সাতকানিয়ার মজলুম

সাতকানিয়ার মজলুম জালিমের বিরুদ্ধে এবং মজলুমের পক্ষে আজীবন লড়াই চলবে। ইনশাআল্লাহ

01/01/2025

ছাত্রদল পাড়ায় ইলিশ মাছের কাটা দিয়ে চুলকনি উদ্বোধন করে দিয়েছে সমন্বয়ক সারজিস।

01/01/2025

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালের টাউন হলে ছাত্রদলের দুই গ্রুপে টি-২০ ম্যাচ চলতেছে।

01/01/2025
01/01/2025

বিশিষ্ট মলম বিক্রেতা 😄

গতকাল সদস্য সম্মেলন দুপুরেরে নামাজ ও খাবার বিরতির সময় দেখলাম ভিতর এক পুলিশ ঝিমাচ্ছে। তার কাছে গিয়ে বললাম। কি ভাই ঘুমান...
01/01/2025

গতকাল সদস্য সম্মেলন দুপুরেরে নামাজ ও খাবার বিরতির সময় দেখলাম ভিতর এক পুলিশ ঝিমাচ্ছে। তার কাছে গিয়ে বললাম। কি ভাই ঘুমান কেনো? উত্তরে বলে, কোনো কাজ আছেনি ঘুমানো ছাড়া? আপনারা মিয়া ঝামেলা করবেন না হুদাই আমাদের আনছেন 🫤

এটাই হলো শিবিরের সুশৃঙ্খলাতার পরিচয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২৫ সালের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।নবনির্বাচিত ...
31/12/2024

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০২৫ সালের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

জাহিদুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এইচআরএম বিভাগে এমবিএ অধ্যয়ন করছেন।

31/12/2024

২৪'র আন্দোলনে সহযোদ্ধার ভূমিকায় ছিলো ইসলামী ছাত্রশিবির: সারজিস আলম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন- ২০২৪ এর শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। মহান রবের নিকট মিনতি, তিনি ...
31/12/2024

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন- ২০২৪ এর শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।
মহান রবের নিকট মিনতি, তিনি যেন এ সম্মেলনকে তাঁর রহমতের চাদরে আবৃত রাখেন এবং সুষ্ঠুভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন। আমিন।

চারিদিকে শোন তাঁরই জয়গান
আল্লাহ মহান - আল্লাহ মহান।

ময়লানা রিজভীর কথার বাস্তবতা পাওয়া গেলো
30/12/2024

ময়লানা রিজভীর কথার বাস্তবতা পাওয়া গেলো

30/12/2024

যারা একটা বালুর ট্রাক সরাতে পারেনি, তারা নাকি দেশ পরিবর্তন করবে..

গণহ'ত্যাকারী আওয়ামী ফ্যা'সি'স্টদের চিহ্নিত এই দো'স'র এখনো কিভাবে বণিক বার্তায় চাকরি করে? বণিক বার্তাকে জবাব দিতে হবে।চব্...
29/12/2024

গণহ'ত্যাকারী আওয়ামী ফ্যা'সি'স্টদের চিহ্নিত এই দো'স'র এখনো কিভাবে বণিক বার্তায় চাকরি করে? বণিক বার্তাকে জবাব দিতে হবে।

চব্বিশের স্বাধীন বাংলাদেশে তো এই দু'র্বৃ'ত্তদের জেলে থাকার কথা ছিল!

আবু সিদ্দিক। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। তাকে দলে ভেড়ানোর আগে তার ব্যাকগ্রাউন্ড য...
29/12/2024

আবু সিদ্দিক। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। তাকে দলে ভেড়ানোর আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করে নিন।

বিম্পির পেটে ক্ষুদা বেশি
28/12/2024

বিম্পির পেটে ক্ষুদা বেশি

28/12/2024

মিজানুর রহমান আজাহারীর প্রতি ৫ বিবির নসিহত

ড. মিজানুর রহমান আজহারী সাহেবের গতকালের আলোচনা নিয়ে অনেক ইন্ডাস্ট্রিতে গবেষণা হয়েছে। শেষমেশ তথাকথিত আহলে হাদীস নামক ইন্ড...
28/12/2024

ড. মিজানুর রহমান আজহারী সাহেবের গতকালের আলোচনা নিয়ে অনেক ইন্ডাস্ট্রিতে গবেষণা হয়েছে।

শেষমেশ তথাকথিত আহলে হাদীস নামক ইন্ডাস্ট্রিতে আজহারী সাহেবের আলোচনা শেষে সম্মিলিত মুনাজাত নিয়ে ফতোয়া এসেছে।

যেহেতু তাদের সম্পর্ক আওয়ামিলীগ সহ পৃথিবীর বহু স্বৈরাচারের সাথে। সেহেতু ঐ ইন্ডাস্ট্রিতে অধিকাংশই হিংসুক, মূর্খ তৈরি হয়।

যারা বুঝে কম, লাফায় বেশী...

ভালোর সংখ্যা আছে, তবে সেটা কম।

Address

Satkania

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাতকানিয়ার মজলুম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category