ALAMBIDITOR.POST-E-CENTER

ALAMBIDITOR.POST-E-CENTER POST _E-CENTER, ALAMBIDITOR, GANGACHARA, RANGPUR

19/11/2020

গংগাচড়া, আলমবিদিতর ইউনিয়নের চৌধুরী পাড়া নিবাসী, মোঃ হাসানুজ্জামান যুবরাজ ভাইয়ের পিতা নজরুল ইসলাম কেরানী(৮০) আজ সকাল ৯.৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, "ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন" মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে (উপজেলা ভিত্তিক) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি সমমানবেতন স্কেলঃ ১৮০০...
25/02/2020

বাংলাদেশ ডাক বিভাগের অধীনে (উপজেলা ভিত্তিক) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি সমমান
বেতন স্কেলঃ ১৮০০০--৩৪০০০/-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সংবলিত পোস্টকার্ড...
23/02/2020

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও স্বাক্ষর সংবলিত পোস্টকার্ড আলমবিদিতর ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে পাচঁ হাজার পরিবারে প্রেরণ করা হবে ।তাই আপনার পরিবার প্রধানের নাম, পিতার নাম, পেশা, মোবাইল নম্বর, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা। উপরোক্ত তথ্য দিয়ে (পোস্টাল-ক্যাশকার্ড) ডিজিটাল সেবা গ্রহণ করুন।
আলমবিদিতর ডিজিটাল পোস্ট অফিস,বড়াইবাড়ী বাজার,গংগাচড়া, রংপুর।
প্রয়োজনে ০১৭৩৩১৩৭৩২৮।

পোস্টটি জনস্বার্থে শেয়ার করুন
30/12/2019

পোস্টটি জনস্বার্থে শেয়ার করুন

14/05/2019
২০শে এপ্রিল ২০১৯ থেকে ১লা মে ২০১৯ তারিখ পর্যন্ত ইন্টারনেট ধীরগতি থাকতে পারে।Notice from Bangladesh Submarine Cable Compa...
18/04/2019

২০শে এপ্রিল ২০১৯ থেকে ১লা মে ২০১৯ তারিখ পর্যন্ত ইন্টারনেট ধীরগতি থাকতে পারে।
Notice from Bangladesh Submarine Cable Company Limited (BSCCL).

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন
15/02/2019

শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন

33 সিটের টিউরিস্ট এসি বাস এর ২০ টা টিকিট আছে যদি কারো লাগে নিচের দেয়া মোবাইল নং এ যোগাযোগ করতে পারেন 1500 টাকা প্রতি সিট...
16/08/2018

33 সিটের টিউরিস্ট এসি বাস এর ২০ টা টিকিট আছে যদি কারো লাগে নিচের দেয়া মোবাইল নং এ যোগাযোগ করতে পারেন 1500 টাকা প্রতি সিট এর মূল্য
গাড়ী ছাড়ার সময় ও স্থান ঢাকা কলেজ গেট হতে রংপুর ২০ তারিখ সন্ধ্যা ০৬ টায়
যোগাযোগ-০১৭৪৪৬৮৫৬১৩
নিছে বাসের ছবি-

24/05/2018

PRINTER SOLUTIONS We Always Provide Free Printer Support For Re Setter, Adjustment Program, Usb Dri

একটি বাড়ী একটি খামার 'Field Assistant রেজাল্ট ২০১৮ রংপুর
15/03/2018

একটি বাড়ী একটি খামার 'Field Assistant রেজাল্ট ২০১৮ রংপুর

27/02/2018
23/01/2018

যারা রংপুরের মানুষকে মফিজ বলেন তাদেরকে পড়ার অনুরোধ করছি-
----------------------------------------------------------------------------
মফিজ বলার কারনঃ গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্পশিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তাঁর শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা- গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন। গরীব দরদী মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। এক সময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালনো শুরু করলেন। কিন্তু দিনমজুর শ্রেনীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তাঁর বাড়িতে ধর্না দেয়া শুরু করলো। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেয়ার ব্যবস্হা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপার ভাইজার বলতেন কয়জন মফিজ আছো ছাদে? অথাৎ কয়টা মফিজের স্লিপ আছে? আর এ ভাবে গরীবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্রাকরে অনেকে 'মফিজ' শব্দটি উচ্চারণ করি। কিন্তু বুকে হাত দিয়ে বলেন 'মফিজ' হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে??? . এখন আসুন মুল কথায়ঃ ব্যাকডেটেট পিছিয়ে থাকা জনগন ভাইভা বোর্ডে নব্বই ডিগ্রী এ্যাংগেলে ভ্রু-কুঁচকে বলা হয়,"ও...! তোমার বাড়ি উত্তর- বঙ্গে। "তারপর রেজাল্ট যা হবার তাই হয়। একটা কমন চিত্র। ব্যাপারটা কি সত্যি এরকম? আসলেই কি এরা ব্যাকডেটেট? যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড? আজকের প্রভাবশালি জনপ্রিয় লেখক আনিসুল হক কোথাকার? সৈয়দ শামসুল হক কোথাকার? কবি শেখ ফজলল করিম কোথাকার ছিলেন? ফকির মজনু শাহ? আব্বাস উদ্দীন? তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজী দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল? প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথাকার ছিল? . যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইভাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেট বলে,সে হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশুনার ইতিহাস? উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কি হতো? তানিয়া আমিররা আইনজীবী হতে পারতো না বিমানের পাইলট হতে পারতো না কানিজ ফাতেমারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগতনা। চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো। মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল? ঢাকা তো দু- চার'শ বছর আগে রাজধানী হল। ঢাকা অনেক জুনিয়র সিনিয়র রাজধানী তো মহাস্থানগড়!! . নয় বছর দেশ চালানো এরশাদ সাহেব কোথাকার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন বঙ্গের? বগুড়ার ম্যাডাম খালেদা জিয়ার জন্ম দিনাজপুর | দেশের সংকট সময়ে সাহসী সেনাবাহিনীর প্রধানরা কোন বঙ্গের ছিল? বিখ্যাত সাংবাদিক থেকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাওয়া মশিউর রহমান যাকে আমরা জাদু মিয়া নামে চিনি তার বাড়িটাও উত্তরবঙ্গের রংপুরে। কিংকর্তব্যবিমূঢ!! বাংলাদেশের বিপদকালীন সময়ে হাল ধরা রাষ্ট্রপতিরা আর সেনাপ্রধানরা কোন বঙ্গের? একবার বাংলা একাডেমিতে আঞ্চলিক বিতর্ক হচ্ছে| এই বিতর্ক নিজের অঞ্চলের ভাষায় করতে হয়।একটু মজাও করতে হয়। রংপুরের পক্ষে বিতর্কের যে অংশটুকু চ্যানেল আই-এ দেখানো হল সেটি ছিল সংক্ষেপে এরকম "হামার দ্যাশের জনক বঙ্গবন্ধুর ছাওয়া শেখ হাসিনা। বিয়ার জন্যে পাত্র খুজিবার নাগচে। কোনোটে ভালো পাত্র পায় নাই। শ্যাষে সবারচাইতে ভালো পাত্র কোটে পাইচে কন তো বাহে? হামারঅমপুরে!!" . বাদ দেন সারা দেশে শতসহস্র ছেলে থাকতে বঙ্গবন্ধু ওনার মেয়েকে উত্তরবঙ্গের ছেলের সাথে বিয়ে দিল কেন? কারন বঙ্গবন্ধু জানতেন ওয়াজেদ জিনিয়াস, হু ইজ রিয়েলি স্মার্ট!!" দেশ চালায় কোন বঙ্গের মানুষ? কোন বঙ্গের পুত্রবধু? সাবধান| ভুলে যাবেননা সামনে সজীব ওয়াজেদ জয় আর তারেক রহমান একজন রংপুর একজন বগুড়া সন্তান। হাসের মত প্যাকপ্যাক করে ভাইভা বোর্ডে উত্তরবঙ্গের মফিজ বলে সবাইকে তাড়িয়ে দিলে প্রেসিডেন্ট জিয়া, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, আনিসুল হক দের পেত না এই বাংলাদেশ। ভারত সহ বিশ্বে ১৫০ টির বেশি দেশে পন্য রপ্তানি করে সারা বিশ্বে দেশের সুনাম আনছে প্রান আর এফ এল গ্রুপ,দু:খিত ভাই এটাও উত্তরবঙ্গের,সারাবিশ্বে ফ্যাশন দুনিয়ার রানি বলে সমাদৃত বিবি রাসেল,এই মানুষ টার বাড়ি রংপুর। অশংখ্য রহিমুদ্দি, করিমুদ্দি ভরসা কিংবা আমজাদ খান চৌধুরি পুরা উত্তরবঙ্গ জুড়ে। মেধার অভাব উত্তরবঙ্গে নেই কিছু কিছু চেয়ারে বসা বিচারকের "সুস্থ মানষিকতার" অভাব আছে। . কথিত মহান ব্যাক্তিরা উত্তর-বঙ্গ বলে যখন কাউকে পাঠিয়ে দিলেন তারা হয়তো তখন একজন আনিসুল হক কে কিংবা ভবিষ্যত কোন রাষ্ট্রপতিকে হারিয়ে ফেললেন। সাথে সাথে এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ। আমি একটা কথা সবসময় বলি, ''মনে রাখবেন রাষ্ট্র শাসনের নবাবীত্ব উত্তরবঙ্গ থেকেই এসেছে।''
তাই রংপুরের মানুষকে মফিজ বলারআগে এই কথাগুলো একবার ভেবে দেখবেন। (কপি করা)
[Collected]

07/12/2017

৯ টাকায় ১জিবি ইন্টারনেট এর অফার ! !
সবার জন্য প্রযোজ্য নয় .*১২১*৩৫৫৫ # ডায়াল করলে ফিরতি এস এম এস এ জানতে পারবেন আপনি এই অফার এর আওতাভুক্ত কিনা,
ফিরতি এসএমএস এ Wrong Keyword দেখালে আপনি এই অফারটির আওতায় না ,৫ জিবি ডাটা নিতে পারবেন.... ধন্যবাদ

চাকুরী খোজা এখন আরো সহজ হলোআপনার পছন্দের চাকুরীর নাম লিখে সার্চ দিন চলে আসবে বিস্তারিত সব তথ্যএবং  সেখান থেকেই আপনি চাকু...
06/11/2017

চাকুরী খোজা এখন আরো সহজ হলো
আপনার পছন্দের চাকুরীর নাম লিখে সার্চ দিন
চলে আসবে বিস্তারিত সব তথ্য
এবং সেখান থেকেই আপনি চাকুরীর জন্য অনলাইন এ আবেদন করতে পারবেন
ধন্যবান

Address

ALAMBIDITAR
Rangpur
5410

Alerts

Be the first to know and let us send you an email when ALAMBIDITOR.POST-E-CENTER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ALAMBIDITOR.POST-E-CENTER:

Share