RADIF

RADIF Stay tuned to our page to get a little cheaper in the middle of busyness. Every day we upload new funny and instructive videos.

We always work to give you a little bit of pleasure. Your little support inspires us a lot.

বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে ...
21/08/2024

বাবা মানে বটবৃক্ষ, তিনি একাই একটি প্রতিষ্ঠান। বাবা এমন একজন ব্যক্তি, যিনি যেকোনো পরিস্থিতিতে আগলে রাখেন, ছায়ার মতো পাশে থাকেন, নির্ভরতা দেন। নিজের শত সমস্যা সত্ত্বেও সন্তানদের সুরক্ষিত রাখেন, সন্তানের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। আপাতগম্ভীর খোলসের আড়ালে থাকে তাঁর অন্য রূপ। বাইরেরটা শক্ত খোলসে আটকে রাখেন আর ভেতরটা নরম নারকেলের মতো।
সন্তানের সংকটে তিনি নিভৃতে চোখের জল ফেলেন। আর সামনে দাঁড়ান বর্মের মতো।
করোনাকালেও সন্তানদের জন্য বাবাদের উৎকণ্ঠা অবিকল। সন্তানের জন্য বাবারা নিজ ভয়কে জয় করেছেন। অথচ বাবাদের কখনো বলা হয়ে ওঠে না, ‘বাবা, আমি তোমায় ভালোবাসি।

05/08/2024
ফেইসবুকের নতুন চমক,,,কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন। যদি highlight লেখাটি ন...
10/12/2023

ফেইসবুকের নতুন চমক,,,

কমেন্টে গিয়ে প্রথমে @ লিখুন, যদি highlight লিখা আসে, তাহলে সেটা কমেন্ট করুন।
যদি highlight লেখাটি নীল হয়,
তাহলে বুঝবেন আপনার আইডি মজবুত আছে এবংসহজে কেউ হ্যাক করতে পারবে না।

# কপি পোস্ট

02/12/2023

আলহামদুলিল্লাহ 😍
আমাদের সকলের যেন এমন চিন্তা ভাবনা তৈরি হয়।
আমিন 🤲🤲🤲🤲

রজনীগন্ধা ফুল             #রজনীগন্ধা  #ফুল  #ফুলের
21/11/2023

রজনীগন্ধা ফুল
#রজনীগন্ধা #ফুল #ফুলের

'অর্থ' জীবনের সব না হলেও,অর্থ ছাড়াও কিছুই হয় না।আজকাল আত্নীয় -স্বজন, বন্ধু-বান্ধব,টাকা থাকলে থাকে সবাই।যার টাকা নাই, ত্র...
21/11/2023

'অর্থ' জীবনের সব না হলেও,
অর্থ ছাড়াও কিছুই হয় না।

আজকাল আত্নীয় -স্বজন, বন্ধু-বান্ধব,
টাকা থাকলে থাকে সবাই।

যার টাকা নাই, ত্রিভুবনে-
তার কেউ কোথাও নাই।

#রাত #মিছিল #উক্তি #লেখা #বাণী #লেখাঃ #লেখালেখি #গল্প #কবিতা #জীবন #বিষাক্ত



09/11/2023

কলিজাতে দাগ লেগেছে #গান #কলিজা

📷📷   Best photo  📷📷
20/09/2023

📷📷 Best photo 📷📷

23/08/2023

❤️❤️

ছবি তখন কথা বলে 🤗
11/07/2023

ছবি তখন কথা বলে 🤗

🐂 গরুর চামড়া  শতভাগ হালাল খাদ্য। ....ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়ায় গরুর চামড়া প্রাণীজ আমিষের উৎস হিসেবে ব্যাপক উ...
27/06/2023

🐂 গরুর চামড়া শতভাগ হালাল খাদ্য। ....
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং নাইজেরিয়ায় গরুর চামড়া প্রাণীজ আমিষের উৎস হিসেবে ব্যাপক উৎসাহের সাথে খাওয়া হয়।
চামড়া প্রথমে ১ বর্গফুট করে কেটে খাওয়ার সোডা দিয়ে ব্রাশ দিয়ে ঘষে যে দিকে লোম আছে সেদিক ভাল করে পরিস্কার করে নিতে হবে। লবন পানিতে ১৫ মিনিট ফুটাতে হবে, এর পর ধুয়ে পরিস্কার করে আবার পরিস্কার পানিতে ডুবিয়ে ১৫-২০ মিনিট ফুটিয়ে নামিয়ে ৩-৪ ঘন্টা রেখে দিতে হবে।
এর পর নামিয়ে ভোতা ছুরি দিয়ে ঘসা দিলেই উপরের দিকের একটা লেয়ার লোম সহ উঠে আসবে ও একদম পরিস্কার হয়ে যাবে।
এর পর ভাল করে ধুয়ে ফ্রিজে রেখে যেকোনো সময় ছোট টুকরা করে গোশতর মত ঝোল /ভুনা বা ফ্রাই করে খেতে পারবেন।

পরিস্কার করার পরে ৫-৬ মনের একটা গরুর চামড়া থেকে ১৫-১৮ কেজি পরিস্কার করা খাওয়ার উপযোগী অংশ পাওয়া যায়।

প্রতি ১০০ গ্রাম গরুর চামড়ায় ২২৫ কিলো ক্যালরি শক্তি থাকে। উপাদান হিসেবে এই ১০০ গ্রামে ৪৭ গ্রাম প্রোটিন, ৭ গ্রাম কার্বোহাইড্রেট, ১ গ্রাম চর্বি, ০.০২ গ্রাম ফাইবার এবং ৪৫ গ্রাম পানি থাকে। গরুর চামড়ার প্রোটিন সাধারণত জিলাটিন হিসেবে থাকে। জিলাটিন হাড় ও ত্বক গঠনের জন্য গুরুত্বপূর্ণ।

এত একদিকে আমিষের চাহিদা পূরণ হবে,অপর দিকে চামড়া সিন্ডিকেটদের বিরুদ্ধে হবে নিরব প্রতিবাদ।

#সংগ্রহ

26/06/2023

বাবার হোটেল থেকে বের হলে‌ বুঝা
যায় পৃথিবীতে এক‌ প্লেট ভাত এর
‌মূল্য কত ?

সেই স্বাদ এতো স্বাদ কেন 😜😜
09/06/2023

সেই স্বাদ এতো স্বাদ কেন 😜😜

07/06/2023

07/06/2023

06/05/2023

😎😎😎😎

এটাই‌ হচ্ছে‌ বর্তমান পরিস্থিতি
16/03/2023

এটাই‌ হচ্ছে‌ বর্তমান পরিস্থিতি

16/03/2023

চাচার প্রতিভা অসাধারণ new viral song 2023

10/03/2023

অতিরিক্ত কোনো‌ কিছু ভালো না 😜😜😜😜

31/05/2022

বস্ এর যখন রাগ যখন উঠে তখন ।

29/05/2022

সময়টা খুব ভালো ছিলো । ট্রেনের জার্নি করাটা সত্যি অসাধারণ ছিল ।

Address

Ranisankail
5120

Website

Alerts

Be the first to know and let us send you an email when RADIF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Ranisankail

Show All