঙে আর আলু দিয়ে শিং মাছের ঝোল এবং সব শেষে বাঙালির ডাল এই গরমে কাঁচা আমের সাথে।

゚ #ডাল #ভাত #মাছ #করলাভাজি #আম

30/04/2024

নো প্রাইভেসি ★

আজ থেকে আর মাত্র ১০ বছর পর আপনার প্রাইভেসি বলতে কিছুই থাকবে না। কিছুই ফাঁকি দিতে পারবেন না। যেমন আপনি পিৎজা কিনতে চাইলে যা হবে —

হ্যালো, এটা কি পিৎজা হাট ?

না স্যর, এটা গুগল'স পিৎজা।

আমি কি তাহলে ভুল নাম্বারে ফোন করেছি?

না স্যর, গুগল দোকানটা কিনে নিয়েছে।

ওকে, আমি কি পিৎজার অর্ডার দিতে পারি?

স্যর, আপনি সাধারণত যে পিৎজার অর্ডার দেন আজকেও কি ওটাই দেবেন?

আমি সাধারণত যে পিৎজার অর্ডার দিয়ে থাকি সেটা আপনি কিভাবে জানলেন?

আপনার ফোন নাম্বার অনুযায়ী, আপনি শেষ ১৫ বার ডাবল চিজ বারো স্লাইস সসেজ+পেপারনী পিজা অর্ডার দিয়ে ছিলেন।

আমি এবারও ওটাই চাই।

কিন্তু স্যর আপনার কলেস্টেরল যেহেতু হাই তাই আমি ৮ স্লাইজ ভেজিটেবল পিজা অর্ডার করতে পরামর্শ দিচ্ছি।

আমার কলেস্টেরল হাই এটা আপনি কিভাবে জানলেন?

কাস্টমার গাইড থেকে। আমাদের কাছে আপনার গত ৭ বছরের ব্লাড টেস্টের রিপোর্ট আছে।

আমি ভেজিটেবল পছন্দ করি না, যেটা চাইছি ঐটাই দিন। কলেস্টেরলের জন্য আমি ঔষধ খাই।

কিন্তু আপনিতো নিয়মিত ঔষধ খান না। ৪ মাস আগে লাজ ফার্মা থেকে ৩০টা ট্যাবলেটের একটা পাতা কিনেছিলেন।

আমি অন্য আরেকটা দোকান থেকে বাকিগুলো কিনেছি।

কিন্তু আপনার ক্রেডিট কার্ড তো তা বলছে না।

আমি নগদ ক্যাশ দিয়ে কিনেছি।

কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী সে পরিমান টাকা আপনি তোলেননি।

আমার অন্য আয়ের উৎস আছে।

আপনার ট্যাক্স ফর্মে সে তথ্যের কোন উল্লেখ তো চোখে পড়ছে না।

ধুর মশাই, আপনার পিজার গুষ্টির পিন্ডি চটকাই। পিৎজাই খাবো না। গুগল, ফেসবুক, হোয়াটস অ্যাপ, সেলফোন, ইন্টারনেট নেই এমন একটা দ্বীপে চলে যাবো যেখানে আমার উপর কেউ এত নজরদারি করতে পারবে না।

হ‍্যাঁ স্যর বুঝতে পেরেছি, তার আগে আপনার পাসপোর্ট রিনিউ করতে হবে, আমাদের কাছে তথ্য আছে ৫ সপ্তাহ আগে তার মেয়াদ শেষ হয়ে গেছে। 😆

© সংগৃহিত

17/01/2024

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulsum Home made food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share