নসিব মিয়া

নসিব মিয়া ‘নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের,উজ্জল হয়ে ফোটেনি আজও,
সুবিমল জ্যোতি তাওহীদের’

15/02/2024

আলিয়া মাদ্রাসার শিক্ষকদের করণীয় কি?
===========================
সাংগঠনিকভাবে ছাড়া এককভাবে কোন ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব হয়না। এটা কুরআন সুন্নাহ এবং ঐতিহাসিক বাস্তবতায় ও প্রমাণিত।
আলিয়া মাদ্রাসা শিক্ষকদের সবচেয়ে বড়ো প্রাচীণ সংগঠন হলো বাংলাদেশ জমিয়তুল মুদাররিসীন। আলিয়া মাদ্রাসাকে আধুনিকায়ন ও সংস্কারের নামে যেভাবে ইসলাম শূন্য করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে - এই অধপতন মোকাবেলায় তারা কি করেছে জানা নেই। তাদের বড়ো বড়ো অনেকেই সংস্কারবাদিদের খুবই বিশ্বস্ত এবং কেউ কেউ তাদের এমপি।
এই সংগঠনের বিভিন্ন বিষয়ে ব্যার্থতার কারণে ও সময়ের প্রয়োজনে সৃষ্টি হয়েছিলো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ। যার সভাপতি ছিলেন আল্লামা সাঈদী (রাহে)।
আলেম জালেম একসঙ্গে মিলে অত্যাচার জুলুম করে তছনছ করে দিয়েছে এই সংগঠনটিকে। আলাদা আলাদা বিভিন্ন ব্যানারে শিক্ষকরা সীমাবদ্ধতা সত্ত্বেও অনেকেই কথা বলেছেন বলছেন।
তাছাড়া বেসরকারি শিক্ষক নীতিমালা নামে একটি আইনের খসড়া তৈরী করা হয়েছে এবং তা পাশ করার প্রক্রিয়ায় আছে। এটা বাস্তবায়ন হলে শিক্ষকদের হাতেপায়ে শিকড় পরিয়ে দেয়া হবে। মাদ্রাসা সিলেবাস সহ টোটাল শিক্ষাব্যবস্থা যারা কন্ট্রোল করে তাদেরকে মোটেও দূর্বল মনে করার কারণ নেই। দু একটা চিৎকারে কিচ্ছু যায় আসেনা তাদের। বি এন পির মতো দলের ৪০শা বাকী আছে। মতানৈক্য মতবিরোধে ইসলামপন্থীরা জর্জরিত। লক্ষ্মণে বুঝা যায় আরেকটি বড়ো ধরনের পরিবর্তন ছাড়া উত্তরণের সম্ভাবনা নেই। অমুকে কি করে তমুকে কি করে এসব না বলে পারলে বুদ্ধিবৃত্তিক কিছু করা উচিত।। মনে রাখবেন প্রতিটি মাদ্রাসার কমিটি কিন্তু ওনারাই।
কপি মাওলানা ফখরুদ্দিন সাহেব

01/02/2024

স্কু্ল এবং মাদরাসা দুটো দুই ধরনের প্রতিষ্ঠান।

যারা সন্তানকে মাদরাসায় ভর্তি করান, তারা সচেতনভাবেই সন্তানকে ইসলামি মূল্যবোধ ও শরীয়া শেখানোর জন্য ভর্তি করান।

কিন্তু সেই মাদরাসায় যদি শিল্প-সংস্কৃতির নামে শরীয়া বিরোধী ঢোল-তবলা এবং হারমোনিয়াম চাপিয়ে দেয়া হয়, সেটা কি সন্তান এবং অভিভাবকদের ওপর জুলুম নয়?

জনসাধারণেন ওপর এই জুলুম করার অধিকার কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আছে?

শিল্প-সংস্কৃতি মানে কি শুধুই ঢোল-তবলা-হারমোনিয়াম? কোনো অভিভাবক কি ঢোল-তবলা শেখার জন্য সন্তানকে মাদরাসায় ভর্তি করে?

অনুগ্রহ করে এই স্বেচ্ছাচারিতা এবং হঠকারিতা বন্ধ করুন। নতুবা এভাবে চলতে থাকলে এই শিক্ষাব্যবস্থা থেকে জনগণ মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে।

সরকার-সহ সংশ্লিষ্ট মহল— কারো জন্যই সেটা সুখকর হবে না।
Coppy শায়খ আহমাদুল্লাহ

দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ মিছিলনিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যক...
30/01/2024

দেশব্যাপী জামায়াতের বিক্ষোভ মিছিল

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়।



মিরপুরে জামায়াতের বিক্ষোভপুলিশের হামলা, পথচারি সহ আটক -৫।>অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র ৪% মানুষ ভোট দিয়েছে।>নির্যাতন কর...
29/01/2024

মিরপুরে জামায়াতের বিক্ষোভ

পুলিশের হামলা, পথচারি সহ আটক -৫।

>অবৈধ আওয়ামী লীগ সরকারকে মাত্র ৪% মানুষ ভোট দিয়েছে।
>নির্যাতন করে; গুলী চালিয়ে জনতার আন্দোলন বন্ধ করা যাবে না
>এ সংসদ ও সরকার জনগণের প্রতিনিধিত্ব করেনা
- Dr. Rezaul Karim

বিনাভোটের সরকারকে জনগণ প্রত্যাখান করেছে; তাই জনগণের বুকে গুলী চালিয়ে আওয়ামী ফ্যাসীবাদের শেষ রক্ষা হবে না বরং রাজপথ রক্তাক্ত হলেও দুর্বার আন্দোলনের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেই ছাড়বে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

25/01/2024

উপরে সেলোয়ার,
ভিতরে তলোয়ার
এরই নাম
ট্রান্সজেন্ডার 👩‍🦳

25/01/2024
24/01/2024

এখন থেকে সবাই সাবধানে বিয়ে করবেন তা না হলে হয়তো শরিফ থেকে শরিফা হওয়া মেয়ে আপনার কপালে জুটবে

24/01/2024

ফ্রেন্ডলিস্টের এক 'ইনেক্টিভ' পোলারে অনেকদিন ধরে ফলো করলাম।
হালায় আমার কোনো পোস্টে লিক করে না, কমোড করে না । এই হালার্পোরে লিস্টে রাখার চাইতে ঢাকা কলেজের কোন সুন্দরীকে রাখলেও ভালো হতো।
হুমুন্দির্পুতেরে আনফ্রেন্ড করার ১০ সেকেন্ডের মধ্যে বলল "আমি মনে মনে আপনার সব পোস্টে লাইক দেই, কমেন্ট করি, আপনার কাছ থেকে মনে মনে মধুও কিনি। আমাকে আনফ্রেন্ড করলেন কেন? আঁই কিচ্চি?"

তাকে বললাম "তোমাকে ফেইসবুকে আনফ্রেন্ড করলেও তুমি আমার ফ্রেন্ড লিস্টেই আছো (মনে মনে)"

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংল...
23/01/2024

ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে রামমন্দির নির্মাণ ও উদ্বোধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

A protest march and rally was held by the Bangladesh Islami Chhatrashibir, Dhaka City South Branch, denouncing the demolition of the Babri Masjid in Ayodhya, Uttar Pradesh and the construction and inauguration of the Ram Mandir.

"দাওয়াতি কাজ কমিয়ে দিলে নিজের হাসিল করা ইলমও কমতে থাকে।"-অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ
23/01/2024

"দাওয়াতি কাজ কমিয়ে দিলে নিজের হাসিল করা ইলমও কমতে থাকে।"

-অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ

22/01/2024

আমি বুঝি না, আপনারা ব্র্যাককে বয়কট করতে চাচ্ছেন কেন?

সবাই কালকে থেকে আড়ং এ যাবেন। জিনিসপত্র হাতায় দেখবেন। ঘন্টাখানেক ঘোরাঘুরি করবেন।

ফিক্সড প্রাইসের জিনিসপাতি নিয়ে কিছুক্ষণ দামাদামি করবেন। (কারন কোন কিছুই ফিক্সড না, জেন্ডার এর মত দামও পরিবর্তনশীল)

তারপর 1000 টাকার একটা পণ্য হাতে নিবেন, এরপর 10 টাকা ধরায় দিবেন। এরপর বলবেন এই দশ টাকা নিজেকে ১০০০ টাকা বলে আইডেন্টিফাই করে।

যারা ব্র্যাকের ইউনিভার্সিটিতে পড়েন এক টাকার বেশি কোনো ফি দিবেন না। কারণ ওই ১ টাকাই মনে মনে পুরো সেমিস্টারের মূল্য ধারণ করে।

সত্যি তো😢
22/01/2024

সত্যি তো😢

22/01/2024
আলহামদুলিল্লাহ,, দীর্ঘ দশ বছর পর আরও এক প্রিয় রাহাবার,,শায়েখ মুফতি জসিম উদ্দিন রহমানী,,কারাগার থেকে মুক্তি পেয়েছেন,,,
21/01/2024

আলহামদুলিল্লাহ,,
দীর্ঘ দশ বছর পর আরও এক প্রিয় রাহাবার,,
শায়েখ মুফতি জসিম উদ্দিন রহমানী,,
কারাগার থেকে মুক্তি পেয়েছেন,,,

🇨🇵 ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমিউনের বিরুদ্ধে মানহীন মা'মলা করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। মূলত, ফি'লি'স্তি'নের উপ...
21/01/2024

🇨🇵 ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমিউনের বিরুদ্ধে মানহীন মা'মলা করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। মূলত, ফি'লি'স্তি'নের উপর ই'স'রা'য়ে'লের হামলার প্রতিবাদ করায় বেনজেমাকে জংগী সংগঠনের সদস্য বলেছিলেন দারমিউন, তাই তার বিরুদ্ধে মা'মলা করেছেন বেনজেমা....🔥


#ফুটবলেরদুনিয়া

Address

Only Me
Satkhira
6015

Alerts

Be the first to know and let us send you an email when নসিব মিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নসিব মিয়া:

Videos

Share