Satkania top news সাতকানিয়া টপ নিউজ

Satkania top news সাতকানিয়া টপ নিউজ পেইজে লাইক দিন

23/04/2023
ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম  এবং ঢাকা থেকে  দুরত্ব - ১) ঢাকা    ০০২) তেজগাঁও    ৬.৪৪৩) বনানী     ১০.৮...
23/04/2023

ঢাকা থেকে কক্সবাজার রেলপথে সবগুলো স্টেশনের নাম এবং ঢাকা থেকে দুরত্ব -

১) ঢাকা ০০
২) তেজগাঁও ৬.৪৪
৩) বনানী ১০.৮৬
৪) ঢাকা ক্যান্টনমেন্ট ১৩.২৭
৫) ঢাকা বিমানবন্দর ১৮.২৮
৬) টঙ্গী জংশন ২২.৯৩
৭) পুবাইল ৩১.৯৯
৮) নলছাটা বিলুপ্ত
৯) আড়িখোলা ৩৯.৬৩
১০) ঘোড়াশাল ফ্লাগ ৪৬.৮৭
১১) ঘোড়াশাল ৪৮.০৮
১২) জিনারদী ৫২.৫১
১৩) নরসিংদী ৫৭.৩৪
১৪) আমিরগঞ্জ ৬২.৫৭
১৫) খানাবাড়ী ৬৫.৭৯
১৬) হাঁটুভাঙা ৭০.২২
১৭) মেথিকান্দা ৭৩.৮৪
১৮) শ্রীনিধি ৭৭.৮৬
১৯) দৌলতকান্দি ৮৩.০৯
২০) ভৈরব বাজার জংশন ৮৭.১১
২১) আশুগঞ্জ ৯০.৩১
২২) তালশহর ৯৪.৭৩
২৩) ব্রাহ্মণবাড়িয়া ১০৩.৯৯
২৪) পাঘাচং ১১০.৮৩
২৫) ভাতশালা ১১৪.৮৫
২৬) আখাউড়া জংশন ১২০.০৮
২৭) গঙ্গাসাগর ১২৪.৫০
২৮) ইমামবাড়ী ১৩০.৫৪
২৯) কসবা ১৩৫.৩৭
৩০) মন্দাবাগ ১৪১.৮১
৩১) সালদানদী ১৪৩.৮২
৩২) শশীদল ১৪৭.৪৫
৩৩) রাজাপুর ১৫৩.৮৯
৩৪) সদর রসুলপুর ১৬১.১৩
৩৫) কুমিল্লা ১৬৭.৫৭
৩৬) ময়নামতি ১৭১.১৯
৩৭) লালমাই ১৭৯.৬৫
৩৮) আলিশ্বর ১৮৫.২৪
৩৯) লাকসাম জংশন ১৯১.১৯
৪০) নাওটি ১৯৮.৮৪
৪১) লাঙ্গল কোট ২০৪.৪৭
৪২) হাসানপুর ২০৯.৭০
৪৩) গুনবতি ২১৭.৭৫
৪৪) শর্শদী ২২২.৯৯
৪৫) ফেনি জংশন ২৩১.৪৪
৪৬) কালিদহ ২৩৬.২৭
৪৭) ফাজিলপুর ২৪১.৯০
৪৮) মুহুরীগঞ্জ ২৪৫.৫৩
৪৯) চিন কি আস্তানা ২৫১.৯৭
৫০) মাস্তান নগর ২৫৭.২০
৫১) মীরের সরাই ২৬২.৮৩
৫২) বারতাকিয়া ২৬৮.০৭
৫৩) নিজামপুর কলেজ ২৭৩.৩০
৫৪) বাবৈয়া ঢালা ২৭৭.৩২
৫৫) সীতাকুণ্ড ২৮৩.৭৬
৫৬) বাড়বকুণ্ড ২৮৯.০০
৫৭) কুমিরা ২৯৭.৮৫
৫৮) ভাটিয়ারী ৩০৭.১১
৫৯) ফৌজদার হাট ৩০৯.৫২
৬০) কৈবলাধাম ৩১৪.৭৭
৬১) পাহাড়তলী ৩১৬.৭৮
৬২) চট্টগ্রাম কেবিন ৩১৯.১৯
৬৩) চট্টগ্রাম ৩২০.৭৯
৬৪) ঝাউতলা ৩২৪.১
৬৫) চট্টগ্রাম পলিটেকনিক ৩২৫.৬৪
৬৬) ষোলশহর জংশন ৩২৬.৯৫
৬৭) জান আলীর হাট ৩৩৩.২৫
৬৮) গোমদন্ডি ৩৩৮.৩৩
৬৯) বেঙ্গুড়া ৩৪২.৫৩
৭০) ধলঘাট ৩৪৬.১৫
৭১) খান মোহনা ৩৪৮.৯৬
৭২) পটিয়া ৩৫১.৩৭
৭৩) চক্রশালা ৩৫৪.১৮
৭৪) খরনা ৩৫৫.৭৯
৭৫) কাঞ্চন নগর ৩৫৯.১
৭৬) খানহাট ৩৬১.০২
৭৭) হাসিমপুর ৩৬৪.২৪
৭৮) দোহাজারী ৩৬৭.৮৬

⭕ দোহাজারীর পর থেকে নতুন রেলপথ বসানো হচ্ছে, এ রুটে নির্মানাধীন স্টেশন সমুহ-

৭৯) সাতকানিয়া ৩৭৬.৬২১
৮০) লোহাগাড়া ৩৮৯.৪৬০
৮১) হারবং ৪০৫.৩৬০
৮২) চকোরিয়া ৪১৬.৯২৫
৮৩) ডুলহাজারা ৪২৭.৫৮৬
৮৪) ইসলামাবাদ ৪৪০.৪৪১
৮৫) রামু ৪৫৭.১০১
৮৬) কক্সবাজার ৪৬৯.৪৩০

দোহাজারী - কক্সবাজার রেলপথে ১০০ কিলোমিটার মধ্যে প্রায় ৭০কিমি রেললাইন বসানো হয়েছে,এবং স্টেশন ভবন নির্মানের কাজও এগিয়ে চলছে।
(সংগৃহীত পোস্ট)

26/03/2023

ব্রিজ নির্মাণের অনিয়ম তুলে ধরায় মার খেলেন

আমার ছেলেদেরকে মামলায় ঝুলানো হয়েছে। তাদের অব্যাহতি দিতে হবে। নইলে কিন্তু মুখ খুলবো। সরকারের সাথে মিলে মিশে ভাগেজোগে যত ...
23/02/2023

আমার ছেলেদেরকে মামলায় ঝুলানো হয়েছে। তাদের অব্যাহতি দিতে হবে। নইলে কিন্তু মুখ খুলবো। সরকারের সাথে মিলে মিশে ভাগেজোগে যত আকাম করেছি, এমনকি আওয়ামী লীগের যত হোমড়া চোমড়া আছে, মুখ খুললে কিন্তু সবার আকাম বেরিয়ে পড়বে। তখন ১ নম্বর থেকে ১০০ নম্বর কেউ বাঁচবে না। : ধর্ম ব্যবসায়ী নজিবুল বশর!!

গতকাল ছিল মহান বালুর ট্রাক দিবস
06/01/2023

গতকাল ছিল মহান বালুর ট্রাক দিবস

14/12/2022

সরকাকার পথনে বিএনপি জামায়াতের গণমিছিল, যুগপৎ আন্দোলনের ডাক দেওয়ার সাথে সাথে
জামায়াতে আমীরকে গ্রেপ্তার সহ সারাদেশে গণ-গ্রেপ্তার অব্যাহত।

10/12/2022
জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিধান্ত বিএনপির, আঃলীগের রাতের ভোটের সংসদকে বৈধতা দেওয়া ৭ সদস্যরা
10/12/2022

জাতীয় সংসদ থেকে পদত্যাগের সিধান্ত বিএনপির, আঃলীগের রাতের ভোটের সংসদকে বৈধতা দেওয়া ৭ সদস্যরা

17/11/2022

ওয়াজের আগে কা@রা*ব #ন্দী হুজুর গজল শুনতেন।

মাদকবিরোধী সমাবেশে যোগ  দিতে যাওয়া অনেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ...
15/11/2022

মাদকবিরোধী সমাবেশে যোগ দিতে যাওয়া অনেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া আসামি

আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman এর ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাঁকে অবিল...
09/11/2022

আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman এর ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাঁকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ ৯ নভেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সন্তান ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে ৯ নভেম্বর সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। মূলত জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা বিনষ্ট করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সরকারের এই অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।”

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা...
08/11/2022

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় মঙ্গলবার দুপুর ২ চট্টগ্রাম এবার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িলে বাঁশখালী সহ বিভিন্ন উপজেলা শোকের ছায়া নেমে আসে। সদ্য প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরী ২০০১ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যু কালে তার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন। আগামী কাল বুধবার সকাল ১০ চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ, দুপুর ২ টায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

04/11/2022

টাকার লোভী হুজুর

যোগাযোগ বন্ধ
25/10/2022

যোগাযোগ বন্ধ

20/10/2022

আল্লাহ সকলের ইমান হেফাজত করুন,,
আজগুবি বয়ান তেকে ইমান রক্কা করা কঠিন।

বেফাকের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী
16/10/2022

বেফাকের মহাপরিচালক পদে নিয়োগ পেলেন মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সাবেক হেরেযাওয়া কমিশনার পদে গোলাম ফেরদৌস রুবেলের পরিচয়, সে উপজেলা আ’লীগের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের যুব ও...
16/10/2022

সাবেক হেরেযাওয়া কমিশনার পদে গোলাম ফেরদৌস রুবেলের পরিচয়, সে উপজেলা আ’লীগের সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলারের ছোট ভাই। তার আরেকটি পরিচয়, তিনি ছাত্রলীগের সুনালী অর্জন খ্যাত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি (১৯৯২-৯৪) মাঈনুদ্দীন হাসান চৌধুরীর ছোট বোনের জামাই। এছাড়াও বর্তমান সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী তার শ্যালক।

স্থানীয় রাজনীতিতে রুবেলের পরিচিতি রয়েছে বেশ। ৮০’র দশকে স্ব-শরীরে আওয়ামী রাজনীতিতে পদার্পন করা রুবেল দলের জন্য একাধিকবার মামলা হামলার শিকার হয়েছেন। এমনকি মামলা খেয়ে হাজত বাস করে পরবর্তী দেশ ছেড়ে বিদেশের মাটিতেও পালিয়ে ছিলেন অনেকদিন। পরবর্তীতে ২০১৪ সালে দেশে ফিরে পূণরায় রাজনীতিতে যুক্ত হন রুবেল।

এছাড়াও ২০২১ সালে সাতকানিয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণ করেছিলেন রুবেল। তবে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে কিছু ভোটের ব্যবধানে হেরে যান তিনি। কিন্তু হারে দমে না গিয়ে গত ১৬ই সেপ্টেম্বর পৌর আ’লীগের কমিটিতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রুবেল। তবে দূর্ভাগ্যজনকভাবে সেখানেও হেরে যান তিনি। যদিও তার আগেই তিনি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষনা দিয়েছিলেন।

বর্তমানে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুবেল। এ নিয়ে ইতিমধ্যে প্রচার প্রচারনায় সময় কাটাচ্ছেন তিনি।

অপর প্রার্থী মনির আহমদ উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাবেক সহ সভাপতি ও একজন ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবা আব্দুল মান্নান (সওঃ) ছিলেন সাতকানিয়া উপজেলার একজন সনামধন্য ব্যবসায়ী।

ব্যবসায়ী পিতার পরিচয়ে ভর করে রাজনীতিতে আসা মনিরের অন্যতম পরিচয় সে ১০ নং কেওচিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। ২০১৬ সালে স্বতন্ত্র পদে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করে আ’লীগের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন মনির। তবে ২০২২ সালের ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেননি। সেই মনির এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদ সদস্য পদে।

অপরদিকে আব্দুল আলীমের রাজনৈতিক পরিচয় সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি ও বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক। স্থানীয় রাজনীতিতে ইতিপূর্বে অতিরিক্ত দেখা না গেলেও গুঞ্জন আছে ২০২২ সালের ইউপি নির্বাচনে উপজেলার ১৭ নং সোনাকানিয়া ইউনিয়ন থেকে নৌকা মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন আলীম। যদিও আলীমের দাবি, বরাবরই তিনি স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং স্থানীয় রাজনীতিতে তার সুপরিচিত রয়েছে। যার ফলে ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেননি। সেই আব্দুল আলীমও এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা পরিষদ নির্বাচনে।

স্থানীয় একজন ইউপি সদস্য বলেন, তিন প্রার্থীর মধ্যে রুবেল ও মনির দুই জনেই হেভিওয়েট। তাদের মধ্যে সমানতালে ভোটের লড়াই হবে। যদিও রুবেলের রাজনৈতিক অবস্থান ভাল, তবে মনিরের নির্বাচিত হওয়ার সুযোগ বেশি। কারন মনিরের পক্ষে অধিকাংশ ইউপি চেয়ারম্যানের সমর্থন আছে। যেটি তার মনোনয়ন ফরম জমা দেওয়ার দিন দৃশ্যমান হয়।

অপর একজন বলেন, মনির আর রুবেলের মাঝে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা হবে। চেয়ারম্যানদের অধিকাংশ মনিরের সাথে দেখা গেলেও ইউপি সদস্য বেশি। তাদের ভোটে প্রভাব পড়বে। কারন রুবেল একাধারে মাঈনুদ্দিন হাসান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরীর ভগ্নিপতি। অপরদিকে পারিবারিক সুত্রেও রাজনীতিতে তাদের একটি অবস্থান আছে। সুতরাং ভোটের মাঠে মনির আর রুবেলের মাঝে লড়াই হবে। আব্দুল আলীম প্রসঙ্গে, হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন এই ব্যক্তি।

এদিকে নির্বাচন প্রসঙ্গে গোলাম ফেরদৌস রুবেল বলেন, শুধু জনসেবার উদ্দেশ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ডে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে কাজ করব। প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে পরিদর্শন করব এবং কোথায় কোন ধরনের উন্নয়নের দরকার আছে সে বিষয়ে প্রত্যেকজন ইউপি চেয়ারম্যান,সদস্য ও মেয়র কাউন্সিলরদের সাথে সমন্বয় করে কাজ করব। সাতকানিয়ার হয়ে জেলা পরিষদে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব।

অপরদিকে গত ১০ অক্টোবর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মনির বলেন, আমি দীর্ঘ ৫ বছর ইউপি চেয়ারম্যান ছিলাম। কোনদিন এক টাকা দূর্নীতি করিনি। এমনকি ইউনিয়ন পরিষদের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিজের তহবিল থেকে সাহায্য সহযোগীতা করেছি। এছাড়াও নিজ উদ্যোগে বিভিন্ন দফতর থেকে এলাকার জন্য প্রজেক্ট এনেছি। আমি নির্বাচিত হলে স্বজনপ্রীতিকে প্রাধান্য না দিয়ে ইউপি চেয়ারম্যন, সদস্য ও মেয়র কাউন্সিলরদের সাথে আলোচনার মাধ্য প্রজেক্ট বাস্তবায়ন করব এবং সাতকানিয়া যেন উন্নয়নে সর্বোচ্চ বাজেট পায় সে বিষয়ে কাজ করে যাব।

আব্দুল আলীম বলেন, আমি এলাকায় ক্লিন ইমেজের মানুষ এবং অরিজিনাল আওয়ামী পরিবারের সদস্য। এজন্য আমার আত্মবিশ্বাস আছে ভোটাররা আমাকে নির্বাচিত করবে। আর আমি যদি নির্বাচিত হই সমস্ত জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করে যাব।

এদিকে আগামী ১৭ই অক্টোবর উপজেলা হলে ইভিএম এর মাধ্যমে অনুষ্টিত হবে জেলা পরিষদ নির্বাচন। সেদিন ভোট প্রয়োগ করবেন সাতকানিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট ২৩৭ জন ভোটার। তবে এক ইউপি সদস্য মৃত্যু বরণ করাতে কমে যাবে এক ভোট। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ইতিমধ্যে নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে ভোট কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করার নির্দেশ দিয়েছে কমিশন।

12/10/2022

চট্টগ্রামের বিএনপির বিভাগীয় গণসমাবেশ পলোগ্রাউন্ড মাঠে যে বক্তব্য দিলেন সাকা চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী (Humam Quader Chowdhury)

চট্টগ্রামের লোহাগাড়ায় পূজামণ্ডপে ঢুকে মাতলামি করার অপরাধে  এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমা...
05/10/2022

চট্টগ্রামের লোহাগাড়ায় পূজামণ্ডপে ঢুকে মাতলামি করার অপরাধে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাটে একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যাক্তির নাম মোহাম্মদ জুয়েল ওরফে হিরু। সে বড় হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুটপুকুরিয়া গ্রামের মুহাম্মদ আইয়ুবের ছেলে। তিনি বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satkania top news সাতকানিয়া টপ নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Satkania top news সাতকানিয়া টপ নিউজ:

Videos

Share