Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা

Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা সম্পাদক ও প্রকাশক:~
📰🖊️ মীর খায়রুল আলম
(4)

24/12/2024
খুলনায় না*রী পা*চা*র*কা*রী চ*ক্রে*র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ
23/12/2024

খুলনায় না*রী পা*চা*র*কা*রী চ*ক্রে*র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

23/12/2024

পিলখানা কমিশনের চিফ হিসেবে নিয়োগ পেলেন ফজলুর রহমান।

এর মাধ্যমে ভারতের চোখ রাঙানি আরো একবার উপেক্ষা করলো বাংলাদেশ। ফজলুর রহমান বিডিআরের হেড থাকার সময় বিএসএফের ১৬ টারে ফালাইয়া দিছিলেন। (এটা ভারতের বয়ান। বাট প্রচলিত আছে, বিএসএফ সদস্যদের লাশ নিতে তিনটা ট্রাক লেগেছিল)

এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের সীমান্ত যুদ্ধ একটাই হয়েছে। ২০০১ সালে। সেই যুদ্ধে বাংলাদেশ ভারতের বড় ধরণের ক্ষতি করতে সক্ষম হয়।

কথিত আছে, সেই সীমান্ত যুদ্ধের প্রতিশোধ হিসেবেই ভারত আমাদের ৫৮ জন সেনা অফিসারকে হত্যা করে।

ফজলুর রহমানের জন্য শুভকামনা।

এই কমিশনের জন্য উনার চেয়ে গুড চয়েজ আর কেউ হতে পারতো না।

আজ থেকে ২৩ বছর আগে একটা যুদ্ধে ফজলুর রহমানের বাহিনী ভারতকে হারিয়ে দিয়েছিলেন। আশা করি, ভারতের বিরুদ্ধে এবারের এই তদন্ত যুদ্ধেও উনি শেষপর্যন্ত বাংলাদেশকে জিতিয়ে আনবেন।

- সাদিকুর রহমান খান

শহীদ মো. আরাফাত (১২) মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন আরাফাত। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ...
23/12/2024

শহীদ মো. আরাফাত (১২) মাদরাসার শিক্ষার্থী ছিলেন। মাদরাসা থেকে নাজেরা শেষ করেন আরাফাত। পবিত্র কোরআন শরীফের তিন পারা মুখস্থ করেছিলেন তিনি। এরপর কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন।
গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে প্রথমে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলায়। সেখান থেকেও তাকে ফেরত দিলে পরবর্তীতে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তিন মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন থাকার পর ২২ ডিসেম্বর তিনি মৃ'ত্যুবরণ করেন। শহীদী মিছিলে যোগ দেন আমাদেরকে ছেড়ে।

ঘাতক বুলেট শহীদ আরাফাতের বাম পাজরের দিক দিয়ে ঢুকে পাজরের হাড্ডি ও মেরুদণ্ড ভেঙে ডান পাশ দিয়ে বের হয়ে যায়। এতে তাঁর একটি কিডনিও নষ্ট হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য শহীদ আরাফাতকে আগামী ২৪ ডিসেম্বর অর্থাৎ পরশুদিন এয়ার এ্যাম্বুলেন্সে দেশের বাইরে নেয়ার তারিখ নির্ধারিত ছিলো। তার আগেই অনন্ত মহাকালের যাত্রায় অসীম মহাকাশের অন্তে শহীদী মিছিলে তিনি যোগ দিয়েছেন।


২৪-এর গণহ*ত্যাসহ বিগত দিনের হত্যা, গুম ও নির্যাতনের বিচার দ্রুত হওয়া জরুরি
22/12/2024

২৪-এর গণহ*ত্যাসহ বিগত দিনের হত্যা, গুম ও নির্যাতনের বিচার দ্রুত হওয়া জরুরি

আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মোঃ আব্দুল ওয়াদুদ যোগদান করেছেন। শুক্রবার দুপুরে তিনি থানায় যোগদান করে...
21/12/2024

আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে মোঃ আব্দুল ওয়াদুদ যোগদান করেছেন। শুক্রবার দুপুরে তিনি থানায় যোগদান করেন। আব্দুল ওয়াদুদ বগুড়া হাইওয়ে পুলিশের পাকশী হাইওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত থাকাকালীন জাতি সংঘ শান্তি পদক প্রাপ্ত হন। যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মৃত আনোয়ার হোসেন মোড়লের ছেলে আঃ ওয়াদুদ চাকরি জীবনে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সিরাজগঞ্জ জেলার হাটি কুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, সর্বশেষ পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

ভোটের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে ধোঁকাবাজি করছে”জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
21/12/2024

ভোটের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সাথে ধোঁকাবাজি করছে”
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

18/12/2024

প্রিয় সাতক্ষীরা অনলাইন পত্রিকার বার্তা সম্পাদক আবির হোসেনের পিতা বুধবার ১৮ ডিসেম্বর দুপুরের আগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তার এ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রিয় সাতক্ষীরা পরিবার।

18/12/2024

পারুলিয়া থেকে পরিবহনে দেশের বিভিন্ন প্রান্তে অপদ্রব্য মেশানো চিংড়ি মাছ পাঠানোর সময় তা জব্দ করে প্রশাসন। পরে ১৮ ডিসেম্বর উক্ত জব্দকৃত মাছ আগুনে পুড়িয়ে মাটি চাপা দেয়া হয়।

18/12/2024

দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী বন্ধুমহল শ্রীশ্রী কালীপূজা বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী ও বিএনপির পর্যায়ে নেতৃত্ব বৃন্দ

17/12/2024

দেবহাটা নারী 'লোভী, নারী নির্যাত'ন' কারী, বহুবিবাহের হোতা সাহেব আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় গ্রামবাসীর মানববন্ধন

দেবহাটায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানাদেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে পুশকৃত ...
13/12/2024

দেবহাটায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানা
দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে পুশকৃত চিংড়িসহ ১জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার ১২ ডিসেম্বর দুপুরে গাজীরহাট মৎস্য সেডের আড়ত থেকে চিংড়িতে পুশ করার সময় পুশ করার যন্ত্রপাতিসহ তাকে আটক করা হয়। জানা গেছে, আমাদের দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস চিংড়ি। সাদা সোনাখ্যাত এই চিংড়ি রপ্তানি করে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। সেই সুনাম নষ্ট করতে একশ্রেনীর অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন চিংড়িতে সাবু ও জেলিসহ নানারকম অপদ্রব্য পুশ করে আসছে। প্রশাসন এবিষয়ে বিভিন্ন সময়ে একাধিক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে৷ কিন্তু অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমানো যাচ্ছেনা। বৃহষ্পতিবার ইউএনও মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদুর রহমান, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, গাজীরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ থানার পুলিশ ফোর্স নির্বাহী অফিসারের সাথে ছিলেন। অভিযানে পুশকৃত ২৫ কেজি চিংড়িসহ উপজেলার দেবিশহর গ্রামের হাসান আলীর ছেলে আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক আলমগীর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত আছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত চিংড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় এবং আটককৃত অসাধু ব্যবসায়ী আলমগীরকে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার ইউএনও এবং ওসির অভিযানে পারুলিয়া মৎস্য সেড থেকে ৩মন পুশকৃত চিংড়িসহ ২জনকে আটক করা হয়। গাজীরহাট মৎস্য সেডের একাধিক স্থানে এই অবৈধ পুশ করা হচ্ছে দীর্ঘদিন ধরে। অভিযান হয় কিন্তু এই অবৈধ কাজ বন্ধ হচ্ছেনা। দেশের সম্মান নষ্ট করে অসাধু চক্র তাদের অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছে।

08/12/2024

সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার পাচারকালে যুবককে আটক

সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার পাচারকালে যুবককে আটক
08/12/2024

সাতক্ষীরায় পায়ুপথে স্বর্ণের বার পাচারকালে যুবককে আটক

05/12/2024

কলারোয়ায় পর-কী-য়া করতে গিয়ে জনতার হাতে ধরা

দুটি প্যাকেজে 'সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ'-এর ক্রয় প্রস্তাব পুন...
05/12/2024

দুটি প্যাকেজে 'সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ'-এর ক্রয় প্রস্তাব পুনঃপ্রক্রিয়াকরণের (পুনঃটেন্ডার) উদ্যোগ নিয়েছে সরকার। পৃথক দুটি প্যাকেজে প্রকল্প দুটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ২৩১ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৮৬১ টাকা।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo satkhira-প্রিয় সাতক্ষীরা:

Share