22/04/2024
কবিতাঃ -- তীব্র তাপ
-মোঃ রায়েল হোসেন
তীব্র তাপ চলছে এখন সারা বাংলাদেশে,
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হলো অবশেষে।
সকাল থেকে তাপমাত্রা বাড়ছে দমে দমে,
সন্ধ্যা হলে গরম হাওয়া একটু খানি কমে।
সারাদিন সবখানেতে এত বেশি গরম,
কাজে কর্মে মন বসেনা কষ্ট পায় চরম।
ঘরের বাইরে গিয়ে দেখি বইছে গরম হাওয়া,
জরুরি কাজে আমাদের হয় একটু যাওয়া।
বিদ্যুৎ চলে গেলে যায়না ঘরে থাকা,
তাড়াতাড়ি ঘুরাতে হয় গায়ের উপর পাখা।
হাসপাতালে বর্তমানে বাড়ছে রোগীর চাপ,
খালি পায়ে মাটিতে ফেলা যায়না ধাপ।
সকল জীবের কষ্ট হচ্ছে তাপমাত্রার তরে,
অনেকেই ভুগছে এখন প্রচন্ড জ্বরে।
অবহেলা না করে সচেতন থাকি,
আল্লাহকে কখনো দেয়না যেন ফাঁকি।
আল্লাহ তুমি আবহাওয়া পরিবর্তন করে দাও,
আমরা তোমার অবুুঝ বান্দা কবুল করে নাও।
সুখে দুঃখে আল্লাহকে সকলেই স্মরি,
অসৎ পথ ত্যাগ করে সঠিক পথ ধরি।