সরিষাবাড়ী

সরিষাবাড়ী ভালো ভিডিও কনটেন্ট দেখতে সরিষাবাড়ীর সাথেই থাকুন।
(1)

মানুষ প্রাত্যাহিক জীবনের নানাবিধ কাজের অবসরে খানিকটা হলেও বিনোদনের প্রয়োজন অনুভব করে। বিনোদন ছাড়া মানুষের চিত্তের বিকাশ ঘটে না, দৈনন্দিন কাজেও আসে ক্লান্তি। সঙ্গত কারণেই মজার এবং শিক্ষামুলক কন্টেন্ট বিনোদনের অন্যতম মাধ্যম। সরিষাবাড়ী এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরণের কন্টেন্ট তৈরি করে থাকি। এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থানের ইতিহাস ঐতিহ্য, পার্ক, স্টেডিয়াম, প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওতে তোলে ধরার চেষ্টা করি।


আমরা সর্বদা তথ্যনির্ভর, আধুনিক এবং অরজিনাল কন্টেন্ট তৈরির মাধ্যমে দর্শকদের বিনোদিত করি।
আরও কিছু জানার থাকলে আমার ব্যক্তিগত আইডি m.facebook.com/zbabu3 এ যোগাযোগ করতে পারেন।
আমাদের কন্টেন্ট গুলো যদি আপনাকে সামান্যতম বিনোদিত করতে পারে তাহলেই আমাদের প্রচেষ্টা স্বার্থক হবে। ভাল কিছু দেখতে সরিষাবাড়ী পেইজটি ফলো দিয়ে পাশেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।

বাপবেটার গত বছরের একটি ছবি। রাতের বেলায় ছবিটি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ লাইটে চমকে গিয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। হয়তো...
04/01/2025

বাপবেটার গত বছরের একটি ছবি। রাতের বেলায় ছবিটি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ লাইটে চমকে গিয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা। হয়তো ভেবেছিল এটা আবার কি!

04/01/2025

সাধারণ মানুষের জন্য শীত খুবই কষ্টকর

🥰 ভ্রমণ গুরুত্বপূর্ণ, এটি ছাড়া জীবনের যাত্রা অসম্পূর্ণ 🖊️
03/01/2025

🥰 ভ্রমণ গুরুত্বপূর্ণ, এটি ছাড়া জীবনের যাত্রা অসম্পূর্ণ 🖊️

03/01/2025

আজকে নিজের সম্পর্কে সব কিছু বলে দিলাম সবার সামনে। আবেগে অনেক কিছুই বলে ফেলেছি। ক্ষমা করবেন যদি আমার কথায় কোন উদ্ধত প্রকাশ পেয়ে থাকে।

03/01/2025

আজ বিকেলে দিগন্তজোড়া সরিষা ফুলের ক্ষেত থেকে লাইভে আসবো। আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।

03/01/2025

নতুন বছরে লাইভে চলে আসলাম। কেমন আছেন সবাই।

02/01/2025

আমার বাড়ি রাস্তায় এসে ২০ বছর অতীতে ফিরে গেলাম।

02/01/2025

আমাদের সরিষাবাড়ীর প্রাচীন এবং জনপ্রিয় খাবার মে'ন্দা। মেন্দাকে মিল্লি বা পিঠালিও বলা হয়। একসময়ে মেন্দা কলাপাতায় পরিবেশিত হতো। তেঁতুল বা জলপাইয়ের অম্বল ছিল বাড়তি উপকরণ। কলাপাতা উঠে গেছে। এখন মেন্দা খাওয়া হয় মাটির শানকি বা ওয়ানটাইম প্লেটে। বর্তমানে কলা পাতার সংকট এবং বেশি পরিমানে কলাপাতা যোগাড় করা কঠিন এবং কষ্টসাধ্য্য কাজ হওয়ায় এবং ওয়ানটাইম প্লেটের দাম কম হওয়ায় কলার বিকল্প হিসেবে ওয়ানটাই প্লেট ব্যবহার করা হচ্ছে।
জানা যায়, এই জনপ্রিয় খাবার মেন্দার প্রাচীন ভূমি সরিষাবাড়ী। যদিও এর স্বাদের কারণে তা ধীরে ধীরে জামালপুরের অন্যান্য উপজেলায় জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই খাবারের স্বাদের কারণে ছড়িয়ে পড়েছে পার্শবর্তী জেলা টাঙাইল এবং সিরাজগঞ্জের কয়েকটি উপজেলা পর্যন্ত।
যারাই একবার এই মেন্দার স্বাদ পেয়েছে তারাই আবার খাওয়ার জন্য দেওয়ানা হয়ে যায়। মূলত চল্লিশা, বিয়ে এবং অন্যান্য মজলিশ কিংবা ব্যাপারে এই মেন্দা পরিবেশন করা হয়।
গরু বা খাসির মাংসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে কড়া মসলায় তৈরি হয় যে ‘ছালুন’ সেটির নামই মেন্দা। মেন্দার মূল উপকরণ দেশি গরু, কচি খাসি বা পাঁঠার মাংস, আউশ ধানের চালের মিহি গুঁড়া এবং হরেক রকমের মসলা।
সরিষাবাড়ীর প্রাচীন এবং জনপ্রিয় এই খাবার সারাদেশে জনপ্রিয় হোক সেই প্রত্যাশা সরিষাবাড়ী তথা জামালপুর বাসীর।
কারা কারা এই জনপ্রিয় খাবার মেন্দা/মিল্লি/পিঠালী খেতে ভালবাসেন জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

বিলের মাছ
02/01/2025

বিলের মাছ

01/01/2025

সরিষাবাড়ী পৌরসভা জামালপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকা। সরিষাবাড়ী পৌরসভা ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এর আয়তন ১৫.৫৭ বর্গকিলোমিটার। পৌরসভার ৯টি ওয়ার্ড এবং ২৪টি মহল্লা নিয়ে গঠিত এই এলাকা দেশের কৃষি উৎপাদন, বিশেষ করে সরিষা, ধান এবং পাটের জন্য সুপরিচিত। সরিষাবাড়ী পৌরসভায় ৯টি ওয়ার্ডে যেসকল এলাকা/ মহল্লা / গ্রাম রয়েছে তা হচ্ছেঃ
১নং ওয়ার্ডঃ
সাতপোয়া, চর ধানাটা, বীর ধানাটা।
২নং ওয়ার্ডঃ
আরামনগর, আরামনগর বাজার, সামর্থবাড়ী, ঝালুপাড়া, ভূরারবাড়ী, বাকা রৌহা।
৩নং ওয়ার্ডঃ
বলার দিয়ার, মূলবাড়ী।
৪নং ওয়ার্ডঃ
শিমলা গোপীনাথ, শিমলা রঘুনাথ, বিল শিমলা।
৫নং ওয়ার্ডঃ
কামরাবাদ, শিমলা পল্লী।
৬নং ওয়ার্ডঃ
কোনাবাড়ী, মাইজাবাড়ী, শিমলা চাদ, দিয়ারকৃষ্ণাই, চক হাটবাড়ী, কাঠিয়ার বাড়ী।
৭নং ওয়ার্ডঃ
বাংগালী পাড়া, ইজারাপাড়া।
৮নং ওয়ার্ডঃ
বাউসী, চৌখা (আংশিক)
৯নং ওয়ার্ডঃ
গজারিয়া, বাউসী চন্দনপুর, চক বাংগালী, নাওগোলা, চর বাংগালী।
এর মধ্যে কোন ওয়ার্ডে কোন গ্রামে আপনার বাসা তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

ইংরেজি বছরের ১ম দিনে শুভেচ্ছা সবাইকে।
01/01/2025

ইংরেজি বছরের ১ম দিনে শুভেচ্ছা সবাইকে।

31/12/2024

পোগলদিঘা সরিষাবাড়ী উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন। এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সারকারখানা পোগলদিঘা ইউনিয়নেই অবস্থিত। পোগলদিঘা ইউনিয়নে ৩০টি গ্রাম রয়েছে। আসুন জেনে নেই ২ নং পোগলদিঘা ইউনিয়ন এর
গ্রামসমূহের তালিকাঃ
০১। মালীপাড়া, ০২। মানিকপটল, ০৩। বিন্যাফৈর,
০৪। টাকুরিয়া, ০৫। ব্রাম্মনজানি, ০৬। পুঠিয়ারপাড়,
০৭। বগারপাড়, ০৮। পাটাবুগা, ০৯। সাইঞ্চারপাড়,
১০। মোনারপাড়া, ১১। গোবিন্দনগর, ১২। চকপাড়া,
১৩। শিমুলতাইর,১৪। গাছ বয়ড়া, ১৫। বয়ড়া,
১৬। কোড়ানীপাড়া, ১৭। রামচন্দ্রখালী, ১৮। রুদ্র বয়ড়া,
১৯। গেন্দারপাড়া, ২০। বৌশেরচর, ২১। পোগলদিঘা,
২২। গোবিন্দপটল, ২৩। দামোদরপুর ২৪। তারাকান্দি
২৫। চরপাড়া, ২৬। কান্দারপাড়া, ২৭। পলিশা, ২৮। পাখিমারা
২৯। ঢুরিয়ারভিটা, ৩০। চেচিয়াবাধা।
এতো এতো গ্রামের মধ্যে আপনার গ্রাম কোনটি?
আর এরকম তথ্য সমৃদ্ধ পোস্ট পেতে সাথেই থাকুন।
ধন্যবাদ।

31/12/2024

সরিষাবাড়ীর সাইঞ্চারপাড় জোড়া ব্রীজ থেকে ঝালুপাড়া ঘাট হয়ে আরামনগর বাজার পর্যন্ত ভিডিও চিত্র।

উত্তরা গণভবন, নাটোর।
30/12/2024

উত্তরা গণভবন, নাটোর।

30/12/2024

১নং সাতপোয়া ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলার একটি নিন্ম চরাঞ্চল ইউনিয়ন। যা উপজেলা হতে ৮ কি:মি: দূরে অবস্থিত। এই ইউনিয়নে ২ টি নদী রয়েছে তবে নাব্যতা নেই। সাতপোয়া ইউনিয়ন ১৯ টি গ্রাম নিয়ে গঠিত। চলুন জেনে নেয়া যাক গ্রামের নাম গুলোঃ
০১। দিয়ারকৃষনাই ০২। বাঘমারা, ০৩। নগদা
০৪। শিশুয়া, ০৫। চর সরিষাবাড়ী (উত্তর), ০৬। দাসেরবাড়ী,
০৭। চর সরিষাবাড়ী (পূর্ব), ০৮। চর আদ্রা, ০৯। রাখালগাছা
১০। ছাতারিয়া, ১১। চুনিয়াপটল, ১২। সিঙ্গুরিয়া, ১৩। রৌহা,
১৪। মাজারিয়া পাড়া, ১৫। চর জামিরা, ১৬। কোনারপাড়া,
১৭। চিকাপাড়া, ১৮। নান্দিনা, ১৯। ত্রিশ পাড়া।
১নং সাতপোয়া ইউনিয়নের গ্রাম গুলোর কোন গ্রামটি আপনার জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালবাসা অবিরাম।

এত সুন্দর একটি রাস্তা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে গেলাম। রাস্তার দু'ধারে এত সুন্দর সারি সারি তাল গাছ আর খেজুর গাছ। প্রশান্তিময় এ...
29/12/2024

এত সুন্দর একটি রাস্তা গাড়ি থামিয়ে দাঁড়িয়ে গেলাম। রাস্তার দু'ধারে এত সুন্দর সারি সারি তাল গাছ আর খেজুর গাছ। প্রশান্তিময় এক রোড।
লোকেশনঃ কাছিকাটা, গুরুদাসপুর,নাটোর। (ঢাকা - রাজশাহী হাইওয়ে)

29/12/2024

পশ্চিমে যমুনা নদী এবং পূর্বে ঝিনাই নদী বেষ্টিত অঞ্চল সরিষাবাড়ীর আওনা ইউনিয়ন। ৪ নং আওনা ইউনিয়ন ২৪ টি গ্রাম নিয়ে গঠিত। গ্রাম গুলো হলোঃ
১। পঞ্চাশী, ২।পঞ্চাশী দক্ষিণ, ৩। কুড়ালিয়াপটল,
৪। কালিকাপুর, ৫। টিকরাপাড়া, ৬।কাবারিয়াবাড়ী,
৭।কাশিনাথপুর, ৮। নাথেরপাড়া, ৯। তরনীআটা,
১০। গোয়ালবাথান, ১১। চানপুর, ১২। রামপুর,
১৩। বাটিকামারী, ১৪। দৌলতপুর, ১৫। উওর দৗেলতপুর
১৬। মেন্দারবেড়, ১৭। কুলপাল, ১৮। আওনা, ১৯। স্থল উওর
২০। স্থল দক্ষিন, ২১।কুমারপাড়া, ২২। ঘুইঞ্চা,
২৩। চন্দনপুর এবং ২৪। বারিকান্দি।
❤️ এর মধ্যে আপনি কোন গ্রামে বাস করেন জানাতে ভুলবেন না। ❤️

29/12/2024

পাবনা শহরের ভেতরেও ধান চাষ করা দেখে আমরা অবাক হলাম। একারণেই কি পাবনা জেলা ব্র্যান্ড!

Address

Sarishabari

Alerts

Be the first to know and let us send you an email when সরিষাবাড়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সরিষাবাড়ী:

Videos

Share

Category