সৈয়দপুরে সাদপন্থি তাবলিগের কার্যক্রম নিষিদ্ধের দাবী কওমী উলেমাদের
সৈয়দপুরে সাদপন্থি তাবলিগের কার্যক্রম নিষিদ্ধের দাবী কওমী উলেমায়ে কেরামদের
-
ঢাকার টঙ্গিতে হকপন্থিদের উপর তাবলিগ জামায়াতের সাদপন্থিতদের হামলার প্রতিবাদ ও খুনি সাদপন্থিদের ফাঁসির দাবী জানিয়ে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সেই সাথে সৈয়দপুরসহ সারাদেশে সাদপন্থি তাবলিগের সকল কার্যক্রম নিষিদ্ধেরও দাবী জানানো হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) ওলেমায়ে কেরাম, তাবলিগের সাথী ও তৌহিদী জনতার ব্যানারে ওই মিছিলে শহরের জামে আরাবিয়া, দারুল উলুম, হাজারিহাটসহ উপজেলার বিভিন্ন কওমী মাদ্রসা থেকে শত শত শিক্ষার্থী ও উলেমায়ে কেরামরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের জিআরপি চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ইতিমধ্যে সাদপন্থি তাবলিগের আসল উগ্র চেহরা সবার সামনে চলে এসেছে। তারা ঘুমন্ত হকপন্থিদেও নির্মমভাবে
লাখো কণ্ঠে ইয়া নাবী (সা:) সালাম আলাইকা
লাখো কণ্ঠে ইয়া নাবী (সা:) সালাম আলাইকা
-
এক মনোমুগ্ধকর, হৃদয়জুড়ানো দৃশ্য। লাখ লাখ মানুষ এক সাথে দাঁড়িয়ে প্রিয় নবীজি (সা:) এর উপর দরুদ পাঠ করছে।
এক কন্ঠে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম ও অশ্রুসিক্ত নয়নে মোনাজাতের মাধ্যমে শেষ হলো আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শ দাওয়াতে ইসলামীর ৩ দিনের সুন্নাতে ভরা ইজতেমা।
আগামী বছর ২০২৫ সালে হবে আন্তর্জাতিক সুন্নি ইজতেমা যেখানে বিভিন্ন দেশ থেকে আসবেন মুসলমানরা।
সুন্নাতে ভরা তিন দিনের ইজতেমায় ধর্মপ্রাণদের ঢল
সুন্নাতে ভরা তিন দিনের ইজতেমায় ধর্মপ্রাণদের ঢল
স্থান: আশিয়ান সিটি, ঢাকা
শান্তি শৃঙ্খলা আদব ও নবী প্রেমের অগাধ ভালোবাসার শিক্ষা দানের লক্ষেয আহলে সুন্নাত ওয়াল জামায়াত মতাদর্শের দাওয়াতে ইসলামীর এই তিন দিনের ইজতেমা শনিবার বাদ নামাজে জোহর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমায় সৈয়দপুরবাসীও দলে দলে যোগদান করেছেন।
সৈয়দপুরে ইউনিক সব গিফট পাচ্ছেন আলিশান ইভেন্ট ম্যানেজমেন্টে
সৈয়দপুরে ইউনিক সব গিফট পাচ্ছেন আলিশান ইভেন্ট ম্যানেজমেন্টে
-
শহীদ ডা. জিকরুল হক রোড (খালেদ মার্কেট'র নিচে), সৈয়দপুর।
এছাড়া এখানে শুভ বিবাহ, বৌভাত, গায়ে হলুদ, বিয়ের গাড়ি সাজানো, বাসর ঘর সাজানো, শুভ জন্মদিনসহ যেকোন ইভেন্টে সাজসজ্জা করা হয়।
-
প্রোপ্রাইটর: মো: নাদিম
01737-021397
01944-284224
আমরা উ/গ্র মোদি বিরোধী, ভারত বিরোধী নয়
আমরা উ/গ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী, ভারত বিরোধী নয়- সৈয়দপুরে সারজিস আলম
সৈয়দপুরকে নিয়ে যা যা বললেন কেন্দ্রীয় সমন্বয়ক
===== সারজিক আলম ====
সৈয়দপুরে কেন্দ্রীয় সমন্বয়ক
সারজিস আলমের জ্বালাময়ী বক্তব্য
সকালে এক চিত্র আর বিকেলে আরেক চিত্র > সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ
সকালে এক চিত্র আর বিকেলে আরেক চিত্র
> সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধ
বিজয় মেলা-২০২৪, সৈয়দপুর।
বিজয় মেলা-২০২৪, সৈয়দপুর।
-
১৬-২০ ডিসেম্বর পর্যন্ত চলবে বিজয় মেলা।
স্থান: সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর
সৈয়দপুর:- ড্রেনের পানির উপর দিয়েই যাচ্ছে মৃত্যের জানাজা, নামাজের মুসল্লীরাও চরম ভোগান্তিতে
:::: সৈয়দপুর
ড্রেনের পানির উপর দিয়েই যাচ্ছে মৃত্যের জানাজা, এলাকাবাসী ও নামাজের মুসল্লীরাও চরম ভোগান্তিতে
-
দৃশ্যটি সৈয়দপুর শহরের গোলাহাটের। গোলাহাট কবরস্থান গেটের একটু আগেই পুরো ড্রেনের পানি রাস্তায় উঠেছে। ফলে সৈয়দপুরের অন্যতম বৃহত্তম কবরস্থান গোলাহাট কবরস্থানে যতগুলো জানাজা যাচ্ছে তা এই নোংরা নাপাক পানির উপর দিয়েই অনেকটা বাধ্য হয়েই যেতে হচ্ছে।
তাছাড়া উভয় সাইডে দুটি করে মসজিদ থাকায় পাঁচওয়াক্ত নামাজের সময়েও মুসল্লীদের এই নাপাক পানি দিয়েই যেতে হচ্ছে। আশপাশের দোকানের সামনেও উঠেছে ড্রেনের পানি। আর রাস্তাটি নীলফামারী জেলার সাথে সৈয়দপুরের সংযোগ স্থাপন করে তাছাড়া প্রতি শুক্রবার হাজার হাজার মানুষ কবরস্থানে গমণ করে নিজের মা-বাবা আত্মীয় স্বজনদের কবরে দোয়া পাঠ করতে ফলে এই নাপাক পানির সম্মুখিন হচ্ছে প্রতিনিয়ত।
-
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্
সৈয়দপুর::::
শীতের আগমনী বার্তা
সৈয়দপুরের ইতিহাসে সেরা ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
সৈয়দপুরের ইতিহাসে সেরা ক্রিকেট টুর্ণামেন্ট শুরু
-
প্লেয়ার্স এ্যাসোসিয়েশন অফ সৈয়দপুর এর আয়োজনে সৈয়দপুর প্রিমিয়ার লীগ (SPL) টি-২০ এর জমজমাট আসর শুরু