18/01/2024
আমাদের অভিভাবক, আমার বার কাউন্সিলের সিনিয়র,সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ,সাবেক পাবলিক প্রসিকিউটর,আইনের ছাত্র গড়ার কারিগর এডভোকেট হায়দার স্যার আমাদের মাঝে আর নেই। আমরা সাতক্ষীরা বারের একজন অবিভাবক ও মেধাবী প্রবীন আইনজীবীকে হারালাম।স্যারের আত্মার মাগফেরাত কামনা করি।
আমিন।