Ainul Haque

Ainul Haque v.3.O

একজন পেশাদার মৎস্য শিকারি যেমন বর্ষার জন্য অপেক্ষা না করে আগেই জাল বুনে প্রস্তুতি নেন,তেমনই একজন প্রকৃত উদ্যোক্তা সুযোগে...
08/01/2025

একজন পেশাদার মৎস্য শিকারি যেমন বর্ষার জন্য অপেক্ষা না করে আগেই জাল বুনে প্রস্তুতি নেন,

তেমনই একজন প্রকৃত উদ্যোক্তা সুযোগের জন্য অপেক্ষা না করে নিজেই তা তৈরি করেন।

🎆 নতুন বছরের আনন্দ বনাম প্রকৃতির কষ্ট 🕊️নতুন বছর এলেই আমাদের চারপাশে শুরু হয় আতশবাজির ঝলকানি। একদিকে আনন্দ আর উৎসব, অন্য...
31/12/2024

🎆 নতুন বছরের আনন্দ বনাম প্রকৃতির কষ্ট 🕊️

নতুন বছর এলেই আমাদের চারপাশে শুরু হয় আতশবাজির ঝলকানি। একদিকে আনন্দ আর উৎসব, অন্যদিকে প্রকৃতি আর প্রাণীদের জন্য চরম ভোগান্তি।

আপনারা জানেন কি, আতশবাজির শব্দে আমাদের আশেপাশের অনেক পাখি ভয় পায়, উড়তে গিয়ে আহত হয় বা মারা যায়? শুধু পাখি নয়, অন্যান্য পশুদের জন্যও এটি অত্যন্ত ক্ষতিকর।

🌱 আমাদের আনন্দ যেন অন্যের ক্ষতির কারণ না হয়।
এই নতুন বছরে আসুন, আমরা প্রকৃতির প্রতি আরও দায়িত্বশীল হই। আতশবাজি কমিয়ে অন্য কোনো পরিবেশবান্ধব উপায়ে উদযাপন করি।

পৃথিবী সবার জন্য সুন্দর থাকুক! ❤️

28/12/2024

He is my favorite mentor. Whenever I encounter a problem, he always guides me on how to overcome it. I hold immense respect and love for him. Sending many prayers your way, dear mentor. ❤️✨

24/10/2024

আমরা তোমাদের কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো প্রিয় ভাই। তোমাদের কারণেই আজকে আমরা স্বাধীন ভাবে বাঁচতে পারতেছি। আগে আমরা একটা পোস্ট করলেও অনেক যায়গা হতে অনেক ম্যাসেজ আসতো পোস্ট ডিলেট করার জন্য। আর এখন মন খুলে পোস্ট করতে পারি। স্যালুট ভাই হাজার স্যালুট।
#কৃতজ্ঞতা_প্রকাশ
#তারুণ্যের_জয়
#ধন্যবাদ_যোদ্ধারা
#আমাদের_শক্তি_আমাদের_ভাই
#গর্বের_তারুণ্য
#শান্তির_অভিযান
#ভাইদের_প্রতি_কৃতজ্ঞ
#সংগ্রামে_সফলতা
#নতুন_শুরু
#ঐক্যের_বিজয়
#ধন্যবাদ_প্রজন্ম
#পরিবর্তন_এসেছে
#অভিনন্দন_নবজাগরণ
#ভালবাসা_শক্তি_প্রেরণা
#আমরা_অগ্রসর_হব

20/10/2024

My Mentor❤️❤️❤️❤️❤

"জীবনের পথে চলতে গেলে মাঝে মাঝে আমাদের 'Ctrl + Alt + Del' করার প্রয়োজন হয়।  - **Control yourself**: নিজেকে নিয়ন্ত্রণ ...
30/09/2024

"জীবনের পথে চলতে গেলে মাঝে মাঝে আমাদের 'Ctrl + Alt + Del' করার প্রয়োজন হয়।
- **Control yourself**: নিজেকে নিয়ন্ত্রণ করুন
- **Alter your thinking**: চিন্তাভাবনা পরিবর্তন করুন
- **Delete negativity**: নেতিবাচকতাকে মুছে ফেলুন
নিজেকে আরও শক্তিশালী ও ইতিবাচক করতে এই তিনটি ধাপ অনুসরণ করাই পারে আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি। 💡

©Mojhtahidul Islam

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"...
26/09/2024

১০০টি বেলুন ফুলিয়ে, ক্লাসের প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে ১টি করে দিলেন শিক্ষক। বললেন─ "বেলুনে নিজ-নিজ নাম লিখে, ফেরত দাও।"

নাম সম্বলিত বেলুনগুলো নিয়ে, ক্লাসের মাঝখানে স্তুপ করে রাখলেন তিনি মিশিয়ে। তারপর বললেন─ "এবার এখান থেকে সবাই নিজের নামের বেলুনটি বেছে নাও।"

এতোগুলো বেলুন থেকে নিজের নামের বেলুনটি বেছে নিতে গিয়ে গলদঘর্ম অবস্থা প্রত্যেকেরই। সময় গড়াতে লাগলো, দু'য়েকজন খুঁজে পেলো নিজের বেলুনটি, বাকিরা হাতড়াতে লাগলোই, হতোদ্যম।

শিক্ষক বললেন─ "এক কাজ করো তাহলে; প্রত্যেকেই নিজের ঠিক সামনের বেলুনটি নাও, ওটায় তোমার যে-বন্ধুর নাম লিখা আছে তার হাতে তুলে দাও ওটা।"

এবার দেখা গেলো─ খুব অল্প সময়েই যার বেলুন তার কাছে পৌঁছে গেলো।

বেলুন হাতে বসে থাকা তাঁর সন্তানসম হাস্যোজ্জ্বল ছাত্রছাত্রীদের দিকে তাকালেন শিক্ষক। তাঁর চোখে আনন্দাশ্রু চিকচিক করছে।

─ "বাবারা, পৃথিবীতে সুখ ছড়িয়ে আছে, ঠিক ওই বেলুনগুলোর মতোই। খুঁজে নাও। কিন্তু, নিজের জন্য নয়; অন্যের জন্য খোঁজো সুখ, তাকে তোমার অর্জিত সুখের ভাগ দাও; সেও তোমাকে তার সুখের─ সমস্তটা না-পারলেও─ ভাগটুকু দেবে। মা রে, তোমরা মিলেমিশে বেঁচে থাকো সারাটা জীবন, থইথই সুখের ভাগাভাগিতে।"

জীবন মানে প্রতিযোগিতা নয়
জীবন মানে সহযোগিতা। এই শিক্ষা আমরা ও আমাদের ভবিষ্যতে প্রজম্মকে দিতে হবে তাহলেই পৃথিবী সুন্দর হবে।❣️❤️

আমাদের মস্তিষ্কের নিউরাল সিস্টেম খুবই আশ্চর্য রকমের কাজ করতে পারে। এমনকি অবচেতন মনেও আমাদের জন্য কাজ করতে পারে এই নিউরাল...
25/09/2024

আমাদের মস্তিষ্কের নিউরাল সিস্টেম খুবই আশ্চর্য রকমের কাজ করতে পারে। এমনকি অবচেতন মনেও আমাদের জন্য কাজ করতে পারে এই নিউরাল সিস্টেম।
আচ্ছা! আমরা যারা অনেক দেরিতে ঘুম থেকে উঠতে অভ্যস্ত,একবার চিন্তা করেন তো... ঈদের দিন প্রত্যেকেই অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠে পড়ি খুব সকালে। এর কারণ কি?
কারণটা আমি বলছি। ঈদের আগের দিন আমরা খুবই প্রফুল্ল থাকি এটা ভেবে যে, পরদিন সকাল সকাল ঈদের নামাজ দিয়ে শুরু হওয়া দিনটা হবে আমাদের জন্য খুবই অসাধারণ। এই উত্তেজনা অথবা ইনপুট ঈদের আগের দিনই আমাদের মস্তিষ্কের নিউরাল সিস্টেম নিয়ে নেয়। আর এজন্যই সকাল সকাল অ্যালার্ম ছাড়া ঘুম ভেঙ্গে যায় ঈদের দিন।
একটা ছোট্ট ব্যাপার খেয়াল করেন,মস্তিষ্কের এই নিউরাল সিস্টেমে আপনি যদি নিজের ইচ্ছামতো ইনপুট দিয়ে রাখতে পারেন তাহলে আপনার হয়ে আপনার অবচেতন মনেই কাজ করে দিবে এই নিউরাল সিস্টেম। ঠিক যেভাবে ঈদের দিন অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে তুলে দেয় আমাদেরকে। যদি ইনপুট ঠিকঠাক হয় তবে আপনার অবচেতন মনেও মস্তিষ্ক আপনাকে পরিচালিত করবে সেই কাজটি করার জন্য।
The Miracle Morning বইয়ের মধ্যে Hal Elrod এর দেওয়া একটা ছোট উদাহরণ দেই। যারা অনেক দেরি করে ঘুম থেকে ওঠেন তাদেরকে সকাল সকাল ঘুম থকে ওঠার জন্য ঠিক ঘুমানোর আগে চোখ বন্ধ করে ব্রেনের নিউরাল সিস্টেমে ঈদের আগের দিনের সেই ইনপুট দেওয়ার পন্থা শেখানো হয়েছে।
আপনি যদি প্রতিদিন ঘুমানোর আগে খুব গভীরভাবে এটা চিন্তা করেন যে,ঈদের দিনের মতো কালকের দিনটাও খুব দারুন যাবে। আর এজন্য আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। একটা কৃত্রিম উত্তেজনা আপনার মস্তিষ্কে ইনপুট করে দিন। এরপর এক গ্লাস পানি বিছানার পাশে ঢেকে রেখে এটাই চিন্তা করে ফেলুন যে,ঘুম থেকে উঠেই পানিটা খেয়ে নিবেন।
সকালে যে সময়টাতে আপনি অ্যালার্ম দিবেন অন্তত তার এক ঘন্টা আগে আপনার ঘুম ভেঙ্গে যাবে। খুবই দারুন না ব্যাপারটা? এটা সত্যিই কাজ করে! আমি নিজে চেষ্টা করে দেখেছি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন।
সকালে ঘুম থেকে উঠতেই হবে এমনটা নয়। আমি বলছিলাম মস্তিষ্কের নিউরাল সিস্টেম নিয়ে। আপনি যদি ঠিকঠাক আপনার মস্তিষ্কে ইনপুট দিতে পারেন যে আপনার দ্বারা হবে,সে যেকোন কাজ বা প্রজেক্ট। বিশ্বাস করেন,আপনার অবচেতন মনে আপনার মস্তিষ্ক আপনাকে সেই সফলতার দিকে নিয়ে যাবে।
প্রত্যেকটা মানুষের সফলতার পথ আলাদা। আপনি কারোটা অনুসরণ করে কারো মতো হতে পারবেন না। আই ক্যান গ্যারান্টি ইউ। মোটিভেশনাল সেশন করবেন ভালো কথা,একে ওকে অনুসরণ করতে গিয়ে আপনার মধ্যে ভালো যা ছিলো তাও ছুটে যাবে। আপনাকে নিজের উপর বিশ্বাস অর্জন করা শিখতে হবে। ঠান্ডা মাথায় আপনার ব্রেনের নিউরাল সিস্টেমে এই ইনপুট দিয়ে দেন যে,আপনার দ্বারাই হবে এবং আপনি সবার থেকে স্পেশাল। যতো বাধাই আসুক, আপনার মস্তিষ্ক আপনাকে সেরা ফলাফল দিতে থাকবে।

আলহামদুলিল্লাহ্‌, আপনি পুরোটা পড়েছেন মানে আপনি এখান থেকে অনেক শিক্ষণীয় তথ্য পেয়েছেন । এখন আপনি চাইলেই আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার পরিচিতদের সাহায্য করতে পারেন।

ধন্যবাদ।

07/08/2024

টাইম-হয়তো বা তাদের আমরা কিছু দিতে পারবোনা। কিন্তু তাদের স্বরনে টাইম লাইনে রেখে দিতেই পারি।

স্বৈরাচারের / ফ্যাসিবাদের প্রেতাত্মা চেনার ফিল্টার।১. বিকল্প দেখান।২. সব একই।৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছরে...
07/08/2024

স্বৈরাচারের / ফ্যাসিবাদের প্রেতাত্মা চেনার ফিল্টার।
১. বিকল্প দেখান।
২. সব একই।
৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছরের ক্ষুধার্ত।
৪. আগেইতো ভালো ছিলো।
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
৬. আহা! গণভবনে কি লুটপাট চলছে।(অথচ ১১ লক্ষ কোটি লোপাটের ব্যপারে নিশ্চুপ)
৭.এইবার আসছে ভাগ বসাইতে।
৮.আমরা কিছু সীমাবদ্ধতার কারণে আন্দোলনে ছিলাম না।
৯.এর জন্যই ছাত্ররা আন্দোলনকরে দেশ স্বাধীন করেছে?
১০.১৭ বছরের গুম খুন সহ সর্বশেষ আন্দোলনের পৈশাচীক নর হত্যা ও নির্বাচারে গুলি গ্রেফতার নিয়ে চুপ থেকেও বর্তমানে সুশীল সাজা।

তাই আসুন সাবাই সচেতন হই এবং সবাইকে সচেতন করি।
ধন্যবাদ।

আরও কিছু থাকলে জানান….

পৃথিবীটা ( Battel grounds ) এখানে তোমাকে-আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হবে এবং লক্ষ্য পৌছাতে হবে। এখানে সবাই সবার প্রতি...
04/08/2024

পৃথিবীটা ( Battel grounds ) এখানে তোমাকে-আমাকে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হবে এবং লক্ষ্য পৌছাতে হবে। এখানে সবাই সবার প্রতিদ্বন্দ্বী সবাই সবার শত্রু।

এখানে Business Man এর শত্রু আর এক Business Man, একজন ব্যাবসায়ী যুদ্ধ করতেছে মার্কেটিং এর পাওয়ার দিয়ে যার মার্কেটিং যতো Power full তার বিক্রি ততো বেশি। একজন Job Seekers আর একজন Job Seekers এর সাথে যুদ্ধ করতেছে নিজের লেখা-পড়ার পাওয়ার দিয়ে, যে যত বেশি মেধাবি তার জন্য এই যুদ্ধ ক্ষেত্র অনেক সহজ। আবার একজন Playerএর শত্রু আর একজন Player যে প্লেয়ার যত বেশি প্রশিক্ষণ গ্রহন করবে সেই খেলোয়ার মাঠে বেশিক্ষণ টিকে থাকতে পারবে।।

তেমনি ক্ষুধার্তের শত্রু খিদে, তারা এক মুটু খাবার এর জন্য এখানে যুদ্ধ করে বাচে । বস্ত্রহীন এর শত্রু শীত, বস্ত্রহীন যুদ্ধ করে এক টুকরো কাপড়ের জন্য।

একজন Politician এর শত্রু আর একজন Politician, এখানে তাদের হাতিয়ার রাজনীতি যে যত বেশি রাজনীতিতে পারদর্শী সে এই মাঠে টিকে থাকবে ।

ছাত্রদের শত্রু অন্যায়, বৈস্বম্য, দুর্নীতি দেশের নস্ট সিস্টেম । তাই আমাদের হাতিয়ার হতে হবে আন্দোলন যত বেশি আন্দোলন হবে তত বেশি অন্যায় থেকে মুক্তি পাবে আমার দেশ আমার জাতি আমার প্রজন্ম।

যদি সবার শত্রু এই যুদ্ধ ক্ষেত্রে থাকে তাহলে আপনার আমার শত্রু থাকবে এটাই স্বাভাবিক । তাই বলে আমরা বসে থাকতে পারি না। যদি আপনি ভয় করেন তবে আপনার জন্ম নেওয়ায় বৃথা যদি আপনি এই Battel Grounds এ টিকে থাকতে চান তবে আপনাকে প্রতিনয়ত লড়তে হবে ।

এই যুদ্ধ ক্ষেত্রে কোন মারি কিংবা হানাহানির মাঠ নয় । বরং এই যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করতে হবে বিবেক, বুদ্ধি ও পরিশ্রম দিয়ে ।

02/07/2024

শেয়ার দিয়ে টাইম লাইনে রেখেদিন।

13/03/2024

Address

Nawabganj
Savar
5280

Alerts

Be the first to know and let us send you an email when Ainul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ainul Haque:

Videos

Share