Chinese Life

Chinese Life "মানুষের সৌন্দর্য তার মস্তিষ্কে বসবাস করে, যার মস্তিষ্কের ভাবনা যত সুন্দর সে মানুষ হিসেবে ঠিক ততটাই সুন্দর।" ☺️🍀

12/12/2024

যারা ছিলো তারা এখন কেউ নেই,
এখন যারা আছে তারাও এক সময় থাকবেনা!

🇨🇳চীন সম্পর্কে কয়েকটি অপ্রচলিত অবাক করা তথ্য:🔰১. বিশ্বের সবচেয়ে পুরনো কাগজের মুদ্রা: চীনে প্রথম কাগজের মুদ্রা ব্যবহার ক...
07/12/2024

🇨🇳চীন সম্পর্কে কয়েকটি অপ্রচলিত অবাক করা তথ্য:

🔰১. বিশ্বের সবচেয়ে পুরনো কাগজের মুদ্রা: চীনে প্রথম কাগজের মুদ্রা ব্যবহার করা শুরু হয় আনুমানিক ৭ম শতাব্দীর দিকে, যা বিশ্বের প্রথম মুদ্রিত কাগজের মুদ্রা হিসেবে পরিচিত।

🔰২. লাল রঙের জনপ্রিয়তা: চীনে লাল রঙের বিশেষ প্রতীকী মানে রয়েছে—এটি সৌভাগ্য, সমৃদ্ধি ও সুখের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাই চীনের প্রায় সব উৎসবে এবং বিবাহ অনুষ্ঠানে লাল রঙ প্রচলিত।

🔰৩. মেট্রো লাইনের দৈর্ঘ্যে প্রথম: চীনের বেইজিং এবং সাংহাই শহরের মেট্রো ব্যবস্থা বিশ্বের সবচেয়ে দীর্ঘ। সাংহাই মেট্রোর লাইনগুলো প্রায় ৮০০ কিমি দীর্ঘ।

🔰৪. একই সময়ে পুরো দেশ: চীনে একটিমাত্র সময় অঞ্চল রয়েছে—"বেইজিং টাইম"—যদিও দেশটি জিওগ্রাফিক্যালি পাঁচটি ভিন্ন সময় অঞ্চলে ভাগ করা যেতে পারে। এই কারণে চীনের পশ্চিমাঞ্চলে কিছু এলাকায় সকাল ১০টা পর্যন্ত সূর্য ওঠে না।

🔰৫. চীনা গ্রেট ওয়ালের সাথে বাঁদরদের যোগসূত্র: চীনের গ্রেট ওয়ালের নির্মাণকাজে বাঁদরদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল উচ্চ স্থানে উপকরণ পৌঁছাতে সহায়তা করার জন্য।

🔰৬. চীনে সরকারি ভাবে অনুমোদিত ৫টি ধর্ম: চীনে মাত্র ৫টি ধর্ম সরকারি ভাবে অনুমোদিত- বৌদ্ধ ধর্ম, তাওবাদ, ইসলাম, ক্যাথলিক খ্রিস্টান ধর্ম, এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্ম।

🔰৭. বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে বিদ্যমান দেশ: চীনা সভ্যতা প্রায় ৪০০০ বছর ধরে টিকে আছে, যা একটানা উন্নতি ও পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান পর্যন্ত স্থায়ী রয়েছে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলোর মধ্যে একটি।

03/12/2024

Good Morning 🌞

30/11/2024

Never want to stop or lose,
just want to run like a stream!! 🍂💙

26/11/2024

I can't stop thinking about you🤍

25/11/2024

যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তারা সুখ কি জিনিস সেইটাই জানেনা😅

22/11/2024

I never show that I'm hurt.
I walk like I am Having fun!

19/11/2024

জীবন আপনাকে একবার ই সুযোগ দিবে, সেই সুযোগ এর সঠিক ব্যবহার করুন!❤️

17/11/2024

বাইরে অনেক ঠান্ডা এই জন্য বাইরে যাবে না
চাইনিজ ছেলে বাংলা ভাষা শিখে গেছে😁😁

সারা রাত খেলার পর তাহাজ্জুদ পরে নিলেই হবে😁😁
16/11/2024

সারা রাত খেলার পর তাহাজ্জুদ পরে নিলেই হবে😁😁

16/11/2024

সম্ভবত হযরত ওমর রা. এর বাণী
'জালেম কে ক্ষমা করা মানে মজলুমের উপর জুলুম করা'

15/11/2024

সাইকোলজি মতে,
আপনি যাকে স্বপ্নে দেখেন অপর প্রান্তে সে আপনাকে মিস করে!🥺❤️

চীনের একটা পশম ও ছিরতে পারবে না 😆
15/11/2024

চীনের একটা পশম ও ছিরতে পারবে না 😆

13/11/2024

আসসালামু আলাইকুম
সকাল সকাল অনেক বৃষ্টি হচ্ছে
আর এই বৃষ্টি ভেজা সকালে বিছানা ছাড়তে কিছু তেই ইচ্ছে করে না। তবু ও আরামের ঘুম হারাম করে বিছানা থেকে উঠতে হবে, কারণ আমাকে ক্লাসে যাওয়া লাগবে😞😞

12/11/2024

Good morning everyone 🌞🌞

11/11/2024

গলাকাটা বক্তা কট খাইছে,
ধরা খেলো কাইয়ুম মিয়া
"""""'''''''''""""""""""""'"''''''''''''''''''''''''''''''''''''''
আগে টাকা পরে মাহফিল!
৬০হাজার টাকা না দিলে মাহফিলে আসবে না
মাহফিলের দিন দুপুর ১২ টার মধ্যে কন্টাকের টাকা পরিশোধ না করলে মাহফিলে আসবে না বলে হুমকি দেন প্রধান বক্তা ক্বারী মাও. আব্দুল কাইয়ুম মিয়াজী। পরে ১২ টার মধ্যে ৫৫ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হন মাহফিল কর্তৃপক্ষ। এরপর তিনি মাহফিলে আসেন। মাহফিল শেষে টাকার বিষয়টি নিয়ে ক্বারী মাও. আব্দুল কাইয়ুম মিয়াজীর উপর ক্ষেপে যান মুসুল্লিরা। তখন সাধারণ জনগণ উওম মাধ্যম দিয়ে আদর করেন।
এই সেই লোক যে সব সময় হক্কানী অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জন্য আল্লাহই তাকে বেইজ্জত করেছেন
গত শুক্রবার রাতে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের বালিথায় ওই ঘটনা ঘটে।

Address

Shymnagor
Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Chinese Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chinese Life:

Videos

Share