Meer Special

Meer Special Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Meer Special, Digital creator, Satkhira.

27/04/2024

ফ্রিল্যান্সিং যাএা শুরু করার আগে এই ৫ টি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন।
১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে এবং প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে।
২-আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন যেখানে টিচার প্যানেল টপ রেটেড ফ্রিল্যান্সার।
৩-যেখানে আপনাকে বেসিক শিখিয়ে তার পরে অ্যাডভান্স শিখানো হবে।
৪- লাইফ টাইম সাপোর্ট দিবে।
৫- ইনকাম সুনিশ্চিত এর পথ করে দিবে।
আপনি যেখান থেকে শুরু করুন না কেন এই বিষয় গুলো খেয়াল রাখবেন এবং তথ্য প্রুভ নিয়ে যাচাই-বাছাই করে নিবেন

কোন প্রকার সাহায্য লাগলে ইনবক্সে মেসেজ করতে পারো আশা করি ভালো কিছু দিতে পারব।
Future it institute
আমাদের আশার আলো।

23/02/2024

ফেসবুক,ইউটিউবে ভিডিও দেখে সময় নষ্ট করতে আর ভালো লাগছে না,এবার ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এমন কিছু সংখ্যক ব্যক্তি প্রয়োজন

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:✨💖১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে💞 কাজের জন্য ক...
07/01/2024

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:✨💖

১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে💞 কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ✨

২.ঘরে বসে কাজ করা যায়🖤কোন অফিস এর প্রয়োজন হয় না🌼

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা💖

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়☘️ যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়🌺

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়💚

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়💝

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না🍁

👉প্রথমে শিখতে হবে তারপর আয় করতে হবে_❣️

👉চাকরি নয়, ফ্রিল্যান্সার হও 🌹ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে🎓Learn, Earn & Fun🎓আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।প...
03/01/2024

👉চাকরি নয়, ফ্রিল্যান্সার হও 🌹
ফ্রিল্যান্সিং অর্থ হচ্ছে🎓Learn, Earn & Fun🎓
আমরা জানি ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা।
পড়াশুনা এবং চাকরির পাশা-পাশি অবসর সময়টা কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করার নামই ফ্রিল্যান্সিং।

আর এই ফ্রিল্যান্সিং এর সব থেকে ভালো সেক্টর হলো ডিজিটাল মার্কেটিং।
এই সেক্টরে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে শুরু করা যায়।
আমি শুরু করেছি মোবাইল দিয়ে, সিদ্ধান্ত আপনার হাতে আপনি কবে শুরু করবেন 🤔🤔

💖💖

ফ্রিল্যান্স মার্কেট সাম্প্রতিককালে যেভাবে বৃদ্ধি পাচ্ছে; তাতে বেশিরভাগ স্টার্টআপ, উদ্যোক্তা, ও কোম্পানিগুলো তাদের কাজের ...
03/01/2024

ফ্রিল্যান্স মার্কেট সাম্প্রতিককালে যেভাবে বৃদ্ধি পাচ্ছে; তাতে বেশিরভাগ স্টার্টআপ, উদ্যোক্তা, ও কোম্পানিগুলো তাদের কাজের জন্য ফ্রিল্যান্সারদের সবার আগে বেছে নিচ্ছে।

ফ্রিল্যান্সিং আপনার নিজের কাজ করার পদ্ধতিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে ব্যাপকভাবে সাহায্য করে।
তাই, একজন ফ্রিল্যান্সার হিসেবে, আপনি আপনার পছন্দমতো জায়গা ও সময় বেছে নিয়ে কাজ করার স্বাধীনতা উপভোগ করে থাকেন।

এই ধরনের ফ্লেক্সিবেল ও আকর্ষণীয় সুবিধা মানুষকে ফ্রিল্যান্সিং জীবিকার দিকে আকৃষ্ট করছে।

এটি এমন একটি সেক্টর যেখানে মানুষের স্বাধীনতার পাশাপাশি আকর্ষণীয় অর্থ উপার্জনের সুযোগ করে দেয়।

বর্তমানে, বাংলাদেশে সাড়ে ৬ লক্ষ মানুষ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন।

যদিও, অনেকেই ফ্রিল্যান্স জীবিকার থেকে নিয়মিত চাকরীকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তা সত্ত্বেও, একজন ফ্রিল্যান্সার হয়ে ওঠা কিন্তু অনেকটাই সহজ।

25/12/2023

🌷ফ্রিলান্সিং শিখতে ইচ্ছুক, কিন্তু কোথায় শিখবেন?
কি ভাবে শিখবেন?
শুরুটা কিভাবে করবেন?
কোন সেক্টর নিয়ে কাজ করলে দ্রুত ইনকাম করতে পরবেন?
কোন সেক্টরের কাজ খুব সহজ?
এককথায় সঠিক গাইডলাইন পাচ্ছেন না। এমন ব্যাক্তি থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যথাযত হেল্প করবো। ধন্যবাদ ❤

29/08/2023

ফাইভারে গত ২ বছর নিজে এক্সপেরিমেন্ট করে আর বেশ কয়েকজনকে অর্ডার পেতে হেল্প করে আমি এখন পর্যন্ত ৩ টাইপের লোক বা ঘটনা দেখছি-

১। কাজ পারেনা, শিখতে চায়, কিন্তু কিভাবে শিখবে বুঝতেছেনা

২। কাজ পারে, কিন্তু মার্কেটপ্লেসে নতুন এই টাইপের লোকজন। গিগ খুলে চাতক পাখি হয়ে বসে আছে, অর্ডার পাচ্ছে না। অর্ডার পাওয়া শুরু করার জন্যে কি করতে হবে সে ব্যাপারেও কোন আইডিয়া নাই।

৩। কাজ করেন ফাইভারে, লেভেল ১ বা ২ সেলার, আগে অনেক ভাল করছেন কিন্তু ইদানীং কাজ তেমন পাচ্ছেন না। আগের মত অর্ডার নাই, বা বুঝতেছেন না কি ফাইভারে ইনকাম বাড়াতে কি করা লাগবে

#1
আপনি যদি ১ম গ্রুপের হন, মানে কাজ পারেন না, শিখতে চাচ্ছেন, তাহলে আপনাকে স্পেসিফিক গিগ সিলেক্ট করতে হবে আগে, তারপর সেই কাজটা শিখে ফেলতে হবে, ইউটিউব দেখে, এবং চাইলে পছন্দের কোর্স করে। এইটা কিভাবে করবেন, এইটা নিয়ে আমি ভিডিও তে বিস্তারিত বলছি।

#2
আর আপনি যদি ২য় গ্রুপের হন, অর্থাৎ, আপনি কাজ পারেন, কিন্তু কিভাবে কাজ পাওয়া শুরু করবেন, এটা বুঝতেছেন না। তাহলে আপনাকে নীচের ৩টা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে ফাইভারে কাজ পাওয়া শুরু করার জন্যে

প্রপার কিওয়ার্ড রিসার্চ করে, লো কম্পিটিশন + অর্ডার আছে এমন গিগ ক্রিয়েট করে, ৭-১০টা টা রিভিউ নিয়ে নিতে হবে। (*অবশ্যই লাস্ট অর্ডারটা Queue তে ঝুলায় রাখবেন)
তারপর বায়ার মেসেজ দিলেই কনভার্ট করে ফেলতে হবে।

এই ব্যাপারগুলা আপনি ইউটিউব দেখে দেখে নিজে নিজেই শিখে ফেলতে পারবেন।

আর যদি পুরা ব্যাপারটা আaপনি আমার কাছ থেকে শিখতে চান, তাহলে নিউ সেলারদের জন্যে বানানো আমার Start getting order as New Fiverr Seller কোর্স টা করে ফেলতে পারেন। যেখানে আমি পুরা ব্যাপারটা আপনাকে রেকর্ডেড ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শিখায় দিবো।

এই কোর্সের ব্যাপারে জানতে আমাকে মেসেজ দিতে পারেন।

#3
সর্বশেষ, আপনি যদি ৩য় ক্যাটাগরির হন, মানে ফাইভারে আপনি অলরেডি কাজ করতেছেন, আগে ভালই অর্ডার পাচ্ছিলেন কিন্তু হঠাট করে অর্ডার আসা বন্ধ হয়ে গেছে বা এখন আর আগের মত অর্ডার পাচ্ছেন না

তাহলে আপনার জন্যে সমাধান হচ্ছে
ফাইভারে নিজের গিগে নিজেই রিভিউ দিয়ে যেকোন Gig rank করায় ফেলা, এটা শিখলে আপনি আরো যেই দুইটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে, যেকোণ গিগে প্রমোশন অন করে ফেলতে পারবেন যখন খুশি। আর লেভেল চলে গেলে নেক্সট ১৫ তারিখের মধ্যে লেভেল ফিরায় আনতে পারবেন ।
আর এই ব্যাপারগুলায় যদি আপনার কন্ট্রোলে থাকে, তাহলে ফাইভারে আপনার গ্রোথও আপনার কন্ট্রোলেই থাকবে।

সমস্যা হচ্ছে এই ব্যাপারগুলা নিয়ে কেউ কোথাও শিখায়নি এখনো (অন্তত আমার চোখে পড়েনি)

আমি শিখাচ্ছি কারন ফাইভার আমার মেইন ইনকাম সোর্স না। এইটা অন্যদের শিখায় দিলে যে আমার লস হয়ে যাবে আমার এমন কোন রিস্ক নাই।

আপনি যদি এই ব্যাপারটা শিখতে চান তাহলে আমার প্রথম সাজেশান থাকবে ভাল মত চিন্তা করা, আমি যে ৩ টা কাজের কথা বললাম, সেটা কিভাবে করা যায়। আমার ধারনা চিন্তা করলে আপনি পেরে যাবেন।

আর তারপরেও যদি আপনার মনে হয় যে না, আমার কাছে থেকে শিখবেন, তাহলে
আমার Fiverr Gig Ranking Growth hack for Old Seller কোর্স্টা করে ফেলতে পারেন।

তবে একটা জিনিস মনে রাখবেন, প্রতি গিগ র‍্যাঙ্ক করাইতে আপনাকে নিজে নিজে টাকা খরচ করতে হবে, তাই আপনি যদি নিউ সেলার হন, মানে আপনার অলরেডি একটা ইনকাম সোর্স না থাকে তাহলে আপনার এই কোর্সটা কেনা উচিত হবেনা।
তখন আপনার জন্যে ভাল হবে আগে ১টা গিগ র‍্যাঙ্ক করে কিছু ইনকাম করে, তারপর ফাইভার গ্রোথ হ্যাক কোর্সটা করা।

#আর যদি আপাতত উপরের কোনটাই করতে ইচ্ছা না করে, তাহলে আমার নীচের ভিডিও গুলা দেখতে পারেন ফাইভার নিয়ে।

ফাইভার লেভেল সিস্টেম Explained >>
https://fb.watch/dhY5u8_XVV/

ফাইভারে বায়াররা কিভাবে রিভিউ দ্যায়
https://www.facebook.com/watch/?v=571360507599022

ফাইভারের সিক্রেট রিভিউ । গিগ র‍্যাঙ্কিং এর জন্যে খুব গুরুত্বপুর্ন
https://www.facebook.com/abid.adnan.fb/videos/317782273767107/

আমার সব ভিডিওর প্লে লিস্ট-

https://www.facebook.com/watch/105298641610822/532340961521315

আসসালামুয়ালাইকুম।

#এছাড়া কিছু জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন নির্দ্বিধায়, আমি সাথে সাথে না দিলেও অবশ্যই উত্তর দিবো ঈনশাআল্লাহ!

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meer Special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share