আমরা সৈয়দপুরী

আমরা সৈয়দপুরী আমরা সৈয়দপুরী থাকি মানুষের অন্তর জুড়ি!!

15/12/2024
11/12/2024

Alhamdulillah for everything 😍😍

10/12/2024

'Accha' শব্দটিকে 'Cambridge' ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। Accha অর্থ 'সম্মতি জানানো', এখন থেকে এই শব্দটিকে ইংরেজি হিসেবেই ব্যবহার করতে পারবেন।

I got 6,977 reactions and 111 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have ...
10/12/2024

I got 6,977 reactions and 111 replies on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

আজ কিছু বাস্তব সত্য শেয়ার করবো আমার ঘটকালি জীবনের ১১ বছরের অভিজ্ঞতা থেকে।

আমার কাছে ৩০-৩৫ বছর বয়সী সরকারি চাকরিজীবী মেয়ের সিভি আছে ২০০+ যাদের অধিকাংশ দেশের ১ম, ২য় শ্রেনির কর্মকর্তা। তাদের জন্য উপযুক্ত পাএ পাওয়া এখন সোনার হরিণ। কেন বললাম জানেন-- শুনুন ---

৩০+ সরকারি চাকরিজীবী মেয়ের হয় কেউ অবিবাহিত আবার কেউ ডিভোর্স। অধিকাংশ অবিবাহিত ৩০+ মেয়েকে সরকারি চাকরিজীবী হলেও ৯০% ছেলে বিবাহ করতে চাচ্ছে না সিভি দিচ্ছি রিজেক্ট করছে কেন তা জানি না।

এমনও হয়েছে একজন বিসিএস শিক্ষা ক্যাডার বোন বয়স ৩৪ তাকে একজন প্রাইমারি শিক্ষক সেও রিজেক্ট করেছে। আবার কিছু রাজি হয়েছে তবে তারা পাএীর জব ও টাকার জন্য। বোনটি ভাল জব করে সব ঠিক কিন্তু বোনটির একটুও শান্তি নাই এমন পজিশনে আছেন আর এমন বয়সে আছেন যে এ বয়সী অবিবাহিত ৩৫+ ছেলে নাই বললেই চলে। কারন একটা ছেলে পিয়ন হলও পরের সপ্তাহে বিয়ে করে আমি এরকম বিয়ে দিয়েছি। কিন্তু একটা মেয়ে প্রাইমারি শিক্ষক হলে সে বিসিএস ক্যাডার হয়ে বিয়ে করবে বা বিসিএস ক্যাডার পাএ চায় এরকম কত বোন বুড়ি হয়ে যাচ্ছে অনলক সিভি আছে আমার কাছে। এখন মানসিক চাপে থাকে টাকা আছে সব আছে তবে শান্তি নাই। অনে্কের সাথেই কথা হয়।

আর ইদানীং তো দেখছি দেশের বাহিরে সিটিজেন পাএ চায় সব আরে ভাই সিটিজেন পাএদের সম্পর্কে জানেন কিছু। আমি ঘটক বলছি ওরা ওখানে বউ রাখে আবার দেশে এসে বিয়ে করে ২-৩ মাস থেকে বলে নিয়ে যাব আর খবর নাই। এরকম ঘটনা ঘটেছে আমার ঘটকালি তে৷

আর আপনাদের চাহিদা অনেক নিজের নাই যোগ্যতা আসেন সিটিজেন ৬ ফুট লম্বা এই সেই পাএ চাই তারা তো সুযোগ নিবেই।

কুফা মিলে বিয়ে করুন। সুখী হবেন চাহিদা কমান মানসিক শান্তি পাবেন।

আরেকটা চরম সত্যি হচ্ছে --

বর্তমান সময়ে ১৪-১৫ বছর বয়সে থেকেই অনেক ছেলে-মেয়েরা এখন কোন রকম বিচার বিবেচনা ছাড়াই রিলেশনসিপে যাচ্ছে। বাংলায় যাকে বলে বয়ফ্রেন্ড - গার্লফ্রেন্ড হচ্ছে নিয়মিত ফিজিকালি হচ্ছে বছরের পর বছর!! স্কুল, কলেজ থেকেই শুরু বিশ্ববিদ্যালয় তো কোন কথাই নাই। দিনশেষে ৯৫% সম্পর্ক শারীরিক মেলামেশা পর্যন্তই শেষ হয়ে যায়।

আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি মেয়েরা বেকার বয়ফ্রেন্ড বা সময়বয়সী ক্লাস মেটের সাথে রিলেশনশিপ করে সতীত্ব সহজেই বিলিয়ে দেয়!!

অথচ এই সব মেয়েরাই বা তার অভিভাবকরা ২৫-৩০+ বয়স পার হওয়ার পর মেয়ের জন্য সরকারি কর্মকর্তা, আমেরিকা, লন্ডন, কানাডা সিটিজেন পাএ খুঁজে!!!

মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে সতীত্ব বছরের পর বছর দিতে পারে সমস্যা নাই। কিন্তু একজন সাময়িক বেকার শিক্ষিত ছেলেকে বিবাহ করতে মানা।

শুধু মেয়েই না মেয়ের পরিবার তো আরও অথচ বিয়ের আগেই আপনার মেয়ে কি করছেন তা কয়টা অভিভাবক জানেন।

উপযুক্ত সময় বিবাহ হলে মেয়ের মা বাবাও জেনা ব্যাভীচার গুনাহ থেকে বাঁচতো আবার মেয়েটাও সুন্দর জীবন পেতো।

আফসোস এই সমাজ এই ছোট্ট জিনিসটাই বুঝে না। সংগৃহীত

আমার এক বান্ধবী ও আমার একই সালে বিয়ে হয়।বিয়ের ২বছর অব্দি বাচ্চা নেয়ার চেষ্টা করছিলো, ট্রিটমেন্ট নিয়েও বাচ্চা হচ্ছিলনা!শে...
08/12/2024

আমার এক বান্ধবী ও আমার একই সালে বিয়ে হয়।

বিয়ের ২বছর অব্দি বাচ্চা নেয়ার চেষ্টা করছিলো, ট্রিটমেন্ট নিয়েও বাচ্চা হচ্ছিলনা!

শেষে ডাক্তার পরীক্ষা করে জানতে পারে
সে কখনোই মা হতে পারবেনা!
যার জন্য তার ২বছরের সংসারটা ভেঙে যায়!

ডিভোর্স এর ১বছর পর তাকে এক ছেলে পছন্দ করে এবং জেনেশুনেই বিয়ে করে সব।
সে যে মা হতে পারবেনা জেনেই বিয়ে করছে।

বিয়ের ৬মাস পর হঠাৎ টেস্ট করে সে জানতে পারে যে সে মা হতে চলছে।
আলহামদুলিল্লাহ।

আল্লাহ চাইলে কি না পারে..

আজ তার মেয়ে বেবি হইছে। আজকে পোস্টে সে লিখছে """তাহাজ্জুদ নামাজ এমন একটা শক্তিশালী নামাজ যেটা বান্দার ভাগ্য বদলে দিতে পারে, সে আরো লিখছে আমি জানতাম আমি মা হতে পারবনা কিন্তু তবুও আমি তাহাজ্জুদে এটাই চেয়ে গিয়েছি আর আল্লাহ আমায় ফিরান নি। ❤️💜

07/12/2024

সর্বশেষ প্রকাশিত বিসিএসের ফলাফলে শতকরা ৮০ শতাংশ বিবাহিত।
আপনি কি মনে করেন বিয়ের সাথে সফলতার সম্পর্ক রয়েছে?

07/12/2024

বিবাহিত ছেলেদের চিনার ৭০ তম উপায় হলো এরা শীতকালে স্যান্ডেলের সাথে মোজা পরে!!🥱

আজ শুভ উদ্বোধন হলো...
06/12/2024

আজ শুভ উদ্বোধন হলো...

আমাদের একটা ডিসেম্বর ছিল! 😊যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা, সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ,...
05/12/2024

আমাদের একটা ডিসেম্বর ছিল! 😊

যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনোরকম চিন্তা, সেই ডিসেম্বর ভরা ছিল খেলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্য রকম এক আমেজ! মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত,
কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো, সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই!💔❤️‍🩹

01/12/2024

আলহামদুলিল্লাহ। বহুল প্রতীক্ষিত তামান্না থেকে ওয়াপদা সড়ক সংস্কার কাজ শুরু।

কি জবাব দিব ⁉️
27/11/2024

কি জবাব দিব ⁉️

Miss My School life😭
23/11/2024

Miss My School life😭

১ টি টিকেট কিনলে ১ টি টিকেট ফ্রী এয়ার এস্ট্রার এই টিকেট অফার নিতে যোগাযোগ করুন।
18/11/2024

১ টি টিকেট কিনলে ১ টি টিকেট ফ্রী এয়ার এস্ট্রার এই টিকেট অফার নিতে যোগাযোগ করুন।

আহ্ এই কথাগুলো কলিজায় লাগে কি দোষ ছিল এই ছোট্ট শিশুটির।
13/11/2024

আহ্ এই কথাগুলো কলিজায় লাগে
কি দোষ ছিল এই ছোট্ট শিশুটির।

ঘুম থেকে উঠে এরকম নিউজ শুনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না 😥মুনতাহা আর বেঁচে নেই...ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।...
10/11/2024

ঘুম থেকে উঠে এরকম নিউজ শুনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না 😥
মুনতাহা আর বেঁচে নেই...
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মানুষের জনপদে কী নিষ্ঠুর নির্মমতা..
জান্নাতে ভালো থেকো প্রিয় বোন আমার 😥

Address

Saidpur & Nilphamari
Saidpur
5310

Telephone

+8801650016199

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা সৈয়দপুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share