ITZ RASEL

ITZ  RASEL Man is bron to live. So I am living.
(5)

10/06/2024
আসেন সবাই কথা না লাগিয়ে গাছ🌳🌳🌳 লাগাইপরিবেশ টা অন্তত বাঁচাই🙏
03/06/2024

আসেন সবাই কথা না লাগিয়ে গাছ🌳🌳🌳 লাগাই

পরিবেশ টা অন্তত বাঁচাই🙏

মানুষ চিনতে হলে শুধু খারাপ সময়ের অপেক্ষা করো 💔
02/06/2024

মানুষ চিনতে হলে
শুধু খারাপ সময়ের অপেক্ষা করো 💔

08/05/2024

আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে
ভাসাতে পারিনি নয়নে!
আমি বলতে পারিনি কত না বলা কথা
লিখতে পারিনি চয়নে!

__রবীন্দ্রনাথ ঠাকুর

01/05/2024

শীতে তো অনেকেই কম্বল দান করেন🤪
এখন তারা এসি দান করেনা কেন🤔

28/04/2024

আমার সাধ আছে কিন্তু সাধ্য নাই🥲
অনেক জিনিস দেখেও না দেখার ভান করতে হয়
আমি হাঁসি ভেবে কাঁদিও ভেবে।
কেন? জানেন
আমি মধ্যবৃত্ত👌

27/04/2024

মাঝে মাঝে মনে হয় অনেক দুরে কোথাও ছুটে যাই।যেখানে কোন পিছুটান থাকবে না,থাকবে না মন খারাপের কোন কারন।শুধু আমি, আমার চাওয়া পাওয়া,আমার খুনসুটি আর আমার ভালোলাগা,আমার ভালবাসা গুলো।মানে সবিই আমার।

ব্যাস জীবন খুব সুন্দর তাইনা।🤩🤩🤩

কিন্তু সত্যিটা কি এমন সুন্দর হয় ? বা এমন কোন জায়গা আছে?
আর যদি থেকেই থাকে তাহলে
এতটা দুরে বা নির্জনে আমরা কেউই যেতে পারবো না কোনদিন।
তাইতো আপনার আমার প্রতিদিনের দমবন্ধ হওয়া পরিচিত পরিবেশ টাই যে আমাদের প্রতিবেশী আমাদের অতি আপনজন ।এই প্রতিবেশীর সাথে জন্মলগ্ন থেকেই যে আমরা বেড়ে উঠছি গায়ে গতরে।
ছোট ছোট কিছু চাওয়া পাওয়া বা হারিয়ে ফেলা।

আর কিছুটা সুখের মুহুর্তের🥰🥰🥰
জন্য অনন্ত কালের অপেক্ষা করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে।যেটা থেকে আমরা বেড়িয়ে আসতে পারবো না।
আর এটা নিয়েই আমাদের বেচে থাকা,ভালো থাকা,মন্দ থাকা।

আর সবার মতই এটাই আমার জীবন,
এটা নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি,অনেক অনেক ভালোআছি।
আপনারাও থাকবেন 👍

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
26/04/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

03/04/2024

- ঈদের শপিং নিয়ে কোন আগ্রহ না থাকলে

বুঝে নিবেন আপনি এখন দায়িত্বশীল দের কাতারে আছেন।🙂😊

02/04/2024

মায়া এক অদ্ভুত জিনিস
যা সবার প্রতি জন্মায় নাহ_😌

01/04/2024

যেটা নিয়েই অতিরিক্ত আশায় থাকি সেটাই😑

সেটাই আমাকে অধিকাংশ সময় নিরাশ করে দেয়💔

30/03/2024

❝এই বিশ্বব্রহ্মাণ্ডের সবটাই পরিপূর্ণ সত্য। মিথ্যার অস্তিত্ব যদি কোথাও থাকে, তবে সে মানুষের মন ছাড়া আর কোথাও না।❞

—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

30/03/2024

পারিবারিক কবরস্থানে তার বাবার জন্য কবর খোঁড়া হয়। কিন্তু জমি লিখে না দেওয়ায় কবরে শুয়ে বাবার লা*শ দাফনে বাধা সৃষ্টি করেন নওশাদ।

30/03/2024

জিন্দা থাকলে নিন্দা করবেই এটা মানতে হবে👍

কেননা মৃত্যুর পর শত্রুর ও প্রশংসা পাওয়া যায়👌

29/03/2024

সহজ সরল মানুষগুলোর একটা কমন সমস্যা হচ্ছে,
তারা সবাইকে নিজের মতোই ভাবে!🖤

29/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

28/03/2024

-হুট করে চলে আসা বৃষ্টির মতো🌧️🌧️🌧️
সবার জীবনেও হুট করে শান্তি ফিরে আসুক!🌸🌸🌸

28/03/2024

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম, "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংকম্যানেজারকে বললঃ আমি কিছু টাকাব্যাংকে রাখতে চাই.😎ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে? 👵বুড়ি ...
26/03/2024

ব্যাংকে এসে এক বুড়ি মহিলা ব্যাংক
ম্যানেজারকে বললঃ আমি কিছু টাকা
ব্যাংকে রাখতে চাই.😎

ম্যানেজার জিজ্ঞেস করলঃ কত আছে?

👵বুড়ি বললঃ হবে ১৩ লাখের মত....😱

ম্যানেজার বললঃ বাহ! আপনার কাছে বেশ
ভালোই টাকা আছে। আপনি করেন কি?

বুড়ি বললঃ তেমন কিছু না খোকা ।
ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজি লাগাই।
আর বাকি সময় সবার সাথে যেকোনো
ব্যাপারে বাজি খেলি।

👴ম্যানেজার বললঃ শুধু বাজি লাগিয়েই এত
টাকা জমিয়েছো? তাজ্জব ব্যাপার !

বুড়ি বললঃ তাজ্জবের কিছু নেই খোকা।
আমি এখুনি এক লাখ টাকা বাজি ধরতে
পারি যে, তোমার মাথায় নকল চুল
লাগানো...

ম্যানেজার হাসতে হাসতে বললঃ না
দিদা। আমি এখনো যথেষ্ট যুবক ।আর মাথায়
নকল চুল লাগানো নেই।

বুড়িঃ তাহলে লাগাবে কি বাজি?
ম্যানেজার মনে মনে ভাবল, এই বুড়ি পাগল
মনে হচ্ছে। যাই হোক ১ লাখ টাকা ফ্রিতে
কামানো যাচ্ছে, তো অত ভেবে লাভ কি...?
ম্যানেজার রাজি হয়ে গেলো...

বুড়ি বললঃ যেহেতু এক লাখ টাকার ব্যাপার
তাই আমি কাল সকাল ১১ টায় আমার উকিল
নিয়ে এই কেবিনে আসব। আর ওর সামনেই
প্রমান করা হবে। আপনি কি রাজি ?

ম্যানেজার বললঃ ঠিক আছে। আমি রাজি।
ম্যানেজারের রাতে ঘুম আসলো না, সারা
রাত ঐ বুড়ি আর ১ লাখ টাকার কথা ভাবতে
থাকে...
পরের দিন সকালে ঐ বুড়ি উকিল নিয়ে ঠিক
🕥১১ টায় ম্যনেজারের কেবিনে এসে
উপস্থিত।
বুড়ি ম্যানেজার কে বললঃ আপনি কি
রেডি?
ম্যানেজার বললঃ একদম রেডি।
বুড়ি বললঃ যেহেতু প্রমানের দরকার তাই
আমি আমার উকিলের সামনে আপনার চুল
টেনে প্রমান করতে চাই যে চুল আসল না
নকল।
ম্যনেজার ভাবল, এক লাখ টাকার ব্যাপার...
একটু চুলই তো টানবে! তাই সে রাজি হয়ে
গেলো....
বুড়ি ম্যানেজার এর পাশে গেলো আর চুল
ধরে টানতে শুরু করল। আর ঠিক ঐ সময়ই বুড়ি'র
সাথে আসা উকিলটা দেওয়ালে মাথা
ঠুকতে শুরু করে দিলো...!
ম্যানেজার বলে উঠেঃ আরে আরে উকিল
বাবু কি হলো ???
বুড়ি হাসতে হাসতে বললঃ কিছু না। শক
খেয়েছে। আসলে ওর সাথে ৫ লাখ টাকার
বাজি ধরেছিলাম যে আজ সকাল ঠিক ১১
টায়, শহরের সবথেকে বড় ব্যাংকের,,,,
ম্যানেজারের চুলের মুঠি ধরে টানবো 😂😁😁😁😁

সংগৃহীত

Name one thing Bangladesh 🇧🇩 gave to the world.
25/03/2024

Name one thing Bangladesh 🇧🇩 gave to the world.

25/03/2024

#আলহামদুলিল্লাহ
যখন যে অবস্থায় থাকি আল্লাহর শুকরিয়া- আলহামদুলিল্লাহ।

আপনি/আমি ভাবছি নিজের শারীরিক অসুস্থতা, আর্থিক অনটন, পারিবারিক নানা সমস্যা...
আরো কত কী।

আপাত দৃষ্টিতে আসলে বলতে গেলে আমি ভা...লো....না.......ই।

কিন্তু একটু ভাবি আর অন্যদের দিকে তাকাই..........
কত মানুষের ঘর নাই, পারিবারিক পরিচয় নাই, বিকালঙ্গ/পঙ্গু, চাকরী নাই, ব্যবসা নাই...

আমার/আপনার অবস্থা কি তাদের চেয়ে খারাপ.........?

তাই বলা চাই যখন যেভাবে আছি- #আলহামদুলিল্লাহ।

25/03/2024

অভিযোগ জমিয়ে রাখতে নেই। হয় ক্ষমা করে দিতে হয়, নাহয় সরে আসতে হয়।

আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি। তাই সরে আসি নিঃশব্দে নিঃশর্তে এবং গোপনে।

কম থাকাই ভালো👍
24/03/2024

কম থাকাই ভালো👍

23/03/2024

কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম, "আল্লাহ দিতে দেরিও করেন না, তাড়াতাড়িও করেন না, আল্লাহ সঠিক সময়ে দেন।"

অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাইনা; তখন এই লেখাটা মনে করে প্রচন্ড অনুপ্রেরণা নেই।
আল্লাহ হয়তো একদিন ঠিকই দিবেন। সঠিক সময়েই দিবেন।

ইনশাআল্লাহ!🤍

22/03/2024

৪ উইকেট

FIZZ ON FIREEEE🔥🔥🔥🔥
22/03/2024

FIZZ
ON FIREEEE🔥🔥🔥🔥

22/03/2024

সুন্দর

২০২৪ আইপিএল মুস্তাফিজুর এর প্রথম ওভারে ২ উইকেট নিয়ে শুরু।

এ ধারা অব্যাহত থাকুক আবার পুরোনো রুপে ফিরুক আমাদের কাটার মাস্টার।

22/03/2024

জীবনের প্রয়োজনে সবাইকে দরকার হয় না, সবাই সব সময়ে পাশে থাকবে না। নিজের যে কোন পরিস্থিতি নিজেকেই সামলাতে হবে, মানুষের উপর ভরসা করা ভুল!
কিছু কিছু মানুষ ছাড়াও জীবন সুন্দর!!❤️🌸

Address

Rangpur

Telephone

+8801719398598

Website

Alerts

Be the first to know and let us send you an email when ITZ RASEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ITZ RASEL:

Videos

Share



You may also like