08/05/2022
ব্রেকিং নিউজ: বঙ্গপোসাগরে ঘুর্ণিঝড় "আসানি" সৃষ্টি হয়েছে
বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক ২ টি পর্যায় (লঘু চাপ ও গভীর নিম্নচাপ) সম্পন্ন করে অবশেষে পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টির নাম এখন "আসানি"। ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২ টার সময় ৯ দশমিক ৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯১ দশমিক ৩ ডিগ্রী দ্রাঘিমাংশে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে। দুপুর ১২ টার সময় সমুদ্রে পৃষ্ঠে ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ ছিলও ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার দমকা হাওয়া সহ যা ঘণ্টায় প্রায় ৯৩ কিলোমিটার পর্যন্ত উঠতেছে। ঘূর্ণিঝড়টি কোলকাতা বন্দর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো আজ শনিবার দুপুর ১২ টার সময়।
আগামী সোমবারের পূর্বে নিশ্চিত করে পূর্বাভাষ করা যাচ্ছে না এই ঘূর্ণিঝড়টি কোন স্থানের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরুর পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো মে মাসের ৯ তারিখ থেকে। মে মাসের ১০ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টি শুরুর পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। মে মাসের ১১ তারিখ থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলো ও ১২ ও ১৩ তারিখে পুরো দেশব্যাপী বৃষ্টি পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। মে মাসের ১৩ ও ১৪ তারিখে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে খুবই ভাবি বৃষ্টিপাত হওয়ার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল অনুসারে ঘূর্ণিঝড় আসানির কারণে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মে মাসের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে আতংকের বিষয় হলও ঘূর্ণিঝড় আসানির কারণে কক্সবাজার জেলায় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতের কথা নির্দেশ করতে একাধিক আবহাওয়া পূর্বাভাষ মডেল। কক্সবাজার জেলার উপরে পূর্বাভাষ-কৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ যদি সঠিক প্রমাণিত হয় তবে কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক বন্যা ও ভূমিধ্বস হবে যার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
তথ্য কৃতজ্ঞতা: উপরে প্রদত্ত বিভিন্ন তথ্য আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে সংগৃহীত। পোষ্টে সংযুক্ত ছবিটি ঘূর্ণিঝড় আসানির সম্ভব্য গতিপথ নির্দেশ করতেছে। ছবিটি জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক তৈরিকৃত।