জাগরণে নীলফামারী

জাগরণে নীলফামারী News

18/11/2023
18/11/2023

নীলফামারীর ডোমারের চিলাহাটি রেলস্টেশনে
ডিসেম্বরে মিলবে
ইমিগ্রেশন ও কাস্টম সুবিধা।

তেঁতুলিয়ায়  সড়ক দূর্রঘটনায় চার বছর বয়সী ০১ শিমুর মৃত্যু!                                                       বিস্তারিত...
18/11/2023

তেঁতুলিয়ায় সড়ক দূর্রঘটনায় চার বছর বয়সী ০১ শিমুর মৃত্যু!


বিস্তারিত প্রথম কমেন্টেঃ

নীলফামারীর ডোমার উপজেলায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নি'হ'ত' হয়েছেন,নিহত ছাত্রলীগ নেতার নাম রু...
18/11/2023

নীলফামারীর ডোমার উপজেলায় ধান মাড়াই মেশিনের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নি'হ'ত' হয়েছেন,
নিহত ছাত্রলীগ নেতার নাম রুমন ইসলাম (২২)। তিনি ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি।

“অসুস্থ মায়ের খবর যে নেয় না, সে দেশের খবর নেবে কীভাবে?                            বিস্তারিত প্রথম কমেন্টেঃ
18/11/2023

“অসুস্থ মায়ের খবর যে নেয় না, সে দেশের খবর নেবে কীভাবে?

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকসা উল্টে ২ পুলিশ নিহত, আহত ৩                                                                  বি...
18/11/2023

ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকসা উল্টে ২ পুলিশ নিহত, আহত ৩


বিস্তারিত প্রথম কমেন্টেঃ

পাবনায় আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্য আটক!                                বিস্তারিত প্রথম কমেন্টেঃ
18/11/2023

পাবনায় আন্তঃ জেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্য আটক!

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

18/11/2023

নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বড় ভাইয়ের গু'লি'তে আ'হ'ত!

নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যুবিস্তারিত প্রথম কমেন্টেঃ
18/11/2023

নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

সৈয়দপুর থেকে করাচি,,,,,,১৯৫২ সালে আমি সৈয়দপুরে জন্মগ্রহণ করি।আমাদের বাড়ি ছিল বাবু পাড়া। প্রতিবেশি হিসেবে শিবন উদ্দিন চাচ...
18/11/2023

সৈয়দপুর থেকে করাচি,,,,,,
১৯৫২ সালে আমি সৈয়দপুরে জন্মগ্রহণ করি।
আমাদের বাড়ি ছিল বাবু পাড়া। প্রতিবেশি হিসেবে শিবন উদ্দিন চাচা যার সাথে আমাদের খুব ভাল আন্তরিকতা ছিল। আমি শিবন চাচার স্ত্রী তথা চাচি মার কাছে অ "আ" ই" ঈ, দিয়ে আমার শিক্ষাজীবন শুরু করি।
সৈয়দপুর একটি সুন্দর সাজানো গোছানো পরিকল্পিত রেলের নগরী। সাহেব পাড়ায় খ্রিস্টান পরিচালিত মিশনারীদের একটি স্কুল ছিল। ইতালি থেকে আসা উচ্চ যোগ্যতাসম্পন্ন সিস্টারদের দ্বারা এখানে শিক্ষাক্রম চালানো হত। আমি আমার প্রাথমিক শিক্ষা এখানে লাভ করি৷
রেলওেয়ের শহর হওয়াতে এখানে বেশিরভাগ মানুষ রেলের কাজে জড়িত ছিলেন, পাশাপাশি সৈয়দপুর তখনও ব্যবসায়ীক শহর হিসেবেও বেশ পরিচিত ছিল।
চিলাহাটি, ডোমার, নীলফামারীর মানুষ সৈয়দপুরে ট্রেনে এবং আস পাশের বিভিন্ন গ্রাম গঞ্জ শহর নগর থেকে মানুষ বিভিন্নরকম মালপত্র কেনাকাটার জন্য সৈয়দপুর আসতো।
সৈয়দপুর শহর চারিদিকে নয়নাভিরাম সবুজ শ্যামল গ্রামের দ্বারা বেষ্টিত ছিল।
সৈয়দপুরের বেশির ভাগ গ্রামীন মানুষ কৃষির সাথে জড়িত ছিল৷ কৃষিজীবী মানুষেরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসল ফলিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো।
অপরদিকে ব্যবসায়ীক শহরের বেশির ভাগ ব্যবসায়ী উর্দুভাষি এবং মারোয়ারীরা ছিলেন।
সৈয়দপুর একটি মজার শহর। তৎকালীন পাকিস্তানের স্বাধীনতা দিবসে তথা ১৪ আগস্টে গোটা শহর জাতীয় পতাকা দিয়ে সাজানো হত। রাতের বেলায় রেলের ভবনগুলো বিভিন্ন রঙ- বে-রঙের বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হত৷
সৈয়দপুরের স্থানীয় মানুষেরা খুবেই আন্তরিক ছিলেন কোন ভেদাভেদ ছিল না স্থানীয় এবং উর্দুভাষিদের মাঝে। তখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষিত শিক্ষকদের দ্বারা পরিচালিত হত সৈয়দপুর হাই স্কুল তখন উত্তর জনপদের অন্যতম সেরা বিদ্যালয়, কায়দে আযম স্কুল, মুসলিম স্কুল, কয়ানিজপাড়া স্কুল, তুলশীরাম গার্লস অন্যতম ছিল।
সৈয়দপুর কারিগরি বা ট্যাকনিক্যাল স্কুল ১৯৬৭ সালে স্থাপিত হয়। একটি কলেজই ছিল যার নাম ছিল কায়দে আজম কলেজ৷
১৯৬৫/৬৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান কায়দে আযম কলেজ পরিদর্শনে আসেন। স্কাউটের সকল সদসরা আইয়ুব খানকে স্বাগত জানায়।আব্দুল জব্বার স্যার ছিলেন আমাদের স্কাউট টিচার।
প্রাণের সৈয়দপুর এমন একটি শহর যেখানে দিনমজুর, চাকুরীজীবি, ব্যবসায়ী সকল শ্রেনি পেশার মানুষের বসবাস ।
১৯৭১ সালে যুদ্ধের সময় আমরা সৈয়দপুর থেকে চলে আসি কিন্তু শৈশব, কৈশোর , তারুন্যদিপ্ত দিনগুলি ফেলে এসেছি, ফেলে এসেছি সেই ভালোবাসার বন্ধন।
আমি ইউসুফ জামাল
প্রাক্তন ছাত্র
সৈয়দপুর হাই স্কুল / বাংলা হাই স্কুল
৭১ এর পর থেকে, করাচি, পাকিস্তান ।
কথাগুলো ছিল সৈয়দপুর জন্ম নেয়া একজন মানুষের কথা যিনি জীবনের পরদে পরদে নিজ জন্মভূমি সৈয়দপুরকে মিস করেন৷ যেই শহরে তার বেরে ওঠা যেখানে জীবনের সোনালি সময় শৈশব কৈশোর কেটেছে সেই শহরকে, সেই শহরের মানুষের সাথে তিনি এখনো নিজের অনুভূতির কথা তুলে ধরার জন্য কৌতুহলী। প্রায় দুই তিন বছর আগে যখন ইঞ্জিনিয়ার সিকান্দার আলীর পোস্ট করেছিলাম তখন তিনি আমাকে বলেছিলেন তার এই অনুভূতির কথা।
কিন্তু পরে বিস্তারিত তুলে ধরতে পারি নাই আজকে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম তার লেখা থেকে৷
শৈশবের স্মৃতি কতটা মধুর এবং কতটা আবেগের তা বোঝা যায় যখন তা থেকে আমরা যোজন যোজন দূরে থাকি। স্মৃতির দৃশ্যপটে ভেসে ওঠে শৈশবের সেই দুরন্তপনা ও রোমাঞ্চকর ঘটনাগুলো। শুনেছি বয়স বাড়লে বার্ধ্যকে পা আসলেই মানুষের ভিতর আবার সেই শৈশব উঁকি দেয়। কতই না মধুর সেই দিনগুলো যেগুলো একাকিত্বের যন্ত্রণা ঘোঁচায়।
এই লেখনীর মাধ্যমে পাকিস্তান আমলের অনেক বিষয় উঠে এসেছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরন এবং তৎকালীন পাকিস্তানের কিছু দৃশ্যপট।
হয়তো পাকিস্তান ভাগ হয়েছে কিন্তু সৈয়দপুরে জন্মগ্রহণ করা প্রত্যেক সৈয়দপুরিয়ান তাদের প্রিয় শহর সৈয়দপুরকে প্রতি মুহুর্তে অনুভব করেন।

দিনাজপুরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে তরুনী গন ধর্ষনের শিকারবিস্তারিত প্রথম কমেন্টেঃ
18/11/2023

দিনাজপুরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে তরুনী গন ধর্ষনের শিকার

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

❣️🥰মা এর প্রতি ছেলের ভালোবাসা🥰❣️ট্রেনে ঢাকা যাচ্ছি,  আমার বিপরীত পাশের সিটে, এক মা ও ছেলে ঢাকায় যাচ্ছে । ছেলে উঠে একটু হ...
16/11/2023

❣️🥰মা এর প্রতি ছেলের ভালোবাসা🥰❣️
ট্রেনে ঢাকা যাচ্ছি, আমার বিপরীত পাশের সিটে, এক মা ও ছেলে ঢাকায় যাচ্ছে । ছেলে উঠে একটু হাটাহাটি করছিলো হঠাৎ মা ঘুমিয়ে যায় ছেলের সিটের ওপর। ছেলে এসে দেখে মা ২ টা সিট এর ওপরেই ঘুমিয়ে গেছে। অতঃপর পুরো ৫ ঘন্টার রাস্তায় ছেলে হাটাহাটি করছিলো আর মাঝে মাঝে এসে মায়ের পাশে দাড়িয়ে ছিলো 🥰
এ যেনো এক ভালোবাসার অনন্য নিদর্শন।

15/11/2023

নীলফামারীতে জামায়াতের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শিগগিরই আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেতে যাচ্ছে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর  সৈয়দপুর
15/11/2023

শিগগিরই আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেতে যাচ্ছে রংপুর বিভাগের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর

আলহামদুলিল্লাহ সকল প্রসংসা মহান সৃষ্টিকর্তার প্রতি!জাগরণে নীলফামারী দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মহলে৷সকল কৃতিত্ব ...
15/11/2023

আলহামদুলিল্লাহ সকল প্রসংসা মহান সৃষ্টিকর্তার প্রতি!

জাগরণে নীলফামারী দেশের গন্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক মহলে৷

সকল কৃতিত্ব জাগরণে নীলফামারী সম্মানিত সদস্যদের৷

যে সকল দেশের সম্মানিত সদস্যরা জাগরনে নীলফামারী পেইজেটির নিয়মিত সদস্যঃ

১৷ বাংলাদেশ৷
২৷ ভারত৷
৩৷ সৌদি-আরব৷
৪৷ পাকিস্তান৷
৫৷ সংযুক্ত আরব-আমিরাত৷
৬৷ ঘানা৷
৭৷ কুয়েত৷
৮৷ মালেশিয়া৷
৯৷ সিঙ্গাপুর৷
১০৷ দক্ষিণ করিয়া৷

দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান ঢাবি'র মেধাবী ছাত্র মোস্তাকিম ইসলাম সহকারী জজ পদে গেজেটভুক্ত হলেন। তাঁর প্রথম কর্...
15/11/2023

দিনাজপুরের খানসামা উপজেলার কৃতি সন্তান ঢাবি'র মেধাবী ছাত্র মোস্তাকিম ইসলাম সহকারী জজ পদে গেজেটভুক্ত হলেন। তাঁর প্রথম কর্মস্থল জেলা ও দায়রা জজ আদালত, নীলফামারী।

জাগরণে নীলফামারী ফেইসবুক পেজের এডমিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন৷

15/11/2023

কিশোরগঞ্জের ভৈরবে ছোট ভাইয়ের হাতে বড় বোন
খু/ন।
বিস্তারিত প্রথম কমেন্টে...

১৫ ই নভেম্বর রেল দিবস সফল হউকছবিঃ বিভাগীয় তত্বাবধায়ক কারখানা এর কার্যলয় সৈয়দপুর।
15/11/2023

১৫ ই নভেম্বর রেল দিবস সফল হউক

ছবিঃ বিভাগীয় তত্বাবধায়ক কারখানা এর কার্যলয় সৈয়দপুর।

সমাজ নষ্ট করেছে পরিমনি আর শিক্ষা নষ্ট করেছে দিপুমনি।
15/11/2023

সমাজ নষ্ট করেছে পরিমনি আর শিক্ষা নষ্ট করেছে দিপুমনি।

অবশেষে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছালো রংপুর ও সৈয়দপুরে৷
14/11/2023

অবশেষে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পৌঁছালো রংপুর ও সৈয়দপুরে৷

নীলফামারীতে টাকার লো'ভ দেখিয়ে প্র'তি'ব'ন্ধীকে' ধ'র্ষ'ণ,অ'ভি'যু'ক্ত গ্রেফতার!নীলফামারীর সদরে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে এ...
14/11/2023

নীলফামারীতে টাকার লো'ভ দেখিয়ে প্র'তি'ব'ন্ধীকে' ধ'র্ষ'ণ,অ'ভি'যু'ক্ত গ্রেফতার!

নীলফামারীর সদরে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে তপন চন্দ্র রায় (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তপন চন্দ্র রায় সদরের হরতকলিতলা ঘোনপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে।

বিস্তারিত প্রথম কমেন্টেঃ
14/11/2023

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

১৭ দিনে ১৫০ অগ্নিসংযোগ, বেশি ঢাকা শহরে: ফায়ার সার্ভিসবিস্তারিত প্রথম কমেন্টেঃ
14/11/2023

১৭ দিনে ১৫০ অগ্নিসংযোগ, বেশি ঢাকা শহরে: ফায়ার সার্ভিস

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

যে ছবি কথা বলে,,,
14/11/2023

যে ছবি কথা বলে,,,

নীলফামারীতে সেতু ভেঙে দেবে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ_____________নীলফামারী ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শাহ কলন্দ...
14/11/2023

নীলফামারীতে সেতু ভেঙে দেবে যাওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ
_____________
নীলফামারী ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শাহ কলন্দর নদীর ওপর নির্মিত ব্রিজটি তিন বছর আগে নদীর মাঝামাঝিতে ভেঙে দেবে গেলেও এখন পর্যন্ত মেরামতের উদ্যোগ নেয়া হয়নি।
এতে ওই ভাঙা ব্রিজের ওপর দিয়ে নদী পারাপার হতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে জনগণের। ব্রিজটি জেলা ও উপজেলা শহরের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় ঝুঁকি নিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে।

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেল...
13/11/2023

ইউরোপ-আমেরিকার মতো এবার পর্যটন নগরী কক্সবাজারেও ছাদখোলা বাসে ঘুরতে পারবেন পর্যটকরা। দুটি টুরিস্ট বাস এনেছে কক্সবাজার জেলা প্রশাসন। এই দুটি বাস চলবে কক্সবাজারের পর্যটন জোন থেকে দীর্ঘ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ দিয়ে।
মূলত এসব বাস দেশি-বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় করে তুলতে নতুন সংযোজন করা হয়েছে কক্সবাজারে। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কক্সবাজারকে বলা হয় পর্যটন রাজধানী। তাই দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আকর্ষণীয় করতে প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় নতুন করে সংযোজন করা হয়েছে টুরিস্ট বাসের।
দুটি বাসের মধ্যে একটি বাস কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্ট থেকে পর্যটকদের নিয়ে রেজুখাল ব্রিজ পর্যন্ত যাবে। এরপর তাদের তুলে দেয়া হবে ব্রিজের অপরপ্রান্তে অবস্থান করা টুরিস্ট বাসে। এই বাস মেরিন ড্রাইভের পাতুয়ারটেক পর্যন্ত চলাচল করবে। এই যাত্রায় দীর্ঘ মেরিন ড্রাইভে যেসব পর্যটন স্পট রয়েছে বাস ওই স্পটে থামবে এবং পর্যটকদের তা ঘুরে দেখানো হবে।
প্রতিটি বাসে ৫৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বাসগুলোতে থাকছে নানা ধরনের সুযোগ-সুবিধা। আশা করা যায়, পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে এই টুরিস্ট বাস বা ছাদখোলা বাস।

সূত্র: সময় নিউজ।

সংগীতশিল্পী আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপা...
13/11/2023

সংগীতশিল্পী আকবরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। আকবরের বয়স হয়েছিল ৫৪ বছর। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।
novelonlite28

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এ গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।

২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।
umchltd

অনেক দিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন আকবর, চলছিল চিকিৎসাও। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস। এ ছাড়া কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ ছিল নানা শারীরিক জটিলতা। আকবরের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।

এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি।

হাবিপ্রবি: চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে ম...
13/11/2023

হাবিপ্রবি: চলন্ত ট্রেনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষকের (টিটিই)বিরুদ্ধে।

রোববার দুপুরের এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে রেল লাইন অবরোধ করে একটি ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে রাখেন।

মারধরের শিকার আব্দুর রাজ্জাক হাবিপ্রবির কম্পিউটার অ্যান্ড সাইন্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, ঢাকা থেকে আব্দুর রাজ্জাক ও তার বন্ধু মিলে একতা এক্সপ্রেস ট্রেনে করে দিনাজপুরে আসছিলেন। পথে টিটিই বিশ্বজিৎ তাদের টিকিট চেক করেন। এ সময় তারা একটি টিকিট দেখাতে সক্ষম হলে তাদের কাছে টাকা দাবি করেন ওই টিটিই।

টাকা দিতে কিছুটা বিলম্ব হওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্ত টিটি ও তার সহকারী মিলে আব্দুর রাজ্জাককে মারধর করেন।

আব্দুর রাজ্জাক বলেন, টিটিই বিশ্বজিৎ যখন আমাদের কাছে টিকিট দেখতে চান, তখন আমরা একটি টিকিট দেখাই। অন্য টিকিটের জন্য আমাদের কাছে জরিমানা স্বরূপ টাকা দাবি করেন তিনি। আমার কাছে তখন বেশি টাকা না থাকায় বন্ধুর কাছ থেকে নিয়ে দিতে চাই। কিন্তু তিনি দেরি করতে না চাওয়ায় বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তিনি এবং তার সহকারী মিলে মারধর করেন।

এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর ষ্টেশনে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করে রাখেন। পরে উভয় পক্ষের সমঝোতার পর সোয়া ৯টায় ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।

রেলপথ অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম ও সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।

দিনাজপুর স্টেশন সুপার জিয়উল হক বলেন, এটি একটি অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে আসি। রেলওয়ে কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে দোষীদের ব্যবস্থা গ্রহণ করবে এমন আশ্বাস প্রদান করেছে। পরে বিক্ষুব্ধরা রেল লাইন ছেড়ে দেয়।

13/11/2023

আগামীকাল ১৪/১১/২০২৩
বগুড়া-সৈয়দপুর গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী
শেখ হাসিনা।

13/11/2023

সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে পড়া সেই শিশুকে পরিবারের কাছে হস্তান্তর।

13/11/2023

নীলফামারীর সৈয়দপুরে সান ডায়গনোস্টিক সেন্টারে লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অভিযোগে অভিযান, ৪৪ হাজার টাকা জরিমানা।

ঢাকা- ময়মনসিংহ সেকশনে দুষ্কৃতকারীরা রেল ব্রীজের উপর আগুন জালিয়ে কাঠের স্লীপার পুড়ে ফেলেছে এবং ফিস প্লেটের ক্লিপ খুলে লাই...
13/11/2023

ঢাকা- ময়মনসিংহ সেকশনে দুষ্কৃতকারীরা রেল ব্রীজের উপর আগুন জালিয়ে কাঠের স্লীপার পুড়ে ফেলেছে এবং ফিস প্লেটের ক্লিপ খুলে লাইন লুজ করে দিয়েছে!!
এই জঘন্য কাজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

এই জঘন্য কাজ টি কার হতে পাড়ে কমেন্টে বলে যান?

নীলফামারীতে বড় বোন কে কর্মস্থলে পৌছে দেওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় ছোট ভাই নিহত ও বোন গুরুত্বর আহত।বিস্তারিত প্রথম ক...
13/11/2023

নীলফামারীতে বড় বোন কে কর্মস্থলে পৌছে দেওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় ছোট ভাই নিহত ও বোন গুরুত্বর আহত।

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকের পুরুস্কার পেল ৩৩ শিশু!বিস্তারিত প্রথম কমেন্টেঃ
13/11/2023

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকের পুরুস্কার পেল ৩৩ শিশু!

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

ধর্ম পরিবর্তন করলো যে সকল অভিনেতা!বিস্তারিত প্রথম কমেন্টেঃ
13/11/2023

ধর্ম পরিবর্তন করলো যে সকল অভিনেতা!

বিস্তারিত প্রথম কমেন্টেঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় এক বিয়েতে অনেক সুন্দর একটি কাজ!ফটোঃ তানিয়া আক্তার
13/11/2023

কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় এক বিয়েতে অনেক সুন্দর একটি কাজ!

ফটোঃ তানিয়া আক্তার

সরকারি জমিতে থাকা গাছকাটতে বাধাদেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের বসতঘরে আগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।...
13/11/2023

সরকারি জমিতে থাকা গাছকাটতে বাধাদেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের বসতঘরে আগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাঙমারী ডাঙ্গাপাড়া গ্রামের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
অগ্নিকান্ডে ভুক্তভোগী ময়নুল ইসলামের চারটি ৪টি বসতঘর, আসবাবপত্র ও নগদ এক লাখ টাকা সহ প্রায় ২০ লাখ ক্ষতি সাধন হয়েছে বলে রবিবার(১২ নবেম্বর) সদর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়। ময়নুল ইসলামের স্ত্রী মোছা. রহিমা বেগম (২৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এতে আসামী করা হয় একই এলাকার ১৮জনকে। এরা হলো আব্দুর রাজ্জাক (৫৫),এমদাদুল হক (৫২), বিপুল ইসলাম (৪০), সিয়াম ইসলাম (২৩), বরকত উল্লাহ (৩৫), আব্দুল মান্নান (৫৮), আবেদীন ইসলাম (৫৭), হানিফ ইসলাম (৪০), গুলজার রহমান (৪০), লিয়াকত আলী (৪৫), দেলোয়ার হোসেন (৪১), রানী বেগম (৫০), আকলি বেগম (৪৬), সালমা বেগম(৩০), শাহজাদী বেগম (১৯), জান্নাতি বেগম(৩০) ও ফেন্সি বেগম (৩৫)।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুল হক বলেন গত শনিবার দুপুরে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগীর চারটি কাচাঘর ও আসবাব পত্র পুড়ে যায়।
রোববার দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন আসামীরা ঘটনার সময় বাড়ির সামনে সরকারি জমির দুইটি গাছ কেটে ফেলে। এতে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারপিট করে। এরপর আসামীরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ছবিতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর।
13/11/2023

ছবিতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর।

শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়,মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরী...Photo: GMB Akash
13/11/2023

শুধু মানুষ হওয়াটাই যথেষ্ট নয়,
মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকাটা বেশি জরুরী...

Photo: GMB Akash

Address

Saidpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাগরণে নীলফামারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category



You may also like