17/11/2024
শীতের সকালে হিমেল হাওয়া,
পাতার মাঝে মিষ্টি সুরভি ছড়ায়।
কুয়াশায় ঢাকা, পৃথিবী যেন,
নতুন রূপে সেজেছে আজ।
মাফলার জড়িয়ে, হাতে চা,
বন্ধুদের সাথে হাসির খেলা।
শীতের রোদে উজ্জ্বল আলো,
প্রকৃতি আজ যেন গায় গান।
বরফের মতো সাদা পাতা,
শীতের দিনে মিষ্টি চাঁদ দেখা।
আসুক শীত, নিয়ে আসুক সুখ,
হৃদয়ে বাজুক ভালোবাসার ঢুক।