Md.Masud Rana02

Md.Masud Rana02 আমার নামায, আমার যাবতীয় ‘ইবাদাত, আমার জীবন, আমার মরণ (সব কিছুই) বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই

♦️ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মাইগ্রেন এগুলোর জন্যে অতিরিক্ত ঔষধ খেয়ে শরীরের ক্ষতি না করে মাশরুমের Black coffee খান। সুস্থ...
28/01/2025

♦️ডায়াবেটিস, ব্লাড প্রেশার, মাইগ্রেন এগুলোর জন্যে অতিরিক্ত ঔষধ খেয়ে শরীরের ক্ষতি না করে মাশরুমের Black coffee খান। সুস্থ থাকুন।

13/11/2024

যারা কাজের পাশাপাশি মোবাইলটা ব্যবহারের মাধ্যমে অবসর সময়কে কাজে লাগিয়ে কিছু করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন #
Dxn এই Network Marketing এতো জনপ্রিয় হওয়ার পিছনের কারণগুলো হলোঃ
১. কোন বিনিয়োগ এর প্রয়োজন নেই।
২. কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই।
৩. অল্প সময় বিনিয়োগ করেই শুরু করা যায়।
৪. কোন ঝুঁকি নেই।
৫. কোন নির্দিষ্ট স্থান, কাল, পাত্র নেই।
৬. রয়েছে নিশ্চিত এবং স্থায়ী আয়ের সুযোগ।
৭. প্রচুর মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার এবং তাদের
সাহায্য করার সুযোগ।
৮. দ্রুত অবসর গ্রহনের সুযোগ।
৯. প্রচুর সম্মান।
১০. অর্থ উপার্জনের সুযোগ ইত্যাদি।
এখানে সময় এবং মোবাইল থাকলেই
আপনার মেধাকে কাজে লাগিয়ে আয় করতে পারবেন।।

এই সুযোগ গুলো কি অন্য কোথাও পাবেন?

“সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, এবং স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।

বিস্তারিত জানতে ইনবক্সে...অথবা
whatsapp. 01754143015

04/11/2024
18/10/2024

শীতের আগোমন

 :-মাশরুমের উপকারিতা:রোগমুক্ত স্বাস্থ্য যদি চান নিয়মিত মাশরুম খান।মাশরুম এর উপরকারী দিকগুলো সম্পর্কে নিচে বর্ননা করা হল...
11/07/2024

:-মাশরুমের উপকারিতা:

রোগমুক্ত স্বাস্থ্য যদি চান নিয়মিত মাশরুম খান।

মাশরুম এর উপরকারী দিকগুলো সম্পর্কে নিচে বর্ননা করা হল:

১। মাশরুম দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
২। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।
৩। হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে।
৪। ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে।
৫। হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। এনিমিয়া বা রক্তস্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।
৬। হাঁড় ও দাত গঠনে কার্যকরী।
৭। খাদ্য হজম করতে সাহায্য করে।
৮। আমাশয় নিরাময় করে।
৯। কিডনি রোগ প্রতিরোধ করে।
১০। ডেঙ্গু জ্বরের প্রতিষেধক হিসাবে কাজ করে।
১১। যৌন শক্তি বৃদ্ধি করে এবং শক্তিবর্ধক হিসাবে কাজ করে।
১২। স্থুলতা বা মেদভূড়ি নিয়ন্ত্রণ করে।
১৩। দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
১৪। চর্মরোগ প্রতিরোধ করে।
১৫। ভাইরাস জনিত রোগের প্রতিরোধক
হিসেবে কাজ করে।
১৬। হাইপার টেনশন দূর হয়।
১৭। মেরুদন্ড দৃঢ় হয় এবং ব্রেইন সুস্থ থাকে।
১৮। যক্ষা রোগীর রাতের ঘাম বন্ধ করতে এটি উপকারী।
১৯। এছাড়াও গায়ের রং সুন্দর করার জন্য উপকারী।
২০। টক্সিন মুক্ত করে দেহ কোষকে উজ্জীবিত করার মাধ্যমে এটি আভ্যন্তরীণ অঙ্গসমুহকে সঠিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
২১। রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে।
২২/এলার্জি ও চর্মরোগ ,এ ছাড়াও আরো অনেক জানা অজানা রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে Ganoderma Mushroom..

বিস্তারিত জানতে ও বিশ্বের যে কোন দেশ থেকে পন্যটি পেতে ইনবক্সে যোগাযোগ করুন।
01754143015

27/06/2024



 ✨স্কিনের সমস্যার জন্য ন্যাচারাল কিছু খুঁজছেন। তাহলে এই ফেস ওয়াস আপনার জন্য,স্কিনের জন্য খুবই উপকারী।কোনরকম সাইড ইফেক্ট ...
17/06/2024


✨স্কিনের সমস্যার জন্য ন্যাচারাল কিছু খুঁজছেন। তাহলে এই ফেস ওয়াস আপনার জন্য,স্কিনের জন্য খুবই উপকারী।কোনরকম সাইড ইফেক্ট নাই। 100% ন্যাচারাল..
-Aloevera cleansing Gel Face wash এর উপকারীতা:
🏜️ত্বকের স্বাভাবিক আদ্রর্তা বজায় রাখে।🏜️ত্বকের তৈলাক্ত দূর করে।
🏜️চোখের নিচে কালো দাগ দূর করে।
🏜️কুচকানো ত্বককে টানটান করতে সাহায্য করে।
🏜️মেছতা দূর করে।
🏜️মুখের তিল ও দানাদানা দূর করে।
🏜️এটি ব্যবহারে ত্বকে PH এর পরিমান ঠিক থাকে এবং ত্বক হয়ে ওঠে কোমল ,উজ্জ্বল ও নমনীয়।
🏜️এটি 100% ন্যাচরাল কোনো ক্ষতি কারক উপাদান নেই।
🗣️ব্যবহারের বিধি: হাতের তালুতে পরিমাণ মতো Aloevera cleansin Gel ফেইসওয়াশ নিয়ে ২/৩ মিনিট মুখে ম্যাসাজ করে ৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন।

অর্ডার করতে ইনবক্স করুন
゚viralfbreelsfypシ゚viral


#ফেসবুক_থেকে_পরিচয়_হয়ে_বিজনেস_শুরু
゚viralシ

17/06/2024

ঈদ মোবারক

15/06/2024

নিজের চাচার গার্মেন্টস এ চাকরি ছেড়ে … বিনা পুঁজিতে অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে হয়েছেন একজন আন্তর্জাতিক উদ্দোক্তা, গত বছর ফ্রিতে মালয়েশিয়া সিঙ্গাপুর ভ্রমণ করে আসলেন এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ঘরে বসে লাখ টাকা ইনকাম করছেন এই বোন........ DXN সিস্টেম এভাবে অসংখ্য মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে.

যদি সুস্থ থাকতে চান. DXN Lingzhi Black Coffee. খান এই কফির উপকারিতা হচ্ছে . মানুষের শরীরে যত বিষাক্ত টক্সিন আছে  সমস্ত ট...
14/06/2024

যদি সুস্থ থাকতে চান. DXN Lingzhi Black Coffee. খান এই কফির উপকারিতা হচ্ছে . মানুষের শরীরে যত বিষাক্ত টক্সিন আছে সমস্ত টক্সিন গুলোকে ডিটক্সিপাই করে। প্রসাব পায়খানার সাথে বের করে দেয়। আপনার শরীর টাকে সুস্থ করে তোলে। এবং যাদের ডায়বেটিস আছে। তাদের জন্য এই কফিটা ইন্সুলিন এর কাজেদেয়। শরীরের যেকোনো ধরণের ব্যথা ও গেয়েস্টিক নিরাময় করে। নারী পুরুষ সকলের ক্ষেত্রে চিরো কাল যৌবন ধরে রাখে। এবং যাদের কিছু খেতে মুখে রুচি হয় না । তাদের জন্য এই কফি টা বেস্ট। সকালে নাস্তার পর যে ব্যক্তি এক পেকেট কফি পান করবে। পুরা দিন শরীরটাকে এক্সট্রা এনার্জি দিবে। এবং যারা মোটা মানুষ ওজন কমাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এইকফিটা চমৎকার বেনিফিট পাবেন। ইনশাআল্লাহ 🍄🍄🍄

Benefits of Dxn Lingzhi ( BLACK COFFEE)ব্ল্যক কফি চিনি ছাড়া পান করলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাব...
09/06/2024

Benefits of Dxn Lingzhi ( BLACK COFFEE)
ব্ল্যক কফি চিনি ছাড়া পান করলে শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন, ব্যাকটেরিয়া প্রস্রাবের আকারে শরীর থেকে বেরিয়ে যায়। ফলে পেট পরিষ্কার থাকে।
DXN ব্ল্যাক কফিতে ওজন কমায় চিনি ছাড়া ব্ল্যাক কফি খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে। মেটাবলিজম রেট ৫০ শতাংশ বেড়ে যায় ও একইসঙ্গে পেটে জমে থাকা চর্বি কমাতে সাহায্য করে।
DXN ব্ল্যাক কফিতে হৃদরোগ সা
DXN ব্ল্যাক কফিতে ক্যানসারের সম্ভাবনা কমায় ডায়বেটিসের মতো ক্যানসারের ক্ষেত্রেও অসাধারণ কাজ করে DXN ব্ল্যাক কফি। এর মধ্যে থাকা উপাদান ক্যানসারের কোষকে জন্মাতে দেয় না।
DXN ব্ল্যাক কফিতে বয়স বাড়ে ধীরে অনেকদিন পর্যন্ত যৌবন ধরে রাখতে সাহায্য করে চিনি ছাড়া DXN ব্ল্যাক কফি। এছাড়া পার্কিনসনের মতো রোগকেও আটকাতে সক্ষম ব্ল্যাক কফি।
DXN ব্ল্যাক কফি মন সতেজ রাখে DXN ব্ল্যাক কফি খেলে মন সতেজ থাকে। যার ফলে মনে সবসময় খুশি বজায় থাকে এবং সবসময় গুড মর্নিংয়ের মতো মন দেহ ফ্রেস বা সতেজ উৎফুল্ল থাকে
dxn linzhi black coffee.......
healthy masroom suger free coffee
# শরীর থেকে টক্সিন দূর করে শরীর কে হাল্কা করে,
# রুচি বাড়ায়
# ওজন কমাতে সাহায্য করে
# ডায়াবেটিস নিয়ন্ত্রনে আনে
# ব্লাড প্রেসার কমায়
# মাইগ্রেইন সমস্যা দূর করে
# কেফেইন এর পরিমান কম হওয়াই ঘুমের তেমন সমস্যা হইনা বরং ভালো ঘুম হয় নিয়ম অনুযায়ী
# মাশরুম থাকার জন্য এটি খুব উপকারি তাই ছোট বর সবাই খেতে পারে যত খুশি
# কোন প্রকার চিনি মিশ করা নাই এতে , শুধু মাত্র গরম পানি তে ছেড়ে দিলেই হয়।

আমার কিছু একটিভ বিজনেস পাটনার নিবো,ছাত্র ছাত্রী, গৃহিনী,প্রবাসী,যেখানেই আছেন সেই খান থেকে আপনার ফ্রি সময়েআপনি ঘরে বসে ২০...
09/06/2024

আমার কিছু একটিভ বিজনেস পাটনার নিবো,
ছাত্র ছাত্রী, গৃহিনী,প্রবাসী,
যেখানেই আছেন সেই খান থেকে আপনার ফ্রি সময়ে
আপনি ঘরে বসে ২০০+দেশ ৬৪ টি জেলা নিয়ে
কাজ করে ইনকাম পজিশন তৈরি করতে পারবেন।

DXN_বিজনেস_কেন_করবেন ???
DXN the one world one network company.
☞১-আজীবনের জন্য লাইফ টাইম মেম্বারশিপ।
☞২-আপনার আইডি কখনো বন্ধ অথবা নষ্ট হবে না।
☞৩-এক বিশ্ব এক বাজার কন্সেপ্টে আন্তর্জাতিক স্পনসরের মাধ্যমে ব্যবসা করার সুযোগ।
☞৪-পয়েন্ট সিস্টেমে বিজনেস।
☞৫-কোনো প্রেশার নাই,কোনো টাইম সীমাবদ্ধ নাই,ও কোনো রিক্স নাই।
☞৬-আপনি শুরু করতে পারেন পার্টটাইম হিসেবে।
☞৭-বিশ্ব ভ্রমণের সুযোগ,
☞৮-ডি এক্স এন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে ব্যবসা করার সুযোগ।
☞৯-আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে।
☞১০-আপনার যখন ইচ্ছে তখন করতে পারেন।
☞১১- বিশ্বের যে কোনো দেশ থেকে এই বিজনেস করতে পারবেন।
☞১২-ডি এক্স এন বিজনেস আপনি ঘরে বসে করতে পারেন।
☞১৩- আপনি মৃত্যুর পরেও আপনার পরিবারের জন্য একটা ইনকাম রেখে যেতে পারবেন।
ধৈর্য আর মেধা থাকলে আপনিও হতে পারবেন একজন সফল মানুষ।
Good morning dxn family ✌✌💖💖💖
🏆 আসুন আমরা সকলে মিলে কাজ করি সকলের সফলতার জন্য।
🧿 জয়েনিং একদম ফ্রি তাই আমরা শুধু চাই
👉 আপনার অবসর সময়
👉 আপনার ইচ্ছা শক্তি
👉 আপনার ধৈর্য্য
👉 আপনার একটু চেষ্টাই
👉আপনাকে সাফল্যের দার প্রান্তে
নিয়ে যাবে ইনশাআল্লাহ 💞
আগ্রহী হলে ইনবক্স করুন 👉📩

অথবা হোয়াটসঅ্যাপ করুন 👇
01754143015

28/05/2024

#অনলাইন_ফ্রী_বিজনেস_শুরু_করুন_আমাদের_সাথে
কাজের পাশাপাশি অবসর সময়টাকে কাজে লাগিয়ে এক্সটা ইনকাম করতে পারেন,পৃথিবীর যে কোন দেশ থেকেই,
👇👇👇
👉 #প্রবাসী
👉 #স্টুডেন্ট
👉 #চাকরিজীবি
👉 #গৃহিনী
👉 #বোনেরাও
👉 #সরকারী চাকরিজীবী
👉 #ইত্যাদি সব ধরনের মানুষ

সবাই হাতের মোবাইলটা ব্যাবহার করে এই ব্যাবসা করতে পারবেন কোন টাকা লাগবে না একদম ফ্রী
👇👇👇
👉 #ফ্রী রেজিষ্ট্রেশন
👉 #ফ্রী ট্রেনিং
👉 #ফ্রী মিটিং

""আগে কাজ শিখবেন
জানবেন ও বুজবেন
তারপর শুরু করবেন""

👉 #আগ্রহীগন ইনবক্সে যোগাযোগ করুন
পৃথিবীর যে কোন দেশ থেকে
Md Masud Rana
Professional Networker
What's App No :01754143015

Address

Satkhira

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Masud Rana02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Masud Rana02:

Videos

Share