SπHiDul BaBu

SπHiDul BaBu টুকিটাকি মনের ভাব প্রকাশ করি।

Comment of the Year. 🙄🤔
22/11/2024

Comment of the Year. 🙄🤔

15/08/2024

চোর ডাকাতের প্রতি একটা বিনীত অনুরোধ,মিশনে যাবার আগে অবশ্যই গান এবং নাচের প্র্যাকটিস করে যাবেন। কারণ,মিশন সাকসেস না হলে আপনাকে নাচতে অথবা গাইতে হইতে পারে।আপনার পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনার পাছার রং কেমন থাকবে!

01/07/2024

সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন।

প্রিয় সন্তান,,
আমি তোমাকে তিনটি কারণে এই চিঠিটি লিখছি...

১। জীবন ভাগ্য, এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।

২। আমি তোমার বাবা,যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবেনা।

৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো :

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে- তোমার উচিত এটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো - তার মানে এই নয় যে সে সব সময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২।জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটি অনুধাবন করবে,তখন জিবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে,কিংবা তোমার তথাকথিত আত্মীয়স্বজনকে তোমার পাশে পাবে না।

৩।জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততোই বেশি উপভোগ করতে পারবে।

৪। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে।যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতাকে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না,আবার ভালবাসা হারিয়ে বিষণ্নতায়ও অতিরঞ্জিত হবে না।

৫। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না -এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতটুকু জ্ঞানী অর্জন কর না কেন, তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬। আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে।আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনো কোন পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯। তোমার সাথে আমি কতটা সময় থাকবো- এটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি... মূল্যায়ন করি।

_________________
ভালোবাসা সহ,
তোমার বাবা.....

বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকং- এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্য প্রযোজ্য।

01/06/2024

বন্ধুত্ব হতে হবে ফরমালিন মুক্ত।

21/03/2024

পৃথিবীতে স্বাধীনতার সবচেয়ে অপব্যবহারকারী প্রাণী কোনটি??

Memories.♥
20/01/2024

Memories.♥

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
29/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। জাস্ট কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

-সংগৃহীত।

12/07/2022

নতুন প্রজন্মের Maximum পোলাপান গুলারে দেখলে কেমন জানি Common Sense Less মনে হয়।
এদের দৃষ্টিভঙ্গি,চলাফেরায় এক ধরনের Aggressive মনোভাব ফুটে উঠে।

১৩/০৭/২০২২

12/03/2022

অস্থির হয়ে অস্পষ্ট আশা নিয়ে সন্ধ্যার নীড়হাড়া পাখিটির মত নিরীহ হয়ে বেঁচে থাকে কতশত মানুষ!

প্রতিশোধের প্রতিফলদৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিন্তু ন্যূনতম আলোচিত একটি ঘটনা- প্রতিশোধ। শেক্সপিয়ারের অনুপ্রের...
09/10/2021

প্রতিশোধের প্রতিফল

দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া কিন্তু ন্যূনতম আলোচিত একটি ঘটনা- প্রতিশোধ। শেক্সপিয়ারের অনুপ্রেরণা অথবা গান্ধীর নিরুৎসাহ -উভয় রূপে প্রতিশোধ মানুষের মাঝে বেঁচে আছে সেই প্রাচীন যুগ থেকে।বাংলা প্রবাদে আছে- " ইটটি মারলে পাটকেলটি খেতে হবে।" কিন্তু এই পাটকেল মারায় কি ইট মারার দুঃখ-বেদনা ঘুচে যায় বা কম হয়? বিজ্ঞান এ ব্যাপারে কি বলে?

কেলভিন কার্লস্মিথ এবং তার সহযোগীরা এরকমই একটি মজার গবেষণাফল প্রকাশ করেন। আগ্রহী কলেজ ছাত্র-ছাত্রীদেরকে কেলভিন একটি বিনিয়োগের প্রস্তাব দেন যাতে সবাই আর্থিকভাবে সমান লাভবান হবে। অংশগ্রহণকারীদের মাঝে ইচ্ছাকৃতভাবে কেলভিন তার একজন সহযোগীকে রাখেন।এই লুকায়িত সহযোগী ধোঁকার মাধ্যমে তাদের চেয়ে অধিক লাভ অর্জন করেন। এরপর ছাত্র-ছাত্রীদেরকে প্রতিশোধ নেয়ার সুযোগ তৈরি করে দেয়া হয় এবং প্রতিশোধের পর তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য একটি তালিকা ব্যবহার করা হয়। অত্যন্ত কৌতুহলোদ্দীপক ঘটনা এই যে, যারা প্রতিশোধ নিয়েছে তারা প্রত্যেকেই আগের চেয়ে খারাপ অনুভব করতে থাকে।
এ গবেষণা থেকে কেলভিন এই সিদ্ধান্তে পৌঁছায় যে, প্রতিশোধ এর ফলে রাগ আগের চেয়ে বৃদ্ধি পায় এবং বাজে স্মৃতি রোমন্থনের ফলে ঘটনা তীব্রতা কমে বৈকি বেড়ে যায়!

এখন এ প্রতিশোধের চিন্তা থেকে বাঁচতে আপনি কি করতে পারেন?

১. ব্যাপারটি প্রতি mindful থাকুন। মেনে নিন যে প্রতিশোধের স্পৃহা একটি সহজাত প্রবৃত্তি। কিন্তু এটি রোধ করার ক্ষমতা আপনার আছে।

২. ভেবে দেখুন, আসলেই প্রতিশোধ নেয়া আপনার জন্য যুক্তিসঙ্গত কিনা। এতে সেই বিশ্বাসঘাতককেই গুরুত্ব দেয়া হচ্ছে না তো?

৩. সম্ভব হলে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করুন ।

৪. নিজের ভুল থেকে শিক্ষা নিন। নিজের ভিত মজবুত করুন, যাতে এর পরেরবার কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার সুযোগ না পায়।

৫. কেউ আপনার সাথে খারাপ কিছু করলেই আপনারও কর‍তে হবে, তা কিন্তু নয়। এজন্যই আমরা সৃষ্টির সেরা জীব মানুষ!

অপরের মন ভেঙ্গে আপনি কখনই নিজের ভেঙে যাওয়া মন জোড়া লাগাতে পারবেন না। এজন্যই পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিশোধ - হাসি মুখে নিজের জীবনে অগ্রসর হওয়া।

-কালেক্টেট।

04/10/2021

মা-বাবার চেয়ে বেশি সেক্রিফাইজ করার লোক পৃথিবীতে নাই। :-*

30/09/2021

শহরটা পরিত্যক্ত হয়ে যাচ্ছে,
মানুষগুলো তারচেয়েও বেশি।
স্বার্থের হয়ে যাচ্ছে সবকিছুই!
বিনা স্বার্থে যেনো নড়ছেনা একটা সুই।

নেই কিছু আগের মত,
ব্যাক্তি, পরিবার,সমাজ এমন কি সুন্দরবনও।
প্রাকৃতিক সৌন্দর্যের সব চলে যাচ্ছে কৃত্রিমের দখলে।
আহা অধঃপতন রে! প্রাকৃতিক অবক্ষয়।
-১৩/১১/২০১৭

28/09/2021

চাঁদের দেশেও কি বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠে?! ;-)

26/09/2021

যান্ত্রিক জীবনে অতৃপ্ত এ মন!
মানসিক চাপে মন,অসুস্থ ভীষণ।
সুখ সুখ করে সবাই, দুখের এ ভুবন।
সুখ খুঁজে কেটে যাবে, একটা জীবন।

আহা জীবন-আহারে জীবন!
হুটহাট মনে হবে,মরা প্রয়োজন। :-)

পাঁচ টাকার বাদাম কিনে খেতাম হেসে-খেলে।
পাঁচ তারকায় খেয়েও এখন,সুখ নাহি মেলে।
দু-টাকার সুখ এখন দু লাখেও নাই।
ছোট ছিলাম ভালো ছিলাম,বড় হওয়া দায়।

-০৫/১১/২০২০.

25/09/2021

পৃথিবীর প্রাণীগুলো পর্যন্ত; যারা ডিম দেয় তারা দুধ দেয়না! অথবা যারা দুধ দেয় তারা ডিম দেয়না। ;-)

-অথচ এই দানব সমাজ ডিম-দুধ দুইটাই একলগে চায়।

25/09/2021

Address

Sandwip

Website

Alerts

Be the first to know and let us send you an email when SπHiDul BaBu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share