শান্তির বার্তা

শান্তির বার্তা শান্তির বার্তা পেজে বিভিন্ন রকম শিক্?

17/10/2023
27/08/2023

অল্প টাকায় এরকম ছোট দোকান দিয়েও খুব সুন্দরভাবে স্বাবলম্বী জীবন যাপন করা যায় শুধুমাত্র ইচ্ছা শক্তির দরকার।

27/08/2023
05/06/2023

Tum hi ho 🙂🥀

28/07/2022

হামার বাড়ি গাইবান্ধা, হামরা হলাম আল্লাহর বান্ধা 😁

26/07/2022

এ কেমন মারামারি 😯
#২০২২ সালের কি ঘটনা দেখুন

13/07/2022

গাইবান্ধা জেলার নিষ্পাপ চোর 🤔

03/07/2022

- কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও.!🕋

- সফলতার পথ আল্লাহ্ দেখাবেন.!✋🥰

28/06/2022

28/06/2022

আপন তো সে!🌸
যে তোমার হাসির পিছনে লুকানো কষ্টগুলো দেখতে পায়!🖤

19/03/2022

নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।
- নেপোলিওন হিল

12/11/2020

চলমান ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে - প্রথম আলো।

08/10/2020

সবাই পাস করবেন

এবার HSC মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন নিয়মিত পরীক্ষার্থী। ২ লাখ ৬৬ হাজার ৫০১ জন অনিয়মিত পরীক্ষার্থী। তাঁদের মধ্যে একটি বিষয় থেকে শুরু করে সব বিষয় পর্যন্ত ফেল করা পরীক্ষার্থী রয়েছেন।

> অনেকেই বলছেন বর্তমান পরিস্থিতি স্বাভাবিক ভাবে সব কিছুই চলছে এখানে অটো পাশ দেওয়া মানে মেধাহীন ব্যাচ বলছেন ।

> অল্প সময়ে পরিক্ষার ব্যাস্থা করলে হয়তো মেধার মুল্যায়ন হত।

সবার মতামত কি?

অবশেষে অনলাইনে ক্লাস শুরু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অনলাইন ক্লাস উদ্বোধন করেন শিক্ষান্ত্রী ড...
29/08/2020

অবশেষে অনলাইনে ক্লাস শুরু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে অনলাইন ক্লাস উদ্বোধন করেন শিক্ষান্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের নানা সমস্যা ও বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতার পরও শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইন ক্লাস শুরুর উদ্যোগ নেওয়া হয়।

27/08/2020

#ব্রেকিং_নিউজ
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

-শিক্ষা মন্ত্রণালয়

inspiration ♥
20/08/2020

inspiration ♥

♥Happy birthday♥-আলহাজ্ব মোঃ ফরহাদ রাব্বি মিয়া -অধ্যক্ষ -বোনারপাড়া সরকারি কলেজ-সাঘাটা,গাইবান্ধা। #বোনারপাড়া Bonarpara Bo...
01/08/2020

♥Happy birthday♥
-আলহাজ্ব মোঃ ফরহাদ রাব্বি মিয়া
-অধ্যক্ষ
-বোনারপাড়া সরকারি কলেজ
-সাঘাটা,গাইবান্ধা।

#বোনারপাড়া Bonarpara Bonarpara Govt. College - বোনারপাড়া সরকারী কলেজBonarpara Govt. College - বোনারপাড়া সরকারী কলেজ College - বোনারপাড়া সরকারী কলেজ

13/07/2020

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঈদুল আজহার জামাতও মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার

~ ধর্ম মন্ত্রনালয়

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা সহ মোট ১০ জেলায় আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে !-আবহাওয়া অ...
11/07/2020

আগামী ২৪ ঘণ্টায়
রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা সহ মোট ১০ জেলায় আবার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে !
-আবহাওয়া অধিদপ্তর।

11/07/2020

হযরত আয়িশা (রাঃ) থেকে বর্ণিত।
তিনি বলেনঃ নাবী করিম (সাঃ) বলেছেন তোমরা মৃত ব্যাক্তিদেরকে গালি দিও না। কারণ তারা তাদের কৃতকর্মের পরিণাম ফল পর্যন্ত পৌছে গিয়েছে।❤
(বুখারী ৬০৭২)

16/01/2020

পাবলিক ভার্সিটিতে পড়তে না পারা, কিংবা ভালো সিজিপিএ না পাওয়া অথবা ভালো সাবজেক্টে ভর্তি হতে না পারা এগুলো আসলে একটা সময় গিয়ে খুব বড় একটা ব্যাপার থাকে না।
গতবছর এক ছেলে পাবিপ্রবি থেকে ভর্তি বাতিল করে জবিতে যাবে।আমি তাকে বললাম এখানে তো ভালো সাবজেক্ট ছিল!সে বললো ভাই জবি থেকে অনেক বিসিএস হয় তাই ওখানেই ভর্তি হবো। পুরা ৩০ সেকেন্ড তাজ্জিব হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম।
বিশেষ প্রয়োজনে বাসায় গিয়েছিলাম। ভর্তি পরীক্ষার্থী এক জুনিয়রের সাথে দেখা। কথায় কথায় জানতে পারলাম তার দুইটাতেই গোল্ডেন এ প্লাস আছে। সে বুয়েটের কোচিং করছে এবং বুয়েট ছাড়া কোথাও পড়বে না। জিজ্ঞেস করলাম রুয়েট ,চুয়েটের নাম শুনেছে কিনা। বলল, শুনেছে ,কিন্তু সেখানে এক্সাম দেবে না । বুয়েট কেন? এখন পর্যন্ত সে দেশের কোন ক্যাম্পাসে চান্স পেয়েছে বলে আমি খবর পাই নি।
অমুক ক্যাম্পাসে না গেলে জীবন বৃথা। দুইটা এ প্লাস না পাইলে ইমেজ থাকে না। অমুক ক্যাম্পাসের ট্রেনে না চড়লে জীবনের মানে বুঝা যায় না। তমুক ক্যাম্পাসের লাল বাসে না উঠলে ছাত্রজীবন বৃথা। আরেক ক্যাম্পাসের বারান্দা দিয়ে না ঘুরলে এই জীবন রেখে লাভ নাই।
এরকম চিন্তা ভাবনা করা মানুষগুলোই আসল জায়গায় গিয়ে ধরা খায়। একটা কথা জানিয়ে রাখি লাল বাসের ক্যাম্পাসের অনেক ছেলে মেয়েই আছে যারা চাকুরি না পেয়ে অফিসের দরজায় দরজায় ঘুরছে। সাফল্য আর ব্যার্থতা নিজের উপর নির্ভর করে। ক্যাম্পাসের উপর নয়।
আবার এমন মানুষও পাবেন যে লাল বাস জীবনেও দেখে নাই। শুধু নাম শুনেছে। কিন্তু এখন যে পজিশনে আছে সেটা বললে ভয় পেয়ে যাবেন। এইটা হইলো হার্ড ওয়ার্ক। এইটা হইলো লাল বাসের ক্যাম্পাস কে ওভারটেক করে যাওয়ার মতো হার্ড ওয়ার্ক।
শাটলের ক্যাম্পাসের অনেক ছেলে মেয়েই আছে যারা শাটল সঙ্গীত গাইতে গাইতে জীবন শেষ করে দিয়েছে। এখন আর গান নাই। গুণও নাই। যা আছে সেটা শূন্য শ্মশান ।
প্যারিস রোডের অনেক ছেলে মেয়েই শুধু যোগ্যতাটুকু বিকাশ করতে পারে নাই বলে ব্যার্থ হয়েছে। তাঁদের ক্যাম্পাস ভ্যালু দিয়ে কিছুই করতে পারে নাই।
অথচ এমন মানুষও আছে যে কিনা লজ্জায় নিজের ক্যাম্পাসের নামই বলতে পারে নাই। কিন্তু ৫ বছর জায়গামতো গিয়ে জ্বলে উঠেছে। হ্যাঁ... এরকম উদাহরণ নেহায়েত কম নয়।
একটা ভালো সিজি, একটা ভালো ক্যাম্পাস এগুলো দরকার আছে। তবে এগুলো অপরিহার্য নয়। হয়তো ৫ টা বছর নাম ভাঙ্গিয়ে চলতে পারবেন। কিন্তু এরপর খোলা মাঠে গোল দিতে হবে নিজের যোগ্যতায়। কেউ এসে হেল্প করবে না।
জাতীয় ,প্রাইভেট কিংবা পাব্লিক যেখানেই পড়ুন না কেন দিন শেষে আপনার ভেতরে কি আছে সেটাই আসল কথা । অতএব নিজেকে ছোট না ভেবে কাজে নামাটাই আসল কথা। ©7College

Address

Bonarpara-Saghata, Gaibandha
Saghata
5751

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তির বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share