Apon Bangla

Apon Bangla আমরা এই পৃষ্ঠায় ছোট বিনোদনমূলক ভিডিও অফার করি - নাটকের ক্লিপ,চলচ্চিত্র ক্লিপ কমেডি দৃশ্য, খেলাধুলা এবং আরও বিনোদনমূলক ভিডিও।

Toggle navigationসাতক্ষীরায় পৃথক সহিংসতায় শিক্ষার্থী ও আ. লীগ-বিএনপি নেতাসহ নিহত ১৫সারাদেশ | 6th August, 2024 9:20 pmসা...
07/08/2024

Toggle navigation
সাতক্ষীরায় পৃথক সহিংসতায় শিক্ষার্থী ও আ. লীগ-বিএনপি নেতাসহ নিহত ১৫
সারাদেশ | 6th August, 2024 9:20 pm

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় হামলা ও সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বিকেল থেকে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাকির হোসেনসহ অধিকাংশই আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। তালিকায় বিএনপির দুই নেতাকর্মীও আছেন।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, তার ভাই জাহাঙ্গীর হোসেন, ভাতিজা সজিব হোসেন, ভাগ্নে আশিকুর রহমান, আত্নীয় সাকের আলী ও গাড়িচালক শাহিন হোসেন।

এছাড়া ওই আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের ছোড়া গুলিতে কল্যাণপুর গ্রামের আদম আলী (২৫), কোলা গ্রামের আনাজ বিল্লাহ (১৭) ও কুড়িকাউনিয়া গ্রামের আনাজ আলী (১৮) নিহত হয়েছেন। তারা শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, কিছু লোক শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিল বের করে ও জাকির হোসেনের বাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময়, জাকির হোসেন তার অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে গ্রামবাসীরা জাকির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে গণপিটুনি দিলে জাকির হোসেনসহ ছয় জন নিহত হয়। মঙ্গলবার দুপুরের পর সেনাবাহিনী এলাকায় এসে তাদের দাফনের ব্যবস্থা করে।

অন্যদিকে, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আওয়ামী লীগ কর্মী আসাফুর রহমান (৪০), মৃগাডাঙ্গা গ্রামের তৌহিদ ইসলাম (৩০), সাইফুল ইসলাম (২৫), বিএনপি কর্মী জাহিদ হোসেন (২৮) ও ফারুক হোসেন (৩৫) নিহত হয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতে সদর উপজেলার বৈকারি গ্রামের আওয়ামী লীগ কর্মী আসাফুর রহমানকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রাত নয়টার দিকে মৃগাডাঙ্গা আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে মৃগাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগ কর্মী তৌহিদ ইসলাম, সাইফুল ইসলাম, বিএনপির কর্মী জাহিদ হোসেন ফারুক হোসেন নিহত হয়।

এছাড়া তালা সদরের দক্ষিণ আটারই গ্রামের বিএনপি কর্মী কাদের মোড়লও (৬৫) নিহত হয়েছেন। জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করে।

এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির যমুনা টিভিকে জানিয়েছেন, সাতক্ষীরা সদর থানা, শ্যামনগর থানা, জেলা ট্রাফিক কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জেলার বিভিন্নস্থানে হামলা ও ভাঙচুরের খবর পাচ্ছি। জেলার সাতটি উপজেলায় রাতের মধ্যে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন হয়ে যাবে। আগামীকালের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

/এমএইচ

03/07/2024

ভালো খাদ্য বস্তু পেট ভরে
কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে”

06/06/2024

✅🐯🔥বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একদিকে বিলবকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে বয়েরশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়
#বিনোদন

06/06/2024

বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের একদিকে ৬৫ নং দক্ষিণ পুইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যদিকে ৬৪ নং উত্তর পুইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
#বিনোদন

02/06/2024

🐯মালিয়ার নাচের ভিডিও ✅ #বিনোদন

02/06/2024

🎸✅মাটির_পিঞ্জিরায়_সোনার_ময়না_রে___matiro_pinjiray_sonar_moyna_re____shah_abdul_Karim_Song_2020(360p)🔥🐯

রোববার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে     #...
02/06/2024

রোববার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে

#বিনোদন

02/06/2024

আব্দুল্লাহ কাজের ভিডিও লাইভ

খালেদা জিয়ার নাম শুনলে শেখ হাসিনার রক্তচাপ বেড়ে যায়: গয়েশ্বর
02/06/2024

খালেদা জিয়ার নাম শুনলে শেখ হাসিনার রক্তচাপ বেড়ে যায়: গয়েশ্বর

01/06/2024

✅🇧🇩বনমালী গো পরজনমে হয়ও রাধা🎸🎵 #বিনোদন

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীএমপি আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে ভারতজানালেন স্বরাষ্ট্রমন্ত্রীএমপি আনার হত্যাকাণ্ডের মূল ত...
01/06/2024

জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এমপি আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে ভারতজানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
এমপি আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে ভারত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত ভারত করবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজশনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে ‘আমাদের বঙ্গবন্ধু শীর্ষক’ বক্তব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য (এমপি আনার) হত্যা হয়েছেন ভারতে। কাজেই হত্যাকাণ্ডের মূল মামলাটি হয়েছে ভারতে। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আসামি বিনিময় চুক্তি রয়েছে। আমাদের দেশে হলে আমরা আসামিকে দেশে আনার ব্যবস্থা করতাম। মূল মামলাটা তারা (ভারত) করেছে। আমরা দ্বিতীয় মামলা করেছি।’

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গেছেন। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করছি। আমরা এখনো সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘এমপি আনার হত্যাকাণ্ডের মূল মামলার তদন্ত ভারত করবে। তারা আমাদেরকে এ মামলায় সম্পৃক্ত করলে তবে আমরা সেখানে গিয়ে তদন্ত করব। নৃশংস এই হত্যাকাণ্ডে যারা জড়িত ও সহযোগিতা করেছে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতির দায় পুলিশ বাহিনী নেবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ নেবে না। তদন্তের পরই জানা যাবে তিনি কী করেছেন।’

বেনজীর আহমেদের সিঙ্গাপুরে যাওয়ার খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আসাদুজ্জামান খান বলেন, ‘তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তার আগেই তিনি দেশ ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। যদিও তার যাওয়ার ব্যাপারে আমি জানি না। বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলব।’

01/06/2024

বঙ্গবন্ধুর কাজ দেখেন

01/06/2024

👍 রাত যত গভীর হবে _বিনোদন নাচ 🌹

01/06/2024

E🎸🎸 বিনোদন 🎸 বিনোদন 🌹

31/05/2024

I ωιѕн.!🥰
-আল্লাহ্ যেনো সবাইকে নামাজি বানিয়ে দেয়.!🤲
💖🌹❤️- আমিন.!🖤🌸🌹

30/05/2024

ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো
তাহলে উপন্যাসের শেষ পাতায় সকলেই সুখ খুঁজে পেত

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Apon Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apon Bangla:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Satkhira

Show All