Ulama E Ahle Sunnat Saidpur

Ulama E Ahle Sunnat Saidpur আপনাকে স্বাগতম//ওলামা এ আহলে সুন্নাত সৈয়দপুর//আমাদের ফেসবুক পেইজে আমাদের সাথে থাকুন ।ধন্যবাদ

পৃথিবীর সবচেয়ে বড় আলেম,পৃথিবীর সাতশত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি,তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে,আমার নবী...
05/01/2025

পৃথিবীর সবচেয়ে বড় আলেম,পৃথিবীর সাতশত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি,তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে,আমার নবীর আদব যদি তার ভিতরে না থাকে,তাহলে আমি তাকে আমার পায়ের জুতার তলা মনে করি।এর চেয়ে বেশি কিছু মনে করতে পারি না।
রাস্তার একটা মুচি ,রাস্তার একটা চামার, রাস্তার একটা হেলপার,তার ভিতরে যদি নবীর প্রেম,আমার নবীর আদব থাকে,তাহলে আমি থাকে আমার মাথার তাজ মনে করি ।

✍🏿শহীদ নুরুল ইসলাম ফারুকী (রাঃ)
fans

❑ কুফু(كُفُو) ❑বিয়ের ক্ষেত্রে  “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:«قا...
03/01/2025

❑ কুফু(كُفُو) ❑
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

●এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]।
ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।
অথবা বিয়ের ক্ষেত্রে বর-কনের রুচি, চাহিদা, বংশ, যোগ্যতা সব কিছু সমান সমান বা কাছাকাছি হওয়াকে ইসলামী পরিভাষায় কুফু বলে। অতএব, একে একটি সম্ভাব্য স্বামী এবং তার সম্ভাব্য স্ত্রীর মধ্যে সামঞ্জস্য বা সমতা হিসাবে সংজ্ঞায়িত করা হয় যা মেনে চলতে হবে। এই সামঞ্জস্য ধর্ম, সামাজিক মর্যাদা, নৈতিকতা, ধার্মিকতা, সম্পদ, বংশ বা রীতিনীতির অন্তর্ভুক্ত একাধিক কারণের উপর নির্ভরশীল। সাধারণত ধর্মীয় নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও আলেমগণ কনের তুলনায় বরের সার্বিক অবস্থানকে কাছাকাছি কিন্তু তুলনামুলক উত্তম হওয়া সুবিধাজনক বলে পরামর্শ দেন, এবং বরের অবস্থান যেন কনের অবস্থান থেকে নীচু না হয় সে ব্যাপারে লক্ষ রাখতে বলেন।

●বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ আসুন একটি উদাহরণ দেখি:
মনে করুন, A একটি দ্বীনদার মেয়ে এবং B একটি বেদ্বীন ছেলে। একজন দ্বীনদার,অপরজন বেদ্বীন; দুজনের মধ্যে কুফু নেই। তারপরেও দুজনের বিয়ে হলো, মেয়েটি যেহেতু দ্বীনদার তাই সে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার দ্বীনকে টেনে আনে, চায় প্রতিটি ক্ষেত্রে দ্বীনের ছাপ থাকুক। অপরপক্ষে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে, চাইবে সবকিছুই হোক দ্বীনের বাঁধনমুক্ত। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।

এবার আরেকটি উদাহরণ দেখি:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।
হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে। নতুবা ‘বড়র পিরীতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ।’ বুঝলেন?
অতএব, আপনার রোজগার দশ হাজার টাকা হলে আপনার বিয়ে করা উচিত এমন কাউকে যে এরমধ্যেই মানিয়ে চলতে পারবে। নয়তো বিয়ের পর শুনতে হতে পারে, ‘ভুল করেছি তোমায় বিয়ে করে, দাও এবার আমার হাতটি ছেড়ে ’।

তাই সর্বদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিৎ। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।

যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের। পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট। দ্বীনদারদের তো সবকিছুই আশ্চর্যের; তারা সর্বাবস্থায় সুখ শান্তি খুঁজে নিতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।

◆শেষ কথা: অনেকে বলতে পারেন কোনো ব্যাপার না বিয়ে করে মেয়েকে দ্বীনদার বানিয়ে নেব। ভাই, এটা স্রেফ একটি শয়তানের ধোকা, উল্টোও তো হতে পারে দেখা গেল দ্বীনদার বানাতে গিয়ে আপনিই বেদ্বীন হয়ে গেলেন। কি দরকার এত রিস্ক নেওয়ার? যেখানে এই জীবন একটি পরীক্ষাকেন্দ্র, পাশ করার সুযোগও একটিই। তারপরেও রিস্ক?
বরং একটি কাজ করা যেতে পারে বিয়েতে দ্বীনকে কন্সট্যান্ট রেখে [এখানে কোন ডিসকাউন্ট নেই দুঃখিত] অন্যান্য দুনিয়াবি বিষয়গুলি সামান্য হেরফের করে এডজাস্ট করা যেতেই পারে। আসলে সবকিছুই নির্ভর করছে দ্বীনদার কেমন তার ওপরে, যত বেশি দ্বীনদারী থাকবে ততোই বাকিগুলোর গুরুত্ব কমবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«ليَتَّخذَ أحَدُكُمْ قَلْباً شَاكِراً وَلِسَاناً ذَاكراً وَزَوْجَةً صَالِحَةً تُعينُهُ عَلَى أَمرِ الآخِرَة».

‘‘তোমাদের প্রত্যেকের কৃতজ্ঞ অন্তর ও যিকিরকরি জিহ্বা হওয়া উচিৎ। আর এমন মুমিনা স্ত্রী গ্রহণ করা উচিৎ; যে তার আখেরাতের কাজে সহায়তা করবে।’’ [৩]

আখিরাতের কাজে সহযোগিতা করার জন্য স্বামী-স্ত্রীর কুফু থাকতে হবে। স্ত্রীকে অবশ্যই দ্বীনদারিতে স্বামীর বরাবর বা কাছাকাছি হতেই হবে নচেৎ সে আখিরাতের কাজে সহায়তার থেকে বাধা বেশি দেবে এবং অনেকক্ষেত্রে শরীয়ত বিরোধী কাজ করে আপনাকে জাহান্নামের পথেও টানবে। স্ত্রী যদি বেশি দ্বীনদার হয় তবে স্বামীর ক্ষেত্রেও একই।

« رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً».

__________________
[১] সুনান ইবনু মাজাহ : ১৯৬৮ ; সহীহ
[২] আল-ওয়াফি ডিকশনারি
[৩] ইবনে মাজাহ: ১৮৫৬, আস-সিলসিলাতুস সহীহাহ :২১৭৬

02/01/2025

দীর্ঘ ৮২৩ বছর পর জানুয়ারি মাসে ৫ জুম্মা ওয়ালা মাস পেয়েছি
আলহামদুলিল্লাহ
Ulama E Ahle Sunnat Saidpur

কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসা,ইসলামবাগ, সৈয়দপুরে চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ॥
02/01/2025

কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসা,ইসলামবাগ, সৈয়দপুরে চুড়ান্ত মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ॥

গতকাল ফায়জে রাসুল (ﷺ) মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান।Ulama E Ahle Sunnat Saidpur
02/01/2025

গতকাল ফায়জে রাসুল (ﷺ) মডেল মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সবক অনুষ্ঠান।Ulama E Ahle Sunnat Saidpur

রজবের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালআর মাত্র ৬০ দিন পরে রমজান।প্রিয় নবি (ﷺ) পুরো রজব মাসজুড়ে বেশি বেশি বরকতের ...
02/01/2025

রজবের চাঁদ উঠেছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
আর মাত্র ৬০ দিন পরে রমজান।
প্রিয় নবি (ﷺ) পুরো রজব মাসজুড়ে বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন।

আজ থেকে শুরু করে, একেবারে ঠিক রামাদান পর্যন্ত, বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে,এই দোআ টা পড়বেন ইনশা আল্লাহ :

اللهمَّ بارِكْ لنا في رَجَبَ وشَعْبانَ. وبَلِّغْنا رمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা‘বান। ওয়া বাল্লিগনা রমাদান।

অর্থ: ইয়া আল্লাহ! আমাদেরকে রজব ও শা’বানে বরকত দান করুন। আমাদের কাছে রামাদানকে পৌঁছে দিন।

 #সৈয়দ_শাহ্_মাদানী_আশরাফ_আশরাফি_আল_জিলানীসৈয়দ শাহ্ মুহাম্মদ মাদানী আশরাফ আশরাফি আল জিলানী একজন বুযুর্গের নাম। এক তাকওয়া ...
01/01/2025

#সৈয়দ_শাহ্_মাদানী_আশরাফ_আশরাফি_আল_জিলানী
সৈয়দ শাহ্ মুহাম্মদ মাদানী আশরাফ আশরাফি আল জিলানী একজন বুযুর্গের নাম। এক তাকওয়া ও পরহেজগার সত্ত্বার নাম।এক আধ্যাত্নিক ব্যক্তিত্বের নাম।সৈয়দ মাদানী আশরাফ জিলানী বর্তমান সিলসিলায়ে আশরাফিয়ার প্রবীণ শায়েখদের মধ্যে অন্যতম।
তিনি ১৯৩৯ সালে ভারতের কিছৌছা নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর সম্মানিত পিতা হলেন ইসলামি দর্শন, হাদিস ও ফিকাহ শাস্ত্রের এক সুপরিচিত নাম মুহাদ্দিস এ আজম এ হিন্দ আল্লামা পীর সৈয়দ শাহ মুহাম্মদ আবুল মুহামিদ আল-আশরাফী আল-জিলানী।

সৈয়দ মাদানী আশরাফ আশরাফি আল জিলানী শায়েখ উল ইসলাম উপাধিতে ভূষিত। এছাড়া তিনি সুফিবাদ ও আশরাফী সিলসিলার প্রচারকারী এবং শায়খ উল ইসলাম ট্রাস্ট ও মুহাদ্দিস এ আজম এ হিন্দ মিশন এর প্রতিষ্ঠাতা।সৈয়দ মাদানী আশরাফ জিলানী
একজন মুসলিম আইনজ্ঞ, ধর্মতত্ত্ববিদ, তপস্বী, হাদিস বিশারদ, আধ্যাত্মিক নেতা এছাড়া তিনি ইসলামে ভিডিওগ্রাফির বৈধতার পক্ষে ব্যাখা ও ফাতোয়া দিয়ে এক বিরাট বিভ্রান্তি নিরসনে অগ্রণী ভূমিকা রাখেন। তাছাড়া তাফসিরে আশরাফী রচনা তাঁর এক অনন্য কৃত্বিত।এই তাফসিরে আশরাফী একটি ধ্রুপদী পুস্তক,যা মুহাদ্দিস এ আজম এ হিন্দ এটির রচনা শুরু করলে তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র সৈয়দ মাদানী আশরাফ জিলানী ২০০৮ সালে পুস্তকটিকে সম্পূর্ণতা দান করেন। এটি বর্তমানে পবিত্র কুরআনের সহজ শৈলী ব্যাখার কারণে অনেক জনপ্রিয়তা লাভ করেছে এছাড়া উল্লেখ্য পুস্তকটিকে উর্দু ও ইংরেজি দুই ভাষায় প্রকাশ করা হয়েছে।
সৈয়দ মাদানী আশরাফ আশরাফি আল জিলানী নিজের ৮৬ বছর বয়সেও নিরলসভাবে ইসলামের প্রচার ও প্রসারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যেটি
তাঁর সুমহান ব্যক্তিত্ব ও আর্দশকে ফুটিয়ে তুলছে।
✍🏼লেখকঃতৌসিফ রেজা আশরাফি।

31/12/2024

থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা
মুসলিমদের কাজ নয় ❌
#হাযরাতুল_আল্লামা_আলহাজ্ব_ডঃ_সৈয়দ_এরশাদ_আহমদ_আল_বুখারী হুজুর

29/12/2024
গাউসিয়া ইসলামিক মিশন সৈয়দপুর আয়োজিত যুব সমাজের সংশোধন এবং দারস্ এ আকিদাহ সম্পকে আলোচনা সভা হবে । দলে দলে যোগদান করুন
26/12/2024

গাউসিয়া ইসলামিক মিশন সৈয়দপুর আয়োজিত যুব সমাজের সংশোধন এবং দারস্ এ আকিদাহ সম্পকে আলোচনা সভা হবে । দলে দলে যোগদান করুন

24/12/2024

History of Silsila E Qalandaria (🅢🅗🅐🅡🅔)
অতি ঐতিহাসিক তথ্য সিলসিলা এ কালান্দারিয়া তরিকার ইতিহাস।
Khanquah Emadia Qalandaria


ফায়জানে এমাদীয়া








ঢাকা আশিয়ান সিটি মাঠে দাওয়াতে ইসলামীর উদ্যোগে তিন দিনের ‘সুন্নাতময়’ ইজতেমা গতকাল বাদ নামাজে যোহর আখেরী মোনাজাতের পর সমা...
22/12/2024

ঢাকা আশিয়ান সিটি মাঠে দাওয়াতে ইসলামীর উদ্যোগে তিন দিনের ‘সুন্নাতময়’ ইজতেমা গতকাল বাদ নামাজে যোহর আখেরী মোনাজাতের পর সমাপ্তি ঘটে ।



20/12/2024

পবিত্র জুমার দৃশ্য! (🅢🅗🅐🅡🅔)
fans


আল্লাহর রহমতে আগামিকাল হতে শুরু হচ্ছে আশেকানে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)দের মিলন মেলা, দাওয়াতে ইসলামির ৩ দিন...
18/12/2024

আল্লাহর রহমতে আগামিকাল হতে শুরু হচ্ছে আশেকানে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)দের মিলন মেলা, দাওয়াতে ইসলামির ৩ দিনের সুন্নাতে ভরা ইজতেমায়। এতে আপনিও অংশ গ্রহন করুন।
স্থান: আশিয়ান সিটি,ঢাকা।

DawateIslami Bangladesh

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সকল শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো!🇧🇩Ulama E Ahle Sunnat Saidpur
15/12/2024

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সকল শহীদ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো!🇧🇩Ulama E Ahle Sunnat Saidpur

দাওয়াতে ইসলামীর ৩দিনের সুন্নাতে ভরা ইজতেমা১৯,২০,২১ ডিসেম্বর-২০২৪ বৃহস্পতি-শুক্র-শনি স্থান: আশিয়ান সিটি, হজ্বক্যাম্প সংল...
14/12/2024

দাওয়াতে ইসলামীর ৩দিনের সুন্নাতে ভরা ইজতেমা
১৯,২০,২১ ডিসেম্বর-২০২৪ বৃহস্পতি-শুক্র-শনি
স্থান: আশিয়ান সিটি, হজ্বক্যাম্প সংলগ্ন, এয়ারপোর্ট, ঢাকা।
Ulama E Ahle Sunnat Saidpur

গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৈয়দপুর উপজেলা শাখা উদ্দ্যগে আয়োজিত পবিত্র গেয়ারভী শরীফ তৈয়্যবিয়া জামে মসজিদ,ইসলামবাগ পালন ...
14/12/2024

গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৈয়দপুর উপজেলা শাখা উদ্দ্যগে আয়োজিত পবিত্র গেয়ারভী শরীফ তৈয়্যবিয়া জামে মসজিদ,ইসলামবাগ পালন করা হয় ।
স্থান ঃ- কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদরাসা,ইসলামবাগ,সৈয়দপুর।

কাদেরিয়া,তেগিয়া,বাখশিয়া দরবার শরিফ কুমিল্লার,খেলাফত পেলেন সৈয়দপুর আহলেসুন্নাত ওয়াল জামা'আত থানা শাখার সম্মানিত সভাপতি জন...
14/12/2024

কাদেরিয়া,তেগিয়া,বাখশিয়া দরবার শরিফ কুমিল্লার,
খেলাফত পেলেন সৈয়দপুর আহলেসুন্নাত ওয়াল জামা'আত থানা শাখার সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আব্দুল্লাহ বাখশি পাপ্পু সাহেব। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

Address

Saidpur
5310

Telephone

+8801726863854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulama E Ahle Sunnat Saidpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share