ডাঃ মোঃ আবুল বাশার আরমান

ডাঃ মোঃ আবুল বাশার আরমান শিশুদের রোগ, সুস্বাস্থ্য ও সঠিক পরিচর্যা বিষয়ক পরামর্শ।
(5)

আমার মোটু বন্ধু 😘❤️
22/12/2022

আমার মোটু বন্ধু 😘❤️

হাট্টিমাটিম টিম মোদের খাড়া দুটি শিংCutest little friend of the day ❤️
20/12/2022

হাট্টিমাটিম টিম মোদের খাড়া দুটি শিং
Cutest little friend of the day ❤️

মাশ আল্লাহ্। রোগী আমার চিকিৎসা করতে চায়।আল্লাহ্ ভাল রাখুন, সুস্থ রাখুন।
12/12/2022

মাশ আল্লাহ্। রোগী আমার চিকিৎসা করতে চায়।
আল্লাহ্ ভাল রাখুন, সুস্থ রাখুন।

10/12/2022

Childhood emergency episode 7
আজ Childhood emergency তে ছোট ছোট ৫ টি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব।
1. Breath holding
2. Hiccups
3. Suffocation and strangulation
4. Fume inhalation
5. Recovery position

বুড়িটা ৫ দিন ভর্তি থেকে আজ আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। আমাকে একটা উপহার দিয়ে গেল। আমি কি দেব মা, দোয়া ...
05/12/2022

বুড়িটা ৫ দিন ভর্তি থেকে আজ আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছে। আমাকে একটা উপহার দিয়ে গেল। আমি কি দেব মা, দোয়া করি সুস্থ থাক, ভাল মানুষ হ।

বাচ্চারা হল মন ভালো করার সুন্দর একটা নেয়ামত আল্লাহর তরফ থেকে। 😘🥰😍🤩🥹
03/12/2022

বাচ্চারা হল মন ভালো করার সুন্দর একটা নেয়ামত আল্লাহর তরফ থেকে। 😘🥰😍🤩🥹

কে বলেছে সব বাচ্চা খেতে চায় না ?সকালে ২ প্লেট ভাত+মাছ, পরোটা+ডিম doneএখন বায়না ধরেছে হোটেল থেকে গরুর মাংস আর ডিম দিয়ে...
02/11/2022

কে বলেছে সব বাচ্চা খেতে চায় না ?
সকালে ২ প্লেট ভাত+মাছ, পরোটা+ডিম done
এখন বায়না ধরেছে হোটেল থেকে গরুর মাংস আর ডিম দিয়ে ভাত না খেয়ে বাড়িতে যাবে না।
তুই Boss বাপজান 🥰

30/10/2022

ওরা বলে-আমি শুনি, আমি বলি-ওরা শোনে, ওরা আমার সাথে খেলে।
আমারা আমাদেরকে বুঝি।

বুক পরীক্ষা পরে করেন, আসেন আগে একটু পরিচিত হই।আমিঃ Yes Sir 🤓(অনুমতি সাপেক্ষে ছবি ধারণ)
27/10/2022

বুক পরীক্ষা পরে করেন, আসেন আগে একটু পরিচিত হই।
আমিঃ Yes Sir 🤓

(অনুমতি সাপেক্ষে ছবি ধারণ)

22/10/2022

How can we achieve best healthcare service from hospital or private chamber?

সাথে প্রশ্ন এবং উত্তর পর্ব তো থাকছেই। সবাই আমন্ত্রিত।অবশ্যই বয়স, ওজন উল্লেখ করে প্রশ্ন করবেন।
18/10/2022

সাথে প্রশ্ন এবং উত্তর পর্ব তো থাকছেই। সবাই আমন্ত্রিত।
অবশ্যই বয়স, ওজন উল্লেখ করে প্রশ্ন করবেন।

ডাক্তার আমার একটা কথা আছে।ঔষধ কিন্তু তেমন একটা খাই না।একটা - দুইটা দিও তবে মিষ্টি স্বাদের হয় যেন।আমিঃ জ্বি, আচ্ছা 😵‍💫সা...
16/10/2022

ডাক্তার আমার একটা কথা আছে।
ঔষধ কিন্তু তেমন একটা খাই না।
একটা - দুইটা দিও তবে মিষ্টি স্বাদের হয় যেন।

আমিঃ জ্বি, আচ্ছা 😵‍💫

সাতক্ষীরা শিশু হাসপাতাল।

17/08/2022

আপনার বাচ্চা কি খুব বেশি জেদ করে ? তবে এই লেকচারটি আপনার জন্য।
প্রত্যেকে শেয়ার করুন, সকলকে জানার সুযোগ করে দিন।

03/07/2022

আসসালামু আলাইকুম।
আগামীকাল সন্ধ্যার পরে যে কোন সময় 5 minute hospital গ্রুপে লাইভে এসে অথবা ভিডিও বার্তায় আপনাদের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ।
আপনাদের যার যা মনে প্রশ্ন আছে বাচ্চাদের সম্পর্কে এই পোস্টে কমেন্ট করুন অথবা ম্যাসেজ করুন।

গ্রুপে জয়েন করতে পেইজে পিন করা পোস্ট অথবা পেইজে ম্যাসেজ করে নির্দেশনা অনুসরণ করুন।

স্মার্ট রোগী, স্মার্ট ডাক্তার 😎আমার বয়স মনে হয় কমতেছে 🤔
09/06/2022

স্মার্ট রোগী, স্মার্ট ডাক্তার 😎
আমার বয়স মনে হয় কমতেছে 🤔

26/05/2022

Successful parenting episode 4
কি ভাবে হবেন সুপার প্যারেন্ট ?
শেয়ার করে ছড়িয়ে দিন যাতে অনেকের উপকার হয়।

20/05/2022

Child health tips episode 11 সাইনাস কনজেশান
শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন 😇

পুরোটা সময় আমার আর আমার সহকারীর কোলে।শেষে মায়ের সাথেও যেতে চাইছিল না।ভালোবাসা 😘
15/05/2022

পুরোটা সময় আমার আর আমার সহকারীর কোলে।
শেষে মায়ের সাথেও যেতে চাইছিল না।
ভালোবাসা 😘

এলাকার ডন যখন আমার রোগী 😲
07/05/2022

এলাকার ডন যখন আমার রোগী 😲

স্টেথোস্কোপটা তার লাগবেই।নাছোড়বান্দা, শেষমেষ কোলে উঠেই শান্তি।গুলুগুলু 😘
23/04/2022

স্টেথোস্কোপটা তার লাগবেই।
নাছোড়বান্দা, শেষমেষ কোলে উঠেই শান্তি।
গুলুগুলু 😘

মাঝে মধ্যেই বুদ্ধিতে, শক্তিতে এদের সাথে পেরে উঠি না 🥴। দিন শেষে ওদের হাসি টুকুই আমার কামাই।আল্লাহ ওদের সুস্থ রাখুন।
12/04/2022

মাঝে মধ্যেই বুদ্ধিতে, শক্তিতে এদের সাথে পেরে উঠি না 🥴। দিন শেষে ওদের হাসি টুকুই আমার কামাই।
আল্লাহ ওদের সুস্থ রাখুন।

আলহামদুলিল্লাহ, চেম্বারের স্থান পরিবর্তন সম্পন্ন হল।নতুন ঠিকানা : "আঙ্গিনা" ২য় তলা, খুলনা রোড, কপোতাক্ষ পেট্রোল পাম্পের ...
08/04/2022

আলহামদুলিল্লাহ, চেম্বারের স্থান পরিবর্তন সম্পন্ন হল।
নতুন ঠিকানা : "আঙ্গিনা" ২য় তলা, খুলনা রোড, কপোতাক্ষ পেট্রোল পাম্পের বিপরীত পার্শ্বে, সিবি হাসপাতালের পশ্চিম পার্শ্বে।

তিনি আমাকে চেক আপ করতেই দিবেন না।পাকা বুড়ি 💕😍😘মডেলঃ অমৃতা, আমার পুচকে পেশেন্ট।
06/03/2022

তিনি আমাকে চেক আপ করতেই দিবেন না।
পাকা বুড়ি 💕😍😘
মডেলঃ অমৃতা, আমার পুচকে পেশেন্ট।

21/09/2021

া_চোখের_ব্যায়াম
যেসব বাচ্চাদের জন্মের পর থেকে চোখ থেকে পানি পরে, চোখে ময়লা আসে তাদেরকে ল্যাক্রিমাল ম্যাসাজ বা চোখের এই ব্যায়াম করালে অনেকটা উপকার পাওয়া যায়।

12/09/2021


১ দিন থেকে ৪ মাস বয়সী বাচ্চাদের আড়ামোড়া দেয়া (মোচড় কাটা), যেকোন বয়সী বাচ্চাদের পেটে অত্যাধিক গ্যাস হলে, শক্ত পায়খানা বা নিয়মিত পায়খানা না হলে টামি ম্যাসাজ করবেন। এটি বেশ উপকারী।

আমাদের আজকের মডেলঃ ইয়ানা সুলতানা 💕

20/08/2021

আমার পাকা পেশেন্ট যখন কাশির অভিনয় করে 😂🤣😍

(অনুমতি সাপেক্ষে ভিডিও করা)

অনেক ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের প্রতিটি ম্যাসেজ ও গ্রুপের পোস্ট পড়ার এবং উত্তর দেয়ার চেষ্টা করি। কখনো একটু দেরি হয়ে যা...
06/08/2021

অনেক ব্যস্ততার মধ্যেও আমি আপনাদের প্রতিটি ম্যাসেজ ও গ্রুপের পোস্ট পড়ার এবং উত্তর দেয়ার চেষ্টা করি।
কখনো একটু দেরি হয়ে যায় উত্তর দিতে, এতে কেউ কেউ মন খারাপ করেন। নিশ্চয়ই আমাকে অনেক ভালোবাসেন তাই এমন করেন 💕

চলছে শক্তির পরীক্ষা 💪Little macho Vs Dr 😍Today @ hospital
06/07/2021

চলছে শক্তির পরীক্ষা 💪
Little macho Vs Dr 😍
Today @ hospital

02/07/2021
খিঁচুনি হলে করনীয় ও বর্জনীয়
09/06/2021

খিঁচুনি হলে করনীয় ও বর্জনীয়

🌼 বড়দের মত বাচ্চাদেরও বিভিন্ন ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে। যেমনঃ মাইগ্রেইন, টেনসন টাইপ হেডেক ইত্যাদি। 🌼 বাচ্চাদের এই...
25/05/2021

🌼 বড়দের মত বাচ্চাদেরও বিভিন্ন ধরনের মাথা ব্যথা দেখা দিতে পারে। যেমনঃ মাইগ্রেইন, টেনসন টাইপ হেডেক ইত্যাদি।

🌼 বাচ্চাদের এই মাথা ব্যথাকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। কখনও কখনও কিছু ইনফেকশন, অতিরিক্ত স্ট্রেস বা উত্তেজনা, মাথায় সামান্য আঘাত ও এই মাথা ব্যথার কারণ হতে পারে।

🌼 সুতরাং বাচ্চাদের মাথা ব্যথা বা আনুসাঙ্গিক কোন লক্ষণ থাকলে তাতে গুরুত্ব দিন এবং নিকটবর্তী শিশু চিকিৎসকের পরামর্শ নিন।

৬ দিন বয়সে প্রথম দেখা।আলহামদুলিল্লাহ এখন ১০ মাস।কিছু দিন আগে নিউমোনিয়া আর ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। আমি যখন রাউ...
22/04/2021

৬ দিন বয়সে প্রথম দেখা।
আলহামদুলিল্লাহ এখন ১০ মাস।

কিছু দিন আগে নিউমোনিয়া আর ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। আমি যখন রাউন্ডে যেতাম দরজার ফাকঁ থেকে আমাকে দেখতে পেয়েই তার দুষ্টুমি যেন দশ গুন বেড়ে যেত।

আজ কোলে উঠে সে কি মাতুব্বরি।

ভাল থাকুক সকল দুষ্টু ❤️

চিকিৎসক ও রোগী দুজনই বেশ খুশি 😍
28/02/2021

চিকিৎসক ও রোগী দুজনই বেশ খুশি 😍

শুভ জন্মদিন স্যারএভাবেই সিক্ত থাকুক আপনার প্রতিটি মুহূর্ত মানুষের ভালবাসায়।Many many happy returns of the day 💕
31/01/2021

শুভ জন্মদিন স্যার
এভাবেই সিক্ত থাকুক আপনার প্রতিটি মুহূর্ত মানুষের ভালবাসায়।
Many many happy returns of the day 💕

আমি তার নাম দিলাম খুশি। (আসল নামটি মনে করতে পারছি না)প্রথমবার যখন এসেছিল কথা বলেনি একটিও। অসুস্থতার ছায়া যেন গ্রাস করেছি...
18/12/2020

আমি তার নাম দিলাম খুশি। (আসল নামটি মনে করতে পারছি না)

প্রথমবার যখন এসেছিল কথা বলেনি একটিও। অসুস্থতার ছায়া যেন গ্রাস করেছিল সকল হাসি আর দুষ্টুমি।

৭ দিন পরে আবার দেখা করতে এসেছে। আজ সেজে - গুজে এসেছে। সাথে একটি আবদারও আছে। "ডাক্তার চাচ্চুর সাথে একটি ছবি তুলবে"। ছবি তুললাম।

স্মৃতি ধরে রাখতে একটি সেলফি নেয়া চেষ্টা করলে লজ্জায় আঁটোসাঁটো হয়ে যায়।

খুশিরা সব সময় ভালো থাকুক। সুস্থ থাকুক।

১৪ ই ডিসেম্বর
সাতক্ষীরা শিশু হাসপাতাল বহিঃবিভাগ।

27/09/2020

Successful Parenting, episode 3 : Good communication skills
❤️
ইউটিউব : https://bit.ly/2TBgcuo 👍
Facebook group : https://www.facebook.com/groups/5minutehospital/

আজকের এই পর্বে আমি আলোচনা করতে চেষ্টা করব How you can improve your communication skills in parenting
একটা সফল parenting এর ক্ষেত্রে বাচ্চার সাথে একটা সফল যোগাযোগ স্থাপন করা খুবই জরুরী। শোনা এবং বলা এদুটোর মাধ্যমেই যোগাযোগ স্থাপন করতে হয়। সুতরাং বুঝতেই পারছেন আপনাকে ভালো একজন শ্রোতা হতে হবে সাথে ভালো বলার, ভালো ভাবে বলতে পারার যোগ্যতাও অর্জন করতে হবে।

Address

Khulna Road, Opposite Side Of Kopotakkho Petrol Pump, Satkhira Sadar
Satkhira
9400

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

+8801515674341

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মোঃ আবুল বাশার আরমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডাঃ মোঃ আবুল বাশার আরমান:

Videos

Share

Nearby media companies