গন্তব্য স্টেশন আর বেশি দূরে নয়।🥰🥰🥰💝💝🤗 #happy_life #followforfollowback #followers #Happy_Freelancing
🎋🌿আসসালামু আলাইকুম 🪴🌷
কেমন আছেন সবাই। আগামী 02-01-2023 আমরা ঢাকার উদ্দেশ্যে Satkhira freelancing team রওনা দিব ইনশাআল্লাহ। ঢাকার ভিতরে অবস্থান কৃত সকল ভাই ও বোনেরা আমাদের সাথে সাক্ষাৎ করতে চান যাহারা। সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ করব এবং দেখা হবে।
#Satkhira_freelancing_team
Satkhira Freelancing Help Community
#satkhira
এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে!
পাশ দিয়ে ছোট্ট একটি পিপীলিকা যাচ্ছিল!
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!
এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!
আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠাৎ টনক নড়লো তার!
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনে
ইচ্ছা থাকলে সবই সম্ভব।💪
👉 পরিশ্রম সফলতার চাবিকাঠি। 😊
#HAPPY_FREELANCING