29/08/2023
ফাইভারে গত ২ বছর নিজে এক্সপেরিমেন্ট করে আর বেশ কয়েকজনকে অর্ডার পেতে হেল্প করে আমি এখন পর্যন্ত ৩ টাইপের লোক বা ঘটনা দেখছি-
১। কাজ পারেনা, শিখতে চায়, কিন্তু কিভাবে শিখবে বুঝতেছেনা
২। কাজ পারে, কিন্তু মার্কেটপ্লেসে নতুন এই টাইপের লোকজন। গিগ খুলে চাতক পাখি হয়ে বসে আছে, অর্ডার পাচ্ছে না। অর্ডার পাওয়া শুরু করার জন্যে কি করতে হবে সে ব্যাপারেও কোন আইডিয়া নাই।
৩। কাজ করেন ফাইভারে, লেভেল ১ বা ২ সেলার, আগে অনেক ভাল করছেন কিন্তু ইদানীং কাজ তেমন পাচ্ছেন না। আগের মত অর্ডার নাই, বা বুঝতেছেন না কি ফাইভারে ইনকাম বাড়াতে কি করা লাগবে
#1
আপনি যদি ১ম গ্রুপের হন, মানে কাজ পারেন না, শিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে স্পেসিফিক গিগ সিলেক্ট করতে হবে আগে, তারপর সেই কাজটা শিখে ফেলতে হবে, ইউটিউব দেখে, এবং চাইলে পছন্দের কোর্স করে। এইটা কিভাবে করবেন, এইটা নিয়ে আমি ভিডিও তে বিস্তারিত বলছি।
#2
আর আপনি যদি ২য় গ্রুপের হন, অর্থাৎ, আপনি কাজ পারেন, কিন্তু কিভাবে কাজ পাওয়া শুরু করবেন, এটা বুঝতেছেন না। তাহলে আপনাকে নীচের ৩টা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে ফাইভারে কাজ পাওয়া শুরু করার জন্যে
প্রপার কিওয়ার্ড রিসার্চ করে, লো কম্পিটিশন + অর্ডার আছে এমন গিগ ক্রিয়েট করে, ৭-১০টা টা রিভিউ নিয়ে নিতে হবে। (*অবশ্যই লাস্ট অর্ডারটা Queue তে ঝুলায় রাখবেন)
তারপর বায়ার মেসেজ দিলেই কনভার্ট করে ফেলতে হবে।
এই ব্যাপারগুলা আপনি ইউটিউব দেখে দেখে নিজে নিজেই শিখে ফেলতে পারবেন।
আর যদি পুরা ব্যাপারটা আaপনি আমার কাছ থেকে শিখতে চান, তাহলে নিউ সেলারদের জন্যে বানানো আমার Start getting order as New Fiverr Seller কোর্স টা করে ফেলতে পারেন। যেখানে আমি পুরা ব্যাপারটা আপনাকে রেকর্ডেড ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখায় দিবো।
এই কোর্সের ব্যাপারে জানতে আমাকে মেসেজ দিতে পারেন।
#3
সর্বশেষ, আপনি যদি ৩য় ক্যাটাগরির হন, মানে ফাইভারে আপনি অলরেডি কাজ করতেছেন, আগে ভালই অর্ডার পাচ্ছিলেন কিন্তু হঠাট করে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে বা এখন আর আগের মত অর্ডার পাচ্ছেন না
তাহলে আপনার জন্যে সমাধান হচ্ছে
ফাইভারে নিজের গিগে নিজেই রিভিউ দিয়ে যেকোন Gig rank করায় ফেলা, এটা শিখলে আপনি আরো যেই দুইটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে, যেকোণ গিগে প্রমোশন অন করে ফেলতে পারবেন যখন খুশি। আর লেভেল চলে গেলে নেক্সট ১৫ তারিখের মধ্যে লেভেল ফিরায় আনতে পারবেন ।
আর এই ব্যাপারগুলায় যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে ফাইভারে আপনার গ্রোথও আপনার কন্ট্রোলেই থাকবে।
সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলা নিয়ে কেউ কোথাও শিখায়নি এখনো (অন্তত আমার চোখে পড়েনি)
আমি শিখাচ্ছি কারন ফাইভার আমার মেইন ইনকাম সোর্স না। এইটা অন্যদের শিখায় দিলে যে আমার লস হয়ে যাবে আমার এমন কোন রিস্ক নাই।
আপনি যদি এই ব্যাপারটা শিখতে চান তাহলে আমার প্রথম সাজেশান থাকবে ভাল মত চিন্তা করা, আমি যে ৩ টা কাজের কথা বললাম, সেটা কিভাবে করা যায়। আমার ধারনা চিন্তা করলে আপনি পেরে যাবেন।
আর তারপরেও যদি আপনার মনে হয় যে না, আমার কাছে থেকে শিখবেন, তাহলে
আমার Fiverr Gig Ranking Growth hack for Old Seller কোর্স্টা করে ফেলতে পারেন।
তবে একটা জিনিস মনে রাখবেন, প্রতি গিগ র্যাঙ্ক করাইতে আপনাকে নিজে নিজে টাকা খরচ করতে হবে, তাই আপনি যদি নিউ সেলার হন, মানে আপনার অলরেডি একটা ইনকাম সোর্স না থাকে তাহলে আপনার এই কোর্সটা কেনা উচিত হবেনা।
তখন আপনার জন্যে ভাল হবে আগে ১টা গিগ র্যাঙ্ক করে কিছু ইনকাম করে, তারপর ফাইভার গ্রোথ হ্যাক কোর্সটা করা।
#আর যদি আপাতত উপরের কোনটাই করতে ইচ্ছা না করে, তাহলে আমার নীচের ভিডিও গুলা দেখতে পারেন ফাইভার নিয়ে।
ফাইভার লেভেল সিস্টেম Explained >>
https://fb.watch/dhY5u8_XVV/
ফাইভারে বায়াররা কিভাবে রিভিউ দ্যায়
https://www.facebook.com/watch/?v=571360507599022
ফাইভারের সিক্রেট রিভিউ । গিগ র্যাঙ্কিং এর জন্যে খুব গুরুত্বপুর্ন
https://www.facebook.com/abid.adnan.fb/videos/317782273767107/
আমার সব ভিডিওর প্লে লিস্ট-
https://www.facebook.com/watch/105298641610822/532340961521315
আসসালামুয়ালাইকুম।
#এছাড়া কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন নির্দ্বিধায়, আমি সাথে সাথে না দিলেও অবশ্যই উত্তর দিবো ঈনশাআল্লাহ!