R.M Agro Traders

R.M Agro Traders RM এগ্রো ট্রেডার্সে এ সকল ধরনের সার ও কীটনাশক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।

 #বোরো_ধানের_শীষ_নেক_ব্লাস্ট_রক্ষায়_সতর্কতা  #পরিবর্তিত_আবহাওয়ার_কারণে_বিশেষ_বিবেচনায়_স্প্রে_করুন।  #সুরক্ষা_১০০%।  #...
09/04/2024

#বোরো_ধানের_শীষ_নেক_ব্লাস্ট_রক্ষায়_সতর্কতা
#পরিবর্তিত_আবহাওয়ার_কারণে_বিশেষ_বিবেচনায়_স্প্রে_করুন। #সুরক্ষা_১০০%। #দাগ_ও_চিটা_মুক্ত_ধান

• ধানের কাইচ থোড় ৫-৭ দিন
• ধানের থোড় অবস্থা ৮-১০ দিন
• ধানের শীষ বের হওয়া ৮-১০ দিন
• ধানের ফুঁল অবস্থা ৪-৫ দিন
• ধানের দুধ অবস্থা ৮-১০ দিন
• ধানের ক্ষীর অবস্থা ৮-১০ দিন
• ধানের পরিপক্ক অবস্থা ১০-১২দিন

#১ম স্প্রে থোড় অবস্থায়। শীষ বের হওয়ার ২-৩ দিন আগে। (ছত্রাকনাশক যেমন নাটিভো বা ট্রুপার অনুমোদিত মাত্রায় এবং সাথে কার্বেনডাইজেম ২ গ্রাম প্রতি লিটার একত্রে স্প্রে করবেন। সাথে অন্য কোন কীটনাশক মিশাবেন না।)

#২য় স্প্রে ১ম স্প্রে করার ১০ দিন পর। ফুঁল ফোটার আগে। (ছত্রাকনাশক যেমন নাটিভো বা ট্রুপার অনুমোদিত মাত্রায় এবং সাথে কার্বেনডাইজেম ২ গ্রাম প্রতি লিটার একত্রে স্প্রে করবেন। এর সাথে অন্য কোন গ্রুপের কীটনাশক মিশাবেন না।)

#৩য় স্প্রে ধানের দুধ অবস্থায়। (প্রতি লিটার ৬ গ্রাম পটাশএবং ৬ গ্রাম সালফার একত্রে স্প্রে করবেন। প্রতি শতকে ২ লিটার স্প্রে করতে হবে।) ঝকঝকে দানার জন্য।

#৪র্থ স্প্রে দানা শক্ত হওয়ার সময়। (প্রতি লিটার ৬ গ্রাম পটাশ এবং ৬ গ্রাম সালফার একত্রে স্প্রে করবেন। প্রতি শতকে ২ লিটার স্প্রে করতে হবে।) ঝকঝকে দানার জন্য।

** স্ফুঁল ফোটার পরে জমিতে নামা নিষেধ। সঠিক ডোজ সঠিক সময়ে স্প্রে করলে সুরক্ষা ১০০%।




's

 #মরিচের_জাবপোকা_থ্রিপস_কিভাবে_দমন_করবেন #ক্ষতির_ধরনঃকচি পাতার ও ডগার রস চুসে খেয়ে গাছকে দূর্বল করে ফেলে।  #করণীয়ঃগাছের ...
10/03/2024

#মরিচের_জাবপোকা_থ্রিপস_কিভাবে_দমন_করবেন

#ক্ষতির_ধরনঃ
কচি পাতার ও ডগার রস চুসে খেয়ে গাছকে দূর্বল করে ফেলে।
#করণীয়ঃ
গাছের আক্রান্ত অংশ অপসারণ করা।
প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা।
পরিস্কার পানি জোরে স্প্রে করা।
ক্ষেত পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।
হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা।

#জৈব_বালাইনাশক_দিয়ে_দমনঃ
#বায়োট্রিন ১.৫০ মিলি/লিটারে
#বায়ো_ভেরিয়া ৫ গ্রাম/লিটারে হারে মিশিয়ে ৬ দিন পরপর স্প্রে করতে পারেন।

#রাসায়নিক দমনঃ
ক্লোরোপাইরিফস+সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক
#নাইট্রো৫৫ইসি
#সেতারা৫৫ইসি
#এসিমিক্স৫৫ইসি
#ক্লোরোসাইরিন৫৫ইসি
#সাবসাইড৫৫ইসি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১.৫ মিলি হারে সাথে

#ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক

#ইমিটাফ২০এসএল
#ইমপেল২০এসএল
#জাদিদ২০এসএল
#এডমায়ার২০এসএল
#গেইন২০এসএল
#টিডো২০এসএল যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

এছাড়াও
#মোভেন্টো১৫০ওডি ১ মিলি/লিটারে
#এসিমিডা৫১.৮এসপি ১.৫০ গ্রাম/লিটারে
#অটোমিডা৭০ডাব্লিডিজি ১.৫০ গ্রাম/লিটারে
#কারেন্ট৭০ডাব্লডিজি ১.৫০ গ্রাম/লিটারে
#লাহিব/এবামিড/ফ্লের৩৮ডাব্লিডিজি ০.৫০ গ্রাম/লিটারে
#প্রলয়৩২এসসি ১ মিলি/লিটারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#গাছ ভালো করে স্প্রে করেত হবে যাতে পাতার উপরে, নিচে, ডাল সহ ভিজে যায়।




16/02/2024

Fist time Water supply hybrid maize plants

 #আমের ভালো ফলন পেতে কৃষক ভাইদের এই মূহুর্তে করণীয়:  #ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে। #আ...
27/01/2024

#আমের ভালো ফলন পেতে কৃষক ভাইদের এই মূহুর্তে করণীয়:

#ফলন্ত গাছে মুকুল আসার ৩ মাস আগে থেকে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।
#আমের মুকুল ফুটা অবস্থায় স্প্রে করা যাবে না।

#আমের মুকুল ফোটার শেষ পর্যায়ে কমপক্ষে একবার ও ফল মটর দানা পর্যায়ে একবার সেচ দিতে হবে
#কলম কৃত গাছের ৪ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙ্গে দিতে হবে। এতে আম গাছের বৃদ্ধি ভালো হয় ও দীর্ঘ দিন ফল দেয়।

#গাছের গোড়া আগাছা মুক্ত ও পরিস্কার রাখতে হবে।
#স্প্রে অব্যশই গাছের পাতা, মুকুল, ও ডালপালা ভালো ভবে ভিজিয়ে স্প্রে করতে হবে।

#প্রথম পর্যায়ে মুকুল আসার ১৫-২০ দিন আগেই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক
রিপকর্ড ১০ ইসি
সানমেরিন ১০ ইসি
কর্ট ১০ ইসি
শেফা ১০ ইসি
যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।
#সাথে

#কার্বোডাজিম+মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক
ক্যাম্পনিয়ন ৭৫ ডাব্লিউ পি
ক্লাস্টার ৭৫ ডাব্লিউ পি
কারকোজেব ৭৫ ডাব্লিউ পি
কেমামিক্স ৭৫ ডাব্লিউ পি
যে কোন একটি ছত্রাক নাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।

#মুকুল আসার পরে করনীয়:
মুকুল বের হওয়ার পর কিন্তু ফুল ফোটার আগে হপার পোকা দমনে
#ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক
এডমায়ার ২০ এসএল
ইমিটাফ ২০ এসএল
ইমপেল ২০ এসএল
টিডো ২০ এসএল
গেইন ২০ এসএল
যে কোন একটি বালাইনাশক প্রতি লিটার পানিতে ০.৫
গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। সাথে

#অ্যানথ্রাকনোজ রোগ দমনে

#মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক
#নেমিস্পোর ৮০ ডাব্লিউ পি
#এগ্রিজেব ৮০ ডাব্লিউ পি
#ট্রাইকোজেব ৮০ ডাব্লিউ পি
#কাফা ৮০ ডাব্লিউ পি
#ইন্ডোফিল এম ৪৫
যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

উপরিউক্ত বালাইনাশক সমূহ স্প্রে করার ২-৩ দিন পরে সলুবর বোরন লিটারে ১.৫ গ্রাম হারে এবং
চিলেটেড জিংক লিটারে ০.২৫ গ্রাম হারে মিশিয়ে করতে হবে।

#ফল মটরদানা/মার্বেল আকৃতি ধারণের পরে:
ফল ঝরা রোধে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে ফল মটরদানা অবস্থায় একবার এবং মার্বেল আকৃতির হলে দ্বিতীয়বার বার স্প্রে করতে হবে।

প্রাথমিক পর্যায়ে আমের উইভিল ও ফলছিদ্রকারী পোকা দমনের জন্য
#ক্লোরোপাইরিফস+সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক #নাইট্রো ৫০৫ ইসি
#সাবসাইড ৫০৫ ইসি
#ক্লোরোসাইরিন ৫০৫ ইসি
#জাহিম ৫০৫ ইসি
#এসিমিক্স ৫০৫ ইসি
#সাইপারফস ৫০৫ ইসি
যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২ মিলি হারে মিশিয়ে পাতা ও ডালপালা ভালো ভবে ভিজিয়ে স্প্রে করতে হবে।




©RMAGRO

🔸 পোকার নাম : শিষ কাটা লেদা পোকা(Ear cutting cater)  শীষকাটা লেদা পোকা Ear cutting caterpillar স্বভাব অনুযায়ী বহু সংখ্য...
22/01/2024

🔸 পোকার নাম : শিষ কাটা লেদা পোকা(Ear cutting cater)
শীষকাটা লেদা পোকা Ear cutting caterpillar স্বভাব অনুযায়ী বহু সংখ্যক এক সাথে থাকে বলে ইংরেজীতে এদেরকে আর্মি ওয়ার্ম বলে। এই প্রজাতির পোকারা সাধারণতঃ শুকনো ক্ষেতের জন্য বেশী ক্ষতিকর। কারণ এদের জীবন চক্র শেষ করার জন্য শুকনো জমির দরকার হয়। পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে লেদা পোকার কীড়া নীচু, ভিজা জমির ধানক্ষেত আক্রমণ করে। প্রাথমিক অবস্থায় কীড়গুলো ধানের পাশ থেকে পাতা কেটে খায়। কীড়াগুলো আধা পাকা বা পাকা ধানের শীষের গোড়া থেকে কেটে দেয় এবং এজন্য এর নাম শীষ কাটা লেদা পোকা। বোরো ও রোপা আমনের এটি অত্যন্ত ক্ষতিকারক।

🔸 পোকা চেনার উপায়:
পূর্ণ বয়স্ক একটি লেদা পোকা প্রায় ১ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। পূর্ণ বয়স্ক পোকা গাছের নিচে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত।

🔸 দমন ব্যবস্থাপনা:
আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক পোকা ধরে মেরে ফেলুন। ধান কাটার পর ক্ষেতের নাড়া পুডিয়ে দিলে বা জমি চাষ করে এ পোকার সংখ্যা অনেক কমিয়ে ফেলা যায়। আক্রান্ত ক্ষেত সেচ দিয়ে ডুবিয়ে দিয়ে এবং পাখির খাওয়ার জন্য ক্ষেতে ডালাপালা পুঁতে দিয়েও এদের সংখ্যা কমানো যায়। শতকরা ২৫ ভাগ পাতার ক্ষতি হলে অনুমোদিত হারে কীটনাশক ব্যবহার করুন।

🔸 রাসায়নিক কীটনাশক:
জমিতে শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্থ হলে কার্বারিল জাতীয় কীটনাশক (যেমন- এসিকার্ব ২০ গ্রাম ১০ লিটার পানি অথবা সেভিন ৩০ গ্রাম ১০ লিটার পানিতে মিশিয়ে) অথবা ম্যালাথিয়ন জাতীয় কীটনাশক (যেমন ফাইফানন ২০ মিলিলিটার বা সাইফানন ৫৭ ইসি ৩০ মিলিলিটার প্রতি ১০লিটার পানিতে মিশিয়ে) ১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করুন।




© RM agro trader's

 #বোরো ধান আবাদে বিঘা প্রতি সারের পরিমান:বিঘা প্রতি ৩৩ শতকে সারের পরিমানইউরিয়া= ৩০ কেজিটিএসপি/ডিএপি= ১৫ কেজিজিপসাম= ১৫ ক...
22/01/2024

#বোরো ধান আবাদে বিঘা প্রতি সারের পরিমান:

বিঘা প্রতি ৩৩ শতকে সারের পরিমান

ইউরিয়া= ৩০ কেজি
টিএসপি/ডিএপি= ১৫ কেজি
জিপসাম= ১৫ কেজি
পটাশ= ২০-২২ কেজি
জিংক/দস্তা= ১.৫০ কেজি
বোরন = ১ কেজি
ম্যাগসার =২ কেজি

টিএসপি সারের পরিবর্তে ডিএপি সার ৪০% কম প্রয়োগ করতে হবে।

সার প্রয়োগ পদ্ধতি:

জমি তৈরির শেষ চাষে সমস্ত টিএসপি+জিপসাম+বোরন+ম্যাগসার+জিংক (আলাদাভাবে) তিন ভাগের দুই ভাগ পটাশ ছিটিয়ে দিতে পারেন।

জিংক/দস্তা সার প্রথম বা দ্বিতীয় চাষে দেওয়া ভালো।

ইউরিয়া সার তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে।

প্রথম কিস্তি:
চারা রোপনের ১০-১২ দিনের মধ্যে উপরি করতে হবে।

দ্বিতীয় কিস্তি:
চারা রোপনের ২৫-৩০ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে।

তৃতীয় কিস্তি: চারা রোপনের ৪৫-৫০ দিনের মধ্যে উপরি প্রয়োগ করতে হবে। এবং তিন ভাগের এক ভাগ পটাশ তৃতীয় কিস্তি ইউরিয়া সারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

#2024


© RM agro trader's

11/07/2022
15/06/2022

স্রষ্টা কিছু মানুষকে সুখী হওয়ার ক্ষমতা দেয়নি
তবে প্রচন্ড হাসিখুশি
থাকার ক্ষমতা
দিয়েছে।

12/06/2022

জীবনের কঠিন থেকে কঠিনতর মূহুর্তগুলো আপনাকে একাই সামলাতে হবে।
নিজের চোখের পানি নিজেই মুছতে হবে,হাসতে হাসতে চাপা কান্না গিলে ফেলতে হবে।সবাই আসবে-যাবে,সান্ত্বনা দিবে কিন্ত দিনশেষে আপনি আবার একা হয়েই রইবেন। আপনার আপনি ছাড়া আর কেউই থাকবে না।

ব্যাপার নাহ,এত প্যারার কিচ্ছু নাই। সুদিন একদিন আসবেই 🌸

27/01/2022
তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে।             কারণ পৃথিবীটাই চলে              !!..দেওয়া নেওয়ার..!!                  🤝 ...
25/01/2022

তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে।
কারণ পৃথিবীটাই চলে
!!..দেওয়া নেওয়ার..!!
🤝 উপরে 🤝

Address

Ranisonkail
Ranisankail
5121

Alerts

Be the first to know and let us send you an email when R.M Agro Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.M Agro Traders:

Videos

Share


Other Ranisankail media companies

Show All