04/10/2024
সাতক্ষীরায় পৃথক অভিযানে দুইজন মানব পাচারকারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বিজিবি পৃথক অভিযানে দুইজন মানব পাচারকারী ও অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক মহিলা সহ আরো দুজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়,৪ অক্টোবর রাত তিনটায় দিকে পদ্ম শাখরা সীমান্ত এলাকার শ্মশান নামক স্থান থেকে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে, কোমরপুর এলাকার শামসুদ্দিন গাজীর ছেলে দালাল মোহাম্মদ জসিম উদ্দিন, ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার আসাদুল সরদারের ছেলে মোহাম্মদ বিল্লাল হোসেন, এবং একই এলাকার আব্দুল মজিদের ছেলে ধুর মোঃ শামসুজ্জামানকে আটক করতে সক্ষম হয় বিজিবি। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
অন্যদিকে হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় শরীয়তপুর জেলার আক্কেল মাহমুদ মুন্সীকান্দি এলাকার মৃত শামসুল মোল্লার মেয়ে মৌসুমী ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এলাকার মৃত আয়নাল উদ্দিন শেখের ছেলে মোহাম্মদ মামুনসহ আরো একজনকে আটক করা হয়।
আটকৃত বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।