Friend's NET

Friend's NET ﷽আসসালামু আলাইকুম﷽
💐🫶"মানুষ মানুষের জন্য"🫶💐
🌄আপনাকে স্বাগতম জানাচ্ছি🌄
(16)

আজ একযোগে শুরু হয়েছে  জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন । 💐
12/12/2023

আজ একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন । 💐

যে বুঝে সে খুঁজে যে খুঁজে সে পায়।  #আলহামদুলিল্লাহ্ 🤲
11/12/2023

যে বুঝে সে খুঁজে
যে খুঁজে সে পায়।
#আলহামদুলিল্লাহ্ 🤲

শিশুর খাবার ও পুষ্টি সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার।
11/12/2023

শিশুর খাবার ও পুষ্টি সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার।

11/12/2023

Good morning 🌄

🫢🤗🤔
08/12/2023

🫢🤗🤔

06/12/2023

ছোটবেলায় আমরা আমাদের হাতখরচের টাকা বাঁচিয়ে প্রতিদিন একটু একটু করে জমানোর চেষ্টা করতাম। টাকা জমানোর উৎস ছিল মাটির তৈরি ব্যাংক। বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতির অংশ মৃৎশিল্পের #মাটির_ব্যাংক !

১৯১৯ সালে বৃটিশদের শাসনের সময় তৃতীয় শ্রেণির স্বাস্থ্য ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন!(সংগৃহীত)
26/11/2023

১৯১৯ সালে বৃটিশদের শাসনের সময় তৃতীয় শ্রেণির স্বাস্থ্য ও বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন!
(সংগৃহীত)

ঢাকা-১০? 🫠
23/11/2023

ঢাকা-১০? 🫠

20/11/2023

নতুন কারিকুলাম অনুযায়ী যোগ্যতার ৪টি উপাদান। যথা : ১. জ্ঞান ২. দক্ষতা ৩. দৃষ্টিভঙ্গি ৪. মূল্যবোধ।

1..জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।

2...দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।

3...দৃষ্টিভঙ্গি : সিগনালে গাড়ি নেই, সার্জেন্ট নেই আপনি নিয়ম মানবেন কি না এটা আপনার দৃষ্টিভঙ্গি।

4...মূল্যবোধ : সবসময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি মনোভাব তৈরি হওয়া এক ধরনের মূল্যবোধ।

5....যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালোভাবে গাড়ি চালাতে পারা হচ্ছে যোগ্যতা।
সংগৃহীত

বাংলা সিনেমার অভিনেতাপ্রবীর মিত্র স্ব -পরিবারে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। এমন পোস্ট ফেসবুকে দেখা যা...
20/11/2023

বাংলা সিনেমার অভিনেতা
প্রবীর মিত্র স্ব -পরিবারে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছেন। এমন পোস্ট ফেসবুকে দেখা যাচ্ছে।

🔴 এ ব্যাপারে আপনি কতটুকু
জানেন?

19/11/2023

রংপুরে মেডিক্যাল কলেজের সামনে যা দেখলাম। 🫠
কথা গুলো শুনেই দেখুন,,!

🫶
17/11/2023

🫶

17/11/2023

জীবনটা খুব ছোট
শুরুতে আজান,শেষে নামাজ।।।
এই ছোট্ট জীবনে আমরা কত কিছুই নিয়ে মগ্ন হয়ে দিনাতিপাত করছি,,,।

17/11/2023

দীর্ঘদিন ধরে ফার্মাসিউটিক্যালসে চাকরি করে বিদায় বেলায় যে ম্যাসেজ গুলো দিয়ে গেলেন, যারা
মার্কেটিং পেশায় যুক্ত আছেন, তাদের জন্য এ ভিডিও ফারিয়া✅( ঔষধ কোম্পানির প্রতিনিধি গণ )

রংপুর মেডিকেল কলেজ,,,।
16/11/2023

রংপুর মেডিকেল কলেজ,,,।

 #পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
14/11/2023

#পরিকল্পনা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Graduate & Post-graduate from Department of Al-quran and Islamic studies. Islamic University, Kushtia.11/11/2023Picture ...
12/11/2023

Graduate & Post-graduate from Department of Al-quran and Islamic studies.
Islamic University, Kushtia.
11/11/2023
Picture : Rana Ahmmed Ovi

11/11/2023

একটি হারানো বিজ্ঞপ্তি

স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানীতে কর্মরত জনাব জাহাঙ্গীর আলম এর ছোট মেয়ে মোছা: ফাহমিদা লাবন্য জ্যোতি বয়স ৭ বছর হারিয়ে গেছে। দিনাজপুর ফুলবাড়ি উপজেলায় নিজ বাসা থেকে হারিয়ে গেছে।

অদ্য সন্ধ্যা ৬টার পর থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোন সহৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

01755640115 (আশরাফ)

11/11/2023

ব্যারিস্টার সুমনের মতের সঙ্গে আপনারাও কি এক মত?
🌄
🎀 🫶
Mashrafe Bin Mortaza 💐

 #১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ- 👉 প্রতিষ্ঠানঃ- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)👉 আব...
04/11/2023

#১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ-

👉 প্রতিষ্ঠানঃ- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)
👉 আবেদন ফীঃ- ৩৫০/- টাকা
👉 আবেদন শুরুঃ- ৯ নভেম্বর ২০২৩
👉 আবেদনের লিংকঃ- http://ntrca.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২৩

02/11/2023

ভাইয়ের বয়স যখন ১০
বোনের বয়স তার অর্ধেক,
এখন ভাইয়ের বয়স ৩৬ হলে বোনের বয়স কত হবে?

01/11/2023

লাইভ ভিডিও 🔴🔴
নব মুসলিম,
"রানা মাস্তান" এর মাহফিল।

01/11/2023

লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের খোর্দ্দ সাপটানা এলাকায় ষ্টোরপাড়া-তেলীপাড়া এলাকার যোগাযোগের জন্য পাকা রাস্তা নির্মাণ করা হয়। সড়কের দুই ধারে পানিতে টইটম্বুর হওয়ায় সৌন্দর্য পিপাসুদের জন্য ভ্রমণের একটি চমৎকার জায়গা তৈরি হয়। ধিরে ধিরে রাজধানী ঢাকার হাতিরঝিলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা হয় লালমনিরহাটের হাতিরঝিল।

01/11/2023

আলহামদুলিল্লাহ 🤲💝💚🎀

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের সর্বশেষ ১৯৩ তম  “ড্র” অনুষ্ঠিত হয়েছে |প্রাইজ বন্ডের ড্র এর ফলাফল দেখুন।
31/10/2023

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের সর্বশেষ ১৯৩ তম “ড্র” অনুষ্ঠিত হয়েছে |
প্রাইজ বন্ডের ড্র এর ফলাফল দেখুন।

বুদ্ধির তারিফ করতে হয় 😀😀আপনারা কি বলেন?
31/10/2023

বুদ্ধির তারিফ করতে হয় 😀😀
আপনারা কি বলেন?

ওড়না বিলুপ্তির যুগে এসেও,যেসব মেয়েরা মাথায় এবং বুকে ওড়না রাখে তাদের Big Respect 🌄
30/10/2023

ওড়না বিলুপ্তির যুগে এসেও,যেসব মেয়েরা মাথায় এবং বুকে ওড়না রাখে তাদের Big Respect 🌄

30/10/2023

"পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকী অর্ধেক নারী"
~রবীন্দ্রনাথ ঠাকুর

29/10/2023

বিষাক্ত সাপ ধরে খেলা দেখাতে গিয়ে অকাল মৃত্যু ঘটে গেল শরিফুল ইসলাম শরীফের 😰

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন🤲

আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে সাপটি নিজ হাতে ধরেছিল সে।
ভেবেছিল সাপটি হয়তো বিষাক্ত না।
তাই সেটিকে নিয়ে খেলতেছিলো অনেকেই।
কিন্তু এক পর্যায়ে সাপটি তাকে ছোবল মেরে দেয়।
অতঃপর তৎক্ষণাৎ তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়।
লালমনিরহাট সদর হাসপাতালে কোনরকম চিকিৎসা না থাকায় তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়।
কিন্তু ততক্ষণের রোগীর কন্ডিশন অনেক খারাপ ছিল।
ধীরে ধীরে শরীরের রং পরিবর্তন হতে থাকে এবং মুখ দিয়ে ফেনা আস্তে থাকে😢
অতঃপর রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ১০ তার দিকে তার মৃত্যু ঘটে।
মরহুমের মৃত্যুর মাগফেরাত কামনা করছি 😰

29/10/2023

হরতাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

28/10/2023

আগামীকাল "সারাদেশে- "সকাল সন্ধ্যা" হরতালের
ডাক দিয়েছে বি এন পি।

বলুন তো এটা কি হতে পারে?
28/10/2023

বলুন তো এটা কি হতে পারে?

Address

Saidpur
SAIDPUR

Telephone

+8801724383502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend's NET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friend's NET:

Videos

Share


Other Digital creator in Saidpur

Show All