Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা

Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা সম্পাদক ও প্রকাশক:~
📰🖊️ মীর খায়রুল আলম
(4)

ধা'রা'লো অ'স্ত্র দিয়ে কে'টে দিলে পুরুষ লি'ঙ্গ ইং ১৬/০১/২০২৫ তাং  ২০:১৫ ঘটিকার সময় খুলনা থানাধীন ফেরিঘাট মোড়স্থ  মৌসুম...
17/01/2025

ধা'রা'লো অ'স্ত্র দিয়ে কে'টে দিলে পুরুষ লি'ঙ্গ

ইং ১৬/০১/২০২৫ তাং ২০:১৫ ঘটিকার সময় খুলনা থানাধীন ফেরিঘাট মোড়স্থ মৌসুমী আবাসিক হোটেলের চতুর্থ তলায় দুই নম্বর কক্ষে শহিদুল ইসলাম (৪০),পিতা-আজিবর,
কমলাপুর,পাইকগাছা,খুলনা আশা (৩৫) নামের একটি মহিলাকে নিয়ে হোটেলে রাত্রিযাপনকালীন সময় রাত আনুমানিক ০২:৩০ ঘটিকার সময় আশা ধা'রা'লো অ'স্ত্র দিয়ে কে'টে দিলে পুরুষ লি'ঙ্গ কা'টা অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিট ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যেসাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউটসাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসী...
17/01/2025

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার ভ্রমণের উদ্দেশ্যে
সাতক্ষীরা সরকারি কলেজ ঘুরে গেলেন ৫ রোভার স্কাউট

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজের ৫ রোভার স্কাউট পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পাড়ি দেয়া শুরু করেছেন। ১৫ জানুয়ারি সকালে কলেজ থেকে তারা যাত্রা শুরু করেন। শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদারের নেতৃত্বে পরিভ্রমণের অংশ নেয়া রোভার স্কাউটরা হলো রোভার মেট রায়হানুল ইসলাম, রাফিউল্লাহ বেলালী, মিঠুন কুমার ও ফিরোজ হোসেন। সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার জানান, রোভার স্কাউট এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস রোভার স্কাউট অর্জন করার জন্য শ্যামনগর মহসিন কলেজ থেকে পরিভ্রমণ করে বাগেরহাট গিয়ে শেষ করবো। বৃহস্পতিবার বিকালে তারা সাতক্ষীরা সরকারি কলেজে পৌছান। এ সময় সরকারি কলেজের রোভার স্কাউট নেতা সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা তাদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সম্পাদক নাজমুল হক, জেলা রোভার এর এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সরকারি কলেজের প্রাক্তন সিনিয়র রোভার মেট ইয়াকুব আলীসহ কলেজের রোভার স্কাউটরা। দলটি ১৭ জানুয়ারি চুকনগর ডিগ্রি কলেজে, ১৮ জানুয়ারি রাতে মেট্রোপলিটন কলেজ, খুলনায় এবং ১৯ জানুয়ারি রাতে বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে গিয়ে অবস্থান করবে।

16/01/2025
দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সব মামলায় খালাস প...
16/01/2025

দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর।

সব মামলায় খালাস পাওয়ায় বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫, দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বাবরের মুক্তি উপলক্ষে সকাল থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হয়েছেন হাজারো নেতা-কর্মীর ভীড়।

তিন দিন নিখোঁজের পর সন্তান পাওয়া গেলে ও এখনো নিখোঁজ প্রবাসীর স্ত্রী উম্মে হাবিবা রিয়া।
15/01/2025

তিন দিন নিখোঁজের পর সন্তান পাওয়া গেলে ও এখনো নিখোঁজ প্রবাসীর স্ত্রী উম্মে হাবিবা রিয়া।

শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন জুড়ে রমরমা বাণিজ্য করছে কোচিং সেন্টারগুলো। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কোচিং সেন্টারগুলো অ...
15/01/2025

শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন জুড়ে রমরমা বাণিজ্য করছে কোচিং সেন্টারগুলো। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কোচিং সেন্টারগুলো অভিভাবকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। কোচিংসেন্টার খুলে শিক্ষার্থী পড়াশোনার বিজ্ঞাপন দিয়ে দেদারসে ক্লাস নিচ্ছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

যানাযায় রাতে কোচিং করতে এসে ছাত্র ছাত্রীরা অনৈতিক কাজে জড়িয়ে পড়ার ঘটনা ও ঘটছে প্রতিনিয়ত ।

সরেজমিনে দেখা গেছে, শ্যামনগর নওয়াবেঁকী সড়কের পাশে গাজী বাড়ী মসজিদ এলাকা থেকে, নওয়াবেঁকী স্টান্ড প্রর্যন্ত এলাকায় যেন কোচিং সেন্টারের মেলা বসেছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রাইভেট পড়ানোর জন্য নিজের মুঠোফোন নাম্বারসহ সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। রাত দিনে কয়েকটি ব্যাচে পড়াচ্ছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।যা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২ এর পরিপন্থি।

আটুলিয়া ইউনিয়ন ঘুরে ২৯ টি কোচিং সেন্টার রয়েছে তার মধ্যে আটুলিয়া এ কাদের স্কুল এন্ড কলেজের শিক্ষক অবনী কুমার মন্ডল,নওয়াবেঁকী ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম,পিযুষ বিশ্বাস, ছফিরুনেচ্ছা ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের ত্রিদীপ কুমার , জি এম নাসির উদ্দীন, মিজানুর রহমান সহ অধিকঅংশ সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা।

এ নিয়ে কথা বলতে চাইলে শিক্ষকদের কেউ কেউ নীতিমালার বিষয়ে জানেন না বলে মন্তব্য করেন।

এবং কোচিং সেন্টার নিয়ে কথা বলতে কয়েকটি কোচিং সেন্টারে গিয়ে শিক্ষকদের কাছে প্রশ্ন করতেই বিভিন্ন তাল বাহানা করে ওই স্থান থেকে ছোটকে যাওয়ার ঘটনা ও ঘটেছে।

এ দিকে কোচিং সেন্টারগুলোর বাণিজ্যিক মনোভাবের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিভাবকরা আবার বর্তমানে দুই তিনটি কোচিংয়ে ভর্তি হওয়া যেন শিক্ষার্থীদের ফ্যাশনে পরিণত হয়েছে।

শরিফুল ইসলাম নামে এক অভিভাবক জানান, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বাধ্য হয়ে দিতে হচ্ছে। তা না হলে ছেলে-মেয়ের পরীক্ষায় ফলাফল খারাপ হবে, সেজন্য দিতে হচ্ছে।

স্থানীয় সেচ্ছাসেবক আবু নাঈম জানান এ কোচিং চালানোর কারনে গত কয়েক দিন আগে ছোট কুপট গ্রামের অনু নামের একটি মেয়ে ভিন্ন সম্প্রদায়ের ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গলায় রশী পেচিয় আত্যহত্তা করে এবং আমরা স্থানীয় ভাবে শিক্ষকদের বলতে গেলে তারা বলেন আমরা কোচিং চালাবো যা কিছু করার কারেন।

যানাযায় গত ৫ আগস্টের আগে স্থানীয় যুবলীগের একটি গুরুপ কোচিং চালানোর সহযোগীতা করে মাসোয়ারা নিতেন শিক্ষকদের কাছ থেকে।

আটুলিয়া ইউনিয়নের সকল সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোচিং বাণিজ্য ও কোচিং সেন্টার গুলোকে কেন্দ্র করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিকার চেয়ে গত ২০২৪ সালের ২৬ ডিসেম্বর শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকতার কাছে আবেদন করেন ও কয়েকটি দাবি জানান ।

এদিকে কিছুটা কৌশল পরিবর্তন করে বাড়িতে শিক্ষকরা বীরদর্পে চালিয়ে যাচ্ছেন তাদের পুরানো এই শিক্ষা বাণিজ্য। অবস্থা এমন আকার ধারণ করেছে যে শিক্ষার্থীরা এক প্রকার জিম্মি হয়ে পড়েছে শিক্ষকদের কাছে ,অভিভাবকরাও যেন তাদের কাছে অসহায় হয়ে সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এটাকে নিয়ম হিসেবেই মেনে নিয়েছেন।

শ্যামনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূর মোহাম্মদ তেজারত বলেন সরকারি স্কুলের শিক্ষকরা নীতিমালা অমান্য করে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকতা রনী খাতুন বলেন এ বিষয়ে একটা অভিযোগ আসছিল শিক্ষা অফিসার কে ইত্যি মধ্যে বলেছি এবং তাদের বিরুব্দে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি হবেন নির্দলীয়
15/01/2025

দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাষ্ট্রপতি হবেন নির্দলীয়

14/01/2025

সাতক্ষীরা খুলনা রোডে ট্রাক , পিকাপ ও প্রাইভেট কারের ত্রিমূখি সং'ঘ'র্ষ

৪৬ তম বিজ্ঞান মেলা ২০২৫, পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপনায় ১ম স্থান অধিকার করায় আল্লাহ...
14/01/2025

৪৬ তম বিজ্ঞান মেলা ২০২৫, পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপনায় ১ম স্থান অধিকার করায় আল্লাহর কাছে শুকরিয়া ও ধন্যবাদ সকল অংশগ্রহণকারীকে।

চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা প্রদান
14/01/2025

চৌকা সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানে বিজিবি কর্তৃক বাঁধা প্রদান

14/01/2025

সাতক্ষীরার মাধবকাটিতে যৌ'তু'কের দাবিতে স্ত্রীকে শ্বা'স'রো'ধ করে হ'ত্যা'র অভিযোগ, স্বামী আটক

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন -  ‘Yes ! felling excited !‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান ...
14/01/2025

যারা এই শীতে কাঁচা খেজুর রস খায়া সেলফি তুলতেছেন , লিখতেছেন - ‘Yes ! felling excited !‘ কালকে না আবার পল্টি দিয়া অজ্ঞান হয়া থাকেন , একটু খেয়াল রাইখেন।
যতো রকম এনকেফালাইটিস এই দুনিয়ায় আছে তার প্রায় ৪০-৫০% এর ভেক্টর ই বাদুর।
বাদুর শীতকালে খেজুরের রস খায় , লালাতে মিশে থাকে নিপাহ এনকেফালাইটিসের জীবাণু । কাঁচা খেজুরের রসে জীবাণু ঢেলে দিয়ে উড়ে চলে যায়।

কাঁচা খেজুরের রস খায়া ‘Feeling excited !!!‘ লিখতে গিয়া অজ্ঞান হইয়া আইসিইউতে পইড়া থাইকেন না , নিজের খেয়াল রাইখেন । নাইলে অজ্ঞান হবার আগে লিখতে হইতে পারে - ‘Felling হিজি বিজি হিজি বিজি and permanently relaxed!‘

নিপা এনকেফালাইটিসে মৃত্যুর হার ৭০% এরও বেশি।

- আসিফ সৈকত

আপনার মন্তব্য কি?
14/01/2025

আপনার মন্তব্য কি?

হাঁটতে পারছেন খালেদা জিয়া দোয়া চাইলেন দেশবাসীর কাছে
13/01/2025

হাঁটতে পারছেন খালেদা জিয়া দোয়া চাইলেন দেশবাসীর কাছে

সাতক্ষীরা প্রতিনিধি।।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সাতক্ষীরা সীমান্ত লকূকরে চার গুলি ছুড়েছে। তবে গু'লিতে ক...
13/01/2025

সাতক্ষীরা প্রতিনিধি।।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সাতক্ষীরা সীমান্ত লকূকরে চার গুলি ছুড়েছে। তবে গু'লিতে কোন হতাহত হয়নি ।আজ সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ঘোজাডাঙ্গা সীমান্তের শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামের লুৎফর রহমান জানান, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছি। ভারতীয় বিএসএফ সীমান্তের বিপরীতে এই ফাঁকা গু'লি ছোঁড়ে।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউল্ড ফাঁকা গু'লি ছুড়েছে। গুলিতে কেউ হঠাৎ হয়নি।

গত গত শনিবার ভোমরার লক্ষীদাড়ি সীমান্তে কৃষক নজরুল ইসলামের জমির চাষাবাদে বাঁধা দেয় বিএসএফ। কৃষক নজরুল ইসলাম জানান, গত ৩০ বছর ধরে জমিটি তিনি চাষাবাদ করে আসছেন। শনিবার ধান রোপনে গেলে তার জমিতে ধান রোপণে বাঁধা দেয় বিএসএফ।

এ ঘটনায় সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে, ১৫ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের মাপ জরিপের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এসব ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা সীমান্তে অনেক দিন পর গু'লিবর্ষণ এর ঘটনা ঘটলো।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব...
13/01/2025

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে সাতক্ষীরার দেবহাটা থেকে গ্রেফতার করেছে ডিবি।

12/01/2025

ভোমরা সীমান্তে ১০ গজ জমি নিয়ে বি'রো'ধ! বিএসএফ'র চোখে চোখ রেখে কথা বললো বিজিবি

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা:

Videos

Share