Mohammed Murad sonali

Mohammed Murad sonali Sonali Life insurance company limited

03/06/2024
02/06/2024

IDRA চেয়ারম্যান বীমা ইন্ডাস্ট্রিতে রক্ষকের ভূমিকা বাদ দিয়ে ভক্ষকের ভূমিকায় আছেন,তদন্ত করলে সব থলের বিড়াল বের হবে, বীমা সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রইলো।

কি ভাবছেন, মা মাছকে, তাদের বাচ্ছাদেরকে মেরে খেয়ে আপনি মহৎ কাজ করে ফেলেছেন? না বরং আপনি দেশের ক্ষতি দশের ক্ষতি করছেন। আপন...
30/05/2024

কি ভাবছেন, মা মাছকে, তাদের বাচ্ছাদেরকে মেরে খেয়ে আপনি মহৎ কাজ করে ফেলেছেন? না বরং আপনি দেশের ক্ষতি দশের ক্ষতি করছেন। আপনার ১ বেলার খাবারের জন্য ছোট মাছ ধরা থেকে বিরত থাকুন।তাদের বড় হতে দিন। সেদিন এই মাছগুলোই আপনার ১ বেলা নয়, পুরো ১ বছরের খাবার হয়ে ফিরে আসবে।
দয়া করে মা এবং ছোট মাছ ধরা থেকে বিরত থাকুন.....

পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আপনি সাথে করে কোন বন্ধু কিংবা কোন শত্রু নিয়ে আসেননি। আপনি কার সাথে কেমন আচরণ সেটার উপর নির্ভ...
26/05/2024

পৃথিবীতে জন্ম নেওয়ার সময় আপনি সাথে করে কোন বন্ধু কিংবা কোন শত্রু নিয়ে আসেননি। আপনি কার সাথে কেমন আচরণ সেটার উপর নির্ভর করে কেউ বন্ধু হয়েছে,কেউ শত্রু হয়েছে। আচরণে সংযত হোন,ভাষায় মিষ্টতা রাখুন। দিনশেষে একজন ভালো মানুষ হয়ে যেন ঘুমাতে যেতে পারেন।।

24/05/2024

আগামীকাল ২৫ মে শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সমগ্র সন্দ্বীপ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
/
নির্বাহী প্রকৌশলী,পিডিবি, সন্দ্বীপ।

দুঃসময়ে পাশে থাকার মানুষগুলো, বর্তমানে সুসময়ে কেন? চিলি মিলি করে।কোন এক সময় নিজের ভুল নিজেই স্বীকার করবে?
18/05/2024

দুঃসময়ে পাশে থাকার মানুষগুলো, বর্তমানে সুসময়ে কেন? চিলি মিলি করে।কোন এক সময় নিজের ভুল নিজেই স্বীকার করবে?

ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত হলেও সেটা সুরক্ষিত করার সুযোগ আছে আমাদের হাতেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসিতে সঞ্চয়...
16/05/2024

ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত হলেও সেটা সুরক্ষিত করার সুযোগ আছে আমাদের হাতেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসিতে সঞ্চয়ের মাধ্যমে গড়ুন ভাবনাহীন ভবিষ্যৎ!

বিভিন্ন সঞ্চয়ী পরিকল্প নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সবসময় আছে আপনার পাশে।বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭১৬৮০৮৫৬৯

সোনালী জীবন সুখের জীবন, সোনালী পরিবারের গর্বিত সদস্যদের জন্য আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। চলবে মোরা একসাথে জয় করব সোনা...
16/05/2024

সোনালী জীবন সুখের জীবন, সোনালী পরিবারের গর্বিত সদস্যদের জন্য আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। চলবে মোরা একসাথে জয় করব সোনালীকে, সোনালীতে আছি, থাকবো সারা জীবন ইনশাআল্লাহ। মুহাম্মদ মুরাদ ইউনিট ম্যানেজার, সন্দ্বীপ টাউন মেট্রো।

একটি শোক সংবাদ একটি শোক সংবাদ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গাইবান্ধা মেট্রো শাখার ইউনিট ম্যানেজার মোহাম্মদ রাজু মিয়ার অকা...
15/05/2024

একটি শোক সংবাদ একটি শোক সংবাদ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গাইবান্ধা মেট্রো শাখার ইউনিট ম্যানেজার মোহাম্মদ রাজু মিয়ার অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। তার আত্মার মাগফেরাত কামনা করছি। তার নিজ বাড়িতে আজ বাদ আছর জানাজা নামাজ অনুষ্ঠিত হইবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল বীমা কর্মকর্তা-কর্মচারীকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।মোঃ ওবায়েদুর রহমান সোনালী লাইফের একজন সম্মানিত ব...
13/05/2024

নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।

মোঃ ওবায়েদুর রহমান সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক। তিনি সোনালী লাইফে একটি বীমা করেছিলেন; যার মেয়াদপূর্তী সুবিধা পাওয়ার তারিখ আগামী ২৮/০৬/২০২৪। মেয়াদপূর্তী সুবিধা হিসেবে তিনি পাবেন চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত (৪,৯৭,৫০০/-) টাকা।

প্রতিদিন এভাবেই সোনালী লাইফের প্রধান কার্যালয় এবং শাখা অফিস সমূহে আমরা অসংখ্য বীমাদাবী নিষ্পত্তি করে যাচ্ছি।

#সোনালী_জীবন_সুখের_জীবন

প্রায় সব পেশাই দুর্নাম আছেতবুও নিজের কাজকে ভালোবাসুন.."""""""""""""""""""""""""""""""""""""""""কারণ,অনেক ডাক্তার কে বলা...
12/05/2024

প্রায় সব পেশাই দুর্নাম আছে
তবুও নিজের কাজকে ভালোবাসুন..
"""""""""""""""""""""""""""""""""""""""""
কারণ,
অনেক ডাক্তার কে বলা হয় কসাই,
" ইঞ্জিনিয়ার " " " বাটপার,
" উকিল " " " মিথ্যাবাদী,
" শিক্ষক " " " ফাঁকিবাজ,
" পুলিশ " " " ঘুষখোর,
" ব্যবসায়ী " " " জিম্মিদার/ডাকাত,
" কৃষক " " " মফিজ,
" সাংবাদিক " " " চশমখোর,
" বীমা কর্মী " " " চিটার,
" হুজুর " " " ভন্ড/জঙ্গি,
সরলতা " " " উত্তরবঙ্গ,
চতুরতা " " " নোয়াখাইলা,
বাসায় থাকলে পরিবার বলে বেকার
কাজে নামলে বউ বলে সময় দেয় না ।

এত সমালোচনার পরও কি কেউ তার পেশা ছেড়েছে??????

কিছু করবেন তো সমালোচনার পাত্র হবেনই। তবুও সততার সঙ্গে কাজ করে যেতে হবে। আমি মনে করি সমাজে যারা ভালো কাজ দেখতে পায় না, শুধুই সমালোচনা করে, এরা আসলে দৃষ্টি প্রতিবন্ধী।

মনে রাখবেন,
হুজুর জোরে হাঁটলে
মানুষ বলে দাওয়াত পেয়েছে।
হুজুর ধীরে হাঁটলে
মানুষ বলে বেশি খেয়েছে।
👇👇👇👇👇👇👇👇👇👇👇

কিছু কাজ করতে গেলে আপনার লাইকার যেমন থাকবে ঠিক হেটার ও থাকবে এটা সবার ক্ষেত্রেই 😇🙃
কারন দেশে জ্ঞান দেয়ার লোকের অভাব নাই 🙃🤗
কিন্তুু কোন কাজে সাহস দেওয়ার লোকের অভাব🙂

মুহাম্মদ মুরাদ ইউনিট ম্যানেজার সন্দ্বীপ টাউন মেট্রো অফিস, সন্দ্বীপ চট্টগ্রাম।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
বাংলাদেশের প্রথম ১০০% তথ্য ও প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি
সন্দ্বীপ টাউন মেট্রো,
০১৮১৩২২০৮১৪

সোনালী জীবন সুখের জীবন

পৃথিবীর সবচেয়ে প্রশান্তিময় শব্দগুলোর একটি 'মা'। মাতৃগর্ভ থেকে জন্মের পর পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত মায়ের আদরের নিরাপদ আশ্রয়...
12/05/2024

পৃথিবীর সবচেয়ে প্রশান্তিময় শব্দগুলোর একটি 'মা'।

মাতৃগর্ভ থেকে জন্মের পর পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত মায়ের আদরের নিরাপদ আশ্রয় আমাদের সবচেয়ে নিবিড়ভাবে ঘিরে রাখে।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আন্তর্জাতিক মা দিবসে পৃথিবীর সকল মা-দের জানাই পরম শ্রদ্ধা ও ভালোবাসা।

'বিসমিল্লাহির রহমানির রাহিম "যেদিন থেকে আমি জানতে পেরেছি,আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,সেদিন থেকে আমার ...
12/05/2024

'বিসমিল্লাহির রহমানির রাহিম "
যেদিন থেকে আমি জানতে পেরেছি,আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না,সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে।আলহামদুলিল্লাহ্!

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দী ভাবিনি, কারও ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা,এই আওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না"

আর হ্যা!শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!
টাকা পয়সা,পেশাজীবনের সফলতা,নেক জীবনসঙ্গী, নেক সন্তান,উত্তম আখলাক,নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।

আর বর্তমানে আমি মুহাম্মদ মুরাদ ব্যক্তিজীবনে হালাল রিজিকের সন্ধানে আল্লাহর রহমতে নিজেকে বীমা পেশায় নিয়োজিত করেছি আলহামদুলিল্লাহ্।।
বাংলাদেশে বর্তমানে মোট ৩৬টি জীবন বীমা কোম্পানি আছে তার মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রথম স্হানে আছে আলহামদুলিল্লাহ্।।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ১০০% অনলাইন ও ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত এবং সবচেয়ে অগ্রসরমান জীবন বীমা কোম্পানি। যেখানে মেয়াদ যেই দিনই শেষ সেই দিনেই গ্রাহকের ব্যাংক হিসাবে পলিসির টাকা প্রদান করে, এবং মৃত্যু দাবি সর্বোচ্চ ৭ দিনের মধ্যেই প্রদান করে সোনালী।

এছাড়াও নিরাপত্তা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তথ্য- প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে দ্রুত অগ্রসরমান জীবন বীমা কোম্পানি।

এই কোম্পানিতে পৃথিবীর যে কোন স্থান থেকে কাজ করার সুযোগ রয়েছে শুধুমাত্র অনলাইনের কারণে। আপনার যদি ইচ্ছা থাকে আমার টিমে কাজ করার,তাহলে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে।।
সোনালী জীবন সুখের জীবন।

যোগাযোগ
মুহাম্মদ মুরাদ ইউনিট ম্যনেজার,
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড

সন্দ্বীপ টাউন মেট্রো অফিস, সন্দ্বীপ চট্টগ্রাম।
☎️01716808569☎️

12/05/2024
কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রথমে চিন্তা করে অথচ এদেশে বীমার প্রতি ভিন্ন রকম মতামত ভিন্ন র...
12/05/2024

কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তাদের কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রথমে চিন্তা করে অথচ এদেশে বীমার প্রতি ভিন্ন রকম মতামত ভিন্ন রকম চিন্তা চেতনা।

 #পেনশন_বীমা_পরিকল্পআপনার অবসর জীবনের জন্য সোনালী লাইফ এর-পেনশন বীমা পরিকল্প বৃদ্ধকালে যাতে সন্তানের মুখাপেক্ষী হতে না হ...
12/05/2024

#পেনশন_বীমা_পরিকল্প
আপনার অবসর জীবনের জন্য
সোনালী লাইফ এর-পেনশন বীমা পরিকল্প
বৃদ্ধকালে যাতে সন্তানের মুখাপেক্ষী হতে না হয়!
সেজন্য এখন থেকেই সন্ঞ্চয় করে
৫৫-বছর বয়স থেকে আজীবন পর্যন্ত পেনশন পেতে নিজের

কর্মজীবনের ব্যস্ততা শেষে অবসরে আপনার সঙ্গী কি?
বই পড়া, দেশ বিদেশে ঘুরে বেড়ানো কিংবা চাকুরী জীবনের মতো মাসে মাসে অর্থের যোগান- যা দিয়ে চলবে অবসর পরবর্তী আপনার সংসার এবং হাত খরচ।
সরকারি, বেসরকারি চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী -প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে মেয়াদ শেষে আজীবন পেনশন প্রাপ্তির সুযোগ নিতে পারেন।

এই বীমায় বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রহীতার অকাল প্রয়ানে মনোনীতককে বার্ষিক পেনশনের ১০(দশ)গুন টাকা প্রদান করা হয়।
মনোনীতক ইচ্ছা করলে পেনশন আকারেও এ অর্থ পেতে পারেন।
এছাড়াও পেনশন শুরুর ১০(দশ) বছরের মধ্যে গ্রাহক মৃত্যু বরন করলে ১০(দশ) অবশিষ্ট সময়ের সম পরিমাণ পেনশনের অর্থ নমিনিকে একত্রে প্রদান করা হবে।

উপরন্তু গ্রাহকের বাৎসরিক প্রিমিয়াম এর টাকা কর রেয়াত যোগ্য।

#সোনালী_জীবন_সুখের_জীবন
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

মোঃ শাকিল খান
ইউনিট ম্যানেজার
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
মেলান্দহ মেট্রো
হাই স্কুল রোড, বাচ্চু মিয়া ভবন ৩য় তলা, মেলান্দহ, জামালপুর।
মোবাঃ 0117 #পেনশন_বীমা_পরিকল্প
আপনার অবসর জীবনের জন্য
সোনালী লাইফ এর-পেনশন বীমা পরিকল্প
বৃদ্ধকালে যাতে সন্তানের মুখাপেক্ষী হতে না হয়!
সেজন্য এখন থেকেই সন্ঞ্চয় করে
৫৫-বছর বয়স থেকে আজীবন পর্যন্ত পেনশন পেতে নিজের

কর্মজীবনের ব্যস্ততা শেষে অবসরে আপনার সঙ্গী কি?
বই পড়া, দেশ বিদেশে ঘুরে বেড়ানো কিংবা চাকুরী জীবনের মতো মাসে মাসে অর্থের যোগান- যা দিয়ে চলবে অবসর পরবর্তী আপনার সংসার এবং হাত খরচ।
সরকারি, বেসরকারি চাকুরিজীবী কিংবা ব্যবসায়ী -প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রেখে মেয়াদ শেষে আজীবন পেনশন প্রাপ্তির সুযোগ নিতে পারেন।

এই বীমায় বীমার মেয়াদের মধ্যে বীমা গ্রহীতার অকাল প্রয়ানে মনোনীতককে বার্ষিক পেনশনের ১০(দশ)গুন টাকা প্রদান করা হয়।
মনোনীতক ইচ্ছা করলে পেনশন আকারেও এ অর্থ পেতে পারেন।
এছাড়াও পেনশন শুরুর ১০(দশ) বছরের মধ্যে গ্রাহক মৃত্যু বরন করলে ১০(দশ) অবশিষ্ট সময়ের সম পরিমাণ পেনশনের অর্থ নমিনিকে একত্রে প্রদান করা হবে।

উপরন্তু গ্রাহকের বাৎসরিক প্রিমিয়াম এর টাকা কর রেয়াত যোগ্য।

#সোনালী_জীবন_সুখের_জীবন
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ

মোঃ শাকিল খান
ইউনিট ম্যানেজার
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড
মুহাম্মদ মুরাদ ইউনিট ম্যানেজার সন্দ্বীপ টাউন মেট্রো অফিস, সন্দ্বীপ চট্টগ্রাম।
মোবাঃ 01716808569,(what's app/imo)

Sonali Life/পরিকল্প ১০/পেনশন বীমা

পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে চাই আমরা সবাই। কিন্তু সেজন্য প্রয়োজন গোছানো ও দুরদর্শী পরিকল্পনা। বীমা এমন এক ভবিষ্যৎ...
12/05/2024

পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে চাই আমরা সবাই। কিন্তু সেজন্য প্রয়োজন গোছানো ও দুরদর্শী পরিকল্পনা।

বীমা এমন এক ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা কবচ, যা আপনার অবর্তমানেও আপনার সন্তান, জীবনসঙ্গী ও পরিবারকে রাখবে সুরক্ষিত। তাই ভবিষ্যতকে আর্থিকভাবে নিরাপদ করুন আজই!

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০১৭১৬৮০৯৫৬৯

11/05/2024
বিবাহিত ভাই ও বোনেরা অবশ্যই পড়বেন।💝বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না, বিশ্বাস করুন ভালো থাকার জন্য ...
11/05/2024

বিবাহিত ভাই ও বোনেরা অবশ্যই পড়বেন।💝

বিয়ের পর দয়া করে স্বামী-স্ত্রী বেশিদিন দূরে থাকবেন না, বিশ্বাস করুন ভালো থাকার জন্য অনেক বেশি টাকার দরকার একদম-ই নেই।
দরকার আপনার ভালোবাসার।
জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আমরা আর কখনো ফিরে পাই না, আর আপনি বছরের পর বছর স্ত্রী, সন্তান রেখে বহুদূরে পরে আছেন!
এই কি জীবন?
কোথায় সুখ?
কোথায় আপনার স্ত্রীর জন্য ভালোবাসা?
কোথায় সন্তানের জন্য স্নেহ?
হ্যাঁ, টাকা-পয়সা জীবনে অনেক দরকার কিন্তু; ভেবে দেখেন তো সারাদিনে ৩০০ টাকা রোজগার করা মানুষটা যখন দিনশেষে বাসায় ফিরে তার সামনে পানি দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে রাতে তার স্ত্রী, সন্তানদের পাশে ঘুমাতে পারে, তার অসুস্থতায় তার স্ত্রী তাকে সেবা করে, তার সন্তান দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে কোলে ওঠে |
কোনো নারীর জীবন থেকে এমন সময় কেঁড়ে নিবেন না যে সময়টায় সে শুধু আপনাকে কাছে চায় |
বাইরে গেলে যখন তার চোখে পরে পাঞ্জাবি পরা কোনো এক ছেলে তার প্রিয়তমার হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, তখন আপনার স্ত্রীর ভেতর থেকে দীর্ঘশ্বাস বের হওয়া ছাড়া আর কিছু-ই করার থাকে না |.
আপনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বউকে দামী শাড়ি আর গহনা-ই পরিয়ে গেলেন।
কিন্তু যে সময়গুলো আপনারা হারিয়েছেন সেটা আর আসবে না কোনোদিন, উত্তপ্ত প্রেম টাকার তলায় চাপা দিয়ে দিলেন।
আপনার সন্তান যখন রাস্তায় দেখে কোনো বাবা তার ছেলেকে রঙিন বেলুন কিনে দিচ্ছে, তখন সে আপনাকে খোঁজে।
সন্তান যখন দেখে তার বয়সী বাচ্চা তার বাবার হাত ধরে মাদ্রাসা/স্কুলে যাচ্ছে তখন সে আপনাকে খুব মিস করে।
সন্তানের জন্য মাসে এতো হাজার টাকা না পাঠিয়ে হাত ধরে মাদ্রাসা/স্কুলে দিয়ে আসুন |
সে আপনার আদর্শে বড় হবে।

তখন সে আপনার কাছে ৫ টাকার প্রয়োজনে ১০ টাকা চাইবে না, বরং ১০ টাকার কাজ টা ৫ টাকায় মিটমাট করার চেষ্টা করবে।
কাজের চাপে আপনি সারাদিনে বউকে মনে করার তেমন সময়ও পান না অনেক সময়।
এদিকে দুপুরের নাওয়া-খাওয়া শেষ করার পর আপনার স্ত্রীর অলস বিকালে আর সন্ধ্যা নেমে আসতে চায় না।
জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দূরের ঐ নীল আকাশে রং বেরঙের কত কী দেখে, দেখে না শুধু আপনাকে।
মাঝরাতে ঘুম ভাঙার পর বাম পাশে আপনাকে না পেয়ে বুকে আকাশ সমান বোঝা নিয়ে আপনার স্ত্রী ঘুমিয়ে যায়, এভাবেই আপনার বয়স ৫০ পেড়িয়ে যাবে, স্ত্রীর চোখ ধূসর হয়ে আসবে।
হলো না আপনাদের কদম হাতে বৃষ্টিতে ভেজা আর হলো না আঁকাবাকা রাস্তায় পা মিলিয়ে সামনে হাটা হলো না।
সন্তান বুকে নিয়ে ঘুমানো|
হলো টাকার পাহাড়, বিষের পাহাড়, বিষাদের পাহাড়, যার চাপায় পিষে যাবে কতগুলো রঙিন স্বপ্ন, পিষে যাবে স্ত্রীর প্রেম, খসে যাবে আপনার যৌবন।

আলহামদুলিল্লাহ। স্বচ্ছতা জবাবদিহিতা  ও আস্থার একমাত্র নাম সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী। সোনালী কোথায় না কাজে বিশ্বাস...
11/05/2024

আলহামদুলিল্লাহ। স্বচ্ছতা জবাবদিহিতা ও আস্থার একমাত্র নাম সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী। সোনালী কোথায় না কাজে বিশ্বাসী।।।।

11/05/2024

Mohammad Joynul Bari | IDRA Chairman | Sonali Life Insurance

11/05/2024

মানুষের সরলতাকে কখনো দুর্বলতা ভাবা উচিত নয়।
কিছু মানুষ নিজের আত্মসন্মানের জন্য সব ধরনের কথার জবাব দেন না।
আর বিনয়ী মানুষ সবার প্রিয় হয়ে থাকে।
পৃথিবীতে কোন মানুষকেই ছোট করে দেখা উচিত নয়।কারণঃ- কার অবস্থান কখন পরিবর্তন হয়ে যাবে, একমাএ সৃষ্টিকর্তাই ভালো করে জানেন।
আর মানুষকে সন্মান করতে পারাও এক ধরনের পারিবারিক শিক্ষা।
আবার যারা স্বশিক্ষিত,তারাও মানুষকে সন্মান করতে জানেন।
আর মানুষকে সন্মান করলে সন্মান পাওয়া যায়।
প্রকৃতি মানুষের কাছ যা নেয়,তা আবার ফিরিয়েও দেয়।

একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান ...
10/05/2024

একবার চিন্তা করুন তো, আজকের বিমান দুর্ঘটনার দৃশ্য, যতটুকু ফুটেজে দেখেছেন।
একটা YAK-130 এডভান্স জেট প্রশিক্ষণ/যুদ্ধ বিমান আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়, সেই বিমানকে রানওয়েতে ল্যান্ড করানো মোটেও সম্ভব নয় যার কারণে পাইলট চাইলেই কিন্তু আকাশে থাকা অবস্থায় ইনজেকশন করে নিজেরা বের হয়ে আসতে পারতেন এতে করে তারা সহজেই বেঁচে যেতেন।
কিন্তু তারা সেই কজটি করেননি, কেন করেননি তা জানেন,, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করেছে বিমানটিকে বাঁচানোর জন্য, আর আকাশে থাকা অবস্থায় বিমান থেকে যদি তারা বের হয়ে আসত তাহলে বিমানটি যেই কোন জায়গায় গিয়ে বিধ্বস্ত হতে পারতো, হয়তো কারো ঘরের উপর অথবা আশেপাশে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা,মেঘনা, কাফকোর উপর অথবা কোন লোকালয়ে লোকজনের উপর সে ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। সেই চিন্তা করে তারা নিজেদের জীবনের চাইতে দেশের সম্পদ এবং দেশের মানুষ তথা আপনার/আমার কথা বেশি ভেবেছেন সেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে পরোয়া না করে দেশের সম্পদ রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন।

খেয়াল করে দেখুন, আগুন ধরা বিমানটিকে পাইলট নদীতে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিমানটি ক্রাশ করার 1-2 সেকেন্ড আগে তারা ইনজেকশন করে বের হয়ে আসে, কতটুকু চেষ্টা করেছে তারা বিমানটি বাঁচানোর জন্য ভাবা যায়।
এটা কেমন নেশা?
ইঞ্জিনে আগুন লাগার পরেও শেষ মুহূর্ত পর্যন্ত বিমান বাঁচানোর লড়াই। নতুন বৌ, শিশু সন্তানদের মায়া কীভাবে ভুলে যায় মুহুর্তের মধ্যেই।
আজকের দুর্ঘটনায় শহীদ হয়েছেন একজন পাইলট। আর পাইলট কতটুকু দক্ষ হলে on air এ একটা ইঞ্জিনে আগুন ধরা বিমানকে রানওয়ের উপর দিয়ে নিয়ে এসে নদীর উপরে ফেলে নিজেরা বের হয়ে আসে, আল্লাহু আকবার। (সত্যিই প্রশংসার যোগ্য)
কিন্তু দূঃখের বিষয় হলো, দুইজন পাইলট এর মধ্যে একজন পাইলট (স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ) স্যার ইন্তেকাল করেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার এ শহীদ কে কবুল করুক, এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক, আমিন।

তাদের এ ঋণ দেশ ও জাতি আজীবন মনে রাখবে। ইনশাআল্লাহ 💖
©

09/05/2024

ইয়া আল্লাহ আপনার কাছে তিনটি জিনিস চাই!
শারিরীক সুস্থতা, ঋণমুক্ত জীবন, ঈমানের সহিত মৃত্যুবরণ!
আমীন

চাকরি শেষে অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সবাই। কিন্তু সেই আর্থিক সুরক্ষা যদি প্রতিষ্ঠান থেকেই নিশ্চিত করা...
09/05/2024

চাকরি শেষে অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চায় সবাই। কিন্তু সেই আর্থিক সুরক্ষা যদি প্রতিষ্ঠান থেকেই নিশ্চিত করা যায়, তাহলে? সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রভিডেন্ট ফান্ড রিটায়ারমেন্ট বেনিফিট প্ল্যানের মাধ্যমে যেকোন প্রতিষ্ঠান তার কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারে সহজেই! অবসর হবে প্রশান্তির ও আনন্দময়!

এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন: https://sonalilife.com/ProductDetailsBangla.html?product_id=18

অথবা, যোগাযোগ করুন: ০১৭১৬৮০৮৫৬৯

08/05/2024

জাতীয় বীমা দিবসে যা বললেন প্রধানমন্ত্রী #বীমা #জাতীয়_বীমা_দিবস #প্রধানমন্ত্রী #শেখ_হাসিনা ...

Address

Sandwip
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Mohammed Murad sonali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammed Murad sonali:

Videos

Share