Shashoto Sandwip

Shashoto Sandwip Sandwip is an Upazila of Chittagong,Bangladesh.This is vary beautiful island. The page share every news & information about Sandwip.

Sandwip is an Upazila of Chittagong District in the Division of Chittagong, Bangladesh. The page share every news & information about sandwip.

এই ভাবেই পরিবর্তন আসবেজনতা ঐক্যবদ্ধ হলে সিন্ডিকেট পালাবেঅবশেষে সন্দ্বীপে সরকারি ভাবে সি এন জি এর ভাড়া নির্ধারণ করে দেয়া ...
17/04/2022

এই ভাবেই পরিবর্তন আসবে
জনতা ঐক্যবদ্ধ হলে সিন্ডিকেট পালাবে

অবশেষে সন্দ্বীপে সরকারি ভাবে সি এন জি এর ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে |

সন্দ্বীপের সিএনজি সিন্ডিকেটসিএনজি বনাম অটোরিক্সা--সাদিক খান।১৬/০৪/২০২২ ইংএমনিতে ঘাট নিয়ে অনিয়ম,নৈরাজ্যের শেষ নেই তার উপর...
16/04/2022

সন্দ্বীপের সিএনজি সিন্ডিকেট
সিএনজি বনাম অটোরিক্সা

--সাদিক খান।১৬/০৪/২০২২ ইং

এমনিতে ঘাট নিয়ে অনিয়ম,নৈরাজ্যের শেষ নেই তার উপর মরার খড়ার গা গুপ্তছড়া ঘাটে যাত্রীদের জিম্মি করে সিএনজি ড্রাইভার দের সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায়।
কয়েক বছর আগে সন্দ্বীপে অটোরিক্সা আসার পর সিএনজি জনপ্রিয়তা হারায়।অটোরিক্সার একক আধিপত্যে অনেকে পানির দামেও সিএনজি বিক্রি করতে বাধ্য হয়।অনেকে এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যায়।

সিএনজি ড্রাইভারেরা একাধিকবার প্রশাসন /এমপি মহোদয়ের সাথে দেখা করে অটোরিক্সা বন্ধ করার দাবি তুলে।সকালে সিএনজি ড্রাইভারেরা দেখা করে আসলে বিকেলে যেত অটোরিক্সার ড্রাইভারেরা।
এইভাবে কোন সুরাহা ছাড়া দুই পক্ষের মাঝে রেষারেষি চলছে বিগত কয়েক বছর।
এই বিষয় টা সুরাহা করতে না পেড়ে এখন সিএনজি ড্রাইভারেরা গুপ্তছড়া ঘাটে সিন্ডিকেট করে নিজেদের মত কায়দা কানুন করে মানুষের গলা কাটা শুরু করেছে।যার খেসারত দিতে হচ্ছে এখন সাধারন যাত্রীরা।

জনপ্রতিনিধিদের নির্লিপ্ততায় সন্দ্বীপের মানুষ ধাপে ধাপে জিম্মি হয়ে যাচ্ছে।

তারা সেদিন বাড়ি যাবে বলে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছিলো।কিন্তু বাড়ি তারা এসেছিলো ঠিক ই তবে লাশ হয়ে।সন্দ্বীপ তারা ঠিক ই এস...
02/04/2022

তারা সেদিন বাড়ি যাবে বলে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছিলো।
কিন্তু বাড়ি তারা এসেছিলো ঠিক ই তবে লাশ হয়ে।
সন্দ্বীপ তারা ঠিক ই এসেছিলো তবে মৃত্যুকে সামনে রেখে।।

আজ সন্দ্বীপের মানুষের জন্য শোকাবহ একটি দিন।

২০১৭ সালের এই দিনে বকশিশের নামে লাল বোট ডুবিয়ে নির্মম ভাবে হত্যা করা হয় ১৮ জন কে।

৫ টি বছর পেড়িয়ে গেলোও কেউ কথা রাখেনি
সকল শহিদের আত্নার মাগফেরাত কামনা করছি।

জ‌টিল‌রো‌গে আক্রান্ত‌ দুজন রোগীর চিকিৎসায় হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের অনুদান।-সাদিক খান-০৫/০৯/২০২১ ইং//রবিবার।সন্দ...
05/09/2021

জ‌টিল‌রো‌গে আক্রান্ত‌ দুজন রোগীর চিকিৎসায় হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের অনুদান।

-সাদিক খান-০৫/০৯/২০২১ ইং//রবিবার।

সন্দ্বীপের বিশিষ্ট শিক্ষানুরাগী দানবীর হাজী আবদুল বাতেন সওদাগর সাহেবের বড় ছেলে এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার বড় ভাই মরহুম হাজী মোক্তাদের মাওলা (খোকন মিয়া) সাহেবের নামে প্রতিষ্ঠিত
হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পক্ষ থেকে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় নিবাসী অসুস্থ আবুল হাশেমকে নগদ অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
একই সময়ে রহমতপুর ইউনিয়ন নিবাসী স্কুল ছাত্র শাম্মাস ইবনে সাহল এর কিডনি সমস্যায় চিকিৎসার জন্য অনুদানের টাকা ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে প্রদান করা হয়েছে।

আজ ০৫/০৯/২০২১ ইং রবিবার সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে ফাউন্ডেশনের পক্ষে মাষ্টার শাহাবুদ্দীন শওকত, মাষ্টার আবুল কাশেম, সন্দ্বীপ স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজার কাজী পারভেজ, উত্তর সন্দ্বীপ কলেজের প্রভাষক নিঝুম খান উক্ত অনুদান হস্তান্তর করেন।
অসুস্থ আবুল হাশেমের পক্ষে তার ছেলে তারেক রহমান নগদ ২৫০০০ টাকা অনুদান গ্রহন করেন এবং অসুস্থ শাম্মাস ইবনে সাহল এর জন্য ২৫০০০ টাকা অনুদান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একাউন্টে হস্তান্তর করা হয়।

আর্ত মানবতার সেবায় নিয়োজিত উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী মোক্তাদের মাওলা সাহেবের যুক্তরাস্ট্র প্রবাসী ছেলে লিয়াকত আলী এর ব্যক্তিগত তহবিল হতে তার মরহুম পিতার আত্মার মাগফিরাত ও ছওয়াবের উদ্দেশ্যে উক্ত অনুদান প্রদান করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিকালে হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্দ্বীপে জ‌টিল‌রো‌গে আক্রান্ত‌দের আর্থিক সহ‌যো‌গিতায় প্রায় ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

এছাড়াও উক্ত ফাউ‌ন্ডেশন করোনা মহামারির শুরু হ‌তে সন্দ্বীপে দুস্থ‌দের মা‌ঝে ত্রান বিতরন,অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান ক‌রে‌ আসছে।
ভ‌বিষ‌্যতেও সন্দ্বীপে মান‌বিক সহ‌যোগিতা চলমান থাক‌বে থাকবে জানান ফাউন্ডেশনের সদস্যরা।

অসুস্থ নাজিমের চিকিৎসায় "হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের"  আর্থিক সহায়তা প্রদান।-সাদিক খান// ৩০/০৮/২০২১ ইংসন্দ্বীপের বি...
30/08/2021

অসুস্থ নাজিমের চিকিৎসায় "হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের" আর্থিক সহায়তা প্রদান।

-সাদিক খান// ৩০/০৮/২০২১ ইং

সন্দ্বীপের বিশিষ্ট দানবীর ও শিক্ষা বিস্তারের অগ্রদূত মরহুম হাজী আবদুল বাতেন সওদাগর সাহেবের বড় ছেলে এবং সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা সাহেবের বড় ভাই, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দীর্ঘ সময়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মরহুম হাজী মোক্তাদের মাওলা ( খোকন মিয়া) সাহেবের সুযোগ্য সন্তানদের দ্বারা পারিবারিকভাবে পরিচালিত মুছাপুর হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যান্সার ও কিডনি জটিলতায় আক্রান্ত রহমতপুরের সাবেক আনোয়ার মাস্টারের বাড়ির,রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ নাজিম এর উন্নত চিকিৎসার জন্য আর্থিক
অনুদান প্রদান করা হয়।

আজ ৩০/৮/২০২১ ইং তারিখ ফাউন্ডেশনের পক্ষ থেকে
অত্র ফাউন্ডেশনের অন্যতম সদস্য এ,বি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাষ্টার সাহাব উদ্দিন শওকত,ফাউন্ডেশনের উপদেষ্টা মাষ্টার আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী এডি এম সেলিম,যুবনেতা নিঝুম খান অসুস্থ নাজিমের ভাগনে মোঃজিহাদের কাছে নগদ ২০,০০০/- টাকা হস্তান্তর করেন।

এই সময় নাজিমের পক্ষে নাজিমের বন্ধু মেহেদী হাসান ও সেনের হাটের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার শিকদার উপস্থিত ছিলেন।

ই‌তিপূ‌র্বে উক্ত ফাউ‌ন্ডেশন করোনা মহামারির শুরু হ‌তে সন্দ্বীপে দুস্থ‌দের মা‌ঝে ত্রান বিতরন,বিভিন্ন সময়ে জ‌টিল‌রো‌গে আক্রান্ত‌দের আর্থিক সহ‌যো‌গিতাসহ ,অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান ক‌রে‌ছেন।
ভ‌বিষ‌্যতেও সন্দ্বীপে মান‌বিক সহ‌যোগিতা চলমান থাক‌বে থাকবে জানান ফাউন্ডেশনের সদস্যরা।

উল্লেখ্য, মরহুম হাজী মোক্তাদের মাওলা সাহেবের আমেরিকা প্রবাসী ছেলে লিয়াকত আলী, মেয়ে সাহেদা বারী রিমন, ডালিয়া পারভিন রিভা, শামীম আরা তাদের মরহুম পিতার পরকালের ছওয়াব ও মুক্তির লক্ষ্যে অত্র অনুদানের টাকা প্রদান করেন।

সন্দ্বীপের সী এম্বুলেন্স গুলো কোথায়?সন্দ্বীপ থেকে এই মুহুর্তে অসংখ্য করোনা রোগীকে উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম রেফার ক...
04/08/2021

সন্দ্বীপের সী এম্বুলেন্স গুলো কোথায়?

সন্দ্বীপ থেকে এই মুহুর্তে অসংখ্য করোনা রোগীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হচ্ছে।

চট্টগ্রামে হাসপাতাল গুলোতে সিট খালি নেই জেনেও অনেকে আশা ভরসা নিয়ে সন্দ্বীপ থেকে রোগী নিয়ে চট্টগ্রাম যাচ্ছেন।

করোনা রোগী কে যত্রতত্র ভাবে নিলে অন্যদের ও সংক্রমনের আশংকা থেকে যাচ্ছে।

রোগী পরিবহনের অন্যতম বাহন সী এম্বুলেন্স থাকার কথা জলে,দূর্ভাগ্যবসত এই গুলো রয়েছে স্থলে।

এই সংকটময় মুহুর্তে সী এম্বুলেন্স দুটোকে সচল করে যাত্রী পারাপারের জন্য ব্যবস্থা করা।

দীর্ঘদিন অযত্নে অবহেলায় নস্ট হয়ে যাাওয়ার পথে সী এম্বুলেন্স , এই সী এম্বুলেন্স গুলো সচল করা হয়নি।
কোথায় গেলে মিলবে সমাধান,জানেন কেউ?

© Sadik Khan

(ফাইল ছবি)

চট্টগ্রামে মাঝনদীতেই মারা গেলেন করোনারোগী, নিশ্চিত হতেই ফিরে গেল স্পিডবোটনিজস্ব প্রতিবেদক ৩ আগস্ট ২০২১ //চট্টগ্রাম প্রতি...
04/08/2021

চট্টগ্রামে মাঝনদীতেই মারা গেলেন করোনারোগী, নিশ্চিত হতেই ফিরে গেল স্পিডবোট

নিজস্ব প্রতিবেদক ৩ আগস্ট ২০২১ //চট্টগ্রাম প্রতিদিন

তীব্র শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রাম আসার পথে মাঝনদীতেই মারা গেলেন করোনা আক্রান্ত এক রোগী। আয়েশা বেগম (৬৫) নামে সন্দ্বীপের ওই বৃদ্ধাকে নিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে চিকিৎসার জন্য চট্টগ্রাম রওনা দেন তার স্বজনেরা। কিন্তু মাঝনদীতেই তিনি মৃত্যুবরণ করলে তাকে আর চট্টগ্রাম না এনে স্পিডবোট ঘুরিয়ে সন্দ্বীপের দিকে আবার ফিরে যান স্বজনরা।

এর আগের দিন রাতে আয়েশা বেগমের মেয়ে সেলিনার (৩৮) শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিলিন্ডারের অক্সিজেন দিয়ে সেবা দেয় হিউম্যান টুয়েন্টিফোর নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরদিন সকালে তাকে চিকিৎসার জন্য শহরে আনা হয়। বর্তমানে সেলিনা সিএমএইচে আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

হিউম্যান টুয়েন্টিফোরের অন্যতম উদ্যোক্তা হান্নান তারেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সোমবার (২ আগস্ট) রাতে বাউরিয়ার ৩ নম্বর ওয়ার্ড থেকে আমরা একটি কল পাই যে একজন রোগীর শ্বাসকষ্ট হচ্ছে। তাদের অক্সিজেন লাগবে। সেলিনা নামের ওই রোগীর অক্সিজেন স্যাচুরেশন ৯০ ছিল। তার জন্য অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। পরে সকালে তিনি চট্টগ্রাম চলে যান।’

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুরে হারামিয়া ২০ শয্যা হাসপাতাল থেকে আমাদের কাছে কল আসে এক বৃদ্ধা করোনা পজিটিভ। তার স্যাচুরেশন ৭০, অক্সিজেন সাপোর্ট লাগবে। তার জন্যও অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়। ডাক্তাররা পরামর্শ দেন উনাকে দ্রুত চট্টগ্রামে নিয়ে যেতে। কিন্তু উনারা তখন চট্টগ্রাম যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না।’

‘পরে বাড়ি ফিরে প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তার স্বজনরা। কিন্তু সন্দ্বীপ চ্যানেলের মাঝপথে তিনি মারা যান। উনাকে আর চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়নি। সেখান থেকেই স্পিড বোট ঘুরিয়ে উনাকে সন্দ্বীপ ফিরিয়ে আনা হয়’— স্বজনদের বরাত দিয়ে জানান হান্নান তারেক।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী গত তিন দিনে এই উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭০ জন। তবে এর মধ্যে হাতেগোনা ২-৩ জন রোগী উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। এই উপজেলায় ১০ শয্যার একটি আইসোলেশন ওয়ার্ড আছে বলে জানিয়েছেন উপজেলার আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাহেদুর রহমান।

তবে সেখানে খুব সীমিত অক্সিজেনের যোগান থাকায় রোগীদের খুব বেশি সেবা দেওয়া যাচ্ছে না বলেও জানান এই চিকিৎসক। তবুও কেউ কেউ সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এমনটাই দাবি তার।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে আজ ৪ জন রোগী ছিল। এর মধ্যে একজন আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জন চিকিৎসা নিচ্ছেন।’

উপজেলায় এই মুহূর্তে কতগুলো অক্সিজেন সিলিন্ডার রয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের খুব সীমিত অক্সিজেন আছে। কতগুলো আছে তার সঠিক সংখ্যা আপনাকে বলতে পারছি না। তবে যা আছে সেগুলো ৫ লিটার করে ২-৩ জন রোগীকে দিতে গেলে ২ ঘণ্টায় শেষ হয়ে যায়। সন্দ্বীপে অক্সিজেন রিফিল করার কোনো সুযোগ নেই। আমরা রোগীদের রেফার করে দিই।’

এই ১০ শয্যার আইসোলেশনের বাইরে এই উপজেলায় করোনার কোনো চিকিৎসা সুবিধা নেই। দুটি বেসরকারি হাসপাতাল থাকলেও সেসব হাসপাতালের সামনে বড় করে ‘এখানে করোনা রোগীর চিকিৎসা করানো হয় না’ শীর্ষক সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হান্নান তারেক।

ভৌগলিক কারণে বছরের এই সময়টাতে সন্দ্বীপ থেকে দেশের মূল ভূখন্ডে পৌঁছানোও বেশ দূরূহ ব্যাপার। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার দিয়ে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকরা।

এআরটি/কেএস/সিপি

জেনে নিন সন্দ্বীপে যাদের কাছে ফ্রি অক্সিজেন সেবা পাবেন।-সাদিক খান//০৩/০৮/২০২১ ইংসন্দ্বীপে এখন করোনা দূর্যোগ চলছে। চট্টগ্...
03/08/2021

জেনে নিন সন্দ্বীপে যাদের কাছে ফ্রি অক্সিজেন সেবা পাবেন।

-সাদিক খান//০৩/০৮/২০২১ ইং

সন্দ্বীপে এখন করোনা দূর্যোগ চলছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রেরিত সর্বশেষ করোনা ভাইরাস ( কোভিড-১৯) আপডেট অনুসারে
সন্দ্বীপে করোনায় মৃত্যুর সংখ্যা ০৯ জন।বেসরকারী ভাবে যার সংখ্যা আরো অনেক বেশি।

ঘরে ঘরে করোনা উপসর্গে আক্রান্ত রোগী অনেক।

এই মুহুর্তে শ্বাসকষ্ট জনিত রোগীর জন্য সবচেয়ে জরুরী প্রয়োজন অক্সিজেন।জটিল রোগীদের চট্টগ্রাম শহরে নিতে গেলেও অক্সিজেনের প্রয়োজন।

সম্প্রতি সন্দ্বীপের অনেক গুলো মানবিক সংগঠন অক্সিজেন সেবা দিচ্ছেন।কেউ বা এগিয়ে এসেছেন ব্যক্তি উদ্যোগে কেউবা সাংগঠনিক ভাবে।

সন্দ্বীপে অক্সিজেন রিফিলের ব্যবস্থা না থাকায় খালি সিলিন্ডার গুলো রিফিল করতে পাঠাতে হয় চট্টগ্রাম,যার প্রক্রিয়া সব সময় চলমান।

জেনে নিন সন্দ্বীপে জরুরী প্রয়োজনে কোথায় পাওয়া যাবে ফ্রি অক্সিজেন সেবা।

০১. বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশন।
গুপ্তছড়া বাজার, মগধরা,সন্দ্বীপ।
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা প্রায় ৫০ টি (১০ সিলিন্ডার খুব শীঘ্রই সংযুক্ত হবে)
মোবাইল নাম্বার: ০১৬৩৩ ৭১৪১৪২, ০১৮২২ ৮৫৫৩৫৪

০২. বয়স্ক ও শিশু সেবা কেন্দ্র
নাজিরহাট,সন্দ্বীপ।
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা প্রায় ১৫ টি
মোবাইলঃ ০১৭১৫১৬১৯৩৮,০১৮১৫ ৯৭২৪৬০

০৩.মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ
মাইটভাঙ্গা,সন্দ্বীপ।
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা: ১০ টি
মোবাইলঃ০১৮১২০৪৬৪০২,০১৮৪৬৬৭৩৬৪৬,
০১৮৭৪২২৬৯৭৩

০৪.করোনা হেল্প সেল—সন্দ্বীপ উপজেলা যুবদল ও প্রাক্তন ছাত্রদল
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা: ১২ টি
মোবাইল: ০১৭৮৪ ৩৩৩৩৯৩,০১৮১৫ ৩৮৯০২৩,
০১৯১৭ ৩১৪১৫১

০৫. আব্দুল'মালেক'লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন।
সারিকাইত,সন্দ্বীপ।
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা : ২০ টি
মোবা: ০১৭১১৭৩৮৭২৬

০৬. মুছাপুর ইউনিয়ন পরিষদ
অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা :১০ টি প্রক্রিয়াধীন
(কয়েক দিনের ভিতর সন্দ্বীপ এসে পৌছবে।)
মোবা:

উপরের তালিকার বাহিরে কেউ সন্দ্বীপে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে থাকলে কমেন্টসে জানাতে পারে।

এই মহামারীর সময়ে বিত্তবান,দানশীল মানুষ গুলো অক্সিজেন সিলিন্ডার কিনে অসুস্থ মানুষ গুলোর পাশে দাড়াতে পারেন।

সন্দ্বীপ থেকেে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া একজন রোগীর ছবি দিয়ে দৈনিক পূর্বকোনের আজকের হেডলাইন এটি।চট্টগ্রামে ব...
31/07/2021

সন্দ্বীপ থেকেে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া একজন রোগীর ছবি দিয়ে দৈনিক পূর্বকোনের আজকের হেডলাইন এটি।

চট্টগ্রামে বড় ধরনের মানবিক বিপর্যয়ে শুরু হয়েছে।
কোথাও সাধারন বেড,আই সি ইউ কিছুই খালি নেই।
ধারনক্ষমতার বাহিরে অতিরিক্ত রোগী

এইবার ভাবুন, সন্দ্বীপ থেকে যে সব জটিল রোগীদের চট্টগ্রামে রেফার করা হয় তারা কোথায় ভর্তি হবে?

যারা এখনো সুস্থ আছেন স্বাস্থ্য বিধি মেনে চলুন,নিরাপদ থাকুন।

সন্দ্বীপে করোনা পরিস্থিতি:অক্সিজেন সিলিন্ডার এর প্রয়োজনীয়তা।-সাদিক খান//২৮.০৭.২০২১ ইংসন্দ্বীপে এখনো পর্যন্ত  ৪৮২  জনের ন...
28/07/2021

সন্দ্বীপে করোনা পরিস্থিতি:অক্সিজেন সিলিন্ডার এর প্রয়োজনীয়তা।

-সাদিক খান//২৮.০৭.২০২১ ইং

সন্দ্বীপে এখনো পর্যন্ত ৪৮২ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে, তাদের মধ্যে ২৬৯ জনের করোনা পজেটিভ এসেছে।
১৯ জন সিরিয়াস কোভিড রোগীকে চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং ১০ জন এখনো চিকিৎসাধীন গাছুয়া হাসপাতালে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন।

সন্দ্বীপে করোনা পরিস্থিতি নিয়ে সমাজকর্মি Monjur Mowla কে এই তথ্য গুলো আজকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম।

সরকারি হাসপাতালে কোভিড চিকিৎসা অক্সিজেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম এর বিষয়ে স্বাস্হ্য কর্মকর্তা আরো বলেন, মোট ৩০ টি অক্সিজেন সিলিন্ডার আছে, একজন রোগীকে একটি সিলিন্ডার দিয়ে এক ঘন্টায় অক্সিজেন দেওয়া যাবে।
হঠাৎ করেই অক্সিজেন সার্পোটের জন্য জরুরী রোগীর সংখ্যা বেড়ে গেলে হাসপাতালগুলোতে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন সরবরাহ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমাদের হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা পেতে ৮-১০ দিন সময় লেগে যেতে পারে।

এই মুহুর্তে সন্দ্বীপে বেসরকারি ভাবে বড় পরিসরে অক্সিজেন সরবারহ করছে বাদশা মিয়া সুকানি ফাউন্ডেশন। মগধরার চেয়ারম্যান জনাব এস.এম আনোয়ার হোসেন এর পরিচালনায় ও পৃষ্ঠপোষকতায় প্রায় ৫০ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে উক্ত সংস্থা সন্দ্বীপে নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছেন।যা এই মহামারীর সময়ে অনেক বড় সাপোর্ট।

এরপরে নাজির হাটের "বয়স্ক এবং শিশু সেবা কেন্দ্র" এর পক্ষ থেকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে নিরবিচ্ছিন্ন সেবা চালু রয়েছে।

বড় দুটি বেসরকারি হাসপাতালের মধ্যে স্বর্নদ্বীপ হাসপাতালে রয়েছে প্রায় ৩১ টি অক্সিজেন সিলিন্ডার।
সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে রয়েছে প্রায় ৫০ টি।

মানবিক সংগঠন,সরকারি, বেসরকারি হাসপাতাল মিলে পুরো সন্দ্বীপে আছে ৫০+৫+৩০+৩১+৫০ = ১৬৬ টি সিলিন্ডার (প্রায়)

(অন্য কোন সংস্থা/সংগঠন/প্রতিষ্ঠান এর কাছে থাকলে জানাতে পারেন)

সন্দ্বীপে চার লক্ষ মানুষের জন্য অক্সিজেনের সিলিন্ডার এর এই সংখ্যাটা খুব ই কম।

যেহেতু সন্দ্বীপে অক্সিজেন রিফিল করার কোন ব্যবস্থা নেই তাই খালি সিলিন্ডার রিফিল করতে পাঠাতে হয় চট্টগ্রামে।
শহরে এখন অক্সিজনের চাহিদার চেয়েও যোগান কম।

অক্সিজেনের সিলিন্ডার এর চেয়ে যদি সন্দ্বীপে অক্সিজেনের রোগীর সংখ্যা বেশি হয়ে যায় তাহলে চোখের সামনে আপন জনের কস্ট দেখা ছাড়া উপায় নেই।

অনেক ক্ষেত্রে জটিল রোগীদের সন্দ্বীপ থেকেও চট্টগ্রাম রেফার করতে অক্সিজেন দিয়েই পাঠাতে হয়,তার উপর আবহাওয়াও সব সময় ভালো থাকে না।

তাই পুরো সন্দ্বীপে ইউনিয়ন ভিত্তিক পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদ রাখতে উপজেলা প্রশাসন,উপজেলা স্বাস্হ্য অফিস,মাননীয় এমপি মহোদয়ের দৃস্টি আকর্ষন করছি।
এছাড়াও মানবিক বিপর্যয় এড়াতে আমাদের সন্দ্বীপের শিল্পপতি, বিত্তবান দের এগিয়ে আসা উচিত।

প্রয়োজনে সন্দ্বীপে "সেন্ট্রাল অক্সিজেন ব্যাংক" খুলে সেবা দেওয়া যেতে পারে।

সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন,মাস্ক পড়ুন
নিরাপদে থাকুন,অন্যকেও নিরাপদ রাখুন।

এখন ই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদ না রাখলে কয়েকদিন পর সন্দ্বীপে মানবিক বিপর্যয় দেখা দিবে।সবাই আওয়াজ তুলুন।
28/07/2021

এখন ই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার মজুদ না রাখলে কয়েকদিন পর সন্দ্বীপে মানবিক বিপর্যয় দেখা দিবে।

সবাই আওয়াজ তুলুন।

সন্দ্বীপে করোনা,হাসপাতাল গুলোর প্রস্তুতি।   এমনিতে সন্দ্বীপে সরকারি হাসপাতাল গুলোতে সাধারন চিকিৎসা  পাওয়া টা সোনার হরিণ,...
27/07/2021

সন্দ্বীপে করোনা,হাসপাতাল গুলোর প্রস্তুতি।

এমনিতে সন্দ্বীপে সরকারি হাসপাতাল গুলোতে সাধারন চিকিৎসা পাওয়া টা সোনার হরিণ,তার উপর এখন আবার করোনা।

সন্দ্বীপে এখন সার্বক্ষনিক বিদ্যুৎ থাকে এরপর ও
সন্দ্বীপের সরকারি হাসপাতাল গুলো আধুনিকায়ন করন, আইসিউ কেবিন,ভেন্টিলেটর এর আশা করা বোকামি ছাড়া কিছুই না।

অক্সিজেন সিলিন্ডার ও আছে কিনা সন্দেহ,থাকলে ও প্রয়োজনের তুলনায় কম,অথবা রিফিল করা হয় নি হয়ত।

প্রধান দুই বেসরকারী হাসপাতাল গুলোতে রয়েছে অনুমোদন এর বিষয় সহ আরো অনেক জটিলতা।

সন্দ্বীপে দিন দিন বাড়ছে করোনা রোগী, ক্রিটিক্যাল কন্ডিশনের করোনা রোগি কে চট্টগ্রাম শহরেই পৌছাতেই হয়ত জীবন শেষ। শহরের হাসপাতাল গুলোতেও এখন আইসিউ দুরের কথা সাধারণ বেড খালি নেই।

১ বছর এর বেশি সময় পাওয়া গিয়েছে এরপর ও আমাদের সন্দ্বীপের সরকারি হাসপাতাল গুলো করোনা রোগীর জন্য চোখে পড়ার মতো আধুনিক করার কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

যে হারে করোনা রোগী বাড়ছে সন্দ্বীপে,কয়েকদিন পর রোগীদের চাপ সামলাতে হয়ত হিমশিম খাইবে।
করোনা রোগীদের চিকিৎসায় প্রয়োজনে খালি স্কুল গুলোতে আইসোলেশন সেন্টার বানানো যায়।

বিপর্যয় ঠেকাতে জরুরী পদক্ষেপ নেওয়া আরো বেশি জরুরী হয়ে গেছে।

প্রতীকী ছবি

© Sadik Khan

কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতেও রাতে ইমার্জেন্সি বাহির হওয়া লাগে।অনেকে আবার রাতে ব্লাড দিতে যান হাসপাতালে।কেউবা অন্য কোন ...
23/06/2021

কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতেও রাতে ইমার্জেন্সি বাহির হওয়া লাগে।
অনেকে আবার রাতে ব্লাড দিতে যান হাসপাতালে।
কেউবা অন্য কোন জরুরী কাজে বাহির হলে রাতে বাড়িতে ফিরতেই রাত হয়ে যায়।

সন্দ্বীপে এই সব ছিনতাইকারি /ডাকাত দের চিহ্নিত করে এখনই দমন করা উচিত।এদের শিখর কোথায় সেটাও চিহ্নিত করা জরুরী।

সন্দ্বীপে অটোরিক্সা নামাসন্দ্বীপে অনেক আগে থেকে একটা খাতে  লাভজনক ব্যবসা চলছে।সেটা হলো অটো রিক্সা নিয়ে।বছর দুয়েক আগে প্র...
18/06/2021

সন্দ্বীপে অটোরিক্সা নামা

সন্দ্বীপে অনেক আগে থেকে একটা খাতে লাভজনক ব্যবসা চলছে।সেটা হলো অটো রিক্সা নিয়ে।
বছর দুয়েক আগে প্রায় ৫০/৬০ টি অটো রিক্সা অনুমোদন পাই।অনেক টা অবৈধ এর বৈধ লাইসেন্স।
২/৩ বছরের মাথায় পুরো সন্দ্বীপে অসংখ্য অটোরিক্সা।

এই অটোরিক্সা চালিয়েও অনেকে সংসার চালান পরিবারের ভরন পোষন করেন।খুব অল্প সময়ে এটি খুব জনপ্রিয় হয়ে যায়।
তাই বাড়তে থাকে চাহিদা।

যার ফলে লোকশানে পড়ে সন্দ্বীপের সিএনজি, প্যান্ডেল চালিত রিক্সাগুলো।
অনেক প্যান্ডেল চালিত রিক্সার মালিক ধারদেনা করে অটোরিক্সা কিনেন।অনেকে পানির দামে বিক্রি করে দেন সিএনজি।

লাভের আশায় অনেক ভদ্রলোক ও অটোরিক্সা কিনে ড্রাইভার দিয়ে রাস্তায় নামিয়েছেন।

সন্দ্বীপে অটোরিক্সার চলাচলের বিষয়ে অনেক কিছুই ধারনা আছে।
সিএনজি চালক দের প্রতিবাদের মুখে অটোরিক্সা অনেক টা বেকায়দায় আছে এখন।
এটা নিয়ে আগে থেকে চলছে চুয়া-বিল্লি খেলা।

ধরা হয় আবার ছাড়া হয়।মাঝখান দিয়ে সুবিধা নেই দালালেরা।তারা অটোরিক্সা সন্দ্বীপ ডুকাতে সাহাজ্য করবে ,ধরিয়ে ও দিবে আবার মধ্যস্থতা করে টাকা খেয়ে বাহির করাতে সাহায্য করবে।

আমার পরিচিতি অনেকেই আছেন যারা ধার দেনা করে অটোরিক্সা কিনে এখন না পাড়তাছে রাস্তায় চালাতে না পারতাছে অন্য কোথাও রাখতে।
কেউবা প্রবাস যেতে না পেরে সন্দ্বীপে অটো রিক্সা চালাচ্ছেন।
করোনার কারনে অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে এটা দিয়েই তার পরিবার চালান।

আমি অটো রিক্সার পক্ষে বিপক্ষে বলছি না।
চুয়া বিল্লি খেলা বন্ধ করে হয়ত একেবারে বন্ধ করা উচিত না হয় এটার বিষয়ে একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।

হ্য়ত পুরো সন্দ্বীপে এটা সিলগালা হওয়া উচিত না হয় স্থায়ী সমাধান।চুয়া বিল্লি খেলায় টাকা গুলো নিচ্ছে ৩য় পক্ষ।

অন্তত গরিব মানুষ গুলো খেয়ে দেয়ে বেচে থাকুক।

©Sadik Khan

খারাপ আবহাওয়ায় মালের ট্রলারে উঠলে যা হয়...
18/06/2021

খারাপ আবহাওয়ায় মালের ট্রলারে উঠলে যা হয়...

একটি হারানো বিজ্ঞপ্তিঃ সারিকাইত সাতঘরিয়া, ৮ নং ওয়ার্ডের ৯ বছরের  এই ছেলে টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটির নাম মোঃ তাম...
09/06/2021

একটি হারানো বিজ্ঞপ্তিঃ

সারিকাইত সাতঘরিয়া, ৮ নং ওয়ার্ডের ৯ বছরের এই ছেলে টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলেটির নাম মোঃ তামিম।

সে ওমেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

বাবার নামঃ খোকন
বাড়ির নামঃপশ্চিম গোলাজির গো নতুন বাড়ি,বলির পুলের পশ্চিম দিকে, ওমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে,শিবের হাট,সন্দ্বীপ, চট্টগ্রাম।

যদি কেউ পেয়ে বা দেখে থাকেন দয়া করে নিচের দেওয়া নম্বারগুলোতে যোগাযোগ করবেন-

01879910563 (হৃদয়)
01833258148(পাভেল)

https://youtu.be/xIRGdYC7tdQ
02/06/2021

https://youtu.be/xIRGdYC7tdQ

Director & Animation : Towhid MahmudTeenager 3D Animation Series : Teenager Series - Part 18 (English Subtitles) ...

রোহিঙ্গারা ভাসান চর থেকে পালাচ্ছে, পালাবে।রোহিঙ্গাদের কাছে চট্টগ্রাম, নোয়াখালি শহর হলো ইউরোপ।উদ্বেগের বিষয় হলো,পালিয়ে আস...
31/05/2021

রোহিঙ্গারা ভাসান চর থেকে পালাচ্ছে, পালাবে।
রোহিঙ্গাদের কাছে চট্টগ্রাম, নোয়াখালি শহর হলো ইউরোপ।

উদ্বেগের বিষয় হলো,পালিয়ে আসা রোহিঙ্গাদের ৯০% হলো নারী।
দালাল চক্র নারীদের কেন টার্গেট করেছে সেটা বুঝার বাকি নেই।হয়ত সুযোগ বুঝে নারীদের থেকে শিশুদের কেও আলাদা করে দিতো।
এই ভাবে চলতে থাকলে মানব পাচার এর অন্যতম রুট হয়ে যাবে সন্দ্বীপ।
রোহিঙ্গাদের সাথে ভাষাগত মিল না থাকায় তারা হয়ত সন্দ্বীপ থাকতে চাইবেনা কারন থাকতে গেলে ধরা খাইবে।

শুধু মাত্র সন্দ্বীপ টা ট্রানজিট হবে মানব পাচারের।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে এই ভাবে রোহিঙ্গারা ভাসান চর থেকে পালিয়ে আসা অশনি সংকেত।

শেষের ছবিটি আজকে মিরেরশ্বরাই য়ের ধৃত রোহিঙ্গা নারীরা এবং দালাল চক্র।

এই দালাল গুলার পিছনের গডফাদারদের চিহ্নিত করা না গেলে রোহিঙ্গাদের ঢল থামানো কঠিন হয়ে যাবে।

25/05/2021

আসছে ইয়াস, কলা গাছ মোকাবেলা করবে ঘূর্ণিঝড় এর পানি।

- Sadik Khan, ২৫/০৫/২০২১ং

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'ইয়াস' প্রবল শক্তিশালী হয়ে সমুদ্রে একই এলাকায় অবস্থান করছে।

"এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের পুরো গতিপথ ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। উপকূলে আসার পর ভারতের দিকে যাওয়ার পথে বাংলাদেশে এর উপকূলে এর প্রভাব থাকবে।আগামীকাল ২৬ মে ভোরে ইয়াস আছড়ে পড়তে পারে উপকূল অঞ্চলে।
ইতিমধ্যে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি পানিতে রাস্তাঘাট ও বসতবাড়ি তলিয়ে গেছে ।

ভিডিও তে এটা হচ্ছে সন্দ্বীপের দক্ষিন দিকের একদম শেষ প্রান্ত সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ।

সন্দ্বীপের এই ইউনিয়নে এখনো পর্যন্ত শক্ত বেড়িবাঁধ নাই,বেড়িবাঁধ না হওয়ার ফলে বিগত বছরেও অনায়াসে জোয়ারের পানি ঢুকে এই ইউনিয়নে।

এরপর ও সংস্কারের দেখা নাই সন্দ্বীপের " সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ।

অনেক জায়গায় পুরোই সমতল,উচু কোন বাঁধ ই নেই।বেড়িবাঁধ না থাকলে ও সে জায়গা রয়েছে কলা গাছ।কলা গাছ মোকাবেলা করবে ঘূর্ণিঝড় এর জোয়ারের পানি।

স্বাভাবিক জোয়ারেও কোন বাধা ছাড়া পানি ঢুকে এই ইউনিয়নে।

জোয়ারের পানি বাড়লে পুরো ইউনিয়ন থাকবে পানির তলে।

সব সময় অবহেলিত এই ইউনিয়নে শুধু ঘূর্ণিঝড় আসলে সবার দৌড়ঝাপ বেড়ে যায়।

সিডর,আইলা,মহাসেন,মোরা,বুলবুল,নার্গিস,ফণী কত ঘূর্ণিঝড় এর ঝাপটা গেলো এরপর ও হয়নি শক্ত বেড়িবাঁধ, এই সব ঘূর্ণিঝড় এর গতিপথ সন্দ্বীপের দিকে থাকলে কি হত আল্লাহ ই ভালো জানে।

ইয়াস শব্দের অর্থ "হতাশ"

সারিকাইতের বেড়িবাঁধ দেখে আমরা ও হতাশ, ঘূর্ণিঝড় নিজেও সত্যিই হতাশ হবে।

সবাই শুধু উন্নয়নের গল্প শুনালেও কেন এতদিন সন্দ্বীপে সারিকাইত অংশের বেড়িবাঁধ তৈরি এবং সংস্কার হয় নি এই প্রশ্ন কেউ কাউকে করছেনা।

চলতি বছরে মার্চ মাসে করা সারিকাইতের বেড়িবাঁধ এর একাংশের ভিডিও।

আসছে ঘূর্ণিঝড়  "ইয়াস"বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।স্বাভ...
22/05/2021

আসছে ঘূর্ণিঝড় "ইয়াস"

বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

স্বাভাবিকভাবে এটি দেশের উপকূল এলাকা অতিক্রম করবে সে হিসেবে সন্দ্বীপ রয়েছে ঝুকিতে।

অথচ আমাদের সন্দ্বীপে দক্ষিনে সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ পুরোই খোলা।
রাস্তা,খাল,বিল নালার সাথে বেড়িবাঁধ মিলেমিশে একাকার।

জোয়ারের পানি সামান্য বেশি হলেও বিনা বাধায় ঢুকে বাহির হয় সেখানে ঘূর্ণিঝড় এর প্রভাবে কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না।

কেন এতদিনে দক্ষিণ সন্দ্বীপে বেড়িবাঁধ এর কাজ শেষ হয়নি এই প্রশ্নের উওর কি আছে?

সন্দ্বীপে সাবেক ছাত্রদল নেতা আব্দুল  বাকের রোমানের পক্ষ হতে ঈদ উপহার প্রদান।সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা...
09/05/2021

সন্দ্বীপে সাবেক ছাত্রদল নেতা আব্দুল বাকের রোমানের পক্ষ হতে ঈদ উপহার প্রদান।

সন্দ্বীপের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী আব্দুল বাতেন সওদাগরের নাতি ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশার ভাতিজা ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা আব্দুল বাকের রোমানের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

৯ মে রোজ রোববার আব্দুল বাকের রোমানের নিজ বাড়ি রোমান ম্যানসনে ঈদ উপহার হিসেবে এ পাঞ্জাবী ও সেলাই মেশিন বিতরন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদিন বাকের,সাবেক সন্দ্বীপ উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক তসলিম উদ্দিন,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি নিঝুম খাঁন,বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক হাসানুজ্জামান মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গাজী হানিফ, সাবেক কমিশনার নাছির উদ্দিন,এডিএম সেলিম, হেলাল মেম্বার, কাসেম মেম্বার, মোঃ কাজল, মাঈন উদ্দিন,দিদারুল আলম সোহেল, টিটু হায়দার, কামরুল হাসান, আব্দুল ওয়াজেদ অনিক, খায়রুল আলম সাইফুল সাবেক উপজেলা যুবদল নেতা শাহাদাৎ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম এছাড়াও সন্দ্বীপ উপজেলা যুবদল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন আওয়ামী শাসন আমল শুরু হওয়ার পর থেকে বিএনপি,যুবদল ও ছাত্রদলের অনেক নেতা কর্মীরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবন করছে। কিন্তু যে সমস্ত নেতা কর্মীরা নির্বাচন এলে দল থেকে নমিনেশন চাই,কোটি টাকা খরচ করে নেতা সেজে যায়, তারা নেতা কর্মীদের কোন খোঁজ খবর রাখেনা। আমরা যে সব নেতা কর্মী বান্ধব নয় কিন্তু সুযোগের অপেক্ষায় বসে থাকে সে সব নেতাদের বয়কট করবো। আব্দুল বাকের রোমান সে হিসেবে ব্যাতিক্রম সে করোনাকালীন সময়ে ত্রান সহযোগিতা ছাড়াও সকল সংকটময় মুহুর্তে এবং প্রতিবছর ঈদে, কোরবানে কর্মীদের পাশে দাঁড়ায়, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই আমরা বলবো যারা সত্যিকারে নেতৃত্ব দিতে চান তারা রোমানের মতো কর্মীদের খোজ খবর নেন, পাশে দাঁড়ান নয়তো সু-সময়ে মাঠে আসলে কেউ আপনাদের মুল্যায়ন করবেনা। আমরা আব্দুল বাকের রোমানের নেতা কর্মীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ওনার পাশে থেকে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।

(প্রেস বিজ্ঞপ্তি)

কাঠালবাড়ি - মাওয়া নৌরুটে স্পীডবোড -বলগেট দুর্ঘটনায় বিধ্বস্ত স্পীড বোট,প্রায় ২৭ জন নিহত।মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পি...
03/05/2021

কাঠালবাড়ি - মাওয়া নৌরুটে স্পীডবোড -বলগেট দুর্ঘটনায় বিধ্বস্ত স্পীড বোট,প্রায় ২৭ জন নিহত।

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোট টি ৩২ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বলগেটের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।
উক্ত দুর্ঘটনায় প্রায় ২৭ জনের লাশ উদ্ধার হয়েছে ৷

আমাদের চট্রগ্রাম -সন্দ্বীপ নৌরুটে যাতায়াতের অন্যতম বাহন স্পীড বোট।
এই সব দূর্ঘটনা থেকে আমাদের কেও শিক্ষা নিয়ে সতর্ক থাকা উচিত।যারা স্পীড বোট অপারেট করেন তারাও সচেতন হওয় উচিত।

আইসিউ সংকট,অক্সিজেন নেই,ভেন্টিলেটর নেই,হাসপাতাল গুলোতে সিট নেই,দিন দিন  ভীড় জমছে হাসপাতালে।স্বাস্থ্য বিধি মানুন,নিরাপদ থ...
02/04/2021

আইসিউ সংকট,অক্সিজেন নেই,ভেন্টিলেটর নেই,হাসপাতাল গুলোতে সিট নেই,দিন দিন ভীড় জমছে হাসপাতালে।

স্বাস্থ্য বিধি মানুন,নিরাপদ থাকুন।

আল্লাহ সবাইকে হেফাজত করুক।আমিন।

আমরা কেউ ভূলেনি সেই দিন টির কথা,লাল বোট ট্রাজেডিতে স্বজন হারানোর ব্যথা।২০১৭ সালে ০২ ই এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌ...
02/04/2021

আমরা কেউ ভূলেনি সেই দিন টির কথা,
লাল বোট ট্রাজেডিতে স্বজন হারানোর ব্যথা।

২০১৭ সালে ০২ ই এপ্রিল সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌ হত্যাকান্ডের শিকার সকলের আত্নার মাগফেরাত কামনা করছি।

ছাড়িয়া দীর্ঘশ্বাস,কবে আসবে জাহাজ।গতকাল থেকে আবহাওয়ার অবস্থা খুব খারাপ।নদী খুব উত্তাল।প্রচন্ড বাতাস সন্দ্বীপে।আজকে গুপ্তছ...
31/03/2021

ছাড়িয়া দীর্ঘশ্বাস,কবে আসবে জাহাজ।

গতকাল থেকে আবহাওয়ার অবস্থা খুব খারাপ।নদী খুব উত্তাল।প্রচন্ড বাতাস সন্দ্বীপে।

আজকে গুপ্তছড়া ঘাট,বাশবাড়িয়া ঘাট,গাছুয়া ঘাট যাতায়াত সম্পূর্ণ বন্ধ ছিলো।
প্রায় শতাধিক যাত্রী ঘাট থেকে ফেরত যান।

গতকাল মালের বোটে যাত্রী পারপার হলেও আজ সেটাও বন্ধ ছিলো।


সকালে বিদেশ গামি একজন যাত্রীর সাথে গুপ্তছড়া ঘাটে দেখা হয়েছিলো,আজ সন্ধ্যায় তার ফ্লাইট।জরুরী প্রয়োজনে সন্দ্বীপ এসে আটকা পড়েছেন।
শেষ পর্যন্ত চট্টগ্রাম পৌঁছেছেন কিনা জানিনা।

এহেন পরিস্থিতিতে,খুব দ্রুত নিরাপদ নৌ যান (জাহাজ) না আসলে কপালে দুঃখ আছে আমাদের।

খারাপ আবহাওয়ার কারনে গুপ্তছড়া-কুমিরা যাতায়াত বন্ধ।এছাড়াও বাশাবাড়িয়া ঘাট দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।চট্রগ্রাম ও সন্দ্বীপগামি...
31/03/2021

খারাপ আবহাওয়ার কারনে গুপ্তছড়া-কুমিরা যাতায়াত বন্ধ।
এছাড়াও বাশাবাড়িয়া ঘাট দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে।

চট্রগ্রাম ও সন্দ্বীপগামি যাত্রীরা খোজ খবর নিয়ে ঘাটে আসিয়েন।

একটি শোক সংবাদ সারিকাইত সাতঘরিয়া নিবাসি আলি মুন্সির বাড়িরমোহাঃআবু তাহের (লেদু মেম্বার) এর পুত্র মোহাম্মদ সোহরাব প্রকাশ আ...
17/03/2021

একটি শোক সংবাদ

সারিকাইত সাতঘরিয়া নিবাসি আলি মুন্সির বাড়ির
মোহাঃআবু তাহের (লেদু মেম্বার) এর পুত্র মোহাম্মদ সোহরাব প্রকাশ আর এ খান আজ রাত আনুমানিক ০৩ টায় ইন্তেকাল করেছেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

জানাজা সময় পরে জানিয়ে দেওয়া হবে

11/03/2021

সন্দ্বীপের "রিস্ক জোন" সারিকাইত ইউনিয়ন

-সাদিক খান,১১/০৩/২০২১ ইং

এটা হচ্ছে সন্দ্বীপের দক্ষিন দিকের একদম শেষ প্রান্ত সারিকাইত ইউনিয়নের বেড়িবাঁধ।

ঘূর্ণিঝড়ে সন্দ্বীপের সব চেয়ে "রিস্ক জোন" সারিকাইত ইউনিয়ন।একদম বঙ্গোপসাগরের মোহনায়।

সন্দ্বীপের এই ইউনিয়নে এখনো পর্যন্ত শক্ত বেড়িবাঁধ নাই,বেড়িবাঁধ না হওয়ার ফলে গত বছরেও অনায়াসে জোয়ারের পানি ঢুকে এই ইউনিয়নে।

এরপর ও সংস্কার হয়নি সারিকাইতের বেড়িবাঁধ।

অনেক জায়গায় পুরোই সমতল,উচু কোন বাঁধ ই নেই।
স্বাভাবিক জোয়ারেও কোন বাধা ছাড়া পানি ঢুকবে এই ইউনিয়নে।

আসছে বর্ষা,লঘুচাপ,নিম্নচাপ ও জ্বলোচ্ছাসে জোয়ারের পানি বেশি হলে এই সারিকাইত ইউনিয়ন হবে প্লাবিত।

সব সময় অবহেলিত এই ইউনিয়নে শুধু ঘূর্ণিঝড় আসলে সবার দৌড়ঝাপ বেড়ে যায়।

সিডর,আইলা,মহাসেন,মোরা,বুলবুল,নার্গিস,ফণী কত ঘূর্ণিঝড় এর ঝাপটা গেলো এরপর ও হয়নি শক্ত বেড়িবাঁধ, এই সব ঘূর্ণিঝড় এর মাথা সন্দ্বীপের দিকে থাকলে কি হত আল্লাহ ই ভালো জানে।

অবিলম্বে এই সন্দ্বীপে সারিকাইত অংশের বেড়িবাঁধ তৈরি এবং সংস্কার করা না গেলে কপালে দুঃখ আছে।

গত পরশু ০৯/০৩/২০২১ ইং তোলা ভিডিও ফুটেজ।

প্রবাসে থেকে সবার মন রক্ষা করা সম্ভব না।নিজের কলিজা,ফুসফুস,হৃৎপিণ্ড  দিয়ে দিলেও সবাই শুধু না দেওয়ার হিসাব টা কষবে ।যে মা...
11/03/2021

প্রবাসে থেকে সবার মন রক্ষা করা সম্ভব না।

নিজের কলিজা,ফুসফুস,হৃৎপিণ্ড দিয়ে দিলেও সবাই শুধু না দেওয়ার হিসাব টা কষবে ।

যে মানুষ গুলো একসময় নিজেরা চালানি পাঠাতো প্রিয়জনের জন্য আজ তারা নিজেরাই প্রবাস থেকে ফিরেছে বাক্সবন্দি চালানি হয়ে।

এক বুক আশা ভরসা নিয়ে তারা পাড়ি জমিয়েছিলো প্রবাসে,আজ তারা দেশে এসেছে ঠিক ই তবে বাক্স বন্দি হয়ে।

গত ১৩ ই ফেব্রুয়ারি ওমানের দুখুম অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সন্দ্বীপের সকল রেমিটেন্স যোদ্ধার আত্নার মাগফেরাত কামনা করছি

উল্লেখ্য উক্ত সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের পাঁচ জন লোক মৃত্যু বরন করে এবং গত ২৪শে ফেব্রুয়ারি ১ জন মৃত্যু বরন করে।

Address

Complex
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Shashoto Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shashoto Sandwip:

Videos

Share


Other News & Media Websites in Sandwip

Show All

You may also like