24 Star gnews

24 Star gnews CHANNEL Z Live
(6)

16/06/2024
অদ্য ইং ০৩/০৬/২০২৪ তাং, আমাদের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী  দেশরত্ন শেখ হাসিনার কার্যালয়ে সাক্ষাৎ শেষে তালা কলারোয়া...
03/06/2024

অদ্য ইং ০৩/০৬/২০২৪ তাং, আমাদের আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কার্যালয়ে সাক্ষাৎ শেষে তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন এমপি।

24/05/2024

সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী শিক্ষক নিহত। আহত-২

কলারোয়ায় জনপ্রিয়তায় শীর্ষে দুলালের দই।  কদর বেড়েছে সবার কাছেজুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ অতিথি আপ্যায়ন কিংব...
13/05/2024

কলারোয়ায় জনপ্রিয়তায় শীর্ষে দুলালের দই। কদর বেড়েছে সবার কাছে

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ অতিথি আপ্যায়ন কিংবা রসনা তৃপ্তি করে প্রিয়জনের মন ভোলাতে সাতক্ষীরার কলারোয়ার দুলালের দইয়ের বিকল্প নেই। দইয়ের স্বাদ না নিয়ে কলারোয়া ছাড়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। কলারোয়ার কোনো ভোজ উৎসবে খাদ্য তালিকায় দই নেই এমন কেউ ভাবতেই চান না। হোক না সে অতিদরিদ্র কিংবা এলাকার কোন ধনী পরিবার। কলারোয়ার সেরা দই দুলালের দই দিন দিন হয়ে উঠেছে আতœীয়তার সেতুবন্ধ। দইকে কেন্দ্র করেই কলারোয়ায় পেয়েছে নতুন এক পরিচিতি। স্বাদে অতুলনীয় হওয়ায় দই এখন দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে। এখন কলারোয়ার দুলালের দইয়ের কদর সবার কাছে। কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের দুলাল ঘোষ প্রথম কলারোয়া বাজারে পরীক্ষামুলক ভাবে সরার দই তৈরী করেন। তখন দই সম্পর্কে সবার খুব একটা ভালো ধারনা ছিল না। সে দুলালের দই-ই ধীরে ধীরে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বিয়ে, জন্মদিন, পূজা, আকিকা, হালখাতা ও পারিবারিক যে কোনো অনুষ্ঠানে দুলালের দই বিশেষ খাবার হিসাবে পরিবেশিত হচ্ছে। এই দুলালের শুধু দই নয় মিষ্টির স্বাধও অতুলনীয়। বর্তমানে কলারোয়াতে কেউ যে কোন অনুষ্ঠান করবেন তাতে দুলালের দই ও মিষ্টি থাকবেই। দই সম্পর্কে প্রবীণ চিকিৎসক ডাঃ আব্দুল হান্নান জানান- নিয়মিত দই খাওয়ার ১০ উপকারিতা লাভ হবে। দই শুধু মজাদার খাবারই নয়, এটি স্বাস্থ্যকরও বটে। খাদ্যতালিকায় দুগ্ধজাত এ উপাদানটি নিয়মিত রাখলে আপনি বেশ কিছু স্বাস্থ্যগত সুবিধা পাবেন। যেমন -মজবুত হাড়, দইয়ে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন 'ডি', হজমে উপকার অনেকেই হজমের সমস্যার কারণে দুধ খেতে পারেন না কিন্তু দই খেলে সমস্যা হয় না। খাবার সহজে হজম করতে সহায়তা করে দই। উপকারী ব্যাকটেরিয়া দইয়ে রয়েছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া। এ ব্যাকটেরিয়াগুলো দেহের ক্ষতি করে না বরং হজমে সহায়তা করে। এ ছাড়া দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে দইয়ের ব্যাকটেরিয়া। রক্তচাপ কমায় দইয়ের পটাসিয়াম রক্তচাপ কমাতে সহায়তা করে। ত্বকের জন্য উপকারী দইয়ের উপাদান ত্বককে মসৃণ করে। দইয়ের ল্যাকটিক এসিড ত্বককে পরিষ্কার করে এবং মৃত কোষ দূর করে। খাদ্যপ্রাণ দইয়ে অন্যান্য উপাদানের পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন। বিশেষ করে উল্লেখযোগ্য মাত্রায় ভিটামিন 'বি-৫', জিংক, পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন ও রিবোফ্লাভিন। রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এ ছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। দেহের ছত্রাক প্রতিরোধ অনেকের দেহের সংবেদনশীল অঙ্গে ছত্রাক সংক্রমণ হয়। আর এ ছত্রাকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে দই। পাকস্থলীর নানা সমস্যা দূরীকরণে পাকস্থলীর নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখে দই। বিশেষ করে ল্যাকটোজের প্রতি সংবেদনশীলতা, কোষ্টকাঠিন্য, ডায়রিয়া, কোলন ক্যান্সার ও অন্ত্রের সমস্যা দূর করতে কার্যকর দই। ওজন কমাতে নিয়ন্ত্রিত মাত্রায় দই খেলে দেহের ওজন কমে। খাবারের সঙ্গে দই খাওয়া হলে তা দেহের চর্বি ব্যবহার করতে উৎসাহিত করে। এতে দেহের চর্বি কমে এবং সার্বিকভাবে ওজন কমাতে সহায়তা করে।

দোয়া করবেন..........কলারোয়া শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুর রহমান ভাইকে আজ অনেক মনে পড়ছে। ভাই ওপারে ভাল থাকব...
28/04/2024

দোয়া করবেন..........
কলারোয়া শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুর রহমান ভাইকে আজ অনেক মনে পড়ছে। ভাই ওপারে ভাল থাকবেন দোয়া করি।

কলারোয়ার বসন্তপুর ইপি সদস্য আরিজুল ইসলামের ঘেরের পাশে এই মহিলাটি পড়ে ছিলেন। কেউ তার নামও ঠিকানা জানতে পারলে কলারোয়া থ...
26/04/2024

কলারোয়ার বসন্তপুর ইপি সদস্য আরিজুল ইসলামের ঘেরের পাশে এই মহিলাটি পড়ে ছিলেন। কেউ তার নামও ঠিকানা জানতে পারলে কলারোয়া থানা পুলিশকে একটু জানানোর অনুরোধ রইল।

সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণকলারেোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:  বাংলাদেশে মানব পাচ...
25/04/2024

সাতক্ষীরায় পাচারের শিকার ২৪ নারী ও পুরুষ এর জীবণ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

কলারেোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ সমন্বিত প্রকল্প এর আওতায় উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ এপ্রিল সাক্ষীরার অগ্রগতি রিসোর্ট কনফারেন্স রুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা কেওআইসিএ এর অর্থায়নে ও আর্ন্তজার্তিক অভিবাসন সংস্থা আইওএমের সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজন করেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরার বিভিন্ন কর্ম এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ২৪ জন নারী ও পুরুষ। প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্ত নারী ও পুরুষদেরকে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি ¯’ানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভ‚মিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যব¯’াপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ, এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাহাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়ে আসা মানুষদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়। অতিথি হিসাবে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন-রাইটস যশোরের এ্যাসিটেন্ট প্রোগ্রাম ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম। প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দেবব্রত ঢালী, প্রনব কুমার দাস, শামীম রেজা ও আছের আলী আইওএম প্রজেক্ট রাইটস যশোর। এছাড়াও প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- মুক্তি সাউথএশিয়া, রাইটস যশোর এর প্রোগ্রাম অফিসার, সাইফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-সাতক্ষীরা আইওএম প্রজেক্ট প্রোগ্রাম অফিসার প্রণব কুমার দাস।

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাস্টা...
22/04/2024

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাস্টার নুরুল ইসলাম শেখ।

20/04/2024

কলারোয়ার পাঁচপোতা গ্রামে পুরুষঙ্গ কাটার ঘটনা। স্বামী হাসপাতালে। স্ত্রী মারা গেছে। বিস্তারিত জানতে চোখ রাখুন

কলারোয়া পৌরসভার পক্ষ থেকে -কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি বেঞ্চ চেয়ার প্রদান করা হয়েছে। যার মাধ্যমে ২৪জন রোগী ব...
17/04/2024

কলারোয়া পৌরসভার পক্ষ থেকে -কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮টি বেঞ্চ চেয়ার প্রদান করা হয়েছে। যার মাধ্যমে ২৪জন রোগী বা দর্শনার্থী বসার ব্যবস্থা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ভাইয়ের সাথে কলারোয়া সরকারী কলেজে দেখা
13/04/2024

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ভাইয়ের সাথে কলারোয়া সরকারী কলেজে দেখা

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
05/04/2024

কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলামের সাফল্য, অপরাধ দমনে প্রশংসিত এলাকাবাসীজুলফিকার আলী,কলারোয়া,সাতক্ষীরা) প্রতিনিধি: একজস মা...
19/03/2024

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলামের সাফল্য, অপরাধ দমনে প্রশংসিত এলাকাবাসী

জুলফিকার আলী,কলারোয়া,সাতক্ষীরা) প্রতিনিধি: একজস মানুষের মধ্যে সততা আর্দশ্য ও ন্যায় নিষ্ঠা মেধা থাকলে সেই ব্যাক্তি সমাজের মানুষের সেবায় কর্মকান্ডে ব্যাপক অবদান রাখতে পারেন। সে যে পেশায় থাকেন না কেন যদি তার সততা মেধা বুদ্ধি দক্ষতাকে মানব সেবায় নিয়োজিত রাখেন। তাহলে সহজেই সুনাম প্রতিষ্ঠা পাওয়া সম্ভাব। কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সততা ও কর্মদক্ষতা দেখে প্রতিবেদক জুলফিকার আলী তার জীবনের নানা বিষয় নিয়ে সচিত্র প্রতিবেদন তৈরী করেছেন। রফিকুল ইসলামের বিভিন্ন থানায় কর্মরত থাকা কালে সৎ ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার মেধা বুদ্ধি প্রজ্ঞা প্রভৃতিকে কাজে লাগিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন। তার কর্মতৎপরতা প্রশাষনের ব্যাপক সুনাম অর্জণ করেছে। তিনি বিভিন্ন থানায় কর্মরত থাকা-কালে সন্ত্রাস দমনে ব্যাপক অবদান রাখেছেন। সেই কারণে পুলিশ প্রশাসন খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী কলারোয়া থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায় রফিকুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। রফিকুল ইসলাম কলারোয়া থানায় দায়িত্ব পাওয়ার পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে সাড়াসী অভিযান চালিয়ে মাদক স্পট নিমূল, সস্ত্রাসী ও ডাকাতি কর্মকান্ড বন্ধে ব্যাপক কর্মতৎপরতা চালান। থানার অফিসার ইনচার্জ হিসাবে তিনি জটিল অপারেশন গুলি নিজেই দায়িত্ব নিয়ে দক্ষাতার সাথে পালন করে থাকেন। কলারোয়া থানায় তিনি দায়িত্ব থাকায় তার কর্মদক্ষতার করণে কোন রকম শ্রমিক বা জনতা অসন্তোষ সৃষ্টি হতে পারেনি। সময় মতো তার নির্দেশে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলো এবং ষড়যন্ত্র কারীদের চিহৃত করে দ্রæত প্রতিরোধের ব্যবস্থা নিয়েছেন। থানার অফিসার ইনচার্জের এর নেতৃত্বে তার মেধা বুদ্ধিকে কাজে লাগিয়ে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা সহ সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা বন্ধের ব্যাপক অভিযান পরিচালনা করেন। ফলে অপরাধ ও মামলার সংখ্যা পূর্বের তুলনায় অর্ধেক হয়ে এসেছে। সর্ব সময় অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম, এসআই আব্দুল বাকি, মাসুদ রানা, শারমিন সুলতানা,অনিল মুখার্জী, শেখ রবিউল ইসলাম, আলমগীর কবির, ফরিদ আহমেদ জুয়েল, হাবিবুর রহমান খান, সাখায়েতুল ইসলাম, আবুজার গিফারী, সোহেল রানা, মাহমুদুল হাসান মিন্টু, শ্যামা প্রসাদ রায়, আব্দুর রহমান, শাহাদত হোসেন, আজম মাহমুদ,এএসআই গৌরঙ্গ বিশ্বাস,মফিজুর রহমান, রাকিবুল হাসান, রবিউল ইসলাম, সাগর আলী, বাবর আলী, আসলাম শিকদার, সামছুর রহমান, সেলিম রেজা, রওশন আরা, আশরাফুল ইসলাম, আবুল হাসান, রওশন আলী, আ: কুদ্দুস, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, আল মামুন, মেহেদী হাসান, শিমুল পারভেজকে দিয়ে এলাকার চিহিৃত সন্ত্রাস, চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যুসহ অপরাধীদের ধরে আইনের আওতায় এনে জেল হাজতে প্রেরণ করেছেন। সকল আপরাধীদের ধরতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ব্যাপক অবদান রয়েছে। তার নির্দেশে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা স্পেশাল টিম গঠন করে অভিযান পরিচালনা করে যাচ্ছে। তার মতো দক্ষ মেধা পরিপূর্ণ পুলিশ অফিসার থানায় থাকলে ঐ থানা এলাকায় অল্প দিনেই অপরাধ বন্ধ হবে বলে এলাকাবাসী মনে করেন। রফিকুল ইসলাম অফিসার ইনচার্জ হিসাবে অল্পদিনের মধ্যে কলারোয়া থানা এলাকায় জনগণের ব্যাপক প্রশাংসা অর্জন করেছেন। ভবিষৎতে আরও অর্জন হোক এটায় কামনা করছেন এলাকাবাসী।

05/08/2023

কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

Address

Satkhira

Alerts

Be the first to know and let us send you an email when 24 Star gnews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24 Star gnews:

Videos

Share