18/09/2024
আমি যেটা চেয়েছি সেটা কখনো পাইনি
যেটা কখনোই বা কোনোদিন আশা করিনি বারবারই সেটার সম্মুখীন হয়েছি।
নিজের দিকে যখন তাকাই তখন আমার পরিবার শেষ,,,
আবার, পরিবারের দিকে যখন তাকাই তখন আমি নিজেই শেষ,,,
তো সমস্যা কি, নিজের পরিবারের জন্য না হয় নিজেকেই বলি দিলাম।
কখনোই ভাবতেই পারিনি লাইফে এতো problem সম্মুখীন হতে হবে।যাক, সেটা না হয় আর বললাম না ,,তারপর ও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ও হ্যাঁ প্রত্যেকটা মানুষের কোনো না কোনো Future নিয়ে পরিকল্পনা থাকে। আমার ক্ষেত্রে ও সেটা বিদ্যামান ছিলো। কিন্তু ঝরা পাতার মতো আমিও তাদের সঙ্গে ঝরে গেলাম।
কোনো অভিযোগ নেই,,নেই কোনো অভিমান । মাঝেমধ্যে ভাবি কি ছিলাম আর কি হয়ে গেলাম। কোথায় ছিলাম আর কোথায় আসলাম।
**নিজের সম্পর্কে কাউকে কিছুই বলি নাই,,,তারপর ও কেনো জানি মনে হলো, কথা গুলো না হয় এখানেই সাধিত করি,,
🙂