GIAS UDDIN VLOG

GIAS UDDIN VLOG মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করি

27/01/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

I’m beyond grateful to announce that we’ve hit 15,000 followers on this journey together! 🎉 Thank you so much everyone. ...
20/01/2025

I’m beyond grateful to announce that we’ve hit 15,000 followers on this journey together! 🎉
Thank you so much everyone. Love u all🥰🥰🥰

মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়।
17/01/2025

মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়।

10/01/2025

মানুষের জীবনে কোনো পরিস্থিতি সবসময় একই রকমভাবে কখনো থাকে না; তা ক্রমবর্ধমান পরিবর্তনশীল।

সুখী হওয়ার দুটি উপায় হলো: বাস্তবতা মেনে নিন, আর আপনার প্রত্যাশা কম করুন।
04/01/2025

সুখী হওয়ার দুটি উপায় হলো: বাস্তবতা মেনে নিন, আর আপনার প্রত্যাশা কম করুন।

29/12/2024

󰤧মানুষ বহুরুপি চেনা অসম্ভব.!🩷🪽

27/12/2024

এত ভয় পাচ্ছেন কেন, সময় সব সময় এক রকম যায় না।

25/12/2024

সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে ; হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে ।

22/12/2024

সম্মান' জিনিসটা তো আমরা সবাই জানি। তবে, সম্মানকে আমি মূলত আদবের সাথে তুলনা করি। "বড়দের সম্মান করতে হবে", এমন বানী আমরা ছোটবেলায় অনেক শুনেছি। আমি সবসময়, এটা বিশ্বাস করি আপনি যদি কাউকে তার উপযুক্ত সম্মানটুকু দেন বা করেন, তাহলে আপনি সম-পরিমান স্নেহ পাবেন। তবে সম্মান করাটা আজকাল বড়দের সাথে সামঞ্জস্য এমনটা নয়, এটা হতে পারে কারো কাজের প্রতি সম্মান, কারো অবস্থানকে সম্মান করা। তবে, অনেকে অধিক বাহবার আশায় সম্মানের জায়গায় তেল মারা শুরু করলে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে!

তাই যা করবেন পরিমাণ মতো, আপনি তাকে তার প্রাপ্য সম্মানটুকুই দেবার চেষ্টা করবেন, নাহলে আপনি তার কাছে তেমন পছন্দের পাত্র হবেন না। সে আপনাকে দুর্বলতা ভাবা শুরু করবে। আর একটি কথা, যে সম্মানের প্রাপ্য মর্যাদাটুকু দিতে জানে না তাকে সম্মানের বদৌলতে এড়িয়ে যাওয়াটা শ্রেয়।

আর সকলের কাজকে সম্মান করতে শিখতে হবে, কারন অবস্থার পরিবর্তন সহসা! এমনও হতে পারে বেশি তুচ্ছতাচ্ছিল্য করার ফলে আল্লাহ তাআ'লা আপনাকে সেখানে ফিরিয়ে নিয়ে গেলেন। তখন কী আপনি সম্মান পাবেন?

22/12/2024

মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম, জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে।

16/12/2024

অযোগ্য বলে কেউ কাউকে অবহেলা করো না।
কারণ
তুমিও কারোর কাছে অযোগ্য।

আমাদের তিন প্রজন্ম 🥸🤓😎
16/12/2024

আমাদের তিন প্রজন্ম 🥸🤓😎

07/12/2024

চোর কখনো
গরীব এর ঘরে চুরি করেনা।
তেমনি শয়তান কখনো
মানুষরুপি শয়তান কে
ধোঁকায় ফেলে না।
কারণ !

সে তো আগে থেকেই শয়তান।
তাই শয়তান সর্বদা চেষ্টা করে !
ভালো মানুষকে
কিভাবে ধোঁকা দিয়ে
তার মতই শয়তান
বানানো যায়। !

হে আল্লাহ !
আমাদের কে শয়তানের ধোঁকা থেকে
বেঁচে থাকার তৌফিক দান করুন ..!
#আমীন

06/12/2024

হাতটা ধরেন না ভাব নিয়েন না। লাস্টে কি বলে কিছুই বুঝি না। ゚viralfbreelsfypシ゚viral ゚viral ゚

01/12/2024

বন্ধুরা বলোতো পুরুষের মানসিক শান্তি কি?

ফুলের সৌন্দর্য, মৃদু বাতাস,তোমার স্পর্শে সব জীবন্ত।
29/11/2024

ফুলের সৌন্দর্য, মৃদু বাতাস,

তোমার স্পর্শে সব জীবন্ত।

No caption
25/11/2024

No caption

আজকে বিকালে।
23/11/2024

আজকে বিকালে।

Address

House No: B-112/1
Savar
1342

Alerts

Be the first to know and let us send you an email when GIAS UDDIN VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GIAS UDDIN VLOG:

Videos

Share

Category