BaBu Agro-Farm Limited

  • Home
  • BaBu Agro-Farm Limited

BaBu Agro-Farm Limited গরু ছাগল ভেড়া হাঁস মুরগি কবুতর পালন ও
(12)

চোর ভাই আকুল আবেদন এটা নিয়েন না  🤣
08/12/2024

চোর ভাই আকুল আবেদন এটা নিয়েন না 🤣

অথচ আমি একদিন দুনিয়ায় বিশালঅট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।🙂
08/12/2024

অথচ আমি একদিন দুনিয়ায় বিশাল
অট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।🙂

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ_____________________________________  আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইদের গাভীর ঋ...
20/11/2024

গাভী বীজ না রাখার(কনসিভ না করার) কারনঃ
_____________________________________
আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইদের গাভীর ঋতু চক্র সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা সময়মতো গাভিকে বিজ দিতে ব্যর্থ হয় ফলে গাভী কনসিভ করে না। যদি খামারী ভাইয়েরা গাভির ঋতু চক্র সম্পর্কে ধারনা নিতে পারে তাহলে অনেকাংশে সফল হবে।

ঋতু চক্রের চারটি ধাপ রয়েছে
প্রথম টি Pro_ Estrous বা প্রস্তুতি পর্ব
দ্বিতীয় টি Estrous বা উত্তেজনা পর্ব
তৃতীয়টি - Meta_ Estrous কাম উত্তেজনা পর্ব
৪র্থ টি Di-Estrus নিষ্ক্রিয় পর্ব.

১.প্রস্তুতিপর্ব( pro-Estrous)ঃ

গাভী হিটে আসার তিন দিন পূর্ব থেকে খাওয়া-দাওয়া কম খাবে ঝিমানি ভাব থাকবে।গাভীর যোনি মুখ দিয়ে স্বচ্ছ পাতলা ঝিল্লি বের হবে।

২.যৌন উত্তেজনা পর্ব ( Estrous):

এই পর্ব ১ দিন স্থায়ী থাকে। আর আমাদের খামারি ভাইয়েরা বেশির ভাগ ক্ষেত্রে এই পর্বেই বিজ দিয়ে থাকেন যার ফলে সমস্যাটার জন্ম নেয় এখান থেকেই। এই পর্বে বিজ দিলে কন্সেপ্ট না করার হার ৯৮%.

লক্ষনঃ
* গাভি ঘন ঘন প্রসাব করবে
* অন্য গাভির উপর লাফিয়ে উঠবে
*অন্য গাভীর যৌনাঙ্গ শুকতে থাকবে।
* দুধ উৎপাদন কমে যাবে

৩. কামত্তোর পর্ব( Meta _ Estrous)ঃ
এটি খামারি ভাইদের জন্য স্বর্ন যুগ বা সঠিক সময়। এই পর্বের স্থায়িত্ব কাল ১থেকে ২দিন।এই পর্বেই বিজ দেয়ার সঠিক সময়। এই সময় বিজ দিলে কন্সেপ্ট করার হার ৯৯%. এই পর্বের প্রধান লক্ষন গাভীর যোনি পথ দিয়ে অনেক সময় রক্ত মিশ্রিত ঝিল্লি বের হয়। আপনি মনে রাখবেন আপনার গাভীর Estrous পর্ব দেখা দেয়ার ১২ ঘন্টা পর বিজ দিবেন।অর্থাৎ সকালে হিট আসলে বিকালে( ৫/৬) টায় বিজ দিবেন। যদি গাভিটি পুর্বে হিট মিছ করে থাকে তাহলে সেই গাভিকে অবশ্যই পরের দিন সকালে আবার বিজ দিবেন।

শেষ পর্ব( Diestrous) ঃ
এটি থাকে ১৫ দিন। যদি আপনার গাভিকে বিজ না দেন তাহলে গাভির জরায়ু থেকে বের হওয়া ডিম্বানু মারা যাবে এবং গাভির সমস্ত জনন অঙ্গ স্বাভাবিক হবে। এর পর কয়েক দিনের মধ্যে আবার সাইকেল বা চক্র শুরু হবে।
আপনার খামার সফল হোক, বিনিয়োগ নিরাপদ হোক !( collected

একজন আদর্শ গরু পালনকারী হতে করণীয়ঃ১। গরু খামারে উঠানোর আগেই খামার ভাল করে জীবানুমুক্ত করতে হবে। ২। খামারের জন্য ভাল ও উন...
14/11/2024

একজন আদর্শ গরু পালনকারী হতে করণীয়ঃ
১। গরু খামারে উঠানোর আগেই খামার ভাল করে জীবানুমুক্ত করতে হবে।
২। খামারের জন্য ভাল ও উন্নত জাতের গরু সংগ্রহ করতে হবে।
৩। গরুর খামারের জন্য ভাল মানের খাবার মজুদ রাখতে হবে।
৪। গরুর খামারের চারপাশের পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। এলাকাতে কোন রোগের পাদুর্ভাব দেখা দিলে তা থেকে খামারের গরুগুলোকে রক্ষা করতে হবে।
৫। খামারে কোন রোগ দেখা দিলে সঠিক ভাবে রোগ নির্ণয় করতে হবে এবং সঠিক চিকিৎসা দিয়ে খামারকে দ্রুত রোগমুক্ত করতে হবে।
৬। গরুর খামারে লাভবান হতে চাইলে খামার ব্যবস্থাপনা মেনে চলতে হবে। খামার ব্যবস্থাপনার উপর খামারে লাভবান হওয়া অনেকাংশে নির্ভর করে।
৭। খামারে গরুর জন্য প্রয়োজনীয় খাবার ও ওষুধ রাখতে হবে। যথাসময়ে খাবার ও ওষুধ খাওয়াতে হবে।

Brahma❤😍❤
13/11/2024

Brahma
❤😍❤

বাসার ছাদ সহ খালি জায়গায় চাষ করুন।
13/11/2024

বাসার ছাদ সহ খালি জায়গায় চাষ করুন।

বস্তায় আদা চাষ।
13/11/2024

বস্তায় আদা চাষ।

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা ক...
12/11/2024

সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মা/ রা গিয়েছিল, সে রাতে তার পকেটে একটা কানাকড়িও ছিল না।
অথচ কাফন,দাফন,গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ১৫০ টাকা, সে সময়ের ১৫০ টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে। বিভিন্ন লাইব্রেরীতে লোক পাঠানো হল। না, টাকার তেমন ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডি. এম লাইব্রেরি দিয়েছিল ৩৫ টাকা। আরো অনেক টাকা বাকি। টাকা আবশ্যক।
ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিল- এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে। তারপর টাকা......💔
কবি মনের নীরব কান্না, যাতনা লিখে দিলেন কবিতায়.....

"ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে
সাঝের ঝরা ফুলগুলি।।
ফুল ফুটিয়ে ভোর বেলা কে গান গেয়ে,
নীরব হ’ল কোন নিষাদের বান খেয়ে,
বনের কোলে বিলাপ করে সন্ধ্যারাণী চুল খুলি।।
কাল হতে আর ফুটবে না হায়, লতার বুকে মঞ্জরী
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস মর্মরী।
গানের পাখি গেছে উড়ে শূণ্য নীড়,
কন্ঠে আমার নেই যে আগের কথার ভিড়,
আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুল ভুলি।।"

একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটাই বাংলা সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন.... দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে... কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়..., একেবারে ভুলে যায়....., যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন....💔
তিনি আমাদের বিদ্রোহী কবি। বিনম্র শ্রদ্ধা।🙏🏼

11/11/2024
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হ*ত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার...
10/11/2024

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হ*ত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লা*শ উদ্ধার ।

বিহারের ব্রাউনী স্টেশনে আজকের খুব দুঃখজনক ঘটনা।ইঞ্জিনের সাথে বগির সংযোগ করার সময় সেকেন্ডের হেরফেরে এই রেলকর্মী টার মর্ম...
09/11/2024

বিহারের ব্রাউনী স্টেশনে আজকের খুব দুঃখজনক ঘটনা।
ইঞ্জিনের সাথে বগির সংযোগ করার সময় সেকেন্ডের হেরফেরে এই রেলকর্মী টার মর্মান্তিক মৃত্যু ঘটে !! ইন্নালিল্লাহ ওয়া নিল্লাহি রাজিউন🥲😭

10/10/2024

অনলাইন কাজের জন্য ২০ জন লোক দরকার।কম্পিউটার বা ভালো মোবাইল থাকলে তাদেরকে কাজে নেওয়া যাবে। যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কোন প্রকার টাকা-পয়সা জামানত লাগবে না।বা কাজের জন্য কোন টাকা লাগবে না। মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।01318471447

খামারের জন্য গরু কেনার পর যে কাজগুলো অবশ্যই করতে হবেঃ১। খামারে পালন করা জন্য গরু কেনার পরেই সরাসরি খামারে গরুকে প্রবেশ ক...
23/09/2024

খামারের জন্য গরু কেনার পর যে কাজগুলো অবশ্যই করতে হবেঃ
১। খামারে পালন করা জন্য গরু কেনার পরেই সরাসরি খামারে গরুকে প্রবেশ করানো যাবে না। বাড়িতে গরু নিয়ে এসে জীবাণুনাশক যেমন পটাস, টিমসেন ইত্যাদি দিয়ে গোসল করাতে হবে অথবা স্প্রে করে দিতে হবে যাতে কোন জীবাণু প্রবেশ করতে না পারে।

২। পরে গরুর শরীর শুঁকনো কাপড় দিয়ে গরুর মুছে দিতে হবে। তা না হলে গরুর ঠাণ্ডা লাগার সমস্যা হতে পারে।

৩। বাজার থেকে কিনে আনা গরুটিকে খামার থেকে আলাদা একটি সেডে রাখতে হবে।

৪। সেডে গরুটিকে অল্প পরিমাণে কিছু খাবার দিতে হবে। নতুন স্থানে গরু বেশি পরিমাণে খেতে চাইবে না।

৫। গরুকে সময়মতো কৃমিমুক্ত করতে হবে। গরু গর্ভবতী হলে এই অবস্থায় নিরাপদ ঔষধ ব্যবহার করতে হবে।

৬। যদি প্রয়োজন হয় তাহলে জিংক বা ভিটামিন জাতীয় উপাদান গরুকে খাওয়াতে হবে।

৭। এছাড়াও গরুকে প্রয়োজনীয় সব রোগের টিকা নিয়ম মেনে দিতে হবে।

কী ক্ষতি হয় একটু খাবার দিলে??যাবেকি তোমার সব অর্থ চলে??😢😢
09/09/2024

কী ক্ষতি হয় একটু খাবার দিলে??
যাবেকি তোমার সব অর্থ চলে??😢😢

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

Address

Shyamnagar
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when BaBu Agro-Farm Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BaBu Agro-Farm Limited:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Nearby media companies