AH Rifat Chowdhury

AH Rifat Chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AH Rifat Chowdhury, Digital creator, Satkhira.

যে দেশের পাশের দেশ ভা'র'ত সেই দেশের আবরার ফাহাদরা কখনো মরে না, মরতে পারে না! তার দৈহিক সত্তার বিলুপ্তি হয়তো হয়েছে, কিন্ত...
06/10/2024

যে দেশের পাশের দেশ ভা'র'ত সেই দেশের আবরার ফাহাদরা কখনো মরে না, মরতে পারে না! তার দৈহিক সত্তার বিলুপ্তি হয়তো হয়েছে, কিন্তু আজাদী-পাগল প্রতিবাদী সত্তার বিলুপ্তি এখনো হয়নি। বাংলার তরুণ-যুবাদের চিন্তাচেতনায় আবরার ফাহাদ বেঁচে থাকুক চিরকাল।

05/09/2024

দফা এক দাবি এক
মতিউর স্যার বহাল থাক।
সাতক্ষীরা জেলাে পুলিশ সুপার জনাব মতিউর রহমান সিদ্দিকে পুর্ণবহল না করা হলে সাতক্ষীরাতে অনির্দিষ্টকালের জন্য সকল সরকারি অফিস ও স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হবে

31/08/2024

শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয় ৷ অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদেরকে ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ৷

30/08/2024

যারা আমাদের ওপর বিশ্বাস রেখে ডিসি স্যারের ফান্ডে ত্রাণ পৌঁছে দিয়েছিলেন তাদের আমানত আমরা জায়গা মতন পৌঁছে দিতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা টিম কুমিল্লা টু ফোনী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা টিম কুমিল্লা থেকে ফেনীর যাওয়ার পথে
29/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা টিম কুমিল্লা থেকে ফেনীর যাওয়ার পথে

29/08/2024

সাতক্ষীরা জেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ত্রাণ বিতরণ, কুমিল্লা টু ফেনী পথে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা টিম কুমিল্লা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে
29/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা টিম কুমিল্লা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে

সাতক্ষীরা জেলাই ইমরানের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিভাবে চাঁ...
29/08/2024

সাতক্ষীরা জেলাই ইমরানের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিভাবে চাঁদা উঠাতে পারে। আমরা কিভাবে নিশ্চিত হব যে এই ত্রাণের টাকাগুলো ভুক্ত ভোগী পরিবারের হাতে পৌঁছাবে যেখানে আওয়ামী লীগের মতন সুবিধাবাদী ব্যক্তিরা জড়িত।আন্দোলন চলাকালীন সে বিভিন্নভাবে আমাদের নষ্ট করার চেষ্টা করেছি। সবকিছু জানার পরেও ইমরান কিভাবে তাকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ত্রাণ তুলতে দেয়। সাধারণ মানুষের প্রত্যেকের টাকার হিসাব দিতে হবে। ২৫০ প্যাকেট ত্রাণ নিয়ে ৪০ জনের একটি টিম নিয়ে গেছে। প্রতিটি টাকার হিসাব দিতে হবে

29/08/2024

আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর একটি টিম ফেনীর উদ্দেশ্যে রওনা দিলাম ত্রাণ নিয়ে 🇧🇩

26/08/2024

প্রিয় সাতক্ষীরাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলার পক্ষ থেকে সালাম নিবেন।
বন্যা দূর্গত এলাকায়( ফেনী/ নোয়াখালী/কুমিল্লা) প্রশাসনের উদ্যোগে ত্রান সামগ্রী পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গত পরশুদিন একটি বুথ চালু করা হয়েছে। আপনারা যে যা দিয়ে সাহায্য করতে চান সেগুলো বা নগদ অর্থ সেখানে জমা দিতে পারবেন। এই মুহূর্তে ঐ সব এলাকায় মানুষের ব্যবহার্য জামা কাপড় ভীষণ প্রয়োজন। জামাকাপড়, শুকনা খাবার, ঔষধ, খাবার পানি সহ যে যা পারেন তা দিয়ে সহযোগিতা করতে পারেন।

প্রিয় সাতক্ষীরাবাসী, সালাম নিবেন। বন্যা দূর্গত এলাকায়( ফেনী/ নোয়াখালী/কুমিল্লা) প্রশাসনের উদ্যোগে ত্রান সামগ্রী পাঠানোর ...
24/08/2024

প্রিয় সাতক্ষীরাবাসী, সালাম নিবেন।
বন্যা দূর্গত এলাকায়( ফেনী/ নোয়াখালী/কুমিল্লা) প্রশাসনের উদ্যোগে ত্রান সামগ্রী পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে গত পরশুদিন একটি বুথ চালু করা হয়েছে। আপনারা যে যা দিয়ে সাহায্য করতে চান সেগুলো বা নগদ অর্থ সেখানে জমা দিতে পারবেন। এই মুহূর্তে ঐ সব এলাকায় মানুষের ব্যবহার্য জামা কাপড় ভীষণ প্রয়োজন। জামাকাপড়, শুকনা খাবার, ঔষধ, খাবার পানি সহ যে যা পারেন তা দিয়ে সহযোগিতা করতে পারেন।

23/08/2024

প্রয়োজন পড়লে আমরা আন্তর্জাতিক আদালতে যাবো।

22/08/2024

অন্তর্বর্তীকালী সরকারকে সময় দিন। আপনাদের সকল দাবি মানা হবে।

পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা কে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সা...
21/08/2024

পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা কে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে।
এবিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

21/08/2024

Justice For Moumita Debnath...

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসারত আছেন, এমন স...
20/08/2024

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে হতাহত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসারত আছেন, এমন সকল রোগীর মাঝে আজ প্রায় ৩০ লক্ষ টাকা চিকিৎসা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, শায়েখ আহমাদুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম সহ আরো অনেকে।

"টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে" - নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবার...
20/08/2024

"টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে" - নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ।

সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিস। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।

নাফিসদের এই আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিসের মতো হাজারো শহীদ অকপটে বুলেট নিয়েছে বুকে তা বাস্তবায়ন হবেই।

৪ ই আগস্ট, ফার্মগেটে পুলিশের গুলিতে শহীদ হয় নাফিস।

কোটা সংস্কার টু রাষ্ট্র সংস্কার আন্দোলন গণজাগরণের উত্থান তো এখান থেকেই....
11/08/2024

কোটা সংস্কার টু রাষ্ট্র সংস্কার আন্দোলন
গণজাগরণের উত্থান তো এখান থেকেই....

Address

Satkhira
9421

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH Rifat Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AH Rifat Chowdhury:

Videos

Share