01/02/2024
- তোমাকে নিয়ে আমার শখ..! 😌💜
- তোমাকে নিয়ে আমার শখের কমতি নেই! পাহাড়ের চূড়ায় উঠে জোরে জোরে চিল্লানোর শখ! সসমুদ্রের পাড়ে বসে সূর্য ডুবা দেখার শখ! এক সাথে বৃষ্টিতে ভিজার শখ! জোৎসনা রাতের চাঁদ দেখার শখ! নদির পাড়ে বসে বাদাম খাওয়ার শখ! রিকশায় উঠে অলি গলিতে ঘুরে বেড়ানোর শখ!
- গাছ তলায় বসে বেসুরা কন্ঠে গান গাওয়ার শখ! তবে তুমি আমার শখ না! তুমি আমার সব কিছু! 😌🖤