Raj's Notebook

Raj's Notebook "আমার যা কিছু ভালোলাগা"

29/08/2024

মন লাগে না 💖

25/08/2024

এখন রাত ০১ঃ০৭!
প্রতিরাতে কিছু সময় আমি সারাদিনের সময়টুকু নিয়ে ভাবি।
তারপর অনেক সময় ধরে ফেলে আসা সময়গুলো ঘুরেফিরে দেখি। কখনো লিখি, কখনো প্রকাশ করি, কখনো লিখি না বা প্রকাশ করি না।
চলার পথে মানুষের অনেক বিষয়ই অদ্ভুতুড়ে মনে হতে পারে, আমি তার চেয়েও মাঝে মাঝে ভুতুড়ে মানুষ হয়ে উঠি!
এর কারণগুলোও আবার আমার নিজেরই আবিস্কার করা।

একা একা মনে মনে কথা বলতে থাকি, নিজেকে দোষারোপ করতে থাকি, কখনো স্বার্থপরদের মতো জীবন নিয়ে আক্ষেপ হয়, আবার কখনো মনে হয়- আমি তো কোন ভুল/দোষ করিনি!

প্রায় কথাহীন, চুপচাপ দিন পার হতে হতে রাতের সময়টায় মাঝে মাঝে নিজেকে বোবা মনে হয়, কখনো একা একা গুণগুণ করি।
বাইরে অথবা রাস্তার মোড়ে টুকটাক কথা বলা ছাড়া আমার কথা বলার খুব একটা অভ্যাস নেই। অভ্যাস নেই বললে ভুল হবে, আসলে প্রয়োজন পড়েনা।
এখন অবশ্য সারাদিনে আগের চেয়ে দু'একটা কথা বেশি বলা হয় বিড়ালের সাথে।

আমার এই রাতের অন্ধকারে নিশ্চুপ শহরে মাঝে মাঝে হাওয়ায় জানালার পর্দা দোলে, সে হাওয়া কানে এসে লাগে, আমি সেখানেও কথা খুঁজি। মনে হয়- মানুষের কথা কতো অমৃত!
আবার কখনো নিজেকে এতোটা বোবা মনে হয়- নিজেই কথা বলে যাচাই করি! বোবা হয়ে যাইনি তো!

মাঝে মাঝে সফল ব্যাক্তিদের মতো জীবনটা এনজয় করতে ইচ্ছে করে। আমার কাছে আবার সফল ব্যাক্তি তাকেই মনে হয়- যাকে অন্তত পুরোপুরি কেউ না বুঝলেও বুঝতে চেষ্টা করে!

আসলে সফলতা ছাড়া কিছু মানুষের জীবন এমনই হয়। কেউ কখনো জানতে চাইবে না, বুঝতে চাইবে না, কেমন একটা অস্তিত্বহীন অবস্থা।

কখনো খুব সফল ব্যাক্তিদের মতো হতে পারলে জীবনে একটা ইচ্ছে আছে- "একটা হেলিকপ্টারে চড়ে পুরো দুবাই ঘুরবো, তারপর প্রায় ১৫০০০ ফুট উপর থেকে ঝাপ দিয়ে স্কাইডাইভিং করবো, পিঠে দামি প্যারসুটের ব্যাগ, সেদিন আনন্দে প্যারাসুটের সুইচ চাপতে ভুলে যাব, যেভাবে মানুষ মানুষকে ভুলে যায়।"
এখন রাত ০১ঃ৫৫!

রাজ/আগস্ট'২৬-২৪

19/08/2024

বারান্দায়, রাত ১১টার পরে। ছোট বিড়ালটির বয়স ৩ মাসও হয়নাই। দুষ্টামির এক লেভেল উপরে।
এদের কর্মকান্ড দেখতেই দিনের অন্তত ৩০ মিনিট চলে যায়। এদের প্রতিটা মুভমেন্ট আমার মুখস্ত।
যখনই বাইরে থেকে আসি, আমার উপস্থিতি টের পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে যত দূরেই থাকুক এরা উপস্থিত 💖

18/08/2024

তোমরা যেটাকে ভালোবাসা বলো, আমার কাছে সেটা কেবলই অবহেলা।
ঠিক যার কাছে যেভাবে ধরা দেয়।
যেভাবে স্বস্তি/অস্বস্তি, সুখ/দুঃখ পাশাপাশি ছুটে ছুটে যে রূপে ফিরে আসে, ঠিক তেমনি, আমারগুলো নেতিবাচক।

তপ্ত রোদে যে ছায়া বারবার কারোও মাথার উপর স্পর্শ দেবার ইচ্ছায় দৌড়ায়, সে ছায়ারও পিঠ পুড়ে। দৌড়েছি, উপরে তাকিয়ে দেখাটা ইচ্ছা/অনিচ্ছা, অথবা তাকিয়ে দেখাটা শোভা পায়নি হয়তো।

ভালোবেসেছি, আলো নিভে গেছে, চারপাশে আঁধার নেমে এসেছে, আলো জ্বলেনি, ভালোবেসে হয়ে গেছি অবশিষ্ট মোমবাতি।

তোমাদের বাস্তবতায় যে সিকিভাগ ভালোবাসা ধরা দেয়, অমন ভালোবাসা আমি মুহুর্তে প্রদক্ষিণ করেছি।
তবুও হেরে গেছি, ডুবে গেছি বাস্তবতার নির্মমতায়, নির্যাতনে।
তবুও ভালোবেসেছি। অবহেলা, অবজ্ঞা ছাড়া এ জীবনে কিছু নেই। পেয়েছি বহু বছরের দামে।

রাজ/আগস্ট'১৮-২৪

12/06/2024

"Supportive Or Bloody-minded people"

সাপোর্টিভ হওয়ার পরিবর্তে কিছু সেলফিশ আপনাকে ব্যবহার করবে। একটা সময়ে এসে বিষয়গুলো বুঝতে পারবেন।

বুঝতে পারবেন- কি দিয়েছি, কি পেয়েছি।
জীবনে দেনা-পাওনার হিসেব একটি আবশ্যিক বিষয়। হিসেবগুলো শুরু থেকে যে করতে পারে সেই সাকসেস। সেলফিশদের জন্য কিছুটা সেলফিশ হওয়া মন্দ কিছু না।

মানুষের জীবন কিছু নির্দিষ্ট ট্র‍্যাক মেনটেইন করে চলে। ট্র‍্যাকের বাইরে আপনি যা করবেন, তার জন্য আফসোসের জায়গাটুকু সবসময় রাখতেই হবে।

জীবনে অনেক মানুষই আসবে-যাবে, কিন্তু কে আপনার সফলতার অংশীদার হচ্ছে অথবা কে ব্যর্থতায় ডুবিয়ে দিচ্ছে- এগুলো যদি বুঝতে না পারেন, তবে শুরু থেকেই পুরোপুরি সেলফিশ হয়ে যান, একা হয়ে যান।

একা বাচতে শিখুন, জীবনে সফলতার অভাব হবেনা।
নয়তো, জীবনের কোন একসময় আমার মতো এ লিখাগুলো আপনিও একদিন লিখতে বসবেন।

Be Alone and Try to be happy!

06/05/2024

চলো দু’জন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে....

26/04/2024

কেউ ভালোবাসলে তাকে মূল্যায়ন করুন। অবহেলায় অনেককিছু ধ্বংস হয়ে যায়। ভালোবাসা সুন্দর, ভালোবাসা হারিয়ে ফেলতে নেই।

22/04/2024

একটা লম্বা সময়ের পথ হেটে হেটে যখন পাশ ফিরে তাকালাম, তখন বুঝলাম- সবার সবকিছুই ঠিকঠাক চলছে, আমি ছাড়া!

22/04/2024

নিঃস্ব কেন লাগে!

06/03/2024

Kya kahe dil se from 12the Fail

20/02/2024

তোমার এত ভালোবাসা আমি,
বল কোথায় রাখি...

15/02/2024

মাঝে মাঝে গান গাওয়া ভালো 😊

27/05/2023

এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো ..

Address

Sarishabari
2052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj's Notebook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies