Mizanur Rahman

Mizanur Rahman Well come everyon to this page. Follow this page to get community freelancing help on this page. Thank you all.

27/09/2023

বর্তমানে ডিজিটাল মার্কেটারদের চাহিদা অনেক । ডিজিটাল মার্কেটিং শিখে সাধারণত আপনি ৩ ভাবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন।

১/ উদ্যোক্তা হিসেবে নিজের ব্যবসা চালু করে।
২/ বিভিন্ন রিমোট জব এবং কর্পোরেট জব করে।
৩/ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস অথবা লোকাল মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে ।

👉বিস্তারিত জানতে আমাদের পেজে ইনবক্স করুন ।

27/09/2023
27/09/2023
27/09/2023
27/09/2023
27/09/2023
ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ..........ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে বলে ফ্রিল্যান্সিং এ আয়ের ক...
23/09/2023

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ..........

ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে। অনেকে বলে ফ্রিল্যান্সিং এ আয়ের কোন নিশ্চয়তা নাই। এছাড়াও বলে ফ্রিল্যান্সিং পেশার ভবিষ্যৎ অন্ধকার। এরকম হাজারো নেতিবাচক ধারণা করে অনেক মানুষ। কিন্তু সত্যি বলতে ফ্রিল্যান্সিং এমন কোন খারাপ দিক নেই।

ফ্রিল্যান্সিং মূলত একটি মুক্ত পেশা। একজন ফ্রিল্যান্সার চাইলে নিজের ইচ্ছামত সময় দিয়ে কাজ করতে পারবে। বর্তমান এখন সবাই অনলাইন মুখে হয়ে যাচ্ছে। বাংলাদেশ সব পৃথিবীর বড় বড় কোম্পানি ইন্টারনেটের উপর নির্ভরশীল। মানুষ যত বেশি ইন্টারনেটের উপর নির্ভরশীল হবে। ফ্রিল্যান্সিং কাজের ভবিষ্যৎ তত বেশি ভালো হবে।

বিগত ১০ বছর আগে কিন্তু মানুষ এত ইন্টারনেটের উপর নির্ভরশীল ছিল না। কারণ ইন্টারনেট ছাড়াই তখন আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারতাম। কিন্তু বর্তমানে আমাদের নিত্য নতুন সকল কাজ অনলাইন এর মাধ্যমে হয়ে থাকে। বর্তমান একটা কোম্পানির সকল প্রোডাক্ট অনলাইনে কেনাবেচা করা হয়।

যাকে আমরা ই-কমার্স মনে থাকে। যতদিন যাবে এই ই-কমার্স ব্যবসা তত বেশি জনপ্রিয় হয়ে উঠবে। ই-কমার্স ব্যবসা পরিচালনা করার জন্য একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন। তাহলে আপনি ভাবুন একজন ডিজিটালের ভবিষ্যৎ কি রকম হবে।

যারা বলে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার। তারা হয়তো ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক ধারণা নেই। পৃথিবীতে গত দশ বছর আগে ওয়েবসাইটের সংখ্যা খুবই কম ছিল। কিন্তু বর্তমানে গুগলে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। একটা ই-কমার্স কোম্পানি যখন যাত্রা শুরু করে তার প্রথম কাজ হলো ওয়েবসাইট তৈরি করা।

ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ওয়েবসাইট তৈরি করে তাদের ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়। দিন যত যেতে থাকবে মানুষ তত বেশি ওয়েবসাইট তৈরি করবে। তাহলে একজন ওয়েব ডিজাইনের কাজ কি কখনো থেমে থাকবে। কখনোই ফ্রিল্যান্সিং এর কাজ থেমে থাকবে না।

একটা কোম্পানি যখন যাত্রা শুরু করে তার কিন্তু একটা নিজস্ব লোগো দরকার হয়ে থাকে। একটা কোম্পানির লোগো দিয়ে আমরা সেই কোম্পানিতে চিনে থাকি। এ কারণে আপনি যখন একটি কোম্পানি শুরু করবেন,তখন কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার দরকার হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে যারা লোগো ব্যানার তৈরি করে তাদের গ্রাফিক্স ডিজাইনার বলে।

এরকম হাজারো উদাহরণ রয়েছে। এগুলো শোনার পর আপনি কখনো বলতে পারবেন না ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ অন্ধকার। বাস্তব একটি উদাহরণ বলি, পৃথিবীতে করোনা কালীন সময়ে অনেক মানুষের চাকরি চলে যায়। আমাদের বাংলাদেশে অনেক সাধারণ মানুষের চাকরি চলে গিয়েছে।

কিন্তু যে সকল ব্যক্তি ফ্রিল্যান্সিং পেশায় নিজেকে ধরে রেখেছে। তাদের কিন্তু চাকরি চলে যায় নি। একজন সফল ফ্রিল্যান্সার করোনা মহামানীর মধ্যে হাজার হাজার ডলার ইনকাম করেছে। তাহলে ভাবুন পৃথিবীতে যদি কোন দুর্যোগ নেমে আসে। তাহলে একজন চাকরিজীবীর চাকরি চলে যাওয়ার ভয় থাকে। কিন্তু কখনো একজন ফ্রিল্যান্সার এর চাকরি চলে যাওয়ার ভয় থাকবে না।

এখন আপনাকে যদি কোন মানুষ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি জিজ্ঞাসা করে। আপনি নিশ্চয়ই এর সঠিক জবাব দিতে পারবেন। ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হওয়ার জন্য আপনাকে দক্ষ কর্মী হতে হবে। আপনি যে সেক্টরে কাজ করতে চান, সেই সেক্টরে কাজের অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি এ পেশাই নিজেকে সফল করে করে ফেলতে পারবেন।

আপনাকে ফ্রিল্যান্সিং পেশায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করে তাদের ধৈর্য অনেক কম থাকে। ফ্রিল্যান্সিং পেশায় সফল হওয়ার জন্য আপনাকে সর্বনিম্ন এক থেকে দুই বছর সময় দিতে হবে। তারপর আপনি ফ্রিল্যান্সিং পেশা থেকে উপার্জন করতে পারবেন।


আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাই,কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চাই না।আমরা শুধু টাকার পিছনে ছুটি,কাজ করার আগে কাজ শিখত...
20/08/2023

আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চাই,
কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে চাই না।
আমরা শুধু টাকার পিছনে ছুটি,
কাজ করার আগে কাজ শিখতে হবে।
তাই,
টাকার পিছনে না ছুটে কাজের পিছনে ছুটুন,
দেখবেন টাকা আপনার পিছনে ছুটবে

আপনি কি ফ্রীল্যান্সার হতে চান। সত্যি আপনি মন থেকে চান কি না নিজেকে প্রশ্ন করুন? এটা একটি দামী কর্মযজ্ঞ - সাধনা করতে হয়,হ...
20/08/2023

আপনি কি ফ্রীল্যান্সার হতে চান।

সত্যি আপনি মন থেকে চান কি না নিজেকে প্রশ্ন করুন? এটা একটি দামী কর্মযজ্ঞ - সাধনা করতে হয়,হৃদয় থেকে কাজকে ভালোবাসতে হয়,ধৈর্য নিয়ে পথ চলতে হয়, প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়াতে হয়। ফ্রীল্যান্সিং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম হয়ে উঠেছে, বাংলাদেশ সেখানে ২য় অবস্থানে রয়েছে। সফল ফ্রীল্যান্সার হতে হলে আপনাকে প্রথমে একজন মেন্টর বেছে নিতে হবে, যিনি তার ক্যারিয়ারে সফল। বেসিক কাজ থেকে শুরু করে সকল কাজের দক্ষতা অর্জন করতে হবে, ইংরেজি ভাষার উপরে নিজেকে দক্ষ করতে হবে। সকল শ্রেণীর ক্লাইন্ট এর সাথে কমিউনিকেশন করে কাজের অর্ডার নিতে হবে। এই সেক্টরে কর্মের মূল্য রয়েছে, অন্য কোন ধ্যান ধারণা -ফাঁকিবাজি করে বড় হওয়া যায় না,কমিটমেন্ট রক্ষা করে কাজ করতে হয়। যদি সত্যি সফল ফ্রীল্যান্সার হতে চান নিজেকে প্রস্তুত করুন- চাকরির পেছনে ঘুরতে হবে না, চাকরি আপনার পেছনে ঘুরবে।

 #সমস্যাটাকে_ঝেড়ে_ফেলুনকোনো এক সকালে, এক ব্যক্তির সবচেয়ে প্রিয় গাধাটা, রাস্তায় চলার সময় খাদে পড়ে গেল! অনেক চেষ্টা ...
16/04/2023

#সমস্যাটাকে_ঝেড়ে_ফেলুন

কোনো এক সকালে, এক ব্যক্তির সবচেয়ে প্রিয় গাধাটা, রাস্তায় চলার সময় খাদে পড়ে গেল! অনেক চেষ্টা করার পরও মানুষটা যখন বুঝল যে, নাহ, একে টেনে তোলা একদমই সম্ভব হচ্ছে না বরং এভাবে থাকাতে গাধাটাও কষ্ট পাচ্ছে, তখন সে সিদ্ধান্ত নিল ঐ গাধাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার।

এ কারণে, মানুষটা উপর থেকে গাধাটার উপর মাটি ফেলছিল, আর যতবারই গাধাটার গায়ে ভারী মাটির খণ্ড পড়ছিল, সে তা বারবার করে ঝেড়ে ফেলে ঐ মাটির খণ্ডের উপরেই পা ফেলে আস্তে আস্তে উপরে উঠে আসছিল। এভাবে করে গা থেকে মাটি ঝেড়ে তাতে ভর করে উপরে উঠতে উঠতে, দুপুরের মাঝেই সেই গাধাকে সবুজ ঘাসের উপর চরে বেড়াতে দেখা গেল।

বালিটা হচ্ছে জীবনকে সুন্দর করতে যে ছোট ছোট জিনিষ দরকার, সেগুলো।

আমরাও যদি এভাবে করেই আমাদের সমস্যাটাগুলোকে গা থেকে ঝেড়ে ফেলে বরং সেগুলোকে জীবনে উপরের দিকে ওঠার জন্য ব্যবহার করি, তাহলে দিনশেষে আমাদেরও জীবনের সেই সবুজ প্রাঙ্গণেই দেখা যাবে।

 #আলু_ডিম_আর_কফিদানাএকবার এক পাচকের মেয়ে তার কাছে এসে নালিশ করল যে, তার জীবনটা নাকি খুবই অসহনীয় এবং এ জীবনে কীভাবে টিক...
15/04/2023

#আলু_ডিম_আর_কফিদানা

একবার এক পাচকের মেয়ে তার কাছে এসে নালিশ করল যে, তার জীবনটা নাকি খুবই অসহনীয় এবং এ জীবনে কীভাবে টিকে থাকা যায় তা তার জানা নেই। পাচক কিছুক্ষণ ভেবে, মেয়েকে নিয়ে রান্নাঘরে ঢুকে, তার সামনে চুলায় উচ্চ তাপে তিন হাড়ি পানি বসিয়ে তাতে যথাক্রমে আলু, ডিম আর কফিদানা ছেড়ে দিলেন।

কয়েক মিনিট পর, তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন যে হাড়িতে কী রয়েছে। মেয়ে উত্তর দিল যে, গরম পানি, আলু, ডিম এবং কফি। তিনি বললেন, “দেখ, আলু, ডিম এবং কফিদানা, প্রত্যেকটি বস্তুকেই কিন্তু আমি একই তাপ প্রয়োগ করে একই জায়গায় রেখেছি। কিন্তু পার্থক্যটা দেখ, আলু শুরুতে শক্ত ছিল অথচ এখন তা কেমন নরম এবং দুর্বল হয়ে গেছে।

আবার ডিম শুরুতে একদম নাজুক ছিল কিন্তু এখন তা কত শক্ত! অন্যদিকে আবার কফিদানা পানিটাকেই বদলে নতুন কিছু তৈরি করেছে। প্রতিকূল সময় যখন আসে, তখন তুমি তাকে কীভাবে সামলাবে? তুমিই বল তুমি কোনটা? আলু? ডিম? নাকি কফিদানা?”

বর্তমান মার্কেটপ্লেসের ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং শেখার...
15/04/2023

বর্তমান মার্কেটপ্লেসের ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি। ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আপনি ডিজিটাল মার্কেটিং শেখার মাধ্যমে।


05/03/2023
🟢👉ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ারের গড়ার প্রথম পদক্ষেপ।☺️🟢🌿ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির...
08/02/2023

🟢👉ফ্রিল্যান্সিং হতে পারে ক্যারিয়ারের গড়ার প্রথম পদক্ষেপ।☺️

🟢🌿ছাত্রজীবন ক্যারিয়ার গঠনের একটি প্রস্তুতি পর্ব। এই প্রস্তুতির উপরই মূলত নির্ভর করে পরবর্তীতে ক্যারিয়ার কোন দিকে যাবে ।
🎋🌿সঠিক ক্যারিয়ার নির্বাচন এবং পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হয়। অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দ্বিধায় থাকেন কিংবা বুঝে উঠতে পারেন না যে, ছাত্রজীবনে ক্যারিয়ার পরিকল্পনায় প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত?
🎋🌿এমন হাজারো শিক্ষার্থী রয়েছে যারা ছাত্রজীবনে টিউশন করে আয় করে থাকে। টিউশন বা কোন কোচিং ভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ানো যেমন সম্মানের তেমনি এটাকে ক্যারিয়ার গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।
🎋🌿তবে যারা স্কিল ভিত্তিক দক্ষতা বাড়াতে চায় এবং ক্যারিয়ারে সফল হতে চায় তাদের জন্য ফ্রিল্যান্সিং হতে পারে সর্বোত্তম পদক্ষেপ। ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা একদিকে যেমন ছাত্রজীবনে আয়ের অন্যতম উৎস তেমনি স্কিল ভিত্তিক দক্ষতা বাড়ানোর প্রধান হাতিয়ার।
🌿🌿🌹🌹🌹🌹🌹🌹🌿🌿💝💝🥰🥰💝💝🧏‍♂️🧏

🌹👉ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার পূর্বে কিছু তথ্য জানা থাকা খুবই প্রয়োজন। তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দ্রুত সফল...
07/02/2023

🌹👉ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার পূর্বে কিছু তথ্য জানা থাকা খুবই প্রয়োজন। তাহলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে দ্রুত সফল হওয়া যায়। 🥰💝🌿

👉🟢ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য ৪ টা বিষয় লক্ষ্য করতে হবে।
🌿১. সঠিক গাইড-লাইন এবং কোন sector/topic এ ফ্রিল‍্যান্সিং এর যাত্রা শুরু করবেন।
🌿২. সঠিক প্লাটফর্ম Select করে সেখানে নিজেকে প্রস্তুত করা।
🌿৩.Mentor select করে তার সাপোর্টের মাধ্যমে এগিয়ে যাওয়া।
🌿৪. নিজের প্রতি বিশ্বাস রেখে, ধৈর্য্য সহকারে শেখার মন মানসিকতা তৈরী করা।

🧏🧏‍♂️সঠিক সাপোর্ট ও গাইড লাইন এর মাধ্যমে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সঠিক তথ‍্য দিয়ে সাহায‍্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।☺🥰🌹

my CARRIER
is the best carrier development sait.

29/01/2023

সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় ।
_ বেকেন বাওয়ার

Address

Rajnagar, Rajnagar
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Mizanur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mizanur Rahman:

Videos

Share