Saidpur city24

Saidpur city24 saidpur city24 মাটি ও মানুষের কথা বলে। এখানে নতুন নতুন খবর, প্রতিবেদন পাবেন।

16/07/2024

পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্টান এবং পলিটেকনিক ইন্সটিটিউট বন্ধ ঘোষনা।
শিক্ষা মন্ত্রাণালয়

16/07/2024

সরাসরি (৩) প্রেসক্লাব থেকে

সৈয়দপুরে কোটা সংস্কারের দাবীতে মিছিল ও সমাবেশ

বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণাসরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবর...
09/07/2024

বুধবার সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বুধবার বাংলাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

‘বাংলা ব্লকেড’ নামে এই কর্মসূচি পালনে সারা দেশের শিক্ষার্থীদেরকে আহবান জানানো হয়েছে সংবাদ সম্মেলন থেকে।

বুধবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সারা দেশে সড়ক-মহাসড়কের গুরুত্ব পয়েন্ট অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করার কথাও জানান আন্দোলনকারীরা।

বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই সংবাদ সম্মেলনে বলেন, “নিজ উদ্যোগে শিক্ষার্থীরা এই আন্দোলনে নামেনি। এই ইস্যুতে সরকার নিশ্চুপ থাকার কারণে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আন্দোলনকারীরা”।

কোটা বিরোধী আন্দোলনকারীদের সমাবেশের কারনে রবি এবং সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এমনকি মহাসড়কেও ব্যাপক যানজট তৈরি হয়।

এপ্রসঙ্গে মি. ইসলাম বলেন, “আমরা সাধারণ মানুষের ভোগান্তি করতে চাই না। এই ভোগান্তির দায় সরকারকে নিতে হবে। সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস পায় নাই বলেই আমাদের এই আন্দোলন”।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দেশের সড়ক-মহাসড়ক ও রেলপথ এই অবরোধের আওতায় থাকবে।

সুত্র বিবিসি

08/07/2024

সৈয়দপুরে পবিত্র কোরআন শরীফ ব্যবহার করে ভিসা প্রতারণা চক্র

একে তো তারা থাই খেলবে, কানাডা ভিসা প্রতারনা করবে, মানুষ ঠকাবে, তারপর মানুষের বিশ্বাস অর্জনের জন্য কোরআন কে নিয়ে তারা খেলবে। মুসলমান হয়ে কোরআনকে এসব প্রতারক দের প্রতারনার অস্ত্র হিসেবে ব্যবহার করতে দিতে পারি না। আসুন প্রতারকদের অস্ত্র হিসেবে কোরআন ব্যবহার বন্ধ করি। এটাও কোরআন অবমাননার মধ্যে পড়ে।

বিদ্রঃ এখানে আইডি কার্ড, কাগজগুলো ভুয়া, স্হানিয় কম্পিউটারে তৈরী। ব্যবহৃত নাম ঠিকানা ভুয়া। কেউ সঠিক নাম ঠিকানা জানলে তথ্য দিন।

04/07/2024

নীলফামারী শিল্প ও বানিজ্য মেলা ২০২৪

স্হান : দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ
উদ্বোধন ৫ জুলাই শুক্রবার ৬:৩০ মি
উদ্বোধন করবেন নীলফামারী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নুর
আয়োজনে নীলফামারী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি

এভার কেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে  বেগম খালেদা জিয়াকে।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা...
22/06/2024

এভার কেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’কে জরুরি ভিত্তিতে গভীর রাতে (রাত ৩ টার দিকে) রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার রোগমুক্তির জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

চিরিরবন্দরে চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৩দিনাজপুরের চিরিরবন্দরে আশরাফুল (২২) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের ...
22/06/2024

চিরিরবন্দরে চালকের গলা কেটে ইজিবাইক
ছিনতাই, গ্রেপ্তার ৩

দিনাজপুরের চিরিরবন্দরে আশরাফুল (২২) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালকের গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় মোকসেদুল (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকা মোকসেদুল মোমিন নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। আর ভিকটিম আশরাফুল একই এলাকার হায়দারের ছেলে।

তারা একে অপরের পূর্ব পরিচিত ছিলেন।
গ্রেপ্তার জামাতুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে ও রাজন জেলা শহরের মিশন রোড এলাকার মৃত মঈন খানের ছেলে।

21/06/2024

সৈয়দপুরে সবজি বাজার উদ্বোধনী অনুষ্টান থেকে সরাসরি।

15/06/2024

এ রকম ভয়ংকর বজ্রপাত ইতিপূর্বে কেউ দেখেছেন কি? সৈয়দপুরে বজ্রপাতের দ্বারা অনেকের ক্ষতিগ্রস্হ হবার খবর পাওয়া গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন।

15/06/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

14/06/2024

সৈয়দপুরে ভোর ৪ টায় শুরু হল বজ্র বৃষ্টি

14/06/2024

সৈয়দপুর ঢেলাপীর হাট থেকে
(গরুর দরদাম)

12/06/2024

সৈয়দপুর পৌরসভার মেয়র এর অপসারন করে প্রশাসক নিয়োগের দাবীতে সৈয়দপুর নাগরিক অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে পথসভা।

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয়।অভিনন্দন; শুভেচ্ছা ;ও শুভকামনা
12/06/2024

নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মহোদয়।

অভিনন্দন; শুভেচ্ছা ;ও শুভকামনা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারিপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনি...
12/06/2024

প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। সচিব পদমর্যাদায় তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।



এতে বলা হয়েছে, মো. নাঈমুল ইসলাম খানকে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতন এবং অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

এই নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চলতি বছরের ১০ মার্চ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুর পর থেকেই এই পদটি শূন্য ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাঈমুল ইসলাম খানের নিয়োগ চূড়ান্ত হলো।



নাঈমুল ইসলাম খান ২১ জানুয়ারি ১৯৫৮ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিবিদ ও আইনজীবী। তার মা নূরুন নাহার খান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি বড়।

স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নাঈমুল ইসলাম। ২০০৭ সালে সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন তিনি। তখন থেকেই বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি টেলিভিশনে আলোচক হিসেবেও অংশ নিয়ে আসছেন।

নাঈমুল ইসলাম খান ১৯৮২ সাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে সক্রিয় রয়েছেন। ১৯৯০ সালে দৈনিক আজকের কাগজ এবং কিছু পরে দৈনিক ভোরের কাগজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। বর্তমানে বাংলা ভাষার দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি এবং ইংরেজি ভাষার দৈনিক দ্য আওয়ার টাইমসের সম্পাদক।

12/06/2024

ভিজিএফ এর চাল বিতরন কর্মসূচীর উদ্বোধন করলেন সৈয়দপুর পৌরমেয়র

মো: তৈয়বুর রহমান তামিম,বিশেষ প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার হত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ এর চাল বিতরন এর কর্মসূচীর উদ্বোধন করলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান।

সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে ১২ ই জুন বুধবার দুপুর তিনটায় দূর্যোগ ব্যবস্হপনা অধিদপ্তর হতে প্রাপ্ত ২০২৩-২৪ ইং অর্থ বছরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দু:স্হ ও অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য শস্য (চাল) বিতরন করা হয়।

এ সময় উপস্হিত ছিলেন সৈয়দপুর উপজেলার খাদ্য পরিদর্শক কর্মকর্তা ( ট্যাগ অফিসার) মোছা নাজমুন নাহার চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা নুর বানু আখতার, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সরকার মুন্না, কাউন্সিলন নজরুল ইসলাম রয়েল, সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সৈয়দপুর উপজেলার খাদ্য পরিদর্শক কর্মকর্তা মোছা নাজমুন নাহার চৌধুরী বলেন, সৈয়দপুর পৌরসভার জন্য বরাদ্দ ৪৬.২১০ মেট্রিক টন চাল এসেছে। যা ১০ কেজি করে ৪ হাজার ৬ শ ২১ জন দূঃস্হ ও অতি দরিদ্রদের মাঝে বিতরন করা হবে। ওয়ার্ড ভিত্তিক এ চাল বিতরন কর্মসুচী আগামী ৩ দিন পর্যন্ত চলবে। সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান জানান, ৪ হাজার ৬ শত ২১ জন পরিবারের মাঝে সুষ্ট ভাবে চাল বিতরন করা হবে ।

সৈয়দপুর পৌরসভাবাসীকে পবিত্র ঈদ উল আজাহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ফিতা দিয়ে গরুর ওজন ও মাংসের পরিমাণ নির্ধারণের সূত্রগরু কেনার সময় প্রায়ই ওজন নিয়ে চিন্তিত হন অনেকে। কেনার আগে নানাজনের কা...
12/06/2024

ফিতা দিয়ে গরুর ওজন ও মাংসের পরিমাণ নির্ধারণের সূত্র

গরু কেনার সময় প্রায়ই ওজন নিয়ে চিন্তিত হন অনেকে। কেনার আগে নানাজনের কাছে জানতে চান, মাংস কত কেজি হবে। সঠিক ওজন বের করতে পারলে গরুর দাম নির্ধারণ করতে সহজ হয়। এ জন্য জানতে হবে গরুর ওজন মাপার সূত্র, লাগবে না মেশিন।

গরুর ওজন মাপার নিয়ম:
যে গরুর ওজন নিতে চাচ্ছেন তাকে ভালোভাবে সোজা করে দাঁড় করাতে হবে। তারপর ফিতা দিয়ে প্রথমে লম্বা দৈর্ঘ্য বের করতে হবে। এজন্য লেজের গোড়া থেকে শুরু করে সামনের পায়ের জোড়ার গিট পর্যন্ত ফিতা ধরে দৈর্ঘ্য বের করতে হবে। এরপর সামনের দুই পায়ের কাছ দিয়ে ফিতার সাহায্যে বুকের বেড় কত ইঞ্চি তা পরিমাপ করতে হবে। এটি প্রস্থ হিসেবে ধরে নেয়া হয়। এ মাপের সংখ্যাও সঠিকভাবে লিখে রাখতে হবে। এরপর সূত্রে প্রয়োগ করে দ্রুত ওজন নির্ধারণ করা যাবে।

গরুর ওজন মাপার সূত্র:
গরুর মোট ওজন= গরুর দৈর্ঘ্য X (গুণ) বুকের বেড় X (গুণ) বুকের বেড় / (ভাগ) ৬৬০

মনে করি, গরুটির দৈর্ঘ্য ৭০ ইঞ্চি এবং বেড় ৬০ ইঞ্চি। তাহলে গরুর আনুমানিক ওজন হবে (৭০X৬০X৬০)/৬৬০ = ৩৮১ কেজি (প্রসঙ্গত, প্রধান সূত্রে পাউন্ডে হিসেব করা হয়েছে কিন্তু এখানে সুবিধার জন্য কেজিতে দেখিয়ে ৬৬০ দ্বারা ভাগ করা হয়েছে)। এই সূত্রের সাহায্যে যে ওজন পাওয়া যাবে তা হলো গরুর নাড়িভুড়িসহ সবকিছুর ওজন।

এছাড়া বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ফিড মাস্টার ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট নামের অ্যাপ ব্যবহার করেও পশুর ওজন মাপা যায়।

শুধু মাংসের পরিমাণ নির্ধারণ করবেন যেভাবে:

অল্প সময়ে মধ্যে আপনি সূত্র ব্যবহার করে যে ওজন পেয়েছেন তার ৫৫-৬৫ শতাংশ পর্যন্ত ওজনই হবে গরুর মাংসের ওজন। এটি নির্ভর করবে গরুর শারীরিক গঠনের ওপর, পেট খুব বেশি বড় না হলে অধিকাংশ গরুর শতকরা ৬৫ শতাংশ ওজনই মাংস হয়ে থাকে।

ফিতা পদ্ধতির মাধ্যমে ওজন নির্ধারণ সাধারণত ৯৫-১০০ ভাগই সঠিক হয়ে থাকে। তাই আপনি নিশ্চিন্তে এই সূত্র অনুসরণ করে পশুর ওজন নির্ধারণ করে ক্রয় করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত দামে।

সুস্থ পশু চেনার উপায়

সুস্থ, পূর্ণবয়স্ক গরুর দাঁত দেখে ৫ বছর পর্যন্ত বয়স শনাক্ত করা যায় নিখুঁতভাবে। দুই বছর বয়সী একটি সুস্থ গরুর দুইটি স্থায়ী কর্তন দাঁত থাকে। ৩ বছর বয়সে চারটি, ৪ বছর বয়সে ছয়টি ও ৫ বছর বয়সে পুরো মুখে সর্বমোট আটটি স্থায়ী কর্তন দাঁত থাকে। দাঁতগুলো অক্ষত এবং দেখতে সুন্দর হয়।

দিনের আলো থাকতেই গরু কেনা ভালো। কেননা, রাতের বেলায় পশু রোগাক্রান্ত নাকি সুস্থ তা ভালোভাবে বোঝা যায় না। অন্ধকারে বেশির ভাগ ক্ষেত্রে অসুস্থ গরু কেনার সম্ভাবনা থাকে।

সুস্থ গরু চেনার জন্য পশুর মুখের সামনে কিছু খাবার দিয়ে দেখতে পারেন। সুস্থ হলে এটি নিজ থেকে জিভ দিয়ে খাবার টেনে নিয়ে খেতে থাকবে। অসুস্থ গরু সচরাচর খেতে চায় না।

এছাড়া পশুর নাকের দিকে লক্ষ্য করতে হবে। সুস্থ গরুর নাকের ওপরটা ভেজা ভেজা থাকে। পিঠের কুঁজ মোটা ও টান টান হয়।

10/06/2024

সৌন্দর্য বস্তুুতে না দর্শনে থাকে?

সৌন্দর্য কি কোন বস্তুুর ভিতর থেকে আসে? না যে দেখে তার মনের ভিতর বসবাস করে। দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সৌন্দর্য। যার মনের দৃষ্টিভঙ্গি পজেটিভ সে কালো বস্তুুর মাঝে সৌন্দর্য খুজে পায়। আপনার দৃষ্টি ভঙ্গিতে সৌন্দর্য কোথায় বসবাস করে। কমেন্টে জানান।

এ ধরনের ভিডিও আরো পেতে লাইক, কমেন্ট ফলো দিয়ে সঙ্গে থাকবেন।

Address

Saidpur

Website

http://www.saidpurcity24.com/, http://www.saidpurcity24.com/, http://www.saidpurcity24.co

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur city24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Saidpur

Show All