BKS Zaman

BKS Zaman গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস!

- আয়না মানুষের রুপ দেখায়,
- আর ব্যাবহার মানুষের চরিত্র দেখায়!

মায়ের পরে দ্বিতীয় মায়ের মতো স্নেহমমতার মানুষ টা হলো বড় বোন। একটা বড় বোন আছে মানে তোমার মায়ের পরেও আরো একটা মা আছে, একটা...
25/04/2024

মায়ের পরে দ্বিতীয় মায়ের মতো স্নেহ
মমতার মানুষ টা হলো বড় বোন।
একটা বড় বোন আছে মানে তোমার মায়ের পরেও আরো একটা মা আছে, একটা বোন থাকা আসলেই ভ্যগের ব্যাপার..!

 #চতুর্থতম_মৃত্যু_বার্ষিকী_উপলক্ষে আমার খুবই আস্থা ও শ্রদ্ধাভাজন প্রিয়জনের মা'য়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার দরখাস্ত র...
30/03/2024

#চতুর্থতম_মৃত্যু_বার্ষিকী_উপলক্ষে
আমার খুবই আস্থা ও শ্রদ্ধাভাজন প্রিয়জনের মা'য়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার দরখাস্ত রহিলো।🤲

মা সময় তো আর বেঁধে রাখা যায়না ... খুব করে কেটে যায় দিন।। শুধু আপনি নেই ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ভেঙ্গে চুরমার হয়ে আসে তা খুব ভালো করেই বুঝতে পারি...২০২০ সালের ৩১শে মার্চ রাত্র ৩:৩০ মিনিটে মহান 'রব'এর ডাকে সাড়া দিয়ে ওপারে চলে গেলেন... ১৪৬০ দিন অনেকটা সময়... আপনাকে ছাড়া পার করে দিলাম ...... it hurts , it hurts so bad, i know should move on and live on but this pain is so overwhelming. my heart is broken and my tears keep falling ....walking through life without you maa is difficult be we must learn to adjust to your absence ...... we miss you so much
পৃথিবীর প্রত্যেক সম্পর্কের রিপ্লেসমেন্ট হয়। কারণ প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। শুধু একটা শব্দ|
হ্যাঁ একটাই শব্দ যার কোনো রিপ্লেপমেন্ট হয় না।
"মা"

রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা!

হে 'আল্লাহ' তুমি মা'কে ওপারে ভালো রেখো, অনেক বেশি ভালো,
#আমিন।

আনুষ্ঠানিকতা ছাড়া তসলিমা নাসরিনকে বিয়ে করার পর পিতার কাছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা চিঠি....আব্বা,পথে কোনো অসুবিধা ...
28/03/2024

আনুষ্ঠানিকতা ছাড়া তসলিমা নাসরিনকে বিয়ে করার পর পিতার কাছে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা চিঠি....

আব্বা,
পথে কোনো অসুবিধা হয়নি। নাসরিনকে বাসায় পৌঁছে দিয়ে গত পরশু ঢাকায় ফিরেছি। আপনাদের মতামত এবং কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়া আমি বিয়ে করে বৌ বাড়ি নিয়ে যাওয়াতে আপনারা কষ্ট পেয়েছেন। কিন্তু আমি তো আমার জীবন এভাবেই ভেবেছি। আপনার সাথে আমার যে ভুল বোঝাবুঝিগুলো তা কখনই চ্যালেঞ্জ বা পিতা-পুত্রের দ্বন্দ্ব নয়, স্পষ্টতই তা দুটো বিশ্বাসের দ্বন্দ্ব। ব্যক্তি আপনাকে আমি কখনোই ভুল বুঝিনি, আমি জানি না আমাকে আপনারা কিভাবে বোঝেন। এতো চরম সত্য যে, একটি জেনারেশনের সাথে পরবর্তী জেনারেশনের অমিল এবং দ্বন্দ্ব থাকবেই। যেমন আপনার সাথে আপনার আব্বার অমিল ছিলো, আপনার সাথে আমার এবং পরবর্তীতে আমার সাথে আমার সন্তানদের। এই দ্বন্দ্ব ও সংঘাত কোনোভাবেই রোধ করা সম্ভব নয়। আমরা শুধু এই সংঘাতকে যুক্তিসঙ্গত করতে পারি; পারি কিছুটা মসৃন করতে। সংঘাত রোধ করতে পারিনা। পারলে ভালো হতো কিনা জানিনা। তবে মানুষের জীবনের বিকাশ থেমে যেতো পৃথিবীতে।
আমার মনে পড়ে না। এই ছাব্বিশ বছরে একদিনও পিতা হিসাবে আপনার সন্তানদের আদর করে কাছে টেনে নেননি। আশেপাশে অন্য বাবাদের তাদের সন্তানদের জন্য আদর দেখে নিজেকে ভাগ্যহীন মনে হয়েছে। কিন্তু এ নিয়ে কখনো কষ্ট প্রকাশ করিনি। ছেলেবেলায় আমার খেলতে ভালো লাগতো। খেললে আমি ভালো খেলোয়ার হতাম। আপনি খেলতে দিতেন না। ভাবতাম, না খেললেই বোধ হয় ভালো। ভালো মানুষেরা বোধ হয় খেলে না। আবার প্রশ্ন জাগতো, তাহলে আমার খেলতে ভালো লাগে কেনো? আমি কি তবে খারাপ মানুষ? আজ বুঝি, খেলা না খেলার মধ্যে মানুষের ভালো-মন্দ নিহিত নয়। কষ্ট লাগে। আমিও স্বপ্ন দেখতাম, আমি ডাক্তার হবো। আপনার চেয়ে বড় ডাক্তার হয়ে আপনাকে ও নিজেকে গৌরব দেবো। সন্তান বড় হলে পিতারই তো সুখ। আমি সেভাবে তৈরীও হচ্ছিলাম। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পর কি যে এক বিরাট পরিবর্তন এলো ! একটি দেশ, একটি নতুন দেশের জন্ম হলো, নতুন চিন্তার সব হতে লাগলো। নতুন স্বপ্ন এলো মানুষের মনে। সবাই অন্যরকম ভাবতে শুরু করলো। আমিও আমার আগের স্বপ্নকে ধরে রাখতে পারিনি। তারচেয়ে বড় এক স্বপ্ন, তারচেয়ে তাজা এক স্বপ্ন, তারচেয়ে বেগবান এক স্বপ্নকে আমি কাছে টেনে নিলাম। আমি সিরিয়াসলি লিখতে শুরু করলাম। আগেও একটু আধটু লিখতাম, এবার পুরোপুরি। আমি আমার আগের সব চিন্তা-ভাবনার প্রভাব ঝেড়ে ফেলতে লাগলাম। চিন্তা থেকে, জীবন থেকে, বিশ্বাস-আদর্শ থেকে, অনেক কিছুর সঙ্গেই সংঘর্ষ হতে লাগলো। অনেক কিছুর সঙ্গে ভুল বোঝাবুঝির শুরু হলো। কখনো ক্ষোভে আমি অপ্রত্যাশিত কিছু করে ফেলতে লাগলাম। আপনার সাথে আমার সাথে বিশ্বাসের সাথে মিল এমন মানুষের দেখা পেলাম। তাদের সাথে সংঘাতও হলো। একি ! সবার সাথে সংঘর্ষ হয় কেন? মনে মনে আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম। তাহলে কি এপথ ভুল পথ? আমি কি ভুল পথে চলেছি? কখনো মনে হয়েছে, আমিই ঠিক, এই প্রকৃত পথ। মানুষ যদি নিজেকে ভালোবাসতে পারে তবে সবচেয়ে সুন্দর হবে। নিজেকে ভালোবাসতে গেলে সে তার পরিবারকে ভালোবাসবে। আর পরিবারকে ভালোবাসা মানেই একটি গ্রামকে ভালোবাসা। একটি গোষ্ঠীর মানুষকে ভালোবাসবে। আর একটি গ্রাম মানেই তো সারা পৃথিবী। পৃথিবীর সব মানুষ – সব মানুষ সুন্দর হয়ে বাঁচবে। পৃথিবীতে কত বড় বড় কাজ করেছে মানুষ। একটা ছো্ট্ট পরিবারকে সুন্দর করা যাবে না? অবশ্যই যাবে। একটু যৌক্তিক হলে, একটু খোলামেলা হলে কত সমস্যা এমনিতেই মিটে যাবে। সম্পর্ক সহজ হলে কাজ সহজ হয়। আমরা চাইলেই তা করতে পারি।
জানিনা এ চিঠিখানায় আপনি ভুল বুঝবেন কিনা। ঈদের আগে আগে বাড়ি আসবো। আম্মাকে বলবেন, যেন বড় মামার কাছ থেকে হাজার চারেক টাকা নিয়ে আমাকে পাঠায়। বাসায় রান্নার কিছুই কেনা হয়নি। বাইরের খাওয়ায় খরচ বেশী এবং অস্বাস্থ্যকর। আম্মার তদারকিতে দেওয়া সম্পত্তির এটুকুই তো রিটার্ন মাত্র। আপনার সেন্টিমেন্টে লাগতে পারে। লাগাটাই স্বাভাবিক। কারণ আপনার শ্বশুড়বাড়ি। আমাদের কিসের সেন্টিমেন্ট? শিমু মংলায় পড়বে, বাবু স্কুলে। আপনারা না চাইলেও এসব করা হবে। দোয়া করবেন।

- শহিদুল্লাহ।

ছবি এবং লেখা: সংগৃহীত

09/03/2024

শান্ত সমুদ্র থেকে কখনো
দক্ষ নাবিক তৈরী হয় না!

সমুদ্র যত উত্তাল
নাবিক তত দক্ষ।

অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আশা,অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত স্বপ্ন,কোনটাই ভালো না। আসলে অতিরিক্ত শব্দটাই অতিরিক্ত খারাপ!
04/03/2024

অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত আশা,
অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত স্বপ্ন,
কোনটাই ভালো না।
আসলে অতিরিক্ত শব্দটাই অতিরিক্ত খারাপ!

02/03/2024

বাহরাইনে রাতের শহর টা অনেক সুন্দর লাগে, যতই দেখবেন ততই মুগ্ধ হবেন নিশ্চয়।

Address

Village/Paranpur, Post Office/Azadnagar, PS/Shyamnagar
Satkhira

Telephone

+97339874758

Website

Alerts

Be the first to know and let us send you an email when BKS Zaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BKS Zaman:

Videos

Share

Nearby media companies