Habibur Rahman Habib

Habibur Rahman Habib বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

02/08/2024

#বাংলাদেশ

01/08/2024
09/05/2024

গণসংযোগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী
পারুলিয়া ইউনিয়ন,
দেবহাটা উপজেলা শাখা।

তৃষার্ত পথিককে শরবত পানি খাওয়ানো কি অপরাধ!!আমার ছোট মেয়ে( ৯ বছর)  তাসফিয়া ফেইস বুকে রাস্তায় পথচারীদের মাঝে আমাকে পানি ব...
02/05/2024

তৃষার্ত পথিককে শরবত পানি খাওয়ানো কি অপরাধ!!

আমার ছোট মেয়ে( ৯ বছর) তাসফিয়া ফেইস বুকে রাস্তায় পথচারীদের মাঝে আমাকে পানি বিতরণ করতে দেখে বললো আব্বু তোমাকে পুলিশ দেখে ফেললে ধরে নিবে। তার আশংকার কারণ ছিল পুলিশ জামায়াত করার কারণে আগে ও আব্বুকে ধরে নিয়ে যায়।আমি হেসে বললাম না আম্মু রাস্তায় পিপাসার্ত মানুষকে পানি তরমুজ খাওয়ালে ধরবেনা।

তীব্র গরমে জনজীবন যখন অতিষ্ঠ তখন মানব কল্যাণে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করার সময় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক শার্শা দক্ষিণ সভাপতি নজরুল ইসলামকে আটক করে পুলিশ। মানবতার কল্যাণে কাজ করা ও কি অপরাধ! প্রচন্ড গরমে তৃষার্ত পথিকের কাছে এক গ্লাস শরবত এবং ঠান্ডা পানি তুলে দেওয়াটা কি অন্যায়।এজন্য তাকে আটক করে জেলে বন্দী করে রাখা হবে! সংবাদটা দেখে চমকে উঠলাম! ছোট্ট মা মানির আশংকা সত্যে পরিণত হলো।


#জামাতশিবির
#স্বৈরাচার
#স্বাধীনতা
#বাঙালিজাতী

07/04/2024

সমাজে জেনা ব্যবিচার বৃদ্ধির অন্যতম কারন অর্থের বিনিময় তথাকথিত অবৈধ বিবাহ।

বিয়ের কাবিন নামা দিতে অস্বীকৃতি জানালে বিবাহিতা নারী ও কাজী সাহেবের মধ্যে সংঘর্ষ। একাধিক অভিযোগে অভিযুক্ত আবুল বাসার (কাজী)। এমন কাজীদের বিরুদ্ধে তদন্ত পূবক শাস্তির ব্যবস্থা লাইসেন্স বাতিল করা উচিৎ।
স্থান- গাজিরহাট বাজার / দেবহাটা উপজেলা/ সাতক্ষীরা

05/04/2024

আমরা যে জঘন্যভাবে ইসলামের মার্কেটিং করি!!
নূর মোহাম্মদ।

২০১৭ সালে তৎকালীন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজ ভাই তার ডিপার্টমেন্টের(বুয়েট)প্রফেসরের সাথে দেখা করতে গিয়ে ছাত্...
04/04/2024

২০১৭ সালে তৎকালীন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজ ভাই তার ডিপার্টমেন্টের(বুয়েট)প্রফেসরের সাথে দেখা করতে গিয়ে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হাতে এই অবস্থার শিকার হয়েছে. সবাই দেখেছে. ডিপার্টমেন্টের সব স্যার দেখেছেন. কেউ প্রতিবাদ করেননি. কেউ না!! একজন ব্যক্তিও না. সেই ঘটনার প্রতিবাদ হলে আজ হয়তো আবরারকে এভাবে নির্মমভাবে মরে যেতে হতো না.
পুলিশ এসে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের কিছুই বললো না. উল্টো এরেস্ট করে নিয়ে গেলো সিরাজ ভাইকে. সিরাজ ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে. যে ব্যক্তি অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছে তাকেই আবার জেলে যেতে হয়েছে।প্রায় ৬ মাস কারাগারের অসহ্য যন্ত্রণা আর দূর্বিসহ জীবন নিয়ে দিন কাটাতে হয়েছে।
তার দুই হাত দুই পা ভেঙেঁ দিয়ে মজলুম ভাইটিকে আটক করে এই নৃশংস হামলাকারীদের পরবর্তী হামলার সেদিন বৈধতা দেয়া হয়েছিল।

01/04/2024

৫ ই মে শাপলা চত্বরের ইতিহাস ও ঐতিহ্য ভুলে যাওয়া
মুসলমানদের জন্য কাম্য নয়। তাগুদের পা চাটা গোলামরা ভূলে গেলেও এদেশের তৌহিদী জনতা কখনো ভূলবেনা। ওই রাতটা শহীদি রজনী ছিল। এই শহীদদের প্রতিফুটা রক্তের হিসাব এইজমিনেই দিতে হবে। ইনশাআল্লাহ।। আল্লাহ্ তাআলা ঐ রজনীর শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন 🤲

01/04/2024

আসছে ৫ ই মে শাপলা চত্বর ইতিহাসের ১১ বছর।

৫ ই মে শাপলা চত্বরের ইতিহাস ও ঐতিহ্য ভুলে যাওয়া
মুসলমানদের জন্য কাম্য নয়। তাগুদের পা চাটা গোলামরা ভূলে গেলেও এদেশের তৌহিদী জনতা কখনো ভূলবেনা। ওই রাতটা শহীদি রজনী ছিল। এই শহীদদের প্রতিফুটা রক্তের হিসাব এইজমিনেই দিতে হবে। ইনশাআল্লাহ।। আল্লাহ্ তাআলা ঐ রজনীর শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন 🤲

28/03/2024

সততা ন‍্যায়পরায়নতা দেশের প্রতি ভালোবাসাই তার জন‍্য কাল হয়ে দারিয়ে। এই ভারতীয় রাজাকার আওয়ামী লীগের জন‍্য এই দেশটা মানুষের বসবাস অযোগ্য হয়ে উঠছে।

“ছোটোখাটো ভেদাভেদ ভুলে সরকার পতন আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবো”-ডা. শফিকুর রহমানআমীর, বাংলাদেশ জ...
27/03/2024

“ছোটোখাটো ভেদাভেদ ভুলে সরকার পতন আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবো”
-ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

প্যাক প্যাক প্যাক প্যাক কি?😊শিক্ষক প্রশিক্ষণের নামে কি হচ্ছে!?
02/12/2023

প্যাক প্যাক প্যাক প্যাক কি?😊
শিক্ষক প্রশিক্ষণের নামে কি হচ্ছে!?

18/11/2023

বাংলাদেশে বর্তমানে
অর্থ জাতির মেরুদন্ড,
শিক্ষা জাতির কারাদণ্ড,
আর হক্ব কথা জাতির মৃত্যুদন্ড।

Address

Debhata, Khulna
Satkhira
9430

Alerts

Be the first to know and let us send you an email when Habibur Rahman Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habibur Rahman Habib:

Videos

Share