27/10/2024
শহর জুড়ে বৃষ্টি নামুক,,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,,
আমি তোমাকে চাই😅
- মন তুমি কাঁদছো কেন প্রিয়জনের জন্য, সে তোমায় কষ্ট দিয়ে হয়েছে খুব ধন্য, কেদনা আর মন তুমি চুপটি হয়ে যাও, কষ্টগুলো ভুলে গিয়ে বাড়ি ফিরে যাও ।
তোমার দেখানো সেই প্রথম সকাল, ভুলা যাবে না যা শহস্র কাল, আকুলতার সেই নিরব হাসিতে, জীবন দিয়েও আমি মাতাল,
তুমি তাকে না পেয়ে নিজেকে কেনো মনে করো অসুখী
অপ্রাপ্তিতে ভালোবাসা আমৃত্যু পর্যন্ত
প্রাপ্তিতে তো ভালোবাসার সমাপ্তি😊
জীবনের নৌকা পাড় করেছি দীর্ঘ সময়ের শেষে
তোমার জীবনে আসবো ফিরে প্রজাপ্রতি বেশে।