Uniqe Gamer

Uniqe Gamer আপনি সত্য বললে বিপদে পড়বেন আবার মিথ্যা বললে ফেঁসে যাবেন.!

12/10/2023

11/10/2023


গতকালের ম্যাচের সেরা ছবি 🐕🐶🦮 এই ছবি জাদুঘরে টাঙিয়ে রাখার মত 🐒🐒🦍গ্রিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডস করা ছবি 🐖🐄🐷বলতে গেলে চেই ছব...
11/10/2023

গতকালের ম্যাচের সেরা ছবি 🐕🐶🦮
এই ছবি জাদুঘরে টাঙিয়ে রাখার মত 🐒🐒🦍
গ্রিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ডস করা ছবি 🐖🐄🐷
বলতে গেলে চেই ছবি টা অস্কার ডিজার্ব করে 🐴
নোবেল পুরষ্কার পাওয়ার মত অর্জন 🐸🐸

10/10/2023

বাংলাদেশের লাইভ ম্যাচ দেখতে চোখ রাখুন আমাদের পেইজে ধন্যবাদ।

আসসালামু আলাইকুম সবাই অবগত আছেন জিহানের ঢেঙ্গু সাথে লিভারের ৫০% ক্ষতিগ্রস্তের পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে...
03/10/2023

আসসালামু আলাইকুম

সবাই অবগত আছেন জিহানের ঢেঙ্গু সাথে লিভারের ৫০% ক্ষতিগ্রস্তের পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার কারণে সে আজ প্রায় ৫ যাবত ওমান আলখুদ বদরসামা হাসপাতালে ICU তে ভর্তিরত আছে।

তার পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাই আমরা তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান কালেকশন করতেছিলাম। ডাক্তারের ভাষ্যমতে আমরা জিহানকে গতকাল নরমাল ব্যাডে শিফট করতে পারি, কিন্তু তাকে আরো অতিরিক্ত একদিন ডাক্তারের পর্যবেক্ষণে রাখা হয়েছে যার ফলস্বরূপ আলহামদুলিল্লাহ সে ৬০% সুস্থ বলা যায়! তবে তার মেডিক্যাল বিল আসছে ওমানের ২৫০০ রিয়াল যা বাংলাদেশ সমান সাড়ে সাত লক্ষ টাকা। কিন্তু আমাদের নিকট তার চিকিৎসার জন্য ডোনেশন বাবদ ওমান ও বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকা আসছে! এবং জিহানের পরিবার থেকে মিলিয়ে আমরা প্রায় সাড়ে চার লক্ষ টাকা পরিশোধ করেছি! কিন্তু আমরা যদি তার চিকিৎসার বিলের অবশিষ্ট টাকা পেমেন্ট না করি তাহলে জিহানকে ICU থেকে নরমাল ব্যাডে শিফট করবে না! এখন তার পরিবারের পক্ষে অবশিষ্ট তিন লক্ষ টাকা পেমেন্ট করাও পসিবল না! যার কারণে আমরা আবার তার জন্য সাহায্যের আবেদন নিয়ে আসছি।
আপনাদের সবার সহযোগিতা আশাকরি...

Donation For Zihan

বাংলাদেশের বিকাশ :- 01867938350

ওমান +96895495128 জিহানের মামা

Bank Muscat
Mohammed Mamun
0392048955130017

+968 98560231 (with account)

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার...
01/10/2023

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দা ✌️

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের...
30/09/2023

"ছবির ছেলেটাকে চেনেন? মাঝখানের জনকে?
বলতে গেলে ঢাকার সবচেয়ে বড় লোক পরিবারের ছেলে ছিল। তখনকার দিনে যখন ১ম শ্রেণীর অফিসারের বেতন ছিল খুব বেশি হলে ৫০০-৬০০ টাকা, সে এলভিস প্রিসলির গান শোনার জন্য এক ধাক্কায় ১০০০ টাকার রেকর্ড কিনে আনতো। তাদের বাড়িতে হরিণ ছিল, সরোবরে সাঁতার কাটত ধবল রাজহাঁস, মশলার বাগান থেকে ভেসে আসত দারুচিনির গন্ধ(ডাকে পাখি খোলো আঁখি, এই গানটার শুটিং হয়েছিল তাদের বাড়িতে)।
জ্বী হ্যা, আমি মাগফার উদ্দিন চৌধুরী আজাদ এর কথা বলছি।
আজাদ ক্লাস সিক্সে পড়ে, সেন্ট গ্রেগরি। ১৯৬০ এর দশক। আজাদের বাবা আরেকটা বিয়ে করবেন। আজাদের মা বললেন, তুমি বিয়ে করবে না, যদি করো, আমি একমাত্র ছেলে আজাদকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব। আজাদের বাবা আরেকটা বিয়ে করলে আজাদের মা সাফিয়া তার বালকপুতের হাত ধরে ওই রাজপ্রাসাদ পরিত্যাগ করেন এবং একটা পর্ণকুটীরে আশ্রয় নেন। ছেলেকে লেখাপড়া শেখান। আজাদ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করে।
তার বন্ধুরা যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে, ফিরে এসেছে আগরতলা থেকে, ট্রেনিং নিয়ে। তার ঢাকায় গেরিলা অপারেশন করে। বন্ধুরা আজাদকে বলল, চল, আমাদের সাথে, অপারেশন করবি। তুই তো বন্দুক পিস্তল চালাতে জানিস। তোর আব্বার তো বন্দুক আছে, পিস্তল আছে, তুই সেগুলো দিয়ে অনেকবার শিকার করেছিস।
আজাদ বলল, এই জগতে মা ছাড়া আমার কেউ নেই, আর মায়েরও আমি ছাড়া আর কেউ নেই। মা অনুমতি দিলেই কেবল আমি যুদ্ধে যেতে পারি।
মাকে আজাদ বলল, মা, আমি কি যুদ্ধে যেতে পারি?
মা বললেন, নিশ্চয়ই, তোমাকে আমার প্রয়োজনের জন্য মানুষ করিনি, দেশ ও দশের জন্যই তোমাকে মানুষ করা হয়েছে।
আজাদ যুদ্ধে গেল।
দুটো অপারেশনে অংশ নিল। তাদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হলো। গেরিলারা আশ্রয় নিল।
১৯৭১ সালের ৩০ আগস্ট। ধরা পড়ে ক্র্যাক প্লাটুনের একদল সাহসী মুক্তিযোদ্ধা। সেসময় আজাদকেও আটক করা হয়। তাকে ধরে নিয়ে রাখা হলো রমনা থানা সংলগ্ন ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলের মিলিটারি টর্চার সেলে।
গরাদের ওপারে দাড়িয়ে থাকা আজাদকে তার মা চিনতে পারেন না। প্রচণ্ড মারের চোটে চোখমুখ ফুলে গেছে, ঠোঁট কেটে ঝুলছে, ভুরুর কাছটা কেটে গভীর গর্ত হয়ে গেছে।
–“মা, কি করব? এরা তো খুব মারে। স্বীকার করতে বলে সব। সবার নাম বলতে বলে।“
–“বাবা, তুমি কারোর নাম বলোনি তো?
–না মা, বলি নাই। কিন্তু ভয় লাগে, যদি আরও মারে, যদি বলে দেই…
–বাবারে, যখন মারবে, তুমি শক্ত হয়ে থেকো। সহ্য করো। কারো নাম বলো না।
–আচ্ছা মা। ভাত খেতে ইচ্ছে করে। দুইদিন ভাত খাই না। কালকে ভাত দিয়েছিল, আমি ভাগে পাই নাই।
–আচ্ছা, কালকে যখন আসব, তোমার জন্য ভাত নিয়ে আসব।
সাফিয়া বেগমের ভেতরটা দুমড়ে-মুচড়ে যায়। গায়ে হাত তোলা তো দূরে থাক, ছেলের গায়ে একটা ফুলের টোকা লাগতে দেননি কোনোদিন। সেই ছেলেকে ওরা এভাবে মেরেছে… এভাবে…
মুরগির মাংস, ভাত, আলুভর্তা আর বেগুনভাজি টিফিন ক্যারিয়ারে ভরে পরদিন সারারাত রমনা থানায় দাড়িয়ে থাকেন সাফিয়া বেগম, কিন্তু আজাদকে আর দেখতে পাননি। তেজগাঁও থানা, এমপি হোস্টেল, ক্যান্টনমেন্ট-সব জায়গায় খুজলেন, হাতে তখন টিফিন ক্যারিয়ার ধরা, কিন্তু আজাদকে আর খুঁজে পেলেন না।
ছেলে একবেলা ভাত খেতে চেয়েছিলেন। মা পারেননি ছেলের মুখে ভাত তুলে দিতে। সেই কষ্ট-যাতনা থেকে পুরো ১৪টি বছর ভাত মুখে তুলেন নি মা! তিনি অপেক্ষায় ছিলেন ১৪ টা বছর ছেলেকে ভাত খাওয়াবেন বলে। বিশ্বাস ছিলো তাঁর আজাদ ফিরবে। ছেলের অপেক্ষায় শুধু ভাতই নয়, ১৪বছর তিনি কোন বিছানায় শোন নি। শানের মেঝেতে শুয়েছেন শীত গ্রীষ্ম কোন কিছুতেই তিনি পাল্টান নি তার এই পাষাণ শয্যা। আর এর মুল কারণ আজাদ রমনা থানায় আটককালে বিছানা পায়নি।
প্রজন্ম কিংবদন্তি আজাদদের চিনেনা, চিনে হলিউডের অ্যাকশন চলচ্চিত্র।
শেয়ার করে সবাইকে ইতিহাস'টি পড়ার সুযোগ করে দিন।
ভালো থাকুক জীবনের প্রেমগুলো। ভালো থেকো কিংবদন্তী।"
লেখাটি প্রিয় লেখক Anisul Hoque এর 'মা' বই থেকে নেওয়া হয়েছে। ছবিটিও সংগ্রহ করেছেন এবং ফেসুবেক পোস্ট করেছেন প্রিয় লেখক। Copied and pasted.

29/09/2023

28/09/2023

Tamim Iqbal

28/09/2023

আপনি কি চান তামিম ইকবাল আবার দলে ফিরে আসুক?

27/09/2023

16/08/2023

অনেক দিন পর এক সাথে।
Our Over confidence.






দেখার কেউ নাই,বলার কেউ নাই,বাজার মনিটরিং করার কেউ নাই!এমনকি এসব নিয়ে নূন্যতম প্রতিবাদ করার মতো রাজনৈতিক কোন দল মাঠে দৃশ্...
19/05/2023

দেখার কেউ নাই,বলার কেউ নাই,বাজার মনিটরিং করার কেউ নাই!এমনকি এসব নিয়ে নূন্যতম প্রতিবাদ করার মতো রাজনৈতিক কোন দল মাঠে দৃশ্যমানও নাই,ক্ষমতায় যাওয়ার ও ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার অন্ধ নেশায় মত্ত সবমারানী!মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবন সাক্ষাৎ হাবিয়া দোযগে পরিণত হয়েছে বর্তমান সামাজিক জীবন ব্যবস্থায়!

ক্ষমতাসীনদের রাজনৈতিক সিন্ডিকেটে ওষ্ঠাগত সাধারণ জনজীবন,এক ইউক্রেন vs রাশিয়ার যুদ্ধের কিচ্ছা কাহিনী শুনিয়ে দেখিয়ে পোদমারার যে প্রসেস চলমান আছে এ বঙ্গদেশে সেটার ধারাবাহিকতা থেকে বের হওয়ার কোন সুযোগ আছে বলে মনে হয় না!

ক্ষমতাসীনদের শুদু গদি রক্ষার দায়!

মনে রাখিয়েন সবাই.।
04/05/2023

মনে রাখিয়েন সবাই.

02/05/2023

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ ভাইয়ের করুণ মৃত্যু

ইন্না-লিল্লাহ হিওয়ানিল্লাহি রাজিউন

আমরা সবাই শ্রমিক!আজকের বৈশ্বিক বাস্তবতায়-শুধুমাত্র শ্রমক্ষেত্রের তারতম্য ছাড়া মালিক-শ্রমিকের মাঝে আর তেমন কোন পার্থক্য...
01/05/2023

আমরা সবাই শ্রমিক!
আজকের বৈশ্বিক বাস্তবতায়-
শুধুমাত্র শ্রমক্ষেত্রের তারতম্য ছাড়া মালিক-শ্রমিকের মাঝে আর তেমন কোন পার্থক্য নেই।

শ্রমের অবদান ছাড়া পৃথিবী অসম্পূর্ণ।
আমরা যারা অসম্ভবকে সম্ভব করার জন্য,
প্রিয় পৃথিবীটাকে মানুষ বসবাস উপযোগী ও সভ্যতা টিকিয়ে রাখার জন্য কঠোর পরিশ্রম করছি,
সবাই আমরা শ্রমিক শ্রেণীর মেহনতী মানুষ।
পৃথিবীতে মায়া স্নেহ ভালোবাসা ও সভ্যতা আজও টিকে আছে এই মেহনতী মানুষের শ্রমে-ঘামের উপর ভিত্তি করেই।

সকল শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা,
মহান মে দিবসের শুভেচ্ছা..
- প্রকৌশলী শামছুল আরেফিন শাকিল

Address

4303
Sandwip
4301

Alerts

Be the first to know and let us send you an email when Uniqe Gamer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uniqe Gamer:

Videos

Share