Social Media Agency25

Social Media Agency25 Digital videos creator

৩টি গল্পঃ০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্য...
14/01/2025

৩টি গল্পঃ
০১. নকিয়া অ্যান্ড্রয়েডকে গ্রহণ করেনি।
০২. ইয়াহু গুগলকে প্রত্যাখ্যান করেছিলো।
০৩. কোডাক এড়িয়ে গিয়েছিলো ডিজিটাল ক্যামেরাকে।

শিক্ষাঃ
০১. ঝুঁকি নিতে হয়।
০২. পরিবর্তনকে গ্রহণ করতে হয়।
০৩. সময়ের সাথে পরিবর্তিত হতে না-চাইলে, বাতিল হয়ে যেতে হয়।

আর ২টি গল্পঃ
০১. ফেসবুক নিয়ে নিয়েছে হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রামকে।
০২. দক্ষিণপূর্ব এশিয়ায় গ্র‍্যাব নিয়ে নিয়েছে উবারকে।

শিক্ষাঃ
০১. নতুন আইডিয়ায় মনোযোগ দিতে হবে।

আরও ২টি গল্পঃ
০১. কর্নেল স্যান্ডার্স কেএফসি প্রতিষ্ঠা করেছেন ৬৫ বছর বয়সে।
০২. জ্যাক মা, যিনি 'কেএফসি'-তে চাকরি পাননি, প্রতিষ্ঠা করেছেন 'আলিবাবা' এবং ৫৫ বছর বয়সে অবসরে চলে গেছেন।

শিক্ষাঃ
০১. বয়স একটি সংখ্যা মাত্র।
০২. যারা চেষ্টায় থাকে, শুধুমাত্র তারাই সফল।

শেষ, কিন্তু শেষ নয়ঃ
০২. ল্যামবোর্ঘিনি প্রতিষ্ঠা করেছেন একজন ট্রাক্টর-নির্মাতা, ফেরারি'র প্রতিষ্ঠাতা তাকে অপমান করেছিলো বলে এবং এর প্রতিশোধ হিসেবে।

শিক্ষাঃ
কাউকে তুচ্ছ ভাবতে নেই, কক্ষনো না।
স্রেফ পরিশ্রম করে যেতে হবে,
সময়কে বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করতে হবে,
ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না।

আমেরিকার লস আঞ্জেলাস যেনো পুড়ে ছাই। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার স্থাপনা পুড়েছে, প্রায় হাজার স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে তা...
11/01/2025

আমেরিকার লস আঞ্জেলাস যেনো পুড়ে ছাই। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার স্থাপনা পুড়েছে, প্রায় হাজার স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। আমেরিকা ইতিহাসে এমন দুর্বিষহ পরিস্থিতির সম্মুখীন হবে হয়তো ভাবিনি, কিন্তু প্রকৃতি ঠিকি মাইর দিসে। বলা হচ্ছে এখন পর্যন্ত ২০০ বিলিয়ন ক্ষতির সম্মুখীন যা সামনে আরো বাড়বে। প্রকৃতির এই শাস্তিতে কোনমতে নিয়ন্ত্রণ নিতে পারতেছে না সময়ের সবচেয়ে বড় ক্ষমতাধররা। সেই দাবানল ক্রময়ে ছড়িয়ে পড়ছে অন্যান্য শহরেও।
আমি ভাবছি তারা ফি*লিস্তিন/গা*জা পুড়ানোর জন্য মিলিয়ন মিলিয়ন খরচ করছে এদিকে প্রকৃতি যেনো বদলায় নেমেছে মার্কিনীদের বিরুদ্ধে।
তবুও মানবিক দৃষ্টিতে বলব বেঁচে থাকুক মানব বেঁচে থাকুক মানবতা

13/02/2024

😣Boys😣

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Social Media Agency25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share