Tofayel Ahmad SB

Tofayel Ahmad SB নিত্য নতুন ইসলামী সাংগীত শুনতে আমাদের সাথে থাকুন

08/01/2025
08/01/2025

আস সালামু আলাইকুম

বন্ধু হলো সেই অদৃশ্য আশ্রয়, যেখানে শব্দের দরকার হয় না, হৃদয়ই কথা বলে। জীবন যদি পথ হয়, তবে বন্ধু তার সবচেয়ে সুন্দর ম...
07/01/2025

বন্ধু হলো সেই অদৃশ্য আশ্রয়, যেখানে শব্দের দরকার হয় না, হৃদয়ই কথা বলে। জীবন যদি পথ হয়, তবে বন্ধু তার সবচেয়ে সুন্দর মোড়।

02/01/2025

দীর্ঘ ১৬ বছর পর জেলা প্রশাসকের আয়োজনে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে ইসলামী গান পরিবেশন

16/12/2024

এই দেশ আমার
মাটি আমার
আমার বাংলাদেশ

08/12/2024

আল্লাহ আমার রব
সেই রব আমার সব

26/11/2024

শিশুর কণ্ঠে মিষ্টি একটি কবিতা। আপনার মন ছুঁয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 💕"

#কবিতা #বাংলা_কবিতা #শিশু_প্রতিভা #কিউট_বেবি #আবৃত্তি

27/10/2024

রক্তাক্ত ২৮শে অক্টোবর ২০০৬

আজ থেকে ঠিক ১৮ বছর আগে, বাংলাদেশের ইতিহাসে এক মর্মান্তিক দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে ২৮শে অক্টোবর, ২০০৬। রাজধানী ঢাকায় ছাত্রশিবিরের সদস্যদের উপর যে ভয়াবহ হামলা হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হয়ে আছে। সেদিনের সহিংসতার পেছনে যারা জড়িত ছিল, তারা ছিল তৎকালীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী। এই দিনটিতে ছাত্রশিবিরের কর্মীদের ওপর সহিংস হামলার ছবি ও সংবাদমাধ্যমের শিরোনাম গুলো দেখে পুরো জাতি হতবাক হয়ে গিয়েছিল।

সেদিনের সেই নির্মম হামলায় কয়েকজন নিরপরাধ ছাত্র নিহত হন, এবং আরও অসংখ্য মানুষ গুরুতরভাবে আহত হন। সেই রক্তাক্ত স্মৃতি আজও অনেকের মনে গেঁথে আছে। এ ঘটনার পর দেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও শোকের সঞ্চার হয় এবং সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতি ঘৃণা সৃষ্টি হয়।

আমরা ২৮শে অক্টোবরকে স্মরণ করছি আর সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা বাংলাদেশের ছাত্র রাজনীতির এই কঠিন অধ্যায়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। আল্লাহ তাদের মাগফিরাত দান করুন এবং আমাদের সমাজে এমন সহিংসতার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।

26/10/2024

শীত এসেছে হাওয়ার ডানায়,
পাহাড় নদী কুয়াশা ঢাকায়।
পাতা ঝরে মাটির বুকে,
নরম রোদ্দুর মুখে-মুখে।

পাখির গানে বিষাদ ঝরে,
সূর্য ঢাকে মেঘের ঘরে।
শিশির ভেজা ঘাসের রেখা,
শীতের ছোঁয়া নীরব দেখা।

চায়ের কাপে ধোঁয়া মেলে,
গল্প জমে হৃদয়ের সুর খুলে।
কাঁথার তলায় উষ্ণ আশ্রয়,
শীতের দিন যে বড়োই স্নিগ্ধময়।

খেজুর গুড়ে পিঠার সাজ,
গাঁয়ের বুকে নতুন সাজ।
শীতের রাত্রি, হাওয়া শীতল করে,
মনকে যেন দূরেই নিয়ে যায়, হিমেল রঙে মোরে

24/10/2024

ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার যুক্তিক কারণ:

সহিংসতার ধারাবাহিকতা: ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে ও রাজনৈতিক অঙ্গনে সহিংসতা চালানোর অসংখ্য অভিযোগ রয়েছে। নিয়মিত মারামারি, হামলা, এবং ভিন্নমতের শিক্ষার্থীদের উপর নির্যাতনের ঘটনা তাদের সহিংস কার্যকলাপের পরিচায়ক। সন্ত্রাসী সংগঠনের বৈশিষ্ট্যের একটি হলো সহিংসতা ও ভীতি প্রদর্শন, যা ছাত্রলীগের কার্যক্রমের সাথে মিলে যায়।

ভিন্নমত দমনে সন্ত্রাসী কার্যকলাপ: ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমত পোষণকারী শিক্ষার্থীদের ভয় দেখিয়ে বা আক্রমণ করে চুপ করিয়ে দেয়। এ ধরনের আচরণ সন্ত্রাসবাদী গোষ্ঠীর অন্যতম বৈশিষ্ট্য, যারা শক্তি প্রয়োগ করে তাদের মতবাদ চাপিয়ে দিতে চায়।

হত্যাকাণ্ড ও প্রাণনাশের ঘটনা: ছাত্রলীগের সদস্যদের বিরুদ্ধে অনেক হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে, যেমন ২০১৯ সালে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের পিটিয়ে হত্যার ঘটনা। এ ধরনের প্রাণনাশের ঘটনা সন্ত্রাসী কার্যকলাপের মধ্যে পড়ে, কারণ এটি ভীতি প্রদর্শন ও ভিন্নমতকে দমন করার উদ্দেশ্যে সংঘটিত হয়।

অস্ত্রের ব্যবহার ও ভয়ভীতি: ছাত্রলীগের অনেক সদস্য অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা করে এবং তা ব্যবহার করে সহিংসতা ও হামলা চালায়। শিক্ষার্থীদের উপর ভয়ভীতি তৈরি করতে অস্ত্রের প্রকাশ্য ব্যবহার এবং সহিংস কার্যকলাপ সন্ত্রাসী সংগঠনের আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ।

চাঁদাবাজি ও টেন্ডারবাজি: ছাত্রলীগের কিছু সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এবং ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ধরনের অর্থনৈতিক অপরাধ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য, যা সংগঠনটির সন্ত্রাসী কার্যকলাপের প্রমাণ হিসেবে ধরা যেতে পারে।

রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা: ছাত্রলীগ রাজনৈতিক প্রতিপক্ষ এবং অন্য ছাত্র সংগঠনের উপর বারবার হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ধরনের আচরণ রাজনৈতিক সহিংসতার মধ্যে পড়ে, যা সন্ত্রাসী কার্যকলাপের সাথে সম্পৃক্ত।

22/10/2024

💔 জীবনের দুঃসময়ে, যখন আমরা সবচেয়ে বেশি যাদের দরকার মনে করে থাকি, তখন কাছের মানুষগুলোর কাছ থেকে যে কষ্ট পাই, সেটা অনেকটা একাকীত্বের অনুভূতির মতো। 🤝

কখনো কখনো তারা আমাদের পাশে দাঁড়ায় না, কিংবা তাদের আচরণে আমরা যে সমর্থন আশা করি, সেটা পাওয়া যায় না। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সম্পর্কের মূল্য কতটা।

আমাদের উচিত নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাসী হওয়া এবং যারা সত্যি আমাদের পাশে আছে, তাদেরকে মূল্যায়ন করা। 💪✨

17/10/2024

বিপদে পাশে থাকা বন্ধুরাই আসল সম্পদ। জীবনের প্রতিটি চড়াই-উতরাইয়ে যারা নিঃস্বার্থভাবে আমাদের পাশে দাঁড়ায়, তাদের গুরুত্ব কোনো কিছু দিয়ে মাপা যায় না। সুখে-দুঃখে, হাসি-কান্নায়, বিপদ-আপদে যারা নির্ভরতার প্রতীক হয়ে থাকে, তারাই প্রকৃত বন্ধু। এমন বন্ধুদের জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কখনো যথেষ্ট নয়, তবে তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা চিরকাল অটুট থাকবে। সত্যিকারের বন্ধুত্ব মানে একে অপরের হাত ধরে থাকা, সব ঝড়-ঝাপটার মধ্যেও। 💙

04/10/2024

সম্প্রতি ভারতে আমাদের নবীকে নিয়ে যে নিন্দনীয় মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। আমাদের ধর্ম, আমাদের নবী ও মূল্যবোধের প্রতি এই ধরনের অবমাননা মেনে নেওয়া যায় না।

আমরা সকল ধর্মপ্রাণ মুসলমানকে একত্রিত হতে এবং এই অপমানের বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানাই। আমাদের নবীর প্রতি সম্মান এবং ভালবাসা আমাদের হৃদয়ের অঙ্গীকার। আসুন, আমরা শান্তিপূর্ণভাবে এই অন্যায়ের প্রতিবাদ করি এবং নবীর প্রতি আমাদের ভালোবাসা কতখানি তা প্রমান দেয় ।

✊🏻 আমরা একসাথে রুখে দাঁড়াবো। আমাদের ধর্মকে আমাদের নবীকে অবমাননা করার চেষ্টা যারা করবে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করবো।

04/10/2024

"বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির: উজ্জ্বল ভবিষ্যতের জন্য একটি সংকল্প! 🌟

আমরা বিশ্বাস করি, শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। ছাত্রশিবির যুবকদের মধ্যে ইসলামের আদর্শ ছড়িয়ে দিতে এবং সঠিক পথে পরিচালিত হতে সাহায্য করছে।

আমাদের লক্ষ্য হচ্ছে:

✅ সৎ নেতৃত্ব গঠন ✅ সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ✅ দেশপ্রেম ও মানবতার সেবা

চলুন, একসাথে মিলে একটি আলোকিত সমাজ গড়ি, যেখানে যুবরা হবে পরিবর্তনের প্রাণশক্তি! ✊

#ইসলামীছাত্রশিবির #নেতৃত্ব #শিক্ষা #সমাজসেবা"

03/10/2024

শিবিরের কেন্দ্রীয় সভাপতি আর সেক্রেটারিকে আর কোন টকশোতে (বর্তমান রূপে) দেখতে চাই না। ভাই আপনারা কোন কাল্পনিক ঐক্য নিয়ে পড়ে আছেন আমরা জানি না। টকশো গুলোতে তারা আপনাদের রীতিমতো আক্রমণ করে কথা বলে যাচ্ছে, আঘাত করে যাচ্ছে, ছাত্রলীগের মত আচরণ করে যাচ্ছে অথচ আপনারা ঐক্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে অমায়িকতার অনন্য উদাহরণ হিসেবে নিজেদের পেশ করে যাচ্ছেন! তারা সরাসরি ইট ছুড়ে দিচ্ছে আর আপনারা গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন! সে ছুড়ে দেয়া ইট আপনাদের কতটা আহত করছে জানি না কিন্তু আমাদের আবেগ তো রক্তাক্ত হচ্ছে, আমরা তো আহত হচ্ছি আমাদের হৃদয় তো মুমূর্ষু অবস্থায় কাতরানো শুরু করেছে।
আপনাদের কোন প্রতিউত্তর যদি সেই তথাকথিত ঐক্যের পথে অন্তরায় হবার সম্ভবনাই থাকে তাহলে আপনারা টকশো গুলোতে যাওয়া বন্ধ করেন। যাদের প্রতিউত্তর বৃহৎ পরিসরে কোন সমস্যা হবে না তাদের টকশো গুলোতে পাঠান। তারা কথা বলুক। আপনাদের টকশো তো শুধু সাংগঠনিক ভাইয়েরা দেখবে না সব দল মতের মানুষেরাই দেখবে। আপনাদের অমায়িকতা আমরা বুঝি, সবাই কি বুঝে?
আপনারা যেভাবে ছাত্রদলকে সমীহ করে চলছেন তা নিঃসন্দেহে দৃষ্টিকটু। ওইদিন মাই টিভির টকশোতেও দেখলাম শিবির সভাপতি ছাত্রদল সভাপতিকে সেইভ করে কথা বলছে আর ছাত্রদল সভাপতি শিবির সভাপতিকে আঘাত করে কথা বলছেন। আজকেও তাদের সাধারণ সম্পাদক শিবিরের নামের সাথে রীতিমতো "প্রতারণা ও প্রতারক" শব্দ দুটি ব্যবহার করে বসেছে আর আমাদের সেক্রেটারি ভাই হাসি মুখে উত্তর দিচ্ছেন! হেকমত খাটিয়ে উত্তর দিচ্ছেন! মনে হচ্ছিলো উনি সাংগঠনিক কোন প্রোগ্রামে প্রশ্নের উত্তর দিচ্ছেন!
আমার প্রশ্ন হলো ঐক্য কি এক পাক্ষীক কোন বিষয়? আপনারা কি একাই ঐক্য রক্ষার দায়িত্ব নিয়েছেন?
আপনারা সম্ভবত আপনাদের মান ভুলে যাচ্ছেন, ময়দানের জনশক্তি ও আপামর জনসাধারণের কাছে আপনাদের লেভেলটা আসলে কোথায় তা আপনারা ভুলে যাচ্ছেন! তারা আপনাদের ছোট করে কথা বলতে দেখতে অভ্যস্ত নয়। আমি নিজে সংগঠন থেকে বিদায় নিয়েছি দশ বছর হলো আমার নিজেরই সহ্য হচ্ছিলো না। আমার অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনারা টকশোতে যাওয়া বন্ধ করেন। অথবা শিবিরের সভাপতি সেক্রেটারির মত বলিষ্ঠ আচরণ করুন। যেখানে শিবিরের একজন কর্মীও সংগঠনের প্রশ্নে মেরুদণ্ড সোজা রেখে কথা বলে সেখানে আপনাদের দুইজনের আচরণ প্রশ্নবিদ্ধ। এতো ভালো হওয়াও ভালো না প্লীজ।
আপনাদের মনে হয় ছাত্রদলের এ নেতা গুলো আপনাদের মত এত পড়াশোনা করে নেতা হয়েছে? তারা আপনাদের এত ডিপ্লোমেটিক জবাব বুঝার ক্ষমতা রাখে? এরা আর ছাত্রলীগের মাঝে শুধু এতটুকু পার্থক্য যে এরা জিয়ার সৈনিক আর ওরা মুজিবের সৈনিক। যারা একটি ইসলামী সংগঠনের কমিটিতে হিন্দু নেই কেন চাকমা মারমা নেই কেন এমন সব প্রশ্ন করে আপনারা তাদের দিচ্ছিলেন ডিপ্লোমেটিক উত্তর? আউযুবিল্লাহ্, আউযুবিল্লাহ্, আসলে কি বলবো নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। যাইহোক দিন শেষে পারফরম্যান্স যাইহোক, রাগ অভিমান অভিযোগ যাই হোক, ভালোবাসার মানুষ তো আপনারাই। আপনাদের জন্য দোয়া করা ছাড়া আর কিইবা করতে পারি........

Copy post

29/09/2024

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি তরুণ ও উদ্যমী সংগঠন, যা ইসলামের আদর্শে পরিচালিত হয়। এটি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিবিরের সদস্যরা দেশের যুবসমাজের মধ্যে ইসলামের মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করে।

শিক্ষার মাধ্যমে মানবিক গুণাবলী বিকাশ এবং সমাজসেবায় নিজেদের নিয়োজিত করার জন্য ছাত্র শিবিরের উদ্যোগ প্রশংসনীয়। আসুন, আমরা সকলেই একসাথে নিজেদের উন্নতি ও দেশের উন্নতির লক্ষ্যে কাজ করি

29/09/2024

শিবির হচ্ছে বহমান নদী, আটকাতে চাইলে পথ পরিবর্তন হবে, লক্ষ্যের কোন পরিবর্তন হবেনা। আর গতি তো থামবেই না বরং আরো বাড়বে। আটকানোর চেষ্টা যারা করবে তারাই লাঞ্ছিত হবে।

Address

Satkhira, Khulna
Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tofayel Ahmad SB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share