News Network Sandwip

News Network Sandwip Media & News channel follow me for Your Motherland updates

ব্রেকিং নিউজ: বঙ্গপোসাগরে ঘুর্ণিঝড় "আসানি" সৃষ্টি হয়েছে বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক ২ টি পর্য...
08/05/2022

ব্রেকিং নিউজ: বঙ্গপোসাগরে ঘুর্ণিঝড় "আসানি" সৃষ্টি হয়েছে

বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রাথমিক ২ টি পর্যায় (লঘু চাপ ও গভীর নিম্নচাপ) সম্পন্ন করে অবশেষে পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টির নাম এখন "আসানি"। ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২ টার সময় ৯ দশমিক ৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৯১ দশমিক ৩ ডিগ্রী দ্রাঘিমাংশে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছ ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে। দুপুর ১২ টার সময় সমুদ্রে পৃষ্ঠে ঘূর্ণিঝড়টির বাতাসের বেগ ছিলও ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার দমকা হাওয়া সহ যা ঘণ্টায় প্রায় ৯৩ কিলোমিটার পর্যন্ত উঠতেছে। ঘূর্ণিঝড়টি কোলকাতা বন্দর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছিলো আজ শনিবার দুপুর ১২ টার সময়।

আগামী সোমবারের পূর্বে নিশ্চিত করে পূর্বাভাষ করা যাচ্ছে না এই ঘূর্ণিঝড়টি কোন স্থানের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরুর পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো মে মাসের ৯ তারিখ থেকে। মে মাসের ১০ তারিখ থেকে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টি শুরুর পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। মে মাসের ১১ তারিখ থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলো ও ১২ ও ১৩ তারিখে পুরো দেশব্যাপী বৃষ্টি পূর্বাভাষ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। মে মাসের ১৩ ও ১৪ তারিখে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে খুবই ভাবি বৃষ্টিপাত হওয়ার কথা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাষ মডেলগুলো। আমেরিকান আবহাওয়া পূর্বাভাষ মডেল অনুসারে ঘূর্ণিঝড় আসানির কারণে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় মে মাসের ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সবচেয়ে আতংকের বিষয় হলও ঘূর্ণিঝড় আসানির কারণে কক্সবাজার জেলায় সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাতের কথা নির্দেশ করতে একাধিক আবহাওয়া পূর্বাভাষ মডেল। কক্সবাজার জেলার উপরে পূর্বাভাষ-কৃত মোট বৃষ্টিপাতের পরিমাণ যদি সঠিক প্রমাণিত হয় তবে কক্সবাজার জেলায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ব্যাপক বন্যা ও ভূমিধ্বস হবে যার কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

তথ্য কৃতজ্ঞতা: উপরে প্রদত্ত বিভিন্ন তথ্য আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে সংগৃহীত। পোষ্টে সংযুক্ত ছবিটি ঘূর্ণিঝড় আসানির সম্ভব্য গতিপথ নির্দেশ করতেছে। ছবিটি জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক তৈরিকৃত।

ঈদের পরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাসএকটি অশনি সংকেতও রয়েছে। ঈদের পরেই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মে মাসেই আইল...
01/05/2022

ঈদের পরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

একটি অশনি সংকেতও রয়েছে। ঈদের পরেই বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মে মাসেই আইলা ও আম্ফানের মতো ঘূর্ণিঝড় দেখা গিয়েছিল। এবারও মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।

পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের (৫ মে) পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। পরে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।

ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার বড়সড় আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই নিম্নচাপ। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮ – ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর ফলে ক্রমশ শক্তি বাড়াবে নিম্নচাপটি। নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে।
নতুন এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে উপকূলবর্তী জেলালোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মে মাসে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার অভিজ্ঞতা মোটেও সুখকর না। কারণ ঘূর্ণিঝড় আইলা থেকে আম্ফান আঘাত হেনেছিল এই মে মাসেই।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

26/04/2022
26/04/2022
কুমিরা টু গুপ্তছড়া স্পীডবোট নিয়ে যত দাবি...!!! কুমিরা টু গুপ্তছড়া রুটে স্পীডবোট একদম বন্ধ হয়ে যাক আমি সেটার পক্ষে না। স্...
26/04/2022

কুমিরা টু গুপ্তছড়া স্পীডবোট নিয়ে যত দাবি...!!!
কুমিরা টু গুপ্তছড়া রুটে স্পীডবোট একদম বন্ধ হয়ে যাক আমি সেটার পক্ষে না। স্পীডবোট চালু থাকুক তবে কিছু শর্ত পূরন করে। (সম্পুর্ণ পোস্টটা আমার ব্যক্তিগত মতামত)

১)যে স্পীর্ডবোট গুলো চলবে সবগুলো ফিটনেস থাকতে হবে।

২)স্পীর্ডবোট ড্রাইবারের স্পীর্ডবোট চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

৩)টিকেট কালোবাজারি, VIP সেবা বন্ধ থাকতে হবে। যাতে যাদের জরুরী দরকার তারা যেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়াই থাকতে না হয়। প্রয়োজনে টিকেট অনলাইনে কিনার ব্যবস্থা করা যেতে পারে।

৪)একটা টিকেট এর সাথে কত কেজি মাল নিয়ে যাওয়া যাবে সেটা নির্ধারিত থাকতে হবে। নির্ধারিত ওজন চেয়ে বেশি হলে কত কেজি মালের জন্য কত টাকা ভাড়া দিতে হবে সেটা উল্লেখ থাকতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া নিতে হবে।

৫)একটা স্পীর্ডবোটে কতজন যাত্রী এবং মাল যেতে পারবে সেটাও সু স্পষ্ট থাকবে। কোন ভাবে অতিরিক্ত মাল এবং যাত্রী নেওয়া যাবে না।

৬)পর্যাপ্ত পরিমাণ ব্যবহার যোগ্য লাইফ জ্যাকেট ব্যাবস্থা করতে হবে। ছোট বাচ্ছাদের জন্য ছোট সাইজ,বড়দের জন্য বড় সাইজ।

৬) যাত্রীদের সাথে ঘাট কর্তৃপক্ষের শালীন ব্যবহার করতে হবে।

সর্বোপরি একটা নিরাপদ নৌ রুট আমরা চায় যেখানে মানুষ নিরাপদে তার গন্তব্যে পৌঁচাতে পারে। ঘাটে এসে কোন হয়রানির স্বীকার হতে হবে না।

25/04/2022

একযোগে চট্টগ্রাম এবং ঢাকা প্রেস ক্লাবের সামনে খালি গায়ে আন্দোলন নিরাপদ নৌ রুটের ৬ দাবি নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা।

দ্রুত সমস্যার সমাধান না হলে লাল ভোট থেকে মানুষ আবার মরবে।   #স্পীড_বোট বন্ধ করাতে অসুস্থ রোগীদের সমস্যা আরো বাড়ছে।   গর্...
25/04/2022

দ্রুত সমস্যার সমাধান না হলে লাল ভোট থেকে মানুষ আবার মরবে। #স্পীড_বোট বন্ধ করাতে অসুস্থ রোগীদের সমস্যা আরো বাড়ছে। গর্ভবতী মহিলা,বৃদ্ধ মা-বাবা এদেরকে একবার লালবোটে তুলোরে আবার নামাওরে। সন্দ্বীপের অভিবভাবকরা হৃদয়ের চোখ দিয়েএই সমস্যাগুলো দেখতে হবে নতুবা এই সমস্যার সমাধান হবে না।

সন্দ্বীপ-চট্রগ্রাম নৌ রুটে নিরাপদ যাতায়াতের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে খালি গায়ে প্রতিবাদ সভা চলছে!
25/04/2022

সন্দ্বীপ-চট্রগ্রাম নৌ রুটে নিরাপদ যাতায়াতের জন্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে খালি গায়ে প্রতিবাদ সভা চলছে!

24/04/2022

সন্দ্বীপ গুপ্তচরা নৌ রুটে ৩শিশু নিখোঁজের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন।
২শিশুকে পাওয়া গেলে ও ১শিশু এখনো নিখোঁজ।

এটি জাহাজের শিডিউল।এটা সবাই প্রচার করে দিতে পারেন....
24/04/2022

এটি জাহাজের শিডিউল।এটা সবাই প্রচার করে দিতে পারেন....

23/04/2022
23/04/2022

ব্রেকিং নিউজ:
সন্দ্বীপবাসীর বিভিন্ন দাবিদাওয়া'র প্রেক্ষিতে -
আসছে মে মাসে
ঘেরাও ঘেরাও ঘেরাও হবে 16 ই মে ঘেরাও হবে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিটিএ।

ভিডিও-Monjur Mowla
মানববন্ধন
২৩ এপ্রিল ২০২২
জাতীয় প্রেসক্লাব, ঢাকা

23/04/2022

নৌ ডুবি তিন বোনের মৃত্যু,স্থানীয়দের জোড় দাবী নিয়ে আন্দোলন...!!
অপেক্ষা প্রশাসন উত্তর..

গুপ্তছড়া ঘাট ব্রিজের  হোন্ডা এক্সিডেন্টে নিহত শিশুর পরিবার থানায় গেছে মামলা করেতে, শুরুতে তাকে মামলা করতে বাধা দেয়া হয়েছ...
23/04/2022

গুপ্তছড়া ঘাট ব্রিজের হোন্ডা এক্সিডেন্টে নিহত শিশুর পরিবার থানায় গেছে মামলা করেতে, শুরুতে তাকে মামলা করতে বাধা দেয়া হয়েছে। মেয়ের বাবা ভয়ে একে ওকে কল করছে। কেউ হেল্প করেনি। পরে শুনলাম থানা মামলা না নিয়ে ২লক্ষ টাকা দিয়ে মিমাংস করে দিছে৷ থানার ভেতরে ওসির উপস্থিতিতে হইছে মিমাংসা।
আমরা জানতে চাই এই ২লক্ষ টাকা কে দিয়েছে?
থানা মামলা না নিয়ে মিমাংস করার কে?

Address

Sandwip
Sandwip

Telephone

+8801882705003

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Network Sandwip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share