গৌরবাণী প্রচার

গৌরবাণী প্রচার ☞❣️স্বয়ং ভগবান কৃষ্ণ, 'গোবিন্দ' পর নাম।
সর্বৈশ্বর্যপূর্ণ, যাঁর গোলোক নিত্য ধাম।➤➤

                     🙏  💕
28/09/2023

🙏 💕

Today,s Best photo ❤❤❤❤❤❤
27/09/2023

Today,s Best photo
❤❤❤❤❤❤


























26/09/2023
🙏শুভ সকাল 🙏পার্শ্ব একাদশী উপবাসের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো সবার জন্য 🙏 হরে কৃষ্ণ 🙏হরে কৃষ্ণ,,❤️❤️
26/09/2023

🙏শুভ সকাল 🙏
পার্শ্ব একাদশী উপবাসের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো সবার জন্য 🙏 হরে কৃষ্ণ 🙏হরে কৃষ্ণ,,❤️❤️

Today,s Best photo ❤❤❤❤❤❤
25/09/2023

Today,s Best photo
❤❤❤❤❤❤


























💖✨শ্রীমতী রাধারাণীর কপালে তিলক ধারন না করার অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ফোটা ধারন করেন?🌿❤🤔🤔🤔🌿❤শ্রীমতী রাধারা...
23/09/2023

💖✨শ্রীমতী রাধারাণীর কপালে তিলক ধারন না করার অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণ কেন কপালে তিলক ফোটা ধারন করেন?🌿❤🤔🤔🤔

🌿❤শ্রীমতী রাধারাণী কপালে তিলক নেই।। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিলক ফোটা ধারন করেন, শ্রীবলরাম তিলক ফোটা ধারণ করেন, সমস্ত ভক্তরা তিলক ফোটা ধারণ করেন তাহলে শ্রীমতী রাধারাণীর কপালে তিলক ফোটা কেন নেই? এর কারণ হলো রাধারাণী যেহেতু গোপী শ্রেষ্ঠা, গোপী শিরোমনি, আর এই তিলক হলো গোপীদেরই চরন ধুলি তাই স্বাভাবিক ভাবেই রাধারাণীর কপালে তিলক নেই।❤✨💙💙

💖✨তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কপালে কেন তিলক ফোটা ধারণ করে থাকেন? এমন প্রশ্ন অনেকের মনে আসতে পারাটাই স্বাভাবিক। শ্রীকৃষ্ণের বার্তাটাই হলো এই যে, আমার থেকে আমার ভক্তরা শ্রেষ্ঠ এবং আমার পূজার থেকে আমার ভক্তের পূজা আরো শ্রেষ্ঠ। অতএব শ্রীকৃষ্ণ তার ভক্তের মহিমা ব্যাপ্তি করবার জন্য ভক্তের চরন ধুলিকে নিজের মাথায়, কপালে ধারণ করেন।💖✨💙💙

💖✨তিলকের উৎপত্তি হয় গোপীপদ রেনু,
গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু।
তিলক থাকে গোপীদের চরণ কমলে ,
ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণের কপালে।
গোপী পদরেনু তাই, রাধার কপালে তিলক নাই,
তিলক বিনে গুরু-কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই।।💖✨

❤✨তাই আসুন আমরা হরি ভজন করি, তিলক ধারন করি এবং এই জনম সাথর্ক করি।''
কৃষ্ণ কৃপা বিনা নহে দুখের মোচন,
থাকিলবা জ্ঞান, কুল কোটি কোটি ধন''।।💖🌿

💖✨🙇‍♀️🌿রাধে রাধে❤🌸 🙇‍♀️🌿
#রাধা #শ্রীকৃষ্ণকে_সচ্চিদানন্দ_কেন_বলা_হয়

07/09/2023

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর শুভেচ্ছা!!

"বসুদেব ও দেবকীর ত্যাগের জন্যই কৃষ্ণ আজকের দিনে অবতীর্ণ হয়েছেন। তাঁদের ছয়টি সন্তানকে কংস হত্যা করেছিল। এটি ছিল তাদের অদৃষ্ট। তাঁদের সাত নম্বর সন্তান ছিলেন বলরাম। তাঁকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর যোগমায়া দেবকীর গর্ভে সমস্ত কিছুর ব্যবস্থা করার পর কৃষ্ণ আবির্ভূত হন। তিনি তাঁর চিন্ময় স্বরূপে আবির্ভূত হন। যখন আপনারা শুদ্ধ ভক্তি করবেন তখন তাকে বলে 'শুদ্ধ সত্ত্ব'। দেবতারা থাকেন সত্ত্ব গুণে, মানুষ সাধারণত রজ গুণে, আর পশুরা থাকে তম গুণে। তো, আমরা এখানে সকলকে 'শুদ্ধ সত্ত্ব' স্থিতিতে নিয়ে আসার প্রচেষ্টা করছি। কৃষ্ণ শুদ্ধ সত্ত্বে থাকেন। আপনাদের তাঁর সঙ্গ লাভ করার সুযোগ রয়েছে। তো, এইভাবে যখন আমরা কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করি, কৃষ্ণের সেবা করি, কৃষ্ণকে স্মরণ করি তখন আমরা উন্নতি সাধন করতে পারি। তাই তাঁর আবির্ভাব তিথিতে আমরা আমাদের মনকে যতটা সম্ভব ততটা কৃষ্ণভাবনায় পূর্ণ রাখতে চাই। আমরা 'হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।' জপ করতে চাই।

কৃষ্ণ দেবকীর গর্ভে ছিলেন, এইভাবে আমরা কৃষ্ণকে আমাদের মনে রাখতে চাই। দেবকীর গর্ভে কৃষ্ণ ছিলেন, তাই তিনি অত্যন্ত সুন্দরী হয়ে উঠেছিলেন। তিনি ইতোপূর্বেই একজন সুন্দরী নারী ছিলেন, কিন্তু এখন তিনি আরও অধিক সুন্দরী হয়ে উঠেছিলেন। তাঁর শরীর জ্যোর্তিময় হয়ে উঠেছিল। এইভাবে কংস পর্যন্ত বলছিলেন 'হুম, তাঁকে অত্যন্ত বিশেষ দেখতে লাগছে, হয়তো যে আমাকে হত্যা করবে সে তাঁর গর্ভে রয়েছে। এটি একটি অসাধারণ ব্যাপার যে কৃষ্ণ তাঁর ভক্তের দেহে রয়েছেন! তারপর আরও কিছু চমকপ্রদ ঘটনা ঘটতে শুরু করলো। স্বর্গ থেকে দেবতারা এসে গর্ভে স্থিত কৃষ্ণের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছিলেন। একজন নারীর পক্ষে কৃষ্ণকে তাঁর গর্ভে ধারণ করা একটি বিশেষ কৃপা।..কৃষ্ণ আসেন এবং এটি দেখান যে তিনি আপনার সন্তান হতে পারেন এবং আপনি তাঁর পিতা হতে পারেন, তাঁর মাতা হতে পারেন, তাঁর সখা হতে পারেন।"

~শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ
২৩শে আগস্ট, ২০০৮
ইসকন তিরুপতি
Hari Madhab YT

- Today,s Best Photo.🚩🚩🙏❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️
30/08/2023

- Today,s Best Photo.🚩🚩🙏

❤❤❤❤❤❤❤️❤️❤️❤️❤️














Cute Picture Of The Day..Shri Radha Rani..🥰🥰
23/08/2023

Cute Picture Of The Day..
Shri Radha Rani..🥰🥰











Today,s Best photo               ge            ិតផលថែទាំសុខភាព
27/07/2023

Today,s Best photo

























ge






















ិតផលថែទាំសុខភាព

25/07/2023

❤️‍🔥মনকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন 🤔

#হরে #গৌরবাণীপ্রচার

ব্যাসদেব ও শ্রীমদভাগবত(পাঠ-৩):❤️❤️দেবর্ষি নারদ তখন সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রর্ষিকে (বেদব্যাসকে) বললেন, “তোমার প্...
22/07/2023

ব্যাসদেব ও শ্রীমদভাগবত(পাঠ-৩):

❤️❤️দেবর্ষি নারদ তখন সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রর্ষিকে (বেদব্যাসকে) বললেন, “তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পন্ন হয়েছে, আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছো সে সম্বন্ধে কোনও সন্দেহ নেই। কিন্তু তুমি পরমেশ্বর ভগবানের অত্যন্ত মহিমান্বিত এবং নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন করনি। যে দর্শন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়গুলির সন্তুষ্টিবিধান করে না, তা অর্থহীন। যে বাণী জগৎ পবিত্রকারী ভগবানের মহিমা বর্ণনা করে না, তাকে সন্ত পুরুষেরা কাকেদের তীর্থ বলে বিবেচনা করেন। ভগবদ্ধামে নিবাসকারী পরমহংসরা সেখানে কোন রকম আনন্দ অনুভব করেন না। পক্ষান্তরে যে সাহিত্য ভগবানের নাম, রূপ, যশ, লীলা ইত্যাদির বর্ণনায় পূর্ণ, তা দিব্য শব্দ-তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ-পঙ্কিল🌼 জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্ভুলভাবে রচিত নাও হয়, তবুও তা সৎ এবং নির্মল চিত্ত সাধুরা শ্রবণ করেন, কীর্তন করেন এবং গ্রহণ করেন।”🍀🏵️🍀

নারদ আরও বললেন, “ভগবানকে ছাড়া তুমি আর যা কিছু বর্ণনা করতে চাও, তা সবই বিভিন্ন রূপ, নাম এবং পরিণামরূপে মানুষের চিত্তকে উদ্বিগ্ন এবং উত্তেজিত করবে, ঠিক যেভাবে একটি আশ্রয়বিহীন নৌকা বায়ুর দ্বারা তাড়িত হয়ে ইতিস্তত বিক্ষিপ্ত হয়। পরমেশ্বর ভগবান অসীম। জড় সুখভোগের বাসনা থেকে বিরত, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমার্থিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য। তাই যারা জড় বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি, তোমার মতো মহৎ আশয়সম্পন্ন ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিণী বর্ণনা করার মাধ্যমে তাদের পথ-প্রদর্শন করা। তুমি পূর্ণদ্রষ্টা। তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমেশ্বর ভগবানকে জানতে পার, কেন না তুমি ভগবানের কলা-অবতার। যদিও তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা কর।”🕉️🕉️

নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ প্রদান করে অন্তর্হিত হলেন। তারপর ব্যাসদেব সাধারণ মানুষের জাগতিক দুঃখ-দুর্দশা উপশমের জন্য এবং জীবেদের কল্যাণের জন্য পরম-তত্ত্ব সমন্বিত সাত্বত সংহিতা শ্রীমদ্ভাগবত সংকলন করেছেন।😍😍

শ্রীমদ্ভাগবত রচনা করার পর মহর্ষি বেদব্যাস পুনর্বিচারপূর্বক তা সংশোধন করেন এবং তা তাঁর পুত্র শ্রীশুকদেব গোস্বামীকে শিক্ষা প্রদান করেন।🥰

(শ্রীমদ্ভাগবত, ১.৪.১৪-১.৭.৮)

জয় শ্রীমদ্ভাগবতম্!

Today,s Best photo               ge
21/07/2023

Today,s Best photo

























ge






















21/07/2023

★★নিজের ধর্মে ভালোবাসুন ও
পালন করুন★★🤩🕉️

ব্যাসদেব ও শ্রীমদভাগবত ( পাঠ-২):বেদে নির্দেশিত যজ্ঞ-অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবি...
21/07/2023

ব্যাসদেব ও শ্রীমদভাগবত ( পাঠ-২):
বেদে নির্দেশিত যজ্ঞ-অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে চার ভাগে বিভক্ত করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য।☺️🥰

জ্ঞানের আদি উৎস বেদকে চারটি ভাগে ভাগ করা হয়েছিল। ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লিখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়।😍🥰

বেদকে চারটি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋকবেদের অধ্যাপক, জৈমিনি হলেন সামবেদের অধ্যাপক, বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন এবং অঙ্গিরা ঋষিকে (সুমন্ত মুনি নামেও পরিচিত) অথর্ব বেদ দান করা হয়েছিল। রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল।🌲🌲🥀

সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাঁদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু-শিষ্য-পরম্পরায় অনন্ত শাখায় বেদ-অনুশীলন শুরু হয়।🌳🍂🌺

এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্পবুদ্ধিসম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে।🍀☘️☘️🌲

স্ত্রী, শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীবিহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই, তাই তাদের প্রতি কৃপাপরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে।💮💮

যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তাঁর চিত্ত সন্তুষ্ট ছিল না। হৃদয়ে অপ্রসন্ন হয়ে তিনি তৎক্ষনাৎগভীরভাবে বিচার করতে শুরু করলেন। “আমি যে বিশেষভাবে ভগবদ্ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়ত আমার এই অসন্তোষের কারণ।”🏵️🏵️

ব্যাসদেব যখন তাঁর অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তাঁর আশ্রমে এসে উপস্থিত হলেন।🌸🌸

শ্রীনারদ মুনির শুভাগমনে শ্রীল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয়, সেইভাবে তাঁকে অভ্যর্থনা করলেন।🌺🌺

ব্যাসদেব ও শ্রীমদভাগবত ( পর্ব-১)🙏🙏ত্রেতা এবং দ্বাপরের যুগপর্যায়ে বসু-দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে ব্যাসদে...
18/07/2023

ব্যাসদেব ও শ্রীমদভাগবত ( পর্ব-১)
🙏🙏ত্রেতা এবং দ্বাপরের যুগপর্যায়ে বসু-দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে ব্যাসদেবের জন্ম হয়।❤️‍🔥
🕉️তিনি আবির্ভূত হয়েছিলেন দ্বাপরের তৃতীয় সন্ধ্যায়। (প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় ‘সন্ধ্যা’)
🔆🔆একসময়ে তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে বদরিকাশ্রমের শম্যাপ্রাস নামক স্থানে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন।🐚🌸🐚
পূর্ণ জ্ঞানসম্পন্ন মহর্ষি তাঁর দিব্য দৃষ্টির দ্বারা কলিযুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে, কলিযুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে 😔😔এবং সত্ত্বগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে।💔 তাই তিনি সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষের কিভাবে মঙ্গলসাধন করা যায় সেই চিন্তা করলেন।❤️🍀
#

Today,s Best photo ❤❤❤❤❤❤
17/07/2023

Today,s Best photo
❤❤❤❤❤❤

























🌸🌸শ্রীমদ্ভগবদ্গীতার ৯ টি জরুরী সংখ্যা🍀🍀 ১। যখন কোনো সেবা প্রাপ্ত হওয়ার পর আপনি ক্লান্ত অনুভব করেন,তখন শ্রীমদ্ভগবদ্গীতার ...
17/07/2023

🌸🌸শ্রীমদ্ভগবদ্গীতার ৯ টি জরুরী সংখ্যা🍀🍀

১। যখন কোনো সেবা প্রাপ্ত হওয়ার পর আপনি ক্লান্ত অনুভব করেন,তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৪০ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🌷🌷

২। যখন কৃষ্ণভাবনায় আপনার সঙ্কল্প-চ্যুতি ঘটে, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৪১ নম্বর শ্লোকটি স্মরণ করুন।♥️♥️

৩। যখন জড়-ঐশ্বর্য এবং ইন্দ্রিয়-সুখ আপনার মধ্যে উপস্থিত হয়, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৪৪ নম্বর শ্লোকটি স্মরণ করুন।♠️♠️♥️



৪। যখন আপনি কোনো কর্ম করে তার ফলের আশা করেন, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৪৭ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🔱🔱

৫। যখন আপনি কর্তব্যে সফলতা বা ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৪৮ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🕉️🕉️

৬। যখন আপনি নানা দুর্দশায় বিচলিত, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৫৬ নম্বর শ্লোকটি স্মরণ করুন।⚛️⚛️

৭। যখন আপনি আকর্ষণীয় কিছু পেয়ে তার চিন্তা করতে থাকেন, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৬২ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🕉️🌸

৮। যখন আপনি রাগান্বিত হন, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৬৩ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🌺

৯। যখন আপনাকে আপনি অধিক বাসনায় জড়িত দেখেন, তখন শ্রীমদ্ভগবদ্গীতার ২/৭০ নম্বর শ্লোকটি স্মরণ করুন।🏵️

জয় শ্রীকৃষ্ণ!🥰
# গৌরবাণীপ্রচার🙏🙏


Address

College Road
Saidpur
5410

Telephone

+8801927495412

Website

Alerts

Be the first to know and let us send you an email when গৌরবাণী প্রচার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গৌরবাণী প্রচার:

Share


Other Digital creator in Saidpur

Show All