রং লিমিটেড

রং লিমিটেড This is an official page of Rong Limited! A Government Engineering College in Rangpur.

09/06/2024

-শোনেন, অভাব কাকে বলে?

অর্থনীতি ক্লাসে প্রবীণ একজন স্যার রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, "বলো তো, অভাব কাকে বলে?"

ছেলেটি উত্তর দিল, "অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে 'অভাব' বলে।"

স্যার বললেন, "এটা তো অর্থনীতির ভাষা। সাধারণভাবে 'অভাব' বলতে তুমি ঠিক কী বোঝো?"

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে। কী বলবে ভাবছে সে। স্যার আবার তাড়া দিলেন, "বল..."

ছেলেটি এবার বলতে শুরু করল।

১. "আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন। আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না। মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা? মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।"

২. "বাবা যখন রাতে দেরি করে বাড়ি আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে? বাবা বলেন, 'ওভারটাইম' ছিল। 'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম আমার কাছে 'অভাব'।"

৩. "ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে, সেটাই 'অভাব'।"

৪. "মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলছেন কাপড়টা অনেক ভালো, আরো কিছুদিন পরা যাবে, এটাই 'অভাব'।"

৫. "বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের সাধারণ ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি, এই লজ্জাই আমার কাছে 'অভাব'।"

৬. "অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াটাই আমার কাছে 'অভাব'।"

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল! অনেকের চোখে জল। স্যারও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।

#বাস্তবতা:

আমাদের সহপাঠীদের মধ্যে অনেকেই আছে, যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে! তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না। এটাই বাস্তবতা।

#উপসংহার:

অভাব মানে শুধু অর্থনৈতিক সংকট নয়, এটি মানসিক চাপ, পারিবারিক কষ্ট এবং সামাজিক বাধা। আমাদের উচিত এসব পরিস্থিতি বুঝে সহমর্মী হওয়া এবং একে অপরের পাশে দাঁড়ান।

08/06/2024

◼️ সৌম্য সরকারের শুন্য রানে আউট হওয়ার দিনে, ৪টি আলাদা ম্যাচে ৮টি দলের মোট ১৩ জন ক্রিকেটার শুন্য রানে আউট হয়েছে। 🫣

◼️ Afghanistan 🆚 New Zealand ম্যাচে শুন্য রানে আউট হয়েছে ৪ জন। 🤣

1) Mohammad Nabi 🇦🇫
2) Gulbadin Naib 🇦🇫
3) Finn Allen 🇦🇺
4) Michael Bracewall 🇦🇺

◼️ Bangladesh 🆚 Sri Lankan ম্যাচে শুন্য রানে আইট হয়েছে ৪ জন। 🤣

1) Wanindu Hasaranga 🇱🇰
2) Maheesh Theekshaba 🇱🇰
3) Soumya Sarkar 🇧🇩
4) Taskin Ahmed 🇧🇩

◼️ South Africa 🆚 Netherlands ম্যাচে শুন্য রানে আউট হয়েছে ৪ জন। 🤣

1) Michael Levitt 🇳🇱
2) Taja Nidamanuru 🇳🇱
3) Quinton de K**k 🇿🇦
4) Aiden Markram 🇿🇦

◼️ Australia 🆚 England ম্যাচে অস্ট্রেলিয়া দলের খেলোয়াড় Pat Cummins শুন্য রানে আউট হয়েছে। 🤣

08/06/2024

ক্রিকেট প্রথম ম্যাচে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ 🥰
আগামীর অপেক্ষায় রইলাম 😓

08/06/2024

বাংলাদেশ এমন,
বাজেট প্রয়োজন নেই,
যে বাজেটে গরীব মানুষ কষ্ট পায়।

Address

Rangpur
1752

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+966503573674

Alerts

Be the first to know and let us send you an email when রং লিমিটেড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Nearby media companies